Today bengal news

Today bengal news Only news

আবারও বড় সরো সাফল্য পেলো বৈকন্ঠপুর ডিভিশনের বেলাকোবা বনদপ্তর। চিতাবাঘের চামড়ার উদ্ধারের তিন দিন পর  এবার এবার হাতির দা...
08/02/2022

আবারও বড় সরো সাফল্য পেলো বৈকন্ঠপুর ডিভিশনের বেলাকোবা বনদপ্তর। চিতাবাঘের চামড়ার উদ্ধারের তিন দিন পর এবার এবার হাতির দাঁত উদ্ধার করলো বেলাকবা রেঞ্জ। মঙ্গলবার সকালে মালবাজার - ওদলাবাড়ি রেলগেট থেকে পাচারের আগেই হাতির দাঁতটি উদ্ধার করে বনকর্মীরা। ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে বেলাকোবা রেঞ্জ। পাশাপাশি পাচারের জন‍্য ব‍্যবহৃত চার চাকার একটি অল্টো গাড়ি বাজেয়াপ্ত করেছে বনদপ্তর। ধৃতদের বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।

ফের হাতির মৃত্যু বৈকন্ঠপুর ফরেস্টেবিভাস দাস, বেলাকোবা : ফের হাতির মৃত্যুতে চাঞ্চল্য। মৃত্যু হয়েছে একটি বাল‍্য হাতির। ঘটন...
06/09/2021

ফের হাতির মৃত্যু বৈকন্ঠপুর ফরেস্টে

বিভাস দাস, বেলাকোবা : ফের হাতির মৃত্যুতে চাঞ্চল্য। মৃত্যু হয়েছে একটি বাল‍্য হাতির। ঘটনাটি ঘটে বৈকন্ঠপুর ফরেস্ট এ অন্তর্গত বোদাগঞ্জ লাগোয়া মেজপাড়া এলাকায়। ঘটনাস্থলে পৌছায় বেলাকোবা বনবিভাগের কর্মীরা, বিষয়টি তদন্ত করে দেখার কথা জানিয়েছে।

23/08/2021

স্কুল খোলা নিয়ে বড়ো ঘোষণা মমতার! দেখে নিন

তৃতীয় বারের মতো নবান্ন দখন মমতা সরকারের বাংলায় শেষ পযর্ন্ত মমতা ম‍্যাজিক। ফের তৃতীয় বারের মতো নবান্নে ক্ষমতায় মা মাটি মা...
02/05/2021

তৃতীয় বারের মতো নবান্ন দখন মমতা সরকারের

বাংলায় শেষ পযর্ন্ত মমতা ম‍্যাজিক। ফের তৃতীয় বারের মতো নবান্নে ক্ষমতায় মা মাটি মানুষের সরকার। বাংলার জনগন আরও একবার মমতাতেই আস্থা রাখলেন।

শীতলকুচির মন্তব্যের জেরে দিলিপ ঘোষের প্রচারে ২৪ ঘন্টা নিষেধাজ্ঞা নির্বাচন কমিশন। আজ সন্ধ্যা ৭ টা থেকে আগামীকাল সন্ধ্যা ৭...
15/04/2021

শীতলকুচির মন্তব্যের জেরে দিলিপ ঘোষের প্রচারে ২৪ ঘন্টা নিষেধাজ্ঞা নির্বাচন কমিশন। আজ সন্ধ্যা ৭ টা থেকে আগামীকাল সন্ধ্যা ৭ টা পযর্ন্ত নিষেধাজ্ঞা জারি নির্বাচন কমিশনের। এর পাশাপাশি শিতলকুচির মন্তব্যের জেরে সায়ন্তন বসুকে নোটিশ কমিশনের। আগামী ২৪ ঘন্টার মধ্যে জবাব তলব কমিশনের।

ফের ভাঙন তৃণমূলে, বিজেপিতে যোগ ৫ পরিবারের রাজগঞ্জ : ভোটের আগেই ফের ভাঙন তৃণমূলে। বুধবার রাতে রাজগঞ্জের পানিকাউরি থেকে উত...
07/04/2021

