CAA তে কিভাবে মুসলিম দ্বিতীয় শ্রেণীর নাগরিক হতে চলেছে ?? অন্যানো রাও কিভাবে বিপদে পড়বে CAA আবেদন করলেই ??
#NoCAA #NoNRC #NONPR #noaadhar #noaadhardeactivation #viralvideo #viralpost2024 #viralposts #ElectionCommission #Election2024 #NoVoteToBJP
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা স্লোগান তুলছে "কবিগুরুর এই মাটিতে দালাল ভিসির ঠাঁই নাই, শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণ মানছি না।"
বীরভূম জমি জীবন জীবিকা ও প্রকৃতি বাঁচাও মহাসভার উদ্যোগে হুল মাহা উদযাপন। (দেউচা-পাঁচামি-দেওয়ানগঞ্জ- হরিণশিঙা)
হুল দিবসে শিল্পী শুভেন্দু সরকারের কাজ
মানবাধিকার সংগঠন APDR এর ৫০ বছর পূর্তিতে শোভাযাত্রা...
টালা ব্রীজ থেকে উচ্ছেদ হওয়া মানুষেরা এখনো কালো প্লাস্টিকের ছাউনি ঘরে রাত কাটাচ্ছেন। উচ্ছেদ হওয়া ১৩৯ পরিবারের ভবিষ্যৎ কী হবে? মেয়র বিভিন্ন সংবাদমাধ্যমে "আলাপ-আলোচনা" করে সমাধানের কথা বললেও সে'বিষয়ে কোনও সদিচ্ছা চোখে পড়ছে না।
এ আর নতুন কী? উচ্ছেদ হওয়া বস্তিবাসীদের উপযুক্ত পুনর্বাসন বিষয়ক কোনও আইন নেই এই রাজ্যে। নেই উপযুক্ত বাসস্থান ও অন্যান্য নাগরিক পরিষেবার বিষয়েও কোনও পরিকল্পনা।তাদের দাবি...
★ টালা সহ অন্যান্য অঞ্চল থেকে উচ্ছেদ হওয়া বস্তিবাসীদের উপযুক্ত পুনর্বাসন দিতে হবে।
★ শহরের বস্তিবাসীদের বাসস্থানের অধিকার সুনিশ্চিত করা তথা উপযুক্ত পুনর্বাসনের জন্য যথার্থ আইন প্রণয়ন করতে হবে।
★ শহরের বস্তিবাসীদের বাসস্থানের অধিকার সুনিশ্চিত করা তথা উপযুক্ত পুনর্বাসনের জন্য যথার্থ আইন প্রণয়ন করতে হবে।
★ শহরে বসবাসকারী বিপুল শ্রমজীবী মানুষের উপযুক
বীরভূম জমি জীবন জীবিকা ও প্রকৃতি বাঁচাও মহাসভার পরিবেশ দিবস উদযাপন...
বিদায় লেখক, কলামিস্ট ও ভাষা আন্দোলনের স্মরণীয় গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো'-এর রচয়িতা ও স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা সাপ্তাহিক 'জয় বাংলা'র প্রতিষ্ঠাতা ও সম্পাদক, সর্বশেষ মাসিক 'অন্যদেশ' পত্রিকার উপদেষ্টামণ্ডলীর সভাপতি হিসেবে যুক্ত ছিলেন আবদুল গাফ্ফার চৌধুরী।
পশ্চিমবঙ্গ রাজ্য মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, লোকায়ুক্তে অবিলম্বে চেয়ারম্যান পদে নিযুক্তি ও স্ব-শাসিত বিধিবদ্ধ সংস্থা গুলোকে সচল করার দাবিতে কলেজ স্ট্রীট থেকে APDR এর মিছিল।
শ্রীলঙ্কায় বামপন্থীদের প্রতিরোধ...
'কেউ কেউ কবি...'
শিল্পী শুভেন্দু সরকারের কাজ. ….
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দ্রব্যমূল্যে বৃদ্ধি নিয়ে অসহায় জনগণের যাপনচিত্র শিল্পী শুভেন্দু সরকারের শিল্পে...
তিনটি কৃষি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলনে ঐতিহাসিক জয় তাদের শক্তি বাড়িয়েছে। কীভাবে এই লড়াই গড়ে উঠল?সাফল্যের মূল কারন কী? আগামী দিনে চলা কোন পথে? এই নিয়ে কথা বলতে আসছেন একেবারে মাটিতে দাঁড়িয়ে যারা লড়াই সংগঠিত করেছেন সেই কৃষক নেতা নেত্রীরা। যারা কৃষি সংকটের নানা দিক ধরে ভাবছেন এবং ময়দানে তার সমাধান খোঁজার চেষ্টা করছেন তাদের থেকে সরাসরি শুনবো আন্দোলনের বর্তমান অবস্থা ও ভবিষ্যতের দিশা কী। বলবেন --
১) রাজিন্দর সিং দীপসিংওয়ালা (সহ সভাপতি, কীর্তি কিষান ইউনিয়ন)
২) হার্নেক সিং (পাঞ্জাব রাজ্য কমিটি সদস্য, বিকেইউ একতা ডাকোন্ডা)
৩) পরমজিৎ কৌর (সাধারণ সম্পাদক, জমিন প্রাপ্তি সংঘর্ষ কমিটি)
১২ এপ্রিল (মঙ্গলবার), বিকেল ৩টে থেকে। ভারতসভা হল।