Darpan News - দর্পণ নিউজ

Darpan News - দর্পণ নিউজ এই চ্যানেলের মাধ্যমে সমাজের প্রতিটি ক্ষেত্রের ছবি তুলে ধরার প্রয়াস _

BJP-র কার্যকর্তা সম্মেলন আয়োজিত হল রাজনগরের তাঁতীপাড়ায়, উপস্থিত রাজ্য সাধারণ সম্পাদক_রাজনগর ব্লকের তাঁতিপাড়া গ্রামে ...
18/04/2024

BJP-র কার্যকর্তা সম্মেলন আয়োজিত হল রাজনগরের তাঁতীপাড়ায়, উপস্থিত রাজ্য সাধারণ সম্পাদক_

রাজনগর ব্লকের তাঁতিপাড়া গ্রামে সুপার মার্কেটের অনুষ্ঠান ভবনে বৃহস্পতিবার দুপুরে বিজেপি কার্যকর্তাদের নিয়ে একটি সম্মেলন করা হলো। বিধানসভার বিভিন্ন অন্তর্গত বিভিন্ন বুথের সভাপতিদের নিয়ে আজকে এই সম্মেলন করা হয়। সম্মেলনে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই সম্মেলন আয়োজিত হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী তথা প্রাক্তন আইপিএস অফিসার দেবাশীষ ধর, রাজ্য নেতা দেবতনু ভট্টাচার্য, জেলা সভাপতি ধ্রুব সাহা, জেলা সম্পাদক শ্যামসুন্দর গড়াই, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অনুপ গড়াই সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা।

17/04/2024

রাজনগরে রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা_

17/04/2024

বীরভূমের রাজনগরের আড়ালি গ্রামে চন্ডীপুজো উপলক্ষে শোভাযাত্রা_

রাজনগরের বিশ্বানন্দ আশ্রম রক্ষণাবেক্ষণের জন্য নতুন কমিটি গঠন _রাজনগরের বিশানন্দ আশ্রম রক্ষণাবেক্ষণের জন্য মঙ্গলবার একটি ...
16/04/2024

রাজনগরের বিশ্বানন্দ আশ্রম রক্ষণাবেক্ষণের জন্য নতুন কমিটি গঠন _

রাজনগরের বিশানন্দ আশ্রম রক্ষণাবেক্ষণের জন্য মঙ্গলবার একটি বিশেষ বৈঠক করে নতুন কমিটি গঠন করা হল। প্রসঙ্গত উল্লেখ্য এই বিশানন্দ আশ্রমের সেবাইত মহানন্দ ব্রহ্মচারী ৬৩ বছর বয়সে গত ১২ই ফেব্রুয়ারি ইহলোক ত্যাগ করেন।
এরপর নতুন কমিটি গঠন করার প্রয়োজন হয়। সেই উদ্দেশ্যেই মঙ্গলবার বিশেষ সভা একটি সভা করে প্রয়াত সেবাইত মহানন্দ ব্রহ্মচারীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে নতুন একটি কমিটি গঠন করা হল।
নতুন কমিটির সম্পাদক প্রদীপ দে এবং উপদেষ্টা কমিটির সদস্য গিরিধারী মন্ডল জানান এই আশ্রমে প্রাক্তন সেবাইত মহানন্দ ব্রহ্মচারী আশ্রম কমিটিকে নিয়ে এই আশ্রমটি পরিচালনা করতেন। এই আশ্রমে বিভিন্ন সময়ে ধর্মীয় নানান অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে। এলাকাসহ আশেপাশের বহু গ্রামের মানুষ এই আশ্রমে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন। তাই এই আশ্রমের রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার জন্য একটি নতুন কমিটি গঠন করা হল। পাশাপাশি আশ্রমের নতুন সেবাইত নিয়োগের জন্যেও প্রস্তাব আনা হল। কমিটির তরফে জানা গিয়েছে তারা এ বিষয়ে বিভিন্ন স্থানে বিজ্ঞপ্তি দিয়ে আশ্রমের নতুন সেবাইত নিয়োগ করবেন। সৎ এবং ত্যাগী পুরুষরা এই আশ্রমের সেবাইত হওয়ার ইচ্ছা প্রকাশ করলে তারা কমিটির লোকেদের সাথে যোগাযোগ করতে পারেন।
নতুন কমিটির সভাপতি ও কোষাধক্ষ্য নির্বাচিত হলেন জিতেন মন্ডল, সম্পাদক প্রদীপ দে।
উপদেষ্টা কমিটির সদস্য নির্বাচিত হলেন সজল গড়াই, গোপীনাথ ভান্ডারী, ষষ্ঠী চৌধুরী, গিরিধারি মন্ডল, ধীরেন মন্ডল, পরিমল মণ্ডল, বিপুল নন্দী, নীরোত্তম গড়াই, হীরালাল মন্ডল, সমীর দত্ত, পূর্ণ চন্দ্র সিংহ ও মঙ্গল চ্যাটার্জী।