ফের ভাঙন তৃণমূলে, বিজেপিতে যোগ ৫ পরিবারের

রাজগঞ্জ : ভোটের আগেই ফের ভাঙন তৃণমূলে। বুধবার রাতে রাজগঞ্জের পানিকাউরি থেকে উত্তর মন্ডল সভাপতি সিদ্ধেশ্বর রায় ও যুমোর্চার সভাপতি সিদ্ধার্থ পন্ডিতের হাত ধরে তৃণমূল ছেড়ে প্রায় ৫ টি পরিবারের ২০ জনের মতো সদস্য বিজেপিতে যোগদান করেন। এদিন সদ‍্য বিজেপিতে যোগ দেওয়া সদস্যের বলেন তৃণমূলের প্রতি তারা অখুশি, তৃণমূল সাধারণ লোকদের দেখা না এবং রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় তাদেরকে কোনো সাহায্য করে না বলে যার জন্য তারা বিজেপিতে যোগদান করলেন। এদিন যোগদান সভার মাধ্যমে তৃণমূল আক্রমণ করতে ছাড়েনি উত্তর মন্ডলের যুব মোর্চার সভাপতি সিদ্ধার্থ পন্ডিত। উন্নয়নকে হাতিয়ার করে বিজেপিতে ভোট দেওয়ার আহ্বান জানান সিদ্ধার্থ পন্ডিত। এদিন রাজগঞ্জ উত্তর মন্ডলের যুব মোর্চার সভাপতি ছাড়াও তার সাথে ছিলেন রাজগঞ্জ উত্তর মন্ডলের যুব মোর্চার সেক্রেটারি সঞ্জয় রায় সহ একাধিক কর্মীবৃন্দ। তাছাড়া এদিন দফায় দফায় বিভিন্ন জায়গা থেকে অনেক পরিবার বিজেপিতে যোগদান করে। তবে কতটা সাফল্য অর্জন করবে এই যোগদান তা সময় বলবে।

ফের প্রার্থী বদলের চেয়ে বিক্ষোভ বিজেপির তৃণমূলের পর এবার বিজেপি। বৃহস্পতিবার বিজেপি প্রার্থী ঘোষণা হতেই বেশ কিছু জায়গায...
18/03/2021

ফের প্রার্থী বদলের চেয়ে বিক্ষোভ বিজেপির

তৃণমূলের পর এবার বিজেপি। বৃহস্পতিবার বিজেপি প্রার্থী ঘোষণা হতেই বেশ কিছু জায়গায় প্রার্থী বদল এর দাবিতে ক্ষোভে রাস্তায় নামেন বিজেপি কর্মীরা। রাজগঞ্জে সুপেন রায়কে প্রার্থী করার অসন্তুষ্ট বিজেপি। জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রেও দীপেন প্রামাণিককে প্রার্থী চেয়ে অসন্তোষ প্রকাশ করেন দলীয় কর্মীরা।

বিজেপিতে যোগ মহাগুরু মিঠুন চক্রবর্তীর
07/03/2021

বিজেপিতে যোগ মহাগুরু মিঠুন চক্রবর্তীর

প্রয়াত অজয় কৃষ্ণ বোস (  1930 - 2021 ) জলপাইগুড়ির ইতিহাসে নক্ষত্র পতন। প্রয়াত হলেন উত্তরবঙ্গের বিশিষ্ট শিক্ষাবিদ তথা বেলা...
03/03/2021

প্রয়াত অজয় কৃষ্ণ বোস ( 1930 - 2021 )

জলপাইগুড়ির ইতিহাসে নক্ষত্র পতন। প্রয়াত হলেন উত্তরবঙ্গের বিশিষ্ট শিক্ষাবিদ তথা বেলাকোবা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক অজয় কৃষ্ন বোস। মৃত্যু কালে তার বয়স ৯১। আজ দুপুর ১ টা নাগাদ তার মৃত্যু হয়।

এরপর বিকেল ৪ টা নাগাদ তার মৃতদেহ নিয়ে আসা হয় বেলাকোবা হাইস্কুলে। সেখানে ছাত্রছাত্রী, শিক্ষক - শিক্ষিকা, খগেশ্বর রায় সহ স্থানীয় বিজেপি নেতা, বেলাকোবাবাসী সবাই উপস্থিত ছিলেন। সেখানে শোকপ্রকাশ করা হয় ।

