Devi Book Stall / Mehanati Prakashani

Devi Book Stall / Mehanati Prakashani This prakashani has already published a varieties of books on the subject of Agriculture,Horticulture,Animal Resource Development,Fishery,Tourism, etc.

সহজে করুন ছাদ বাগান লেখক, ব্রতীন দাস শখের বাগানে কখন কী সার : আমরা অনেকেই বাগান করে থাকি। কিন্তু জানি না গাছে কখন কী সার...
16/06/2024

সহজে করুন ছাদ বাগান
লেখক, ব্রতীন দাস

শখের বাগানে কখন কী সার :
আমরা অনেকেই বাগান করে থাকি। কিন্তু জানি না গাছে কখন কী সার দিতে হবে। বিশেষ করে যারা নতুন বাগানি, প্রায়শই তারা এই ভুলটি করে থাকেন। অনেক সময় দেখা যায়, গাছে ফুল ও ফল হওয়ার জন্য যে সারের প্রয়োজন, সেটা না দিয়ে গাছ বৃদ্ধি পায়, এমন সার প্রয়োগ করে ফেলি। এতে ফল হয় উল্টো। গাছে ফুল ও ফল আসতে দেরি হয়।
গাছের দ্রুত বৃদ্ধির জন্য প্রয়োজন নাইট্রোজেন ঘটিত সার। ইউরিয়া থেকে আমরা ৪৬ শতাংশের মতো নাইট্রোজেন পেয়ে থাকি। নাইট্রোজেনের অভাব হলে গাছের পাতা হলুদ হয়ে যায়। ১০ ইঞ্চি টবের ক্ষেত্রে আধ চামচ ইউরিয়া দেওয়া যেতে পারে। তবে গাছের গোড়ায় নয়। দিতে হবে টবের চারদিকে। ইউরিয়া দেওয়ার পর বেশি করে জল দেওয়া দরকার টবে। যারা নাইট্রোজেনের চাহিদা মেটাতে জৈব সার প্রয়োগ করতে চান, তারা প্রয়োগ করতে পারেন কেঁচো সার, গোবর সার কিংবা পাতা পচা সার। টবে যে পরিমাণ মাটি রয়েছে, তার ত্রিশ শতাংশ জৈব সার প্রয়োগ করতে হবে। ফুল ও ফল আনতে প্রয়োজন ফসফেট ও পটাশের। এক্ষেত্রে ডিএপি কিংবা এনপিকে প্রয়োগ করতে হবে খুব সাবধানে। কারণ এগুলির মাত্রা যদি বেশি হয়ে যায়, নষ্ট হয়ে যেতে পারে গাছ। জৈব সার ব্যবহার করে ভালো ফুল ও ফল পেতে প্রয়োগ করতে পারেন হাড়ের গুঁড়ো। এতে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে। পটাশের চাহিদার মেটাতে প্রয়োগ করা যেতে পারে পাকা কলার খোসা। এতে ৩০ শতাংশ পটাশ পাওয়া যায়। কলার খোসা শুকিয়ে গুঁড়ো করে টবের মাটিতে দেওয়া যায়, আবার তরল জৈব সার বানিয়েও প্রয়োগ করা যেতে পারে। যদি দেখা যায় গাছে ফুল ও ফল আসছে কিন্তু দাঁড়াচ্ছে না, বুঝতে হবে পটাশের ঘাটতি রয়েছে। নাইট্রোজেনের মতোই ১০ ইঞ্চি টবের জন্য পটাশ ব্যবহার করতে হবে আধ চামচ। সার প্রয়োগের পর অবশ্যই বেশি করে জল দেওয়া দরকার গাছের গোড়ায়। ভার্মি কম্পোস্ট প্রতিমাসে টব পিছু ১০০ গ্রাম করে দেওয়া যেতে পারে। তবে অজৈব সারের সঙ্গে কখনোই ভার্মি কম্পোস্ট প্রয়োগ করা চলবে না। জৈব ও অজৈব সার প্রয়োগের মাঝে অন্তত যেন ১৫ দিনের ব্যবধান থাকে। সার প্রয়োগের পাশাপাশি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিংক, বোরণের মতো উপাদানগুলিও গাছ ঠিকমতো পাচ্ছে কি না সেদিকে খেয়াল রাখতে হবে। রাসায়নিক সার ডিএপি দিয়ে ফুলেফলে ভরিয়ে তোলা যেতে পারে বাগান। এতে উল্লেখযোগ্য মাত্রায় রয়েছে নাইট্রোজেন ও ফসফরাস। কোনও গাছ প্রতিস্থাপন করার পরও যদি দেখা যায়, বৃদ্ধি হচ্ছে না কিংবা জৈব সার প্রয়োগ সেভাবে ফল মিলছে না, গাছটিকে দেখতেও তরতাজা লাগছে না, তখন ডিএপি ব্যবহার করে গাছটিকে সুন্দর করে গড়ে তোলা যেতে পারে। তবে গাছে কখনোই সরাসরি ডিএপি ব্যবহার করা চলবে না। এক চামচ সার নিয়ে আড়াইশো মিলিলিটার জলে গুলে একটি বোতলে ভরে রেখে দিতে হবে একদিন। তারপর ওই বোতল থেকে অল্প অল্প করে সার নিয়ে তা আরো বেশি জলে মিশিয়ে তারপর প্রয়োগ করতে হবে টবে। প্রয়োজনে পাতায় স্প্রে করা যেতে পারে। দেখা যাবে কয়েকদিনের মধ্যেই গাছ সবুজ ও তরতাজা হয়ে উঠছে। তবে ডিএপি সার প্রয়োগের আগে দুদিন গাছে কোনও জল দেওয়া যাবে না। সার প্রয়োগের আগে সবসময় টবের মাটি খুঁড়ে নিতে হবে। ইনডোর প্ল্যান্ট এর ক্ষেত্রে যদি দেখা যায়, গাছের বৃদ্ধি একেবারেই বন্ধ হয়ে গিয়েছে কিংবা গাছের বেশিরভাগ পাতা হলুদ হয়ে গিয়েছে, তাহলে ডিএপির দ্রবণ তৈরি করে ১৫ দিনে একবার ব্যবহার করতে পারেন।