চন্দ্রপুরের হিরাকুনি মোড়ে আদিবাসী অধিকার মঞ্চের তরফে মঙ্গলবার দুপুর সাড়ে এগারোটায় প্রতিবাদ সভা আয়োজিত হল _খান আরশাদ,...
16/04/2024

চন্দ্রপুরের হিরাকুনি মোড়ে আদিবাসী অধিকার মঞ্চের তরফে মঙ্গলবার দুপুর সাড়ে এগারোটায় প্রতিবাদ সভা আয়োজিত হল _
খান আরশাদ, বীরভূম:-
আদিবাসী সম্প্রদায়ের মানুষকে জল, জমি ও জঙ্গলের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, এরই প্রতিবাদে আদিবাসী অধিকার মঞ্চের পক্ষ থেকে রাজনগর ব্লকের চন্দ্রপুর অঞ্চলের কর্মী সদস্যদের নিয়ে একটি প্রতিবাদ সভা করা হলো।
চন্দ্রপুর অঞ্চলের বড়কোন্দা ও কয়রাবাদ গ্রাম সংলগ্ন হিরাকুনি মোড়ে এই প্রতিবাদ সভা আয়োজিত হয়।
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের জেলা কমিটির সদস্য তথা রাজনগর ব্লক কমিটির সম্পাদক বাবুদাস পাউরিয়া, ব্লক সভাপতি লক্ষীরাম হেমব্রম, ব্লক সদস্য নরেশ কিষ্কু সহ অন্যান্যরা।

ওড়িশার বিদ্যালয়ের অনুকরণে রাজনগরে জেলায় প্রথম ওয়াটার বেল চালু -খান আরশাদ, রাজনগর :-ক্ষুদে পড়ুয়াদের ডিহাইড্রেশন রুখ...
16/04/2024

ওড়িশার বিদ্যালয়ের অনুকরণে রাজনগরে জেলায় প্রথম ওয়াটার বেল চালু -
খান আরশাদ, রাজনগর :-