তারপর বিকেল ৫ টা নাগাদ স্কুল থেকে বের হয় যায়। এরপর মাসকালাই বাড়ি মহাশসানে তার শেষকৃত্ত সম্পন্ন করা হয়।

উড়িয়ে দিলেন অভিযোগ, গত কিছু দিন যারা অভিযোগ করেছিল  ইন্দোস্টেডিয়ামের মধ্যে  নিয়ে,  সেই সব অভিযোগ সম্পূর্ণ মিথ‍্যা ছিল বল...
22/02/2021

উড়িয়ে দিলেন অভিযোগ, গত কিছু দিন যারা অভিযোগ করেছিল ইন্দোস্টেডিয়ামের মধ্যে নিয়ে, সেই সব অভিযোগ সম্পূর্ণ মিথ‍্যা ছিল বলে আজকে জানান।

ফের ২২ শে রাজ‍্যে প্রধানমন্ত্রী কলকাতা: আগামী ২২ ফেব্রুয়ারি ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সরকারি কয়েকট...
13/02/2021

ফের ২২ শে রাজ‍্যে প্রধানমন্ত্রী

কলকাতা: আগামী ২২ ফেব্রুয়ারি ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সরকারি কয়েকটি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি হুগলির চুঁচুড়ায় জনসভা করতে পারেন তিনি৷

06/02/2021

শুভেন্দুর গড়ে চ‍্যালেঞ্জ অভিষেকের, এটা কি বাংলার সংস্কৃতি পাল্টা শুভেন্দু

মঞ্চে উঠতেই " জয় শ্রীরাম " স্লোগান, বেজায় ক্ষুব্ধ মুখ‍্যমন্ত্রী। ১ মিনিটেরও কম বক্তিতা দিয়ে ক্ষোভ প্রকাশ মমতার। আমন্ত্রি...
24/01/2021

মঞ্চে উঠতেই " জয় শ্রীরাম " স্লোগান, বেজায় ক্ষুব্ধ মুখ‍্যমন্ত্রী। ১ মিনিটেরও কম বক্তিতা দিয়ে ক্ষোভ প্রকাশ মমতার। আমন্ত্রিতকে অপমান করা উচিত নয়। এটা সরকারি অনুষ্ঠান, রাজনৈতিক নয়। এই বলে বক্তব্য রাখলেন মমতা।

শেষ পযর্ন্ত কৃষি আইনে স্থগিতের নির্দেশ সর্বোচ্চ আদালতের । কৃষি আইনে ধাক্কা কেন্দ্র সরকারের। সোমবারের কৃষি আইন নিয়ে মামলা...
12/01/2021

শেষ পযর্ন্ত কৃষি আইনে স্থগিতের নির্দেশ সর্বোচ্চ আদালতের ।

কৃষি আইনে ধাক্কা কেন্দ্র সরকারের। সোমবারের কৃষি আইন নিয়ে মামলার শুনানি ছিল। সেই শুনানিতে ভৎসনার মুখে পরতে হল মোদি সরকারকে। " কৃষকরা আলোচনায় না বসা পযর্ন্ত কৃষি আইন স্থগিত রাখুন, অন‍্যথা হলে আমরা করব "। কৃষি আইন নিয়ে মন্তব্য সুপ্রিমকোর্টের। শেষমেশ মঙ্গলবার কৃষি আইনে স্থগিতের নির্দেশ দিল সর্বোচ্চ আদালত।

বেপোরোয়া পিক আপ ভ‍্যানে গাড়ি চালিয়ে বলি ১ বেলাকোবা : বেপোরোয়া ভাবে গাড়ি চালিয়ে প‍্রান যেতে হল এক ৭৫ বছর বয়সী বৃদ্ধাকে। ঘ...
02/01/2021

