Murshidabad Vivek Mission

Murshidabad Vivek Mission An organisation based on the thoughts of the great monk Swami Vivekananda. We're the soldiers of the great Sanyāsin. Jai Ramakrishna. Jai Maa. Jai Swamiji.
(1)

23/06/2024
22/06/2024

আজ শ্রীশ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা উপলক্ষ্যে ভগবান শ্রীশ্রীরামকৃষ্ণদেবের পবিত্র অস্থিধারক আধার যাকে স্বামীজি আত্মারামের কৌটো বলতেন, তাঁর মহাস্নান। আজ দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার পুণ্যদিবস।
ছবি ঋণ - Swami Vibhatmananda Maharaj 🙏

21/06/2024
শ্রীরামকৃষ্ণ (ব্রাহ্মভক্তদের প্রতি)—মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমি মুক্ত পুরুষ; সংসারেই থাকি বা অরণ্যেই থাকি, আমার বন্ধন...
17/06/2024

শ্রীরামকৃষ্ণ (ব্রাহ্মভক্তদের প্রতি)—মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমি মুক্ত পুরুষ; সংসারেই থাকি বা অরণ্যেই থাকি, আমার বন্ধন কি? আমি ঈশ্বরের সন্তান; রাজাধিরাজের ছেলে; আমায় আবার বাঁধে কে? যদি সাপে কামড়ায়, “বিষ নাই” জোর করে বললে বিষ ছেড়ে যায়! তেমনি “আমি বদ্ধ নই, আমি মুক্ত” এই কথাটি রোখ করে বলতে বলতে তাই হয়ে যায়। মুক্তই হয়ে যায়।

#শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত

“নিত্য-শুদ্ধ ব্রহ্মই জীবকে পবিত্র করিবার জন্য বারিরূপে গঙ্গার আকারে পরিণত হইয়া রহিয়াছেন। সুতরাং গঙ্গা সাক্ষাৎ ব্রহ্মবা...
16/06/2024

“নিত্য-শুদ্ধ ব্রহ্মই জীবকে পবিত্র করিবার জন্য বারিরূপে গঙ্গার আকারে পরিণত হইয়া রহিয়াছেন। সুতরাং গঙ্গা সাক্ষাৎ ব্রহ্মবারি।”

-- শ্রীরামকৃষ্ণ (শ্রীশ্রীরামকৃষ্ণ লীলাপ্রসঙ্গ)

16/06/2024

গঙ্গা সাক্ষাৎ ব্রহ্মবারি

16/06/2024
"ঠাকুরের কি সত্যনিষ্ঠাই না ছিল৷ খেতে বসেও যদি বলে ফেলতেন 'খাব না', তবে আর  খাওয়া হতো না৷ একদিন যদু মল্লিকের বাগানে যাবেন...
16/06/2024

"ঠাকুরের কি সত্যনিষ্ঠাই না ছিল৷ খেতে বসেও যদি বলে ফেলতেন 'খাব না', তবে আর খাওয়া হতো না৷ একদিন যদু মল্লিকের বাগানে যাবেন বলেছিলেন, কিন্তু ভক্তের ভিড়ে সে কথা ভুলে গেছেন, আমিও আর কিছু বলিনি৷ রাতে খাবার পর মনে পড়েছে৷ তখন অনেক রাত্রি, কিন্তু যেতেই হবে৷ আমি লন্ঠন নিয়ে সাথে সাথে গেলুম--গিয়ে দেখি সব বন্ধ, সকলে ঘুমুচ্ছে৷ তখন বৈঠকখানার দরজা ফাঁক করে ভিতরে পা গলিয়ে দিয়ে এলেন৷"

স্বামী ব্রহ্মানন্দ

সুপ্রভাত
জয় ঠাকুর
জয় মা
জয় স্বামীজী মহারাজ 🙏

অদ্বৈত আশ্রমে থাকাকালে একদিন বরদা মহারাজকে (স্বামী ঈশানানন্দজীকে) জিজ্ঞাসা করেছিলাম, "মহারাজ, আপনি শ্রীশ্রীমায়ের সঙ্গে ...
15/06/2024

অদ্বৈত আশ্রমে থাকাকালে একদিন বরদা মহারাজকে (স্বামী ঈশানানন্দজীকে) জিজ্ঞাসা করেছিলাম, "মহারাজ, আপনি শ্রীশ্রীমায়ের সঙ্গে প্রায় এগারো বছর ছিলেন। আপনি বলুন তো, আমাদের বাড়িতে মা, বোন, মাসি, পিসি, মামি প্রভৃতি যে নারীরা আছেন তাঁদের সঙ্গে শ্রীশ্রীমায়ের পার্থক্য কোথায়"?