আমাদের প্রকাশিত গ্রন্থ তালিকা https://drive.google.com/file/d/1YJ6Jiy7kU0e5b6_KNYxGwjJ5DxpatvXo/view?usp=drivesdkআমাদের ...
10/06/2024

আমাদের প্রকাশিত গ্রন্থ তালিকা
https://drive.google.com/file/d/1YJ6Jiy7kU0e5b6_KNYxGwjJ5DxpatvXo/view?usp=drivesdk

আমাদের প্রকাশিত বইগুলো কলেজ স্ট্রিটে পাবেন :

মেহনতি প্রকাশনী
২১/১ এ পটুয়াটোলা লেন, কলকাতা - ৭০০ ০০৯

ই. আর. সি. পাবলিকেশন
৯/১ রাধানাথ মল্লিক লেন, কলকাতা - ৭০০০১২
মো. 7685022911

ডাকযোগে বই নেওয়ার জন্য যোগাযোগ : 9831191955 / 7685022911

স্বভাববিজ্ঞানী কৃষকদের ফসল পরিচর্যার সাতকাহন নখদর্পণে থাকে। তবুও চাষবাসের নানা সমস্যা পিছু ছাড়ে না। সবচেয়ে বেশি জিজ্ঞাস্...
09/06/2024

স্বভাববিজ্ঞানী কৃষকদের ফসল পরিচর্যার সাতকাহন নখদর্পণে থাকে। তবুও চাষবাসের নানা সমস্যা পিছু ছাড়ে না। সবচেয়ে বেশি জিজ্ঞাস্য থাকে রোগ-পোকা বিষয়ে। কেন না রোগ-পোকার আক্রমণ ও তাদের নিয়ন্ত্রণ পদ্ধতি নিত্য নতুন রূপে আসছে। কাজেই ওয়াকিবহাল থাকতে হয়।
শুধু মাঠের ফসল নয়, আপনার শখের ফুলবাগান, ফলবাগান, টবের গাছগাছালি, বনসাই, লন, ওষুধি গাছের রোগ-পোকা-আগাছা সমস্যার সুলুক সন্ধান হাতের মুঠোয় এনে দেবে এই বইটি।

ফসলের রোগ-পোকার ডাক্তারী
লেখক, গোষ্ঠ ন্যায়বান
মূল্য : ৮০০. ০০

আমাদের প্রকাশিত বইগুলো কলেজ স্ট্রিটে পাবেন :

মেহনতি প্রকাশনী
২১/১ এ পটুয়াটোলা লেন, কলকাতা - ৭০০ ০০৯

ই. আর. সি. পাবলিকেশন
৯/১ রাধানাথ মল্লিক লেন, কলকাতা - ৭০০০১২
মো. 7685022911

ডাকযোগে বই নেওয়ার জন্য যোগাযোগ : 9831191955 / 076850 22911

05/06/2024
আবহাওয়ার প্রতিকূলতা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিব্যবস্থা ও কৃষককুল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যাঘাত ঘটছে উৎপাদনে,...
01/06/2024