বেপোরোয়া পিক আপ ভ‍্যানে গাড়ি চালিয়ে বলি ১

বেলাকোবা : বেপোরোয়া ভাবে গাড়ি চালিয়ে প‍্রান যেতে হল এক ৭৫ বছর বয়সী বৃদ্ধাকে। ঘটনাটি আজ সকাল ১০ টা নাগাদ বেলাকোবার পলেটেকনিক কলজের সামনে ঘটে। প্রত‍্যক্ষদর্শীদের দাবী গাড়ি চালক বেপোরোয়া ভাবে গাড়ি চালিয়ে সেই বৃদ্ধাকে পেছনে লাগিয়ে দেয়, সেই ক্ষনে সাথে সাথে মৃত্যু হয় কুমতি বর্মন নামে বৃদ্ধার। ঘটনাস্থলে পৌছায় বেলাকোবা ফাড়ি ও রাজগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। গ্রামবাসীরা প্রথমে পথ অবরোধ করলেও পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। গ্রামবাসিদের অভিযোগ এর আগেও দূর্ঘটনায় প্রান যেতে হয়েছে অনেকের কিন্তু প্রশাসনের থেকে স্পিড বেকার বা বাম্পার লাগিয়ে কোনো রকম ব‍্যবস্থা নেওয়া হয় নি। যদি অবিলম্বে এর ব‍্যবস্থা না নেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ার দিয়েছে।

১ জানুয়ারি থেকে বিনামুল্যে ভয়েস কল জিও নেটওয়ার্কের! আবারো ফের নতুন ধামাকা। এবার ২১ এ ধামাকা জিওর। আগামীকাল থেকে ভারতের স...
31/12/2020

১ জানুয়ারি থেকে বিনামুল্যে ভয়েস কল জিও নেটওয়ার্কের!

আবারো ফের নতুন ধামাকা। এবার ২১ এ ধামাকা জিওর। আগামীকাল থেকে ভারতের সব নেটওয়ার্কে ফ্রীতে ভয়েস কল উপহার গ্রাহক দের জন‍্য।

আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল মালদার মোথাবাড়ি থানার পুলিশ মালদাঃ-গোপন সূত্রের খবর এ অভিযান চালিয়ে কালিয...
30/12/2020

আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল মালদার মোথাবাড়ি থানার পুলিশ

মালদাঃ-গোপন সূত্রের খবর এ অভিযান চালিয়ে কালিয়াচক মোথাবাড়ি রাজ্য সড়কের পটলডাঙ্গা পেট্রলপাম্প এর কাছ থেকে এলাকায় থেকে তিন জনকে পাকড়াও করে পুলিশ। বুধবার ধৃতদের এদিন মালদা জেলা আদালতে পেশ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানাগেছে, ধৃতরা হলেন মামুন সেখ (২২) রমজান সেখ (১৯) ও মোহাম্মদ রেজওয়ান হোসেন (২৬)। বাড়ি মোথাবাড়ি থানার ভোলায় এলাকার বাসিন্দা।ধৃতদের হেফাজত থেকে পুলিশ উদ্ধার করেছে একটি পাইপগান , এক রাউন্ড কার্তুজ একটি হাসুয়া একটি রড

পুলিশ জানিয়েছে রবিবার রাতে পটলডাঙ্গা পেট্রোল পাম্প রাজ্য সড়কের থেকে ধৃতরা রাতে ছিনতায়ের উদ্দেশ্যেই এলাকায় দাঁড়িয়ে ছিল তবে সূত্র মারফত খবর পেয়ে ধৃতদের পাকড়াও করে পুলিশ। বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ

প্রকাশিত হল  মাধ্যমিক পরীক্ষা সময় সূচি আগামী বছর ১ জুন থেকেই শুরু হতে চলেছে রাজ‍্যের মাধ্যমিক পরীক্ষা। শনিবার মধ্যশিক্ষা...
27/12/2020

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষা সময় সূচি

আগামী বছর ১ জুন থেকেই শুরু হতে চলেছে রাজ‍্যের মাধ্যমিক পরীক্ষা। শনিবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়। পর্ষদ সূত্রে খবর, ১ জুন থেকে ১০ জুন বেলা ১১.৪৫ থেকে দুপুর ৩টে পর্যন্ত চলবে পরীক্ষা। প্রতিবারের মতই প্রশ্নপত্র পড়ার জন্য প্রথম ১৫ মিনিট সময় দেওয়া হবে পরীক্ষার্থীদের। করোনার পরিস্থিতির কথা মাথায় রেখেই আগামী বছর ফেব্রুয়ারির বদলে জুন মাসে মাধ্যমিক পরীক্ষা হবে। প্রসঙ্গত দুদিন আগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ করে জানানো হয়েছে ১৫ জুন থেকে হবে পরীক্ষা।


