News Front- নিউজ ফ্রন্ট

News Front- নিউজ ফ্রন্ট "নিউজ ফ্রন্ট" পশ্চিমবঙ্গ থেকে পরিচালিত
সাপ্তাহিক বাংলা পত্রিকা।

প্রতি মুহুর্তে দেশ রাজ্য জেলা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ঘটে যাওয়া সময়ােপযােগী। গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের দরবারে হাজির করার দায়বদ্ধতা নিয়ে পথ চলা শুরু। সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বিনােদন জীবন-যাপন, স্বাস্থ্য, খেলা-সহ সমস্ত দিক পরিব্যপ্ত করে সংবাদ পরিবেশনে অঙ্গীকারবদ্ধ। নির্ভরযােগ্য সূত্র, আইনত বৈধ প্রমাণ, জাতীয়-আন্তর্জাতিক সংবাদ সংস্থা, সরকারি ও আইনত বৈধ বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঘােষিত প্রেস বি

জ্ঞপ্তি, ঘটনাস্থলে থেকে অভিজ্ঞ সাংবাদিকদের সংগৃহীত ঘটনার বর্ণনা এবং সংবাদের সাথে সংশ্লিষ্ট সব পক্ষের প্রাসঙ্গিক মতামতের ভিত্তিতে সম্পাদকীয় বিভাগের ফ্যাক্ট চেকের মাধ্যমে সমস্ত ধরনের প্রভাব মুক্ত হয়ে ঘটনাকে যথাযথভাবে প্রকাশ করতে এই সংবাদ মাধ্যমের অভিজ্ঞ পরিচালকমন্ডলী, সাংবাদিক-সহ সর্বস্তরের কর্মীবৃন্দ সচেতন।
নিউজ ফ্রন্ট’ শহরের শিক্ষিত স্বচ্ছল সমাজ থেকে গ্রামের প্রান্তিক পরিবার সবার কথাই তুলে ধরে এক বৃহত্তর পাঠক সমাজের আস্থাভাজন হওয়া এই সাপ্তাহিক সংবাদপত্রের লক্ষ্য। একইসঙ্গে প্রতি মুহূর্তের খবর নিয়ে চলছে আমাদের নিউজ ওয়েবসাইট। এই বিশাল পাঠক সমাজ তৈরি করছে এক বৃহত্তর বিজ্ঞাপনের বাজার। যার ফলে বিজ্ঞাপন দাতা এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাঁর কাঙ্খিত ক্রেতা এবং উপভােক্তার কাছে পৌঁছাতে পারবে। সর্বোপরি নিউজ ফ্রন্ট সঠিক নিরপেক্ষ নির্ভীক এবং প্রয়ােজনীয় সংবাদসমীক্ষা বিশ্লেষণ প্রকাশ করে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ।

Address

Vill Bhabta Nijpara, Po Bhabta, Ps Beldanga
Beldanga
742134

Alerts

Be the first to know and let us send you an email when News Front- নিউজ ফ্রন্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Front- নিউজ ফ্রন্ট:

Share

Category


Other Beldanga media companies

Show All