আজ বড়ুয়া থানার অন্তর্গত বড়ুয়া গ্রামীন মেলার আয়োজন করা হয়."নানা ভাষা নানা বেশ নানা পরিধান
বিভিদের মাঝে দেখো মিলন মহান"_ হ্যাঁ এটাই আমাদের ভারতবর্ষ ও আমাদের রাজ্যের ছবি.গত ছয় বছর পূর্বে তিনটি কালিপূজো হতো অর্থের অভাবে বন্ধ হয়ে যাওয়াতে মুসলিম ভাই ও বোনেরা এগিয়ে এসে এই পূজোর অর্থ তুলে দিয়ে পূজোটা চালু করেন.তাঁদের বক্তব্য আমাদের মহরোম বা অন্যান্ন উৎসবে যখন হিন্দু ভাই ও বোনেরা অর্থ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে কেন আমরা এগিয়ে আসতে পারবোনা?হ্যাঁ এই ছবিটাই আমাদের ঐতিহ্যের ও সাংস্কৃতির ধারক ও বাহক.আজ অনুষ্ঠানে বড়ুয়া থানার ওসি সন্দীপ স্যান্ন্াল বলেন যে হিন্দুদের ধর্মগ্রন্থের নাম গীতা ইংরাজীতে বানানটাও পাঁচটি অক্ষরের মুসলিমদের ধর্মগ্রন্থের নাম কোরান ইংরাজীতেও পাঁচটি অক্ষর খ্রীষ্টানদের ধর্মগ্রন্থের নাম বাইবেল ইংরাজীতেও পাঁচটি অক্ষর.কাজেই মানুষে
রেণুকা মাড্ডির বাড়িতে ভাইফোঁটা নিলেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী
বহরমপুরের মোহনমলে বহরমপুর শহরনৃত্য কলা কেন্দ্রের পরিবেশন
আজ কালীপুজা এবং তার বিসর্জন উপলক্ষে বহরমপুর শহরকে যানজট মুক্ত রাখার জন্য নিম্নলিখিত কিছু নিষেধাজ্ঞা (বিধিনিষেধ) জারি করা হলঃ-
১) এক্সিস ব্যাঙ্ক মোড় থেকে জজকোর্ট মোড়ের দিকে বিকেল চারটে থেকে ৩/৪ এবং তার বেশি চাকা গাড়ী প্রবেশ করবে না। শুধুমাত্র দুই চাকার গাড়ী মেরী ইমাকুলেট স্কুল পর্যন্ত যেতে পারবে।
২) মেরী ইমাকুলেট স্কুল থেকে জজকোর্ট মোড় পর্যন্ত কোনরকম যানবাহন চলাচল করবে না। উক্ত রাস্তা পথ চলতি মানুষ ও দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
৩) এক্সিস ব্যাঙ্ক মোড় থেকে রবীন্দ্র সদনের দিকে কোন গাড়ী যাবে না।
৪) মোহন মোড় থেকে নিমতলার দিকে বিকেল চারটে থেকে ২/৩ অথবা চারচাকা ছোটগাড়ী গোরাবাজার নিমতলা মোড়ের দিকে যেতে পারবে।
৫) গোরাবাজার নিমতলা মোড় থেকে মোহন মোড়ের দিকে কোন গাড়ী যাবে না। যারা গোরাবাজার নিমতলা থেকে মোহন মোড়ের দিকে যাবে তারা গোরাবাজার মসজিদের রাস্তা ধর
Qtv সমাচার দর্শকদের দীপাবলীর শুভেচ্ছা জানালেন
আজ ভাকুরী অঞ্চলে শ্রী কালীমাতার পূজার শুভ উদ্বোধন ও বস্ত্র বিতরণ বেলডাঙ্গার বিধায়ক মাননীয় হাসানুজ্জামান সেখ সমাজসেবী সারজু সেখ সহ ব্লক যুব সভাপতি মাননীয় বারিকুল হাসান টফি সহ স্থানীয় কর্মীবৃন্দ।
মীনাক্ষী মুখার্জির গ্রেফতার প্রতিবাদ বহরমপুর শহরে এসএফআই কর্মী ও ডি এফ আই কর্মী, মুখ্যমন্ত্রী কাশ পুতুল আগুন দিয়ে পড়ালেন
ভগবানগোলায় টোটোর মধ্যে স্ত্রীকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী স্বামী