২০২১-এর মাধ্যমিক পরীক্ষার সূচি--

১ জুন : প্রথম ভাষার পরীক্ষা

২ জুন : দ্বিতীয় ভাষার পরীক্ষা

৩ জুন : ভূগোল পরীক্ষা

৫ জুন : ইতিহাস পরীক্ষা

৬ জুন : গণিত পরীক্ষা

৮ জুন : জীবনবিজ্ঞান পরীক্ষা

৯ জুন : ভৌতবিজ্ঞান পরীক্ষা

১০ জুন : ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা

পালিয়ে বিয়ে করাতে সাহায্য, প্রানে মেরে  ফেলার চেষ্টা! মালদা: পালিয়ে বিয়ে করাতে সাহায্য করা সন্দেহে এক শ্রমিককে লোহার র...
27/12/2020

পালিয়ে বিয়ে করাতে সাহায্য, প্রানে মেরে ফেলার চেষ্টা!

মালদা: পালিয়ে বিয়ে করাতে সাহায্য করা সন্দেহে এক শ্রমিককে লোহার রড় দিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠল মেয়ে পক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার কুলি পাড়া এলাকায়। জানা গেছে এই ঘটনায় ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে আক্রান্ত শ্রমিকের নাম অমিত সাহানি। বাড়ি বিহারে। ইংরেজ বাজারের কুলি পাড়া এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন তিনি। তার শ্যালক প্রতিবেশী এক যুবতীর সাথে পালিয়ে বিয়ে করে। অমিত সাহানীর অভিযোগ পালিয়ে বিয়ে করাতে সে সাহায্য করেছে এই সন্দেহে তাকে লোহার রড দিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে সিকেন্দার মণ্ডল সহ তার পরিবার। তার ডান হাত ভেঙে দেওয়া হয়েছে। এই ঘটনায় সিকেন্দার মণ্ডল সহ বেশ কয়েকজনের নামে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 #21 রাজ‍্য রাজনীতি উত্তপ্ত  একুশ নিয়ে! এরই মধ্যে রাজভবনে সৌরভ, শুরু জল্পনা!
27/12/2020

#21
রাজ‍্য রাজনীতি উত্তপ্ত একুশ নিয়ে! এরই মধ্যে রাজভবনে সৌরভ, শুরু জল্পনা!

আগামী বছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে জুন, ঘোষণা শিক্ষা মন্ত্রীর করোনা আবহে আগামী বছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর...
23/12/2020

আগামী বছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে জুন, ঘোষণা শিক্ষা মন্ত্রীর

করোনা আবহে আগামী বছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে হবে জুন মাসে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মধ্য শিক্ষা পর্ষদের প্রস্তাবে সায় সরকারের। বিস্তারিত সূচি পরে ঘোষণা করবে সংসদ এবং পর্ষদ। জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একইসঙ্গে বুধবার শিক্ষামন্ত্রী জানিয়েছেন, করোনা আবহে আপাতত খুলছে না স্কুল।

বিয়র প্রতিশ্রুতি দিয়ে সহবাস মানে ধর্ষন নয়, রায় দিল্লি হাইকোর্টের নয়াদিল্লি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অর্থ সব...
19/12/2020

বিয়র প্রতিশ্রুতি দিয়ে সহবাস মানে ধর্ষন নয়, রায় দিল্লি হাইকোর্টের

নয়াদিল্লি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অর্থ সবসময় ধর্ষণ নয়৷ দীর্ঘদিন ধরে কোনও মহিলা নিজের ইচ্ছেতে কারও সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুললে তা ধর্ষণ বলে বিবেচিত হবে না৷ বুধবার এমনই রায় দিল দিল্লি হাইকোর্ট৷

সম্প্রতি এমনই এক ঘটনার পরিপ্রেক্ষিতে এই রায় দেয় হাইকোর্ট৷ এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন এক মহিলা৷ তাঁর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়েছেন ওই ব্যক্তি৷ এবং পরে বিয়ে করতে অস্বীকার করেন৷ এই অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলার রায় দিতে গিয়ে আদালত জানায়, দীর্ঘদিন ধরে স্থাপিত যৌন সম্পর্কের ক্ষেত্রে বিয়ের প্রতিশ্রুতি প্ররোচনা হিসাবে ধরা যাবে না৷ বিচারপতি বিভু ভাকরু জানান, বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ককে তখনই ধর্ষণ হিসাবে গণ্য করা হবে যখন কেউ সাময়িক যৌন লালসার শিকার হবেন৷