ক্ষুদে পড়ুয়াদের ডিহাইড্রেশন রুখতে রাজনগরের খাসবাজার প্রাথমিক বিদ্যালয়ে চালু হল জেলার প্রথম 'ওয়াটার বেল' প্রকল্প।
দিন দিন বাড়ছে তাপপ্রবাহ। প্রচন্ড এই তাপপ্রবাহে নাজেহাল হয়ে পড়েছে জনজীবন। প্রচন্ড গরমে বাড়ির বাইরে বেরোনো দুঃসাধ্য হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বাচ্চারা স্কুলে গিয়ে যাতে কোনো রকম শারীরিক সমস্যার মধ্যে না পড়ে, সেই লক্ষ্যেই বিদ্যালয়ের মধ্যে ওয়াটার বেল প্রকল্প শুরু করা হল।
প্রচন্ড গরমে শরীরের জলের কোনরকম ঘাটতি হলেই ডিহাইড্রেশন দেখা যায়।আমাদের শরীরের ৬০ শতাংশই জলীয় পদার্থ। শরীরে জলের অভাব হলেই বিপাকীয় প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে। প্রচন্ড গরমে শরীর থেকে ঘাম নির্গত হওয়ার ফলে শরীরে জলের পরিমাণ কমে আসে। পাশাপাশি মল-মূত্র ত্যাগ করার সময়ও জলের পরিমাণ কমে যায়। শরীরে এই জলের ঘাটতি সময় মতো পূরণ না হলেই ডিহাইড্রেশন দেখা যায়। আর প্রচন্ড গরমে ডিহাইড্রেশন রুখতে ঘন ঘন জলপানের প্রয়োজন হয়। সেই লক্ষ্যে স্কুলের ক্ষুদে পড়ুয়ারা যাতে নির্দিষ্ট একটি নির্দিষ্ট সময়ে জল পান করার সুযোগ পায়, সেই লক্ষ্যেই বীরভূমের রাজনগর ব্লকের খাসবাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুদরত আলী খানের উদ্যোগে এই বিদ্যালয়ে ওয়াটার বেল চালু হল।
বিদ্যালয় চলাকালীন প্রতি একঘন্টা অন্তর ওয়াটার বেল বাজবে। বেল বাজলেই প্রতিটি শ্রেণীকক্ষের বাচ্চারা নির্দিষ্ট জায়গায় এসে জলপান করবে।
এই প্রকল্পের উদ্দেশ্য - এই গ্রীষ্মে বাচ্চাদের শরীরে জলের কোনোরকম ঘাটতি না হতে দেওয়া। এই সুঅভ্যাসের ফলে বিদ্যালয়ের সাথে সাথে বাড়িতেও নির্দিষ্ট সময় অন্তর তারা জলপান করবে। ভুলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুদরত আলী খান।
তিনি জানান ভিন রাজ্যে বিদ্যালয়ে এই ওয়াটার বেল চালু হয়েছে। সংবাদমাধ্যমে এটা দেখে তিনি অনুপ্রাণিত হয়ে নিজ বিদ্যালয়ে এই প্রকল্পটি চালু করার কথা তার মাথায় আসে।
বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা তাঁকে এ বিষয়ে যথাসাধ্য সাহায্য করেছেন প্রকল্পটি চালু করার বিষয়ে।
জেলার মধ্যে এই প্রথম কোন বিদ্যালয়ে ওয়াটার বেল চালু হলো বলে মনে করা হচ্ছে।
এই বিদ্যালয়ের ১২৩ জন খুদে পড়ুয়ার নিয়মিত জলপানের এই অভ্যাস গড়ে উঠলে তা তাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত লাভদায়ক হবে বলে মনে করা হচ্ছে।

14/04/2024

রাজনগরে আম্বেদকরের ১৩৪ তম জন্ম দিবস পালিত হল তৃণমূলের তরফে_

14/04/2024

তৃণমূল সংখ্যালঘুদের ভবিষ্যৎ জর্জরিত করেছে, কেন্দ্রের প্রকল্পকে নিজেদের নামে চালাচ্ছে, রাজনগরে মন্তব্য বিজেপি প্রার্থী দেবাশিস ধরের।
(খান আরশাদ, রাজনগর _)

চন্দ্রপুরে ১৩ হাজার ভোটের লিড ধরে রাখার নির্দেশ দিলেন বিধায়ক বিকাশ রায় চৌধুরী_গত নির্বাচনে ১৩ হাজার ভোটের যে ব্যবধান স...
13/04/2024