আবহাওয়ার প্রতিকূলতা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিব্যবস্থা ও কৃষককুল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যাঘাত ঘটছে উৎপাদনে, বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য। এইসমস্ত প্রাকৃতিক ঘটনাবলী আমরা নিয়ন্ত্রণ করতে পারব না কিন্ত প্রতিকূলতার মধ্যেও জীবনধারণের লক্ষ্যে কীভাবে চাষবাস করা যেতে পারে তা নিয়ে কৃষি বিজ্ঞানীরা নিরলস প্ৰচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ড. হীরক ব্যানার্জ্জীর লেখা "বাংলার কৃষি-জলবায়ু পরিবেশ ও চাষবাস" বইটি লেখকের সেই প্রচেষ্টারই ফল।
সবশেষে ১০০ টি বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী বইটিকে আরও জনপ্রিয় করে তুলেছে।

বাংলার কৃষি-জলবায়ু পরিবেশ ও চাষবাস
লেখক, ড. হীরক ব্যানার্জ্জী
মূল্য : ১১০.০০

আমাদের প্রকাশিত বইগুলো কলেজ স্ট্রিটে পাবেন :
মেহনতি প্রকাশনী
২১/১ এ পটুয়াটোলা লেন, কলকাতা - ৭০০ ০০৯

ই. আর. সি. পাবলিকেশন
৯/১ রাধানাথ মল্লিক লেন, কলকাতা - ৭০০০১২
মো. 7685022911

ডাকযোগে বই নেওয়ার জন্য যোগাযোগ : 9831191955 / 076850 22911

বাঞ্ছারামের সেই বাগানের কথা মনে আছে নিশ্চয়ই! তেমন একটা বাগান করতে কার না শখ হয়। কিন্তু শখ থাকলেই তো হবে না। তারজন্য জায়গ...
31/05/2024

বাঞ্ছারামের সেই বাগানের কথা মনে আছে নিশ্চয়ই! তেমন একটা বাগান করতে কার না শখ হয়। কিন্তু শখ থাকলেই তো হবে না। তারজন্য জায়গা থাকা চাই। কিন্তু যাঁরা শহরে বাস করেন, ফ্ল্যাটবাড়িতে থাকেন, তাঁদের তো সত্যিই জায়গার বড় অভাব। ভাবছেন, তাহলে কী হবে? অধরা থেকে যাবে বাগান করার সাধ? চিন্তা নেই। হোক না একচিলতে ব্যালকনি। কিংবা মাথার উপর এক টুকরো ছাদ। ইচ্ছেপূরণে খামতি থাকবে কেন? পরিকল্পনা করে এগলে আপনার ছোট্ট বারান্দা কিংবা ছাদেই দিব্যি ফলতে পারে ফুল, ফল কিংবা সব্জি। মিটতে পারে শখ। যে বাগান আপনাকে মুক্তি দিতে পারে একঘেয়েমি থেকে। কীভাবে? এই বইয়ে থাকল তারই হদিশ। অত্যন্ত সহজ উপায়ে কীভাবে আপনি আপনার ছাদ বাগানকে ফুল-ফলে ভরিয়ে তুলতে পারেন, দেওয়া হয়েছে তারই কিছু টিপস। যাঁরা নিজে হাতে সব্জি ফলিয়ে খেতে চান, তাঁদের জন্যও রয়েছে বিশেষজ্ঞদের অমূল্য পরামর্শ। আশাকরি, বাগানবিলাসীদের গাইডবুক হিসেবে কাজ করবে বইটি।

সহজে করুন ছাদ বাগান
লেখক, ব্রতীন দাস
মূল্য : ১৬০.০০

আমাদের প্রকাশিত বইগুলো কলেজ স্ট্রিটে পাবেন :
মেহনতি প্রকাশনী
২১/১ এ পটুয়াটোলা লেন, কলকাতা - ৭০০ ০০৯

ই. আর. সি. পাবলিকেশন
৯/১ রাধানাথ মল্লিক লেন, কলকাতা - ৭০০০১২
মো. 7685022911

ডাকযোগে বই নেওয়ার জন্য যোগাযোগ : 9831191955 / 076850 22911

কথায় বলে, গেঁয়ো যোগী ভিখ পায় না। আর তাই হয়তো আমাদের ঘরের পাশেই যে চিরঞ্জীব বনৌষধির অফুরন্ত ভাণ্ডার রয়েছে, তাকে বিজ্ঞা...
30/05/2024

কথায় বলে, গেঁয়ো যোগী ভিখ পায় না। আর তাই হয়তো আমাদের ঘরের পাশেই যে চিরঞ্জীব বনৌষধির অফুরন্