বরদা মহারাজ একটু চুপ করে থেকে বললেন, " তুমি কোন মানুষ দেখেছ যে একেবারে বাসনাশূন্য? শ্রীমা ছিলেন একেবারে বাসনাহীন। দেখ, মানুষ মাত্রেই কোন-না-কোন বাসনার অধীন। একমাত্র ভগবানই বাসনামুক্ত। শ্রীমা ছিলেন স্বয়ং দেবী ভগবতী"। - স্বামী ঈশানানন্দ

বেলুড় মঠে স্বামীজির নির্দেশে রাত চারটের সময় ঘণ্টা বাজিয়ে সবাইকে জাগিয়ে দেওয়া হত। সাধু ব্রহ্মচারীরা সবাই ঘুম থেকে উঠে প্র...
14/06/2024

বেলুড় মঠে স্বামীজির নির্দেশে রাত চারটের সময় ঘণ্টা বাজিয়ে সবাইকে জাগিয়ে দেওয়া হত। সাধু ব্রহ্মচারীরা সবাই ঘুম থেকে উঠে প্রস্তুত হয়ে এসে ঠাকুর ঘরে ধ্যান-জপ করতেন। স্বামীজির প্রখর শাসনে এই নিয়মের কোনও নড়চড় হওয়ার উপায় ছিলনা। স্বামীজি কঠোর নিয়ম করেছিলেন যে, যে সাধু বা ব্রহ্মচারী নির্দিষ্ট সময়ে ঠাকুর ঘরে আসতে পারবেনা তাকে সেদিন বাইরে থেকে ভিক্ষা করে এনে খেতে হবে, মঠে সে সেদিন খেতে পাবেনা। একদিন মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ কোনও কারণে নির্দিষ্ট সময়ে ঠাকুর ঘরে আসতে পারলেননা। স্বামীজি তাঁর কাছে গিয়ে বললেন , '' তারকদা, (স্বামী শিবানন্দের পূর্বাশ্রমের নাম ছিল তারক) আমরা একটি নিয়ম করেছি যে, নির্দিষ্ট সময়ে ঠাকুর ঘরে এসে সাধন-ভজন না করতে পারলে তাকে সেদিন বাইরে ভিক্ষা করে খেতে হবে। শিবানন্দজী ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়ে গেলেন। স্বামীজি নীরবে সেই চলে যাওয়া দেখলেন। তারপর খাওয়ার সময়ে দেখা গেল স্বামীজি খাওয়ার ঘরে আসেননি। অনেক সাধ্য-সাধনা করেও তাঁকে খাওয়ানো গেলনা। সারাদিন তিনি অভুক্ত রইলেন। দিনের শেষে ভিক্ষা করে ফিরে এলেন স্বামী শিবানন্দজী। স্বামীজি ছুটে এসে তাঁকে ধরলেন। সাগ্রহে বললেন, '' দেখি তারকদা, ভিক্ষা করে কী কী এনেছেন। আসুন আমরা দুই ভাই একসাথে এই ভিক্ষান্ন খাই। কতদিন মাধুকরীর অন্ন খাইনি!'' স্বামী শিবানন্দ ও স্বামী বিবেকানন্দ একসাথে সেদিন ভিক্ষান্ন গ্রহণ করলেন।

14/06/2024
10/06/2024
10/06/2024
গতকাল খাগড়া  চরৈবেতি আয়োজিত রামকৃষ্ণ ভক্ত সম্মেলনে উপস্থিত  স্বামী বেদ স্বরুপানন্দ জী মহারাজ সংসারে থাকতে থাকতে  মানুষ...
20/05/2024

গতকাল খাগড়া চরৈবেতি আয়োজিত রামকৃষ্ণ ভক্ত সম্মেলনে উপস্থিত স্বামী বেদ স্বরুপানন্দ জী মহারাজ
সংসারে থাকতে থাকতে মানুষের মনের যখন ক্লান্তি আসে বিষাদ আসে তখন সাধুসঙ্গ এর স্পর্শে জীবনের আসল স্বরূপ এর উদঘাটন হয় ।
জয় ঠাকুর , মা, স্বামীজী , স্বামী অখণ্ডানন্দ মহারাজ জির জয়🙏

Address

Berhampore
742103

Alerts

Be the first to know and let us send you an email when Murshidabad Vivek Mission posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Berhampore

Show All