স্কুল খোলা নিয়ে বড়ো ঘোষণা মমতার! দেখে নিন
শুভেন্দুর গড়ে চ্যালেঞ্জ অভিষেকের, এটা কি বাংলার সংস্কৃতি পাল্টা শুভেন্দু
উত্তরকন্যা অভিযানকে ঘিরে রনক্ষেত্র শিলিগুড়ী
ভালোবাসা মানে কেবল যাওয়া
যেখানেই থাকি না কেন
উঠে পড়া
পেয়েগেলে নিকটতভ যান
প্রয়াত বাংলা ছায়াছবির এক বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। মৃত্যু কালে তার বয়স ৮৫। গত ৬ অক্টোবর করোনা আক্রান্ত নিয়ে হাসপাতালে ভরতি হন। পরবর্তীকালে করোনা নেগেটিভ আসলেও তার বিভিন্ন শারীরিক সমস্যা দেখা গিয়েছিল। আজ দুপুর ১২ টা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, সুজন চক্রবর্তী, জ্যোতি বসু সহ বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা। তার শেষকৃত কেওড়াতলা মহা শশানে করা হবে।
ভোটের ১২ ঘন্টা আগেই প্রতিমা বিসর্জন নিয়ে রনক্ষেত্র বিহারের মুঙ্গের
পাটনা : রাত পোহালেই বিহারের বিধানসভা ভোট। তার মধ্যে তুমুল অশান্তি হল বিহারের মুঙ্গেতে। প্রতিমা বিসর্জন নিয়ে ঘটনার সূত্রপাত। সূত্রের খবর পুলিশের থেকে তরাতারি করে প্রতিমা বিসর্জনের কথা বলা হয় কিন্তু সেখানকার লোকজন এর অস্বীকার করে। তারা জানান, তারা তারাতারি বিসর্জন দিবে না। তার ফলে এলাকা রনক্ষেত্রের রূপ নেয়। পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। ঘটনায় অনেকে আহত হয়েছে। সূত্রের আরও খবর লাঠিচার্জের সময় নাকি চালানো হয়েছে গুলি। ঘটনায় এক জন আহত হয়েছে। যদিও পুলিশের তরফ থেকে বলা হয় তারা গুলি চালায় নি।
করোনা মহামারিতে দেদার উৎসবে তাল মিলিয়ে চলল জলপাইগুড়ির বৈকন্ঠপুরের দুর্গো প্রতিমা বিসর্জন
ক্রমশ করোনা ভয়বাহ হচ্ছে। কিন্তু ভয় কোথায় ? মানুষের মোনে কি আদৌ ভয় আছে? আদালত রায় দিয়েছে পুজো নিয়ে, কিন্তু বিসর্জন নিয়ে কোনো রায় দিয়েছে? সেটাই দেখার। গত সোমবার বিজয়া দশমী। করোনা কালেও জলপাইগুড়ির বৈকন্ঠ্যপুরের প্রতিমা বিসজর্নের কোনো অন্য ছবি দেখা গেল না। দেদার উৎসবে বাজনা বাজিয়ে চলল প্রতিমা নিরঞ্জন। কোথাও ছিল না কোনো সামাজিক দূরত্ব, এমনি অনেকের মুখে ছিল না কোনো মাক্স।
আর পাঁচ - ছয়দিনের অপেক্ষায় পুজো, কতটা প্রস্তুত পুজো কমিটি গুলি
পরের সপ্তাহে পুজো। ঢাকে কাঠী পরার আর মাত্র চার পাঁচ দিন বাকি। কতটা প্রস্তুত বেলাকোবার পুজো কমিটি গুলি। সেটাই দেখা।
দূর্গো পুজোর পর ভয়াবহ হতে পারে, আশঙ্কা চিকিৎসকদের
সামনের সপ্তাহে পুজো। আর মাত্র কয়েকটি দিন বাকি। বাজার - শপিং মল গুলোতে আছড়ে পরার মতো ভিড়। আরও যতদিন আসবে ভিড় আরও ততদিন বাড়বে। কিন্তু গত কয়েক দিন ধরে পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে এবার পুজোতে সাধারণ মানুষদের সর্তক থাকতে বলা হচ্ছে। এই প্রসঙ্গে চারটি রাজ্যের উদাহরণ তারা দিয়েছে। এই চারটি রাজ্যেই উৎসবের পর ভয়াবহ আকার ধারন করেছে করোনা সংক্রমণ।
১. মহারাষ্ট্র
২. তেলেঙ্গানা
৩. অন্ধ্রপ্রদেশ
৪. কেরল
এই চারটি রাজ্যে গনেশ চতুর্থী ধুমধাম করে করা হয়। কিন্তু তার পরেই এই চারটি রাজ্যে সংক্রমণ ও মৃত্যু ভয়ংকর ভাবে বেড়ে যায়। এস বি আই এর একটি সমীক্ষার রিপোর্ট অনুযায়ী মহারাষ্ট্রে গনেশ চতুর্থীর পর সংক্রমণ ৪৭℅ ও মৃত্যু ৩৯℅ বেড়ে যায়। একই ভাবে তেলেঙ্গানায় সংক্রমণ ৫০℅ ও মৃত্যু ৩৭℅, অন্ধপ্রদেশ
আইপিএল পর পর ম্যাচ হারায় ধোনীর মেয়েকে ধর্ষনের হুমকি
ধর্ষন ধর্ষন ধর্ষন কথাটি যেন দেশ থেকে মুছতেছে না। একের পর এক ধর্ষন। এবার ধর্ষনের হুমকি পেতে হল ছোট্ট এক ছোট্ট মেয়েকে। আইপিলের কয়েকটি ম্যাচ পর পর হারায় চেন্নাই সুপার কিং তথা ভারতের ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনীর কন্যা সন্তানকে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ভাইরাল হয়েছে। এরপর নড়ে চড়ে বসে গুজরাট পুলিশ। ধোনীর মেয়েকে ধর্ষনের হুমকি জারি করায় গুজরাটের কুচ অঞ্চলের মুন্দ্রার নামানা কাপায় গ্রামের ১৬ বছরের এক বালকে গ্রেফতার করেছে পুলিশ। এবং এই কাজের সাথে আর কে কে জড়িত আছে তাদের খোজ চালাচ্ছে পুলিশ।
বিজেপির নবান্ন অভিযান ঘিরে রনক্ষেত্র হাওড়া সহ বেশ কিছু এলাকা। পাল্টা পুলিশের চালানো হল লাঠিচার্জ, কাদানো গ্যাস। আহত হয়েছে অনেক বিজেপি যুব মোর্চার কমিটি।
ফের অতিভারি বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গে, জারি হল কমলা সর্তকতা!
সামনে পুজো চলছে আশ্বিন মাস তাও আবহওয়ার চেহাড়া যেন বদলায় নি। গত কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। জলপাইগুড়ি, কোচবিহারের একাংশ জায়গা জলবন্দি। বৃহস্পতিবার বৃষ্টি একটু কমলেও শুক্রবার ভালোই বৃষ্টি হয়েছে। এর মধ্যে আবহওয়া দপ্তর সূত্রের খবর শনিবার পযর্ন্ত চলবে ভারী বৃষ্টি সাথে কমলা সর্তকতা জারী করা হয়েছে।
আগামী কয়েকদিন অসম, মেঘালয়ে প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে। এর ফলে বাড়তে পারে উত্তরবঙ্গের নদীর জলস্তর। নীচু এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে ৷ এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
বাড়ি থেকে বের হলেই লাঠি পেটা। কিন্তু তারই মধ্যে এক পুলিশ কর্মীকে দেখা গেল মানুষকে বুঝিয়ে সচেতন করতে।
করোনা ভাইরাসে 31 মার্চ পযর্ন্ত দিল্লী IIT কলেজে ক্লাস স্থগিত রাখায় ছাত্রদের জয় করোনা নামে খুশী পালন। তার সাথে দেদার নাচ।