হাইকোর্ট ব্যাখ্যা দিয়েছে, ইচ্ছে না থাকা সত্ত্বেও কখনও কখনও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কাউকে যৌন সম্পর্কের জন্য প্ররোচিত করা হয়৷ ‘না’ বলার পরেও এই ধরনের প্ররোচনা দেওয়া হয় বারবার৷ কেবলমাত্র এক্ষেত্রেই কাউকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নির্যাতনের শিকার করা হয়েছে বলে ধরা যেতে পারে৷ ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ নম্বর ধারায় একে ধর্ষণ হিসাবে গণ্য করা হতে পারে৷ কিন্তু দিনের পর দিন দুজনের সহমতে ঘনিষ্ঠতা, বিশেষ করে যৌন সম্পর্ক স্থাপন করাকে ধর্ষণ বলা যাবে না৷

ওই ব্যক্তির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা ও ধর্ষণের অভিযোগ আনেন ওই মহিলা৷ তাঁর অভিযোগ, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস করার পর অন্য মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপন করেন ওই ব্যক্তি৷

কিন্তু এই অভিযোগকে খারিজ করে দেয় নিম্ন আদালত৷ এরপর দিল্লি হাইকোর্ট একই রায় দেয়৷ আদালত জানায়, ওই মহিলার সম্মতিতেই দু' জনের মধ্যে যৌন সম্পর্ক স্থাপন হয়৷ ফলে এক্ষেত্রে এই ঘটনাকে ধর্ষণ যাবেনা৷

২০০৮ সাল থেকে ওই ব্যক্তির সাথে যৌন সম্পর্ক ছিল মহিলাটির৷ এর প্রায় ৪মাস পর ব্যক্তি তাঁকে বিয়ের প্রস্তাব দেন৷ এমন কি তাঁর সঙ্গে পালিয়েও যান৷ তাই এই মামলাকে কোনওভাবেই ধর্ষণের মামলা হিসাবে গণ্য করা যাবে না৷

সূত্র খবর নিউজ 18 বাংলা

BJP তে শুভেন্দু সহ দশ জন বিধায়ক - সাংসদ শনিবার শাহের সভায় তৃণমূলের সাথে বিচ্ছেদ করে অমিত শাহের হাত ধরেই বিজেপিতে যোগদান ...
19/12/2020

BJP তে শুভেন্দু সহ দশ জন বিধায়ক - সাংসদ

শনিবার শাহের সভায় তৃণমূলের সাথে বিচ্ছেদ করে অমিত শাহের হাত ধরেই বিজেপিতে যোগদান করলেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গেই বিজেপিতে যোগ দিলেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত, পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়, হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল, তমলুকের বিধায়ক অশোক দিন্দা ,কাঁথি উত্তরের বিধায়ক বনশ্রী মাইতি, কালনার বিধায়ক বিশ্বজিত্ কুণ্ডু ,মন্তেশ্বরের বিধায়ক সৈকত পাঁজা, নাগরাকাটার বিধায়ক শুক্রা মুন্ডা ,গাজোলের বিধায়ক দীপালি বিশ্বাস সহ পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল প্রমুখ।
সেইসঙ্গে যোগ দিলেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, শ্যামাপ্রসাদ মুখার্জি, কার্তিক পাল, দেবাশিস মজুমদার বাণী সিং রায়, ফিরোজ খান প্রমুখ।

উত্তরকন‍্যা অভিযানকে ঘিরে রনক্ষেত্র শিলিগুড়ী, পুলিশের সাথে ধস্তাধস্তি  বিজেপি কর্মীদের পাল্টা লাঠিচার্জ পুলিশের সোমবার ব...
07/12/2020

উত্তরকন‍্যা অভিযানকে ঘিরে রনক্ষেত্র শিলিগুড়ী, পুলিশের সাথে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের পাল্টা লাঠিচার্জ পুলিশের সোমবার বিজেপি যুব মোর্চার উত্তরকন‍্যা অভিযান। সেই অভিযানকে কেন্দ্র করে রনক্ষেত্র হয়ে উঠল ফুলবাড়ি।