চন্দ্রপুরে ১৩ হাজার ভোটের লিড ধরে রাখার নির্দেশ দিলেন বিধায়ক বিকাশ রায় চৌধুরী_

গত নির্বাচনে ১৩ হাজার ভোটের যে ব্যবধান সেটাকে ধরে রাখতে হবে, শনিবার চন্দ্রপুরে কর্মীদের নির্দেশ দিলেন বিধায়ক বিকাশ রায় চৌধুরী।
আগামী ১৩ই মে বীরভূমে অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচন। তার আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিজেদের মধ্যে গুরুত্বপূর্ণ মিটিং সারছেন। রাজনগর ব্লকের চন্দ্রপুরেও সেই উদ্দেশ্যে তৃণমূল কোর কমিটির একটি সভা করলেন বিধায়ক বিকাশ রায় চৌধুরী। নির্বাচন বিষয়ক বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার পাশাপাশি বিধায়ক বিকাশ রায় চৌধুরী কর্মীদের নির্দেশ দেন, গত নির্বাচনে তৃণমূল রাজনগর এলাকায় যে প্রায় তিন হাজার ভোটে লিড পেয়েছিল, সেই লিড যেন ধরে রাখতে পারা যায়, সেই ভাবেই সমস্ত কর্মীদের কাজ করে যেতে হবে।
রাজনগরে নির্বাচন খুব ভালোভাবেই সম্পন্ন হয় বলে মন্তব্য করলেন বিধায়ক। এদিনের এই সভায় বিধায়ক বিকাশ রায় চৌধুরী ছাড়া উপস্থিত ছিলেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।

12/04/2024

বীরভূমের বক্রেশ্বরে বিজেপি তপশিলি মোর্চার নির্বাচনী সভা, উপস্থিত রাজ্য সহ সভানেত্রী _

12/04/2024

রাজনগরের সাকিরপাড়া গ্রামে ৫০টি পরিবারের বিজেপি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ -

11/04/2024

রাজনগরের বিভিন্ন গ্রামে যথাযথ মর্যাদার সাথে পালিত হল ঈদ-উল-ফিতর

11/04/2024

৯৪ বছর বয়সে প্রয়াত হলেন প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব তেজারত হোসেন

10/04/2024

বিশ্বভারতীতে পালিত হল বসন্ত উৎসব

09/04/2024

স্থানীয়দের উদ্যোগে রাজনগর শাহাবাজিয়া মাদ্রাসায় ইফতার পার্টি আয়োজিত

09/04/2024

রাজনগরে ২ ট্রাক্টর অবৈধ বালি আটক করল পুলিশ, গ্রেপ্তার ২

09/04/2024

৫ মেট্রিক টন অবৈধ কয়লা আটক করল রাজনগর থানার পুলিশ__

08/04/2024

রাজনগরের আড়ালি গ্রামে ২০০ বছরের প্রাচীন মনসা পূজা ধুমধামের সাথে পালন_(খান আরশাদ, রাজনগর)

07/04/2024

রাজনগরে বিজেপির নতুন নির্বাচনী কার্যালয় উদ্বোধন_

রাজনগরে বিজেপির নতুন নির্বাচনী কার্যালয় উদ্বোধন _খান আরশাদ বীরভূম:রাজনগরে বাসস্ট্যান্ডে রবিবার বিজেপির নতুন নির্বাচনী ক...
07/04/2024

রাজনগরে বিজেপির নতুন নির্বাচনী কার্যালয় উদ্বোধন _

খান আরশাদ বীরভূম:

রাজনগরে বাসস্ট্যান্ডে রবিবার বিজেপির নতুন নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হলো আগামী ১৩ই মে বীরভূমে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে । সেই নির্বাচনের সময় এলাকায় বিজেপি নেতৃত্ব যাতে নিজেদের সংগঠনকে ঠিকঠাক নিয়ন্ত্রণ করতে পারেন সেই উদ্দেশ্যেই রাজনগর বাসস্ট্যান্ডে বিজেপির নতুন নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হলো । নতুন এই নির্বাচনী কার্যালয়ে নির্বাচন সংক্রান্ত সমস্ত সভা ও বৈঠক অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিস্তারক অরবিন্দ কয়াল, বিধানসভার কো-কনভেনার উত্তম পাল, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অনুপ গড়াই, জেলা তপশিলি মোর্চার সাধারণ সম্পাদক দুলাল রোয়ানি, মহিলা মোর্চার মন্ডল সভানেত্রী মমতা দে, যুব মোর্চার মন্ডল সভাপতি বুবুন দে , কনভেনার বিপুল নন্দী , মন্ডল সভাপতি সঞ্জয় সেন ও দেবাশীষ ভান্ডারী সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা। বিরোধী দলনেতা অনুপ গড়াই এর দাবী এই এলাকা থেকে সিউড়ি বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশীষ ধর পাঁচ হাজার ভোটে লিড পাবেন।
কারণ তৃণমূল সাংসদ শতাব্দীরায় এই এলাকার কোন উন্নয়নই করতে পারেননি। তাই সাধারণ মানুষ দেবাশীষ ধরকেই তাদের সাংসদ হিসেবে বেছে নেবেন।