বুধবার গভীর রাতে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার সুবর্ণমৃগী এলাকায় টোটোর মধ্যে কুপিয়ে খুন করা হল এক মহিলাকে। মৃত ওই মহিলার নাম আয়েশা বিবি (২৬)। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি বহরমপুরে একটি বেসরকারি নার্সিংহোমে আয়ার কাজ করতেন। রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে স্থানীয় বাসিন্দারা প্রথমে কানাপুকুর হাসপাতাল এবং পরে লালবাগ হাসপাতালে নিয়ে যান। সেখানেই মৃত্যু হয় ওই মহিলার। অন্যদিকে বৃহস্পতিবার সকালে সুবর্ণমৃগী এলাকায় একটি কবরখানার পাশের আমবাগান থেকে উদ্ধার হয় ওই মহিলার স্বামী জার্জিস শেখের (৩৩) ঝুলন্ত দেহ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই টোটোতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কোনও বিষয় নিয়ে অশান্তি শুরু হয়। সেই সময় রাগের মাথাতে পেশায় রাজমিস্ত্রি জার্জিস নিজের স্ত্রীকে চাকু দি
আগামীর পথ সুন্দর করে তোলা ,চাপমুক্ত পড়াশুনার জন্য পাশে অর্নবের ফেমিনিজম ডট কম।
আগামীর পথ সুন্দর করে তোলা ,চাপমুক্ত পড়াশুনার জন্য পাশে অর্নবের ফেমিনিজম ডট কম।
আজ বহরমপুর চুয়াপুর রেল ওভারব্রিজ পরিদর্শনে এলেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সেই সময় বিজেপির বহরমপুরের বিধায়ক কাঞ্চন মৈত্র তিনিও তার দলবল নিয়ে জয় শ্রী রাম স্লোগান দিয়ে চুয়াপুর রেল ওভারব্রিজ পরিদর্শন করলেন। চলুন শুনে নাওয়াজাক প্রতিক্রিয়া
বহরমপুরপূর্ব ব্লক আইজুদ্দিন মন্ডল নেতৃত্বে বিজয় সম্মেলনী
আজ খাগড়া বড়োমুড়ির ধারে বিশ্ব নবী হজরত মহন্মদের জন্মদিবস উপলক্ষ্যে একটি ধর্মীয়সভা ও জালসার আয়োজন করা হয়.সকালে মিশাইলম্্যান ও ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডাক্তার এ পি জে আব্দুল কালামের নামে ছোটো অনুষ্ঠানের মধ্যে দিয়ে সভার সূচনা করা হয় পরে বিকেলে মূল অনুষ্ঠান হয়.আজকের সভায় উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবিমফাকেরুল ইসলাম নিজামুদ্দিন বিশ্বাস সামসুল হালসানা বর্নালী মুখার্জী সহ বহু বিশিষ্ট ব্যক্তিগন.প্রতিবছরের ন্যায় এ বছরেও দুস্থ অসহায়দের সাহায্য করার পরিকল্পনা রয়েছে.মহন্মদ জাহাঙ্গীর খান আজকের সভা থেকে কি বার্তা দিলেন আসুন শুনে নেওয়া যাক.বহরমপুর থেকে নিজস্ব সংবাদ দাতা কল্যানী মন্ডল মোদক কিউ টিভি সমাচার
বহরমপুরে বিধায়ক ও সভাধিপতির সামনে CMOH-কে মারধোর ও ধস্তধস্তি , বহরমপুর থানার পুলিশ আটক করেছে১৪জন
রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি মুর্শিদাবাদে শুরু হল কার্নিভাল
রাজ্যে বাতিল করা হল ৬২ লক্ষের বেশি রেশন কার্ড! – নজরে মোট দেড় কোটি
প্রথম লাইভ q টিভি সমাচার
প্রথম লাইভ q টিভি সমাচার