Yunus Ahmed

Yunus Ahmed এখানে বিভিন্ন ইসলামিক জলসা এবং ওয়াজ নসিহত গজল আপলোড করা হয়

22/04/2024

😱😱😱😱

20/04/2024
27/03/2024

Surah mulk telawat

20/03/2024

বিষয় - কিয়ামত
মাওঃ আব্দুর রহমান বিন দিলওয়ার হোসেন আসাম

14/03/2024

Assalamualaikum

08/01/2024

নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন

26/11/2023

Assam to Kolkata

16/10/2023

ইসলামে কাটুন দেখা হালাল? ডঃ জাকির নায়েক

04/10/2023

হক কথা বলিতো, কিছু কিছু মলবিদের মুখ বেঁকে যায়। 🫣🫣😄😄

04/10/2023

তুমি সেই সব লোকেদের দেখো, যাদের ভাগ্য তোমার চেয়ে খারাপ।

22/09/2023

পিরের সুন্নাত পড়ে হজ করতে গিয়েছে।

21/09/2023

মাওলানা নুর মোহাম্মদ খাতির তিনি হজের জন্য রওনা দিলেন। ওনাদের হজকে যেনো কবুল করেন। আমিন

20/09/2023

মাওলানা আফজাল হোসেন।

23/08/2023

মাওলানা আব্দুর রহমান বিন দিলওয়ার হোসেন আসাম

09/08/2023

শারি পড়া বউ।

08/08/2023

ইয়া আল্লাহ রাসূল ﷺ এর শানে যে কুলাঙ্গার খারাপ মন্তব্য করে তাকে তুমি ধ্বংস করে দাও, আবু লাহাবের মত লানত বর্ষিত হোক কিয়ামত পর্যন্ত .
এই পোস্টটি আপনারা বেশি বেশি শেয়ার করুন | শেয়ার করার কারণে আপনার আমলনামায় সাদকায়ে জারিয়া হয়ে যাবে

07/08/2023

মা কাকে বলে শুনো মাওঃ তাজীবুর রহমান নদিয়া।

02/08/2023

এবার পীরদের ব্যবসা বন্ধ। তাবিজ বিচা বন্ধ,😱 মাওঃ মমতাজুল ইসলাম এরফান। Mumtazul.

31/07/2023
27/07/2023

স্যার একটা কথা কমু?
-কি বল?
-আইজ আমারে সাড়ে ১২ টায় ছুটি দেবেন?
-কেন? কি করবি?
-বাসায় গিয়া ভাত খামু। পেটে খুব ক্ষিধা।
-কেন সকালে খেয়ে আসোনি?
-জ্বী না।
-কেন?
-তরকারি নাই। আর লবণ দিয়া ভাত খাইতে পারি না।
কথাটা শুনতেই বুকের মধ্যে কেমন যেন লাগলো স্যারের?
-রাতে কি খেয়েছো?
-গরম ভাতে পানি দিয়া ডাল মনে করে ভাত।
-এখন কি দিয়ে খাবে?
-মায় কইছে স্কুল ছুটির পর গেলে কচু রাইন্ধা রাখবে। হেইডা দিয়া মজা কইরা ভাত খামু।
মায় খুব মজা কইরা কচু রানবার পারে।
কখন যে চোখটা ঝাপসা হয়ে আসল বুঝতে পারিনি।
একদিন তোমার মায়ের হাতের রান্না করা কচু
খেয়ে আসব। নিবা তোমার বাসায়?
যাইবেন স্যার সত্য?

হ্যাঁ যাব। যাও বাসায় গিয়ে পেট ভরে ভাত খাও।
মুখে পৃথিবী জয় করা হাসি নিয়ে বই হাতে নিয়ে তার
চলে যাওয়ার দিকে মন্ত্র মুগ্ধের মত তাকিয়ে
রইলাম।

তরকারির জন্য ভাত খেতে পারছে না। অথচ
আমাদের এই সমাজে কত মানুষ আছে যাদের
খাবারের মেনুতে কত আইটেম থাকে। যা তারা
খেয়ে শেষ করতে পারে না। উচ্ছিষ্ট অংশ চলে যায় ডাস্টবিনে।

এমন অনেক বাবা মা আছেন যারা ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান। গাড়ি করে নিয়ে যান। ছেলের কত আবদার! সব পূরণ করতে ব্যস্ত। অথচ রাস্তায় পড়ে থাকা মানুষ গুলোর দিকে ফিরেও তাকান না। তাকাবেন কেন?? তাকালেই তো ঘাড়ে এসে পড়বে। আমরা তো নিজেকে নিয়ে ব্যস্ত। হাজার টাকার বডি স্প্রে গায়ে দিয়ে ঘুরে বেড়াই।

ঈদ আসলে ব্যস্ত হয়ে পড়ি শপিং নামক টাকা উড়ানোর খেলায়। কেউ পাখি,কেউ কিরণমালা,
কেউ শীলা কি জাওয়ানি নামক উদ্ভট সব পোশাক
কিনতে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু বুঝতে চাই না এই
বাইরের পোশাক গুলোতে আমাকে কি মানাচ্ছে?
অথচ একটা গরীব লোক এসে বলছে-দুইটা টাকা
দেন। তখন বলি-ভাংতি নাই। মাফ কর।

গার্লফ্রেন্ডকে নিয়ে চাইনিজ এ অনেক-ই যায়। কত টাকা খরচ হয় হিসাব রাখে না অথচ গরীব রিক্সাচালক যখন বলে-পাঁচটা টাকা বাড়াইয়া দেন। তখন তার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না।

ঐ গরীব লোক গুলোর অপরাধ কি?

অপরাধ একটাই যে সৃষ্টিকর্তা তাদেরকে গরীবের
ঘরে জন্ম দিয়েছেন। আর আপনাকে সোনার চামচ মুখে দিয়ে কোন ধনী বাবার ঘরে।

আসুন আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা এদের পাশে দাড়াই। আমাদের টাকা থেকে কিছু অংশ দিয়ে ওদের জন্য কিছু করি।

আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন।

আজকের সেরা ফটো ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
05/07/2023

আজকের সেরা ফটো ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

Address

Achhra
Berhampore
742136

Alerts

Be the first to know and let us send you an email when Yunus Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yunus Ahmed:

Videos

Share

Category



You may also like