নানুরের পাপুড়ি গ্রামে ২৭শে রমজান উপলক্ষে স্থানীয়দের মাছ ও নতুন বস্ত্র উপহার দিলেন সভাধিপতি কাজল সেখ _খান আরশাদ, বীরভূম...
07/04/2024

নানুরের পাপুড়ি গ্রামে ২৭শে রমজান উপলক্ষে স্থানীয়দের মাছ ও নতুন বস্ত্র উপহার দিলেন সভাধিপতি কাজল সেখ _

খান আরশাদ, বীরভূম:

নানুর বিধানসভার অন্তর্গত পাপুড়ি গ্রামে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ স্থানীয়দের মধ্যে মাছ এবং নতুন বস্ত্র উপহার দিলেন । প্রতিবছরের মতো এবারও চলতি রমজান মাসে ২৭শে রমজান উপলক্ষে স্থানীয়দের মধ্যে মাছ এবং নতুন বস্ত্র উপহার হিসেবে তুলে দেন জেলা পরিষদ সভাধিপতি কাজল শেখ । জেলার দোর্দণ্ডপ্রতাপ দাপুটে তৃণমূল নেতা কাজল শেখ মানুষদের পাশে দাঁড়াতে যে ভালোবাসেন, সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে তিনি তাঁর মানবিকতার পরিচয় দিয়েছেন। জেলার বিভিন্ন প্রান্তে ছুটে গেছেন দুঃস্থ এবং অসহায় মানুষের পাশে। দুরারোগ্য ব্যক্তিদের খবর পাওয়া মাত্রই তাদের বাড়িতে গিয়ে বা হাসপাতালে গিয়ে তাদের পাশে থাকার শুধু আশ্বাসই নয় আর্থিক দিক দিয়েও তিনি তার সাধ্যমত সাহায্য করেছেন।
গত বছর রাজনগরে সরস্বতী পূজার সময় খিচুড়ি খেয়ে অকালে প্রাণ হারান তিনজন এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন বেশ কিছু মানুষ। সে সময়ও কাজল শেখ মৃত পরিবার গুলির এবং অসুস্থ মানুষগুলির সাথে দেখা করে তাদের যথাসাধ্য সাহায্য করেন। তার এই মানবিকতায় জেলার বিভিন্ন প্রান্তের মানুষ মুগ্ধ হয়ে তাঁকে দুহাত তুলে আশীর্বাদও করেছেন এবং প্রকাশ্যেই প্রায় সকলেই তার এই মানবদরদী কার্যকলাপের প্রশংসা করে সাধুবাদ জানিয়েছেন।
হিন্দু-মুসলিম জাতি-ধর্ম নির্বিশেষে সকলের পাশেই বিভিন্ন সময়ে তাকে সাহায্যের হাত বাড়াতে দেখা গেছে। রবিবার ২৭শে রমজান উপলক্ষে কাজল শেখ তার আদরের দুই কন্যাকে নিয়ে পাপুড়ি গ্রামের প্রায় সমস্ত মানুষদেরই পুকুরের বড় বড় মাছ বিতরণের সাথে সাথে তাদের ঈদের উপহার হিসেবে নতুন বস্ত্র তুলে দেন।
কাজল শেখ জানিয়েছেন তিনি প্রতিবছরই একাজ করে থাকেন। গ্রামের কতজনকে মাছ বা নতুন বছরের উপহার হিসেবে নতুন বস্ত্র দেওয়া হবে তা তিনি হিসেব করে কতজনকে দেওয়া হবে তা তিনি করেন না, যতজনই আসুক না কেন তিনি কাউকেই ফেরান না। এবারেও তার কোন ব্যতিক্রম হয়নি এবং আগামী দিনেও তিনি সমাজের প্রতিটি স্তরের মানুষদের পাশে সবসময় থাকবেন বলে অঙ্গীকারবদ্ধ।

