পাঞ্চজন্য

পাঞ্চজন্য Mythologically, Shri Krishna blew his conchshell, Panchajanya at the very beginning of the Kurukshet

 #795
08/06/2021

#795

 #794
07/06/2021

#794

 #793
07/06/2021

#793

 #792
06/06/2021

#792

 #791
05/06/2021

#791

 #790
05/06/2021

#790

 #787
02/06/2021

#787

 #786প্রতি(বার)বাদদেখেছিলাম সেই দিন, শৈবালে মাখামাখি করে পড়েছিলি,পড়েছিলি কর্দমাক্ত অবস্থায়।খোঁজ রাখেনি কেউ তোর, কারন তুই...
01/06/2021

#786

প্রতি(বার)বাদ

দেখেছিলাম সেই দিন, শৈবালে মাখামাখি করে পড়েছিলি,
পড়েছিলি কর্দমাক্ত অবস্থায়।
খোঁজ রাখেনি কেউ তোর, কারন তুই গরীব।
ফাঁকা পেট ঠঙ ঠঙ করছিল তখন তোর,
স্কুলের নর নরৌ নরা বলা মাস্টারটাও কিছু শেখায়নি।
তুই কিছু শিখতে চাইতিস ও না,
কারন তোর বাপ একজন মুটে।
তথাকথিত সমাজ এটাই বোঝে,
যে অশিক্ষিত, তার প্রজন্মও যেন অশিক্ষিতই থাকে।
সেই কাদাটা একটু একটু করে খাচ্ছিলি,
আর করছিলি ওই চামড়ার ব্যাগটাকে শান্ত।
শেষ ২ দিন বোধহয় হাঁড়ি বসেনি তোর ঘরে,
হয়তো করোনা ছিনিয়ে নিয়েছিল তোর বাপের চাকরি।
তুই আর কি করে এসব কথা বুঝবি বল!
তোর তো মনে হয় ৫ ও পের হয়নি।

বিপ্লব হোক তবে জোর গলায়,
হোক প্রতিবাদ।
ধনী-দরিদ্রের বৈষম্য ঘুঁচুক তবে আজ,
দরিদ্র করুক আজ যোগ্য প্রতিবাদ,
মহামারীর গোধূলি লগ্নে,
ডাকাতদের শাস্তি দিক,
শোষণকারীদের অর্শ হওয়া পেছনে ঢুকিয়ে দিক,
প্রতিশোধের ন্যাপকিন।

হয়তো তখন ছেলেটার মা বুঝবে,
বাচ্চাটার মুখে মহাবিশ্ব দেখা যাবে না,
কারন সে গরীব।

✒️ ইভ্যানজেল ব্যানার্জ্জী

 #785
01/06/2021

#785

 #784ভাতের ফ‍্যান্গোবিন্দ দাস চট্টোপাধ্যায় খিদ‍্যার লাইগ‍্যে কলের ছা টকচ্ছিল‍্য ঘ‍্যান্ ঘ‍্যান্।বাবুর বাড়ি মাইগ‍্যে আনিব...
01/06/2021

#784

ভাতের ফ‍্যান্
গোবিন্দ দাস চট্টোপাধ্যায়

খিদ‍্যার লাইগ‍্যে কলের ছা ট
কচ্ছিল‍্য ঘ‍্যান্ ঘ‍্যান্।
বাবুর বাড়ি মাইগ‍্যে আনি
বাটি খানেক ফ‍্যান্।।
ভাত লয় গো,ফ‍্যান্ ট শুধু
শর্ত তাথেও আছ‍্যে।
সাঞ্ঝের আগে বালতি খানেক
কাপড় দিব কাচ‍্যে।।
গিন্নি বইল‍্য দিতেই পারি
আন্ ন লিয়ে বাটি।
বিনিময়ে কাপড় কটা
কাচতে হবেক ফাটি।।
ফাটি বাগ্দীর গতর আছ‍্যে
খাটাই শুধ‍্যে দিব।
বড় লকের ভাতের ফ‍্যান্
এমনি কেনে লিব।।

ছবি সৌজন্য - google

 #783
30/05/2021

#783

নজরুলগোবিন্দ দাস চট্টোপাধ্যায় নজরুল মানে বিদ্রোহী কবি  রবে চির অম্লান।নজরুল মানে শ‍্যামাসঙ্গীত  নজরুল মোর প্রান।।নজরুল স...
26/05/2021

নজরুল

গোবিন্দ দাস চট্টোপাধ্যায়
নজরুল মানে বিদ্রোহী কবি
রবে চির অম্লান।
নজরুল মানে শ‍্যামাসঙ্গীত
নজরুল মোর প্রান।।
নজরুল সয়েছে দুঃখ বেদনা
সারাটি জীবন ধরে।
নজরুলের চিন্তা পরাধীনতার
শৃঙ্খল মোচন করে।।
নজরুলের সেই অগ্নিবীনায়
আজও ভেসে আসে সুর।
নজরুল মানে মোদের মনে
ভেদাভেদ করে দুর।।
নজরুল মানে একই বৃন্তে
হিন্দু মুসলমান।
নজরুল মানে সম্প্রীতির কথা
ঐক্যের কলতান।।
নজরুল মানে শ্রমিকের ভাষা
মুটে মজদুর ও কুলি।
নজরুল হল গর্ব মোদের
কেমনে তাহারে ভুলি।।
আজকের দিনে ভারত মাতার
তোমাকেই বড় প্রয়োজন।
তোমার লেখনী তব চেতনায়
জাগবে দেশের জনগণ।।
শক্তিতে তুমি ভক্তিতে তুমি
সঙ্গীতে তুমি সুরেতে।
জাগাও হে কবি উজ্জল রবি
থেকো নাকো আর দুরেতে।।