07/12/2020

উত্তরকন‍্যা অভিযানকে ঘিরে রনক্ষেত্র শিলিগুড়ী

আগামী সোমবার বিজেপি যুব মোর্চার উত্তরকন‍্যা অভিযান কে সামনে শনিবার শিলিগুড়িতে মিছিল
05/12/2020

আগামী সোমবার বিজেপি যুব মোর্চার উত্তরকন‍্যা অভিযান কে সামনে শনিবার শিলিগুড়িতে মিছিল

দিন দুপুরে স্কুল উধাও! আবাক কান্ডের মতো ঘটনা মালদায় মালদা -  একটি সরকারি স্কুল ভবন দিনের আলোয় উধাও মালদায়। শিক্ষক রয়ে...
05/12/2020

দিন দুপুরে স্কুল উধাও! আবাক কান্ডের মতো ঘটনা মালদায়

মালদা - একটি সরকারি স্কুল ভবন দিনের আলোয় উধাও মালদায়। শিক্ষক রয়েছে ছাত্র-ছাত্রী ও রয়েছে কিন্তু হঠাৎই বেপাত্তা গোটা স্কুল ভবনটি । গোটা ভবনটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে । তবে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তার সন্ধানে এখনো ব্যর্থ জেলা প্রশাসন । আর এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে মালদার ইংরেজবাজার পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে ।
১৯৬৯ সালে এলাকার দুস্ত পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য সরকারের উদ্যোগে তৈরি করা হয়েছিল ছাত্রবন্ধু প্রাথমিক বিদ্যালয় । এতদিন এই প্রাথমিক বিদ্যালয় ঠিকঠাকভাবে চললেও বেশ কয়েকদিন আগে হঠাৎই এই ভবনটিকে ভেঙে দেওয়া হয় । স্থানীয় বাসিন্দারা ভেবেছিলেন হয়তো পুরনো ভবনটিকে ভেঙ্গে নতুন করে আবারো তৈরি করা হবে । কিন্তু সেরকমটা না হওয়ায় স্কুলের শিক্ষক শিক্ষিকারা
জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শককে জানান । জেলা পরিদর্শক তদন্ত করে দেখার পর ইংরেজ বাজার থানায় গোটা ঘটনার বিবরণ জানিয়ে অভিযোগ জানান । অভিযোগ জানান জেলা সদরের এসডিও নিজেও । ঘটনার পরে পুলিশের তরফে সরকারি সম্পত্তি ভাংচুরের একটি মামলা রুজু করা হয় । যদিও এ ঘটনার সাথে কারাযুক্ত এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারেননি জেলা প্রশাসনের আধিকারিকরা ।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সেলিম জানান দীর্ঘদিন ধরেই এই স্কুলে স্থানীয় কচিকাঁচারা পড়াশোনা করে । ছোটোতে আমরাও এই স্কুলেই পড়াশোনা করেছি । তবে হঠাৎ করে দেখি এই স্কুলের ভবন ভেঙে দেওয়া হয়েছে । তবে এ পেছনে কারা রয়েছে তা তিনি স্পষ্ট করে বলতে পারেননি ।
ঘটনা প্রসঙ্গে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক সুনীতি সাঁপুইকে জিজ্ঞাসা করা হলে তিনি পরিষ্কার জানান সংবাদমাধ্যমের কাছে তিনি কিছু বলবেন না । এদিকে আজ সে ঘটনাস্থল পরিদর্শনে যান বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে জানান সংবাদ মাধ্যমে তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন। তিনি জানতে পেরেছেন এখানে একটি বিদ্যালয় ভেঙে দেওয়া হয়েছে এবং এই জায়গাটি প্রোমোটারদের দখলে চলে যাচ্ছে এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেন তিনি।

দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ট‍্যাব দেওয়ার ঘোষণা সরকারের অনলাইন ক্লাসের জন্য সাড়ে ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব। রাজ্যের সাড়ে...
03/12/2020

দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ট‍্যাব দেওয়ার ঘোষণা সরকারের

অনলাইন ক্লাসের জন্য সাড়ে ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব। রাজ্যের সাড়ে ৯ লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব দেবে সরকার। নবান্নে সরকারি কর্মীদের সঙ্গে বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি আরও বলেন, পে কমিশনের ফলে ২ হাজার কোটির বেশি খরচ হচ্ছে।
পড়ুয়াদের জন্য এদিন বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘অনলাইন ক্লাসের জন্য ‘রাজ্যের সাড়ে ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব দেবে সরকার।’ তিনি যোগ করেন, ‘উচ্চমাধ্যমিক, মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য ট্যাব দেওয়া হবে। অষ্টম শ্রেণির ক্ষেত্রে প্রতি স্কুলকে একটি করে কম্পিউটার দেওয়া হবে।’

এখনো খুলছে না কলেজ বিশ্ববিদ্যালয়, কাটছাঁট হতে পারে সিলেবাস! নিজস্ব প্রতিবেদন: এখনই কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস নয়। রবিবার ...
29/11/2020

এখনো খুলছে না কলেজ বিশ্ববিদ্যালয়, কাটছাঁট হতে পারে সিলেবাস!

নিজস্ব প্রতিবেদন: এখনই কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস নয়। রবিবার উপাচার্যদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকের পর জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। করোনা পরিস্থিতি কবে খোলা হবে কলেজ, বিশ্ববিদ্যালয়? কীভাবে হবে পরীক্ষা? এদিন এই বিষয় নিয়ে উপাচার্যদের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষামন্ত্রী।বৈঠক শেষে তিনি জানান, আপাতত পঠনপাঠন চলবে অনলাইনেই। সেমিস্টারও অনলাইনে নেওয়ার ভাবনা। কীভাবে সেই পরীক্ষা তা ঠিক করবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব স্টাডিজ। একইসঙ্গে শিক্ষামন্ত্রী এদিন জানিয়েছেন, যেসব কলেজে প্রথম বর্ষের ভর্তির সময়সীমা বাড়ানো হল। ১৫ ডিসেম্বর পর্যন্ত ভর্তি নেওয়া যাবে। উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হবে। জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

MCA পাস তবুও নেই চাকরি, অবসাদে শেষ পযর্ন্ত বাবা মাকে খুন হতে হল ছেলের কাছে নিজস্ব প্রতিবেদন : নেই কোনো চাকরি। দিন দিন বে...
18/11/2020

MCA পাস তবুও নেই চাকরি, অবসাদে শেষ পযর্ন্ত বাবা মাকে খুন হতে হল ছেলের কাছে

নিজস্ব প্রতিবেদন : নেই কোনো চাকরি। দিন দিন বেড়েই চলছে বেকারত্ব। যার অবসাদের জন্য ছেলের হাতেই খুন হতে হল বাবা মা কে। এমনি মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুরে। ঘটনাস্থলে পৌঁছে বাবা মায়ের দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিস। ছেলেকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছে ছেলে। তবু তদন্ত শুরু করেছে পুলিস।

উচ্চশিক্ষিত ছেলে (এমসিএ পাস) চাকরি না পেয়ে অবসাদ থেকেই বাবা-মাকে খুন করেছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিসের। ঘটনাস্থল খতিয়ে দেখে পুলিস জানতে পেরেছে, বাবা-মাকে খুনের পর ওই যুবক নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। নিহতদের নাম প্রদ্যুৎ বোস ও গোপা বোস। ছেলের নাম শুভজিৎ বোস।
মা বাবার দেহ পচে গিয়েছে, তাই মনে করা হচ্ছে, প্রায় তিন চার দিন আগে বাবা মাকে খুন করেছে ছেলে। পুলিস জানিয়েছে, শুভজিৎ মানসিক ভাবে সুস্থ নন। তাঁর চিকিৎসার বন্দোবস্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এবং শুভজিৎকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। তবে প্রাথমিকভাবে জিজ্ঞাসা করে জানা গিয়েছে, বাবা অবসরপ্রাপ্ত কর্মী। লকডাউনের কারণে পরিবারে অভাব অনটন শুরু হয়েছিল। সেখান থেকেই অবসাদ এবং খুন করে ছেলে শুভজিৎ।

Address

Belakoba
735133

Telephone

+917679312132

Website

Alerts

Be the first to know and let us send you an email when Today bengal news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Belakoba media companies

Show All

You may also like