06/04/2024

গুলি কেন চলেছিল তা তিনি নিজেই ভালো জানেন শীতলকুচি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে রাজনগরের তাঁতিপাড়া গ্রামে পাল্টা জবাব দিলেন BJP প্রার্থী -

05/04/2024

পশ্চিমবঙ্গে বালি চোর,গরুচোর, কয়লা চোরদের আটকাতে ইন্ডিয়া জোট সরকার দরকার রাজনগরে মন্তব্য বাম-কংগ্রেস জোট প্রার্থী মিল্টন রশিদের _

অ্যাডিশনাল এসপি বোলপুরের নির্দেশে রাজনগরের ৪টি গ্রামে পুলিশের বিশেষ এরিয়া ডোমিনেশন -অ্যাডিশনাল এসপি বোলপুরের নির্দেশে র...
04/04/2024

অ্যাডিশনাল এসপি বোলপুরের নির্দেশে রাজনগরের ৪টি গ্রামে পুলিশের বিশেষ এরিয়া ডোমিনেশন -

অ্যাডিশনাল এসপি বোলপুরের নির্দেশে রাজনগরের বিভিন্ন গ্রামে পুলিশের বিশেষ এরিয়া ডোমিনেশন করা হলো আসন্ন লোকসভা নির্বাচনকে শান্তিপূর্ণ করার লক্ষ্যে জেলা অতিরিক্ত পুলিশ সুপার বোলপুরের নির্দেশে রাজনগর থানার অন্তর্গত ছোটবাজার, বড়বাজার, ছিপপাড়া এবং দামপাড়া, এই চারটি গ্রামে বিশেষভাবে এই এরিয়া ডমিনেশন করা হলো।
রাজনগর থানার SI তপন দাস ও ASI সুনীল মূর্মুর নেতৃত্বে এই এরিয়া ডমিনেশন করা হলো।

31/03/2024

তৃণমূল কংগ্রেস ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করেনা, রাজনগরে ইফতার পার্টিতে যোগ দিয়ে বললেন বিধায়ক -

30/03/2024

পশ্চিমবঙ্গ বাউরী সমাজ শিক্ষা সমিতির নবম স্বাভিমান যাত্রা বীরভূমের কচুজোড়ে_
সংবাদদাতা - সাগর বাউড়ী _

শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব। এই ভাবনাকে সামনে রেখে গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতির উদ্যোগে নবম স্বাভিমান যাত্রা আয়োজন করা হয়েছিল বীরভূমের সদাইপুর থানা কচুজোড়ে। এদিন স্বাভিমান যাত্রায় উপস্থিত ছিলেন পদ্মাশ্রী পুরস্কারপ্রাপ্ত রতন কাহার, পশ্চিমবঙ্গ বাউরী সমাজ শিক্ষা সমিতি রাজ্য সভাপতি সুমন্ত বাউরী, পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতির অবজারভার রবি ক্ষেত্রপাল, ভূমিপুত্র অধিকার মঞ্চের রাজ্যের কমিটির সভাপতি নেতাই বাউরী, বীরভূম জেলা কমিটি কনভেনার বিবেক বাউরী, কো কনভেনার বিশ্বজিৎ দলুই, বীরভূম জেলা মহিলা কমিটির অমিতা কাহার এবং বাউরী সমাজের কর্মীরা।

বীরভূমের লোকপুরে ২০ লিটার অবৈধ মদ সহ  গ্রেফতার ১ _ _সেখ রিয়াজুদ্দিন, লোকপুর :বীরভূম জেলার লোকপুর থানা এলাকা দিয়ে অবৈধভ...
27/03/2024

বীরভূমের লোকপুরে ২০ লিটার অবৈধ মদ সহ গ্রেফতার ১ _ _

সেখ রিয়াজুদ্দিন, লোকপুর :

বীরভূম জেলার লোকপুর থানা এলাকা দিয়ে অবৈধভাবে মদ পাচারের অভিযোগ ওঠে।সেই প্রেক্ষিতে লোকপুর থানার ওসির তৎপরতায় পাচারকারী পুলিশের জালে আটকে পড়ে।অনুরূপ মঙ্গলবার রাতে লোকপুর থানার পুলিশ অভিযান চালিয়ে লোকপুর সেনপাড়া থেকে স্থানীয় বাসিন্দা বাপী ওরফে বাবু মালকে ২০ লিটার চোলাই মদ সহ আটক করে এবং থানায় নিয়ে আসে।ধৃতকে লোকপুর থানার পক্ষ থেকে বুধবার দুবরাজপুর আদালতে পাঠানো হয়।উল্লেখ্য দিন কয়েক আগে ঝাড়খন্ডের বাগডহরী থানার মুড়াবেড়িয়া গ্রামের স্বপন বাউরি মোটরসাইকেল করে প্রায় চল্লিশ লিটার চোলাই মদ নিয়ে লোকপুর এলাকায় ঢোকার পথে ধাসুনিয়া নাকা চেকিং পোস্টে পুলিশের জালে আটকে পড়ে।মদ ও মোটরসাইকেল বাজেয়াপ্ত করে এবং ধৃতকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক সাতদিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

26/03/2024

রাজনগরে জোট প্রার্থী মিল্টন রশিদের হাত ধরে তৃণমূল কর্মীদের কংগ্রেসের যোগ

লোকসভা নির্বাচনের প্রচারে আউসগ্রামে মহিলা সম্মেলন-মহিউদ্দীন আহমেদ, আউসগ্রাম :-লোকসভা নির্বাচনকে সামনে রেখে আউসগ্রাম ২ নং...
25/03/2024

লোকসভা নির্বাচনের প্রচারে আউসগ্রামে মহিলা সম্মেলন-

মহিউদ্দীন আহমেদ, আউসগ্রাম :-

লোকসভা নির্বাচনকে সামনে রেখে আউসগ্রাম ২ নং ব্লকে এদিন মহিলা সম্মেলনের আয়োজন করা হয়। ব্লক সভাপতি সেখ আব্দুল লালনের উদ্যোগে গেঁড়াই গ্রামে তৃনমূলের মহিলা সম্মেলনে উপস্থিত ছিলেন দলের বিধায়ক অভেদানন্দ থান্দার, মহিলা সেলের নেত্রী মুনমুন দাস সহ অনান্য নেতৃত্ব। তৃনমূলের মহিলা সেলের সভায় সাধারন মহিলা সহ এদিন এই আউস গ্রাম ২ নং ব্লক তৃনমূল কংগ্রেসের মহিলা সম্মেলনে আউস গ্রাম ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রতিটি অঞ্চলের অঞ্চল সভাপতি, ব্লকের সমস্ত শাখা সংগঠনের সভাপতি গন, জেলা পরিষদের সদস্য সদস্যা প্রধান, উপ প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্যা সদস্য সমস্ত বুথের বুথ সভাপতি, প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সদস্য, সদস্যা, প্রতিটি অঞ্চলের শাখা সংগঠনের সভাপতি, আউস গ্রাম ২ নং ব্লকের সমস্ত আই, সি, ডি, এস, কর্মী হেলপার , ও আশা কর্মী। দলের ব্লক সভাপতি সেখ আব্দুল লালন, দিদি মহিলাদের উন্নয়নে যে ভাবে কাজ করেছেন তাতে লোকসভা নির্বাচনে আমরা শুধু জিতবো না, লিড বারানোর প্রতিযোগিতা চলছে।

22/03/2024

ইজরাইলি হানার নিন্দা জানিয়ে ফিলিস্তিনি বাসীদের জন্য প্রার্থনা সভা আয়োজিত হলো রাজনগরে_

Address

Birbhum

Telephone

+919153193569

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darpan News - দর্পণ নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Darpan News - দর্পণ নিউজ:

Videos

Share


Other Media/News Companies in Birbhum

Show All