কলমে - গোবিন্দ দাস চট্টোপাধ্যায়
অঙ্কনে - অনুষ্কা মুখার্জী, বয়স ১৩

কবির ১২২তম জন্মবার্ষিকীতে শতকোটি প্রণাম 🙏🏻🙏🏻🙏🏻 ভিডিও টি দেখুনhttps://youtu.be/josfe2IEZXI
25/05/2021

কবির ১২২তম জন্মবার্ষিকীতে শতকোটি প্রণাম 🙏🏻🙏🏻🙏🏻
ভিডিও টি দেখুন

https://youtu.be/josfe2IEZXI

25/05/2021

আর কয়েক ঘন্টার অপেক্ষা মাত্র। বাংলার বিদ্রোহী কবির জন্মদিবসে এক শ্রদ্ধাঞ্জলি কবির প্রতি।
তাঁর জন্মদিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবো তাঁর সব দুর্মূল্য সৃষ্টি দিয়েই।

"তবে তাই হোক। ঢাক অঞ্জলি,

বাজাও পাঞ্চজন্য শাঁখ!"

 #782
22/05/2021

#782

 #781
21/05/2021

#781

মা মানে প্রথম গলার স্বর, মা মানে ভালোবাসার সমার্থক, মা মানে এক বিরাট কল্পতরু যার ছত্রছায়ায় আমরা সুরক্ষিত, মা মানে সব প...
09/05/2021

মা মানে প্রথম গলার স্বর, মা মানে ভালোবাসার সমার্থক, মা মানে এক বিরাট কল্পতরু যার ছত্রছায়ায় আমরা সুরক্ষিত, মা মানে সব পেয়েছির ঠিকানা, মা মানে সব ।আমাদের সমস্ত অস্তিত্বটাই 'মা । 'মা' শব্দটা অতি, ক্ষুদ্র, কিন্তু অর্থের গভীরতা অপরিসীম.. ভালোবাসার যদি কোন সমার্থক শব্দ হয় তাহলে তা মা। জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়ের গুরুত্ব অভাবনীয় অনস্বীকার্য.. সেই দশ মাসের গর্ভযন্ত্রনাকে তুচ্ছ করে ছোট থেকে প্রতিদিন হাসিমুখে আমাদের সাথে পায়ে পা মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমাদের আগলে রেখে আমাদের বড় করে তোলে সেই মা। মায়ের ঋণ কখনোই শোধ করা যায় না। তাই বছরের সুনির্দিষ্ট দিন নয় প্রতিদিনই মাতৃ দিবস পালন করা যায়। মা একটা আদরের নাম। মা একটা ভালবাসার নাম । মা হলো সেই কেন্দ্রবিন্দু যাকে কেন্দ্র করে আমাদের জীবন আবর্তিত হয়। আমাদের জীবন মরুর মরুদ্দ্যান সেই মা। প্রত্যেক সন্তানের জীবনের প্রত্যেকটি স্তরে মায়ের চেয়ে বড় শিক্ষাগুরু, মায়ের চেয়ে বড় রক্ষাকর্তা দ্বিতীয় আর কেউ হয় না।কখনো আদরের চাদরে মুড়ে সন্তানের ভালো মন্দে আবার সন্তানের বিপদে ঢাল হয়ে সর্বপ্রথম যে দাঁড়ায় সে হল মা.... মা এর কোনো জাতিভেদ হয়না কোনো বর্ন হয়না..মা শুধুই মা।
তাই আমরা বলতে পারি মা শুধু একটা শব্দ নয় মা হলো ইমোশন..
আর মা শুধু একটা মানুষ নয় মা হলো ভালোবাসা ভরসার শ্রেষ্ঠ ঠিকানা..

Happy Mother's Day

কলমে - দোয়েল চক্রবর্তী

রবীন্দ্রনাথ ঠাকুর বিস্তর। তিনি অতীত, বর্তমান , ভবিষ্যৎ সবটা জুড়েই  অবস্থান করছেন।রবীন্দ্রনাথ ঠাকুর অমর। তাঁর জন্মবার্ষিক...
08/05/2021

রবীন্দ্রনাথ ঠাকুর বিস্তর। তিনি অতীত, বর্তমান , ভবিষ্যৎ সবটা জুড়েই অবস্থান করছেন।
রবীন্দ্রনাথ ঠাকুর অমর।
তাঁর জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলী, তাঁরই সৃষ্ট সব ছোটগল্পের নামকে কাজে লাগিয়ে তাঁর প্রতি একটা ছোট শ্রদ্ধার্ঘ্য।

Youtube link

https://youtu.be/HHodpILnYag

দেখে আসুন এবং অবশ্যই আপনাদের বহুমূল্য মতামত জানাবেন। 🙏🏻🙏🏻🙏🏻

"বেলিয়াতোড় মানে আবেগ"সৃজনে : রাজদীপ চ্যাটার্জী
08/05/2021

"বেলিয়াতোড় মানে আবেগ"

সৃজনে : রাজদীপ চ্যাটার্জী

07/03/2021

Address

Beliatore
722203

Opening Hours

Monday 8am - 8pm
Tuesday 8am - 8pm
Wednesday 8am - 8pm
Thursday 8am - 8pm
Friday 8am - 8pm
Saturday 8am - 8pm

Telephone

+917001552588

Alerts

Be the first to know and let us send you an email when পাঞ্চজন্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পাঞ্চজন্য:

Videos

Share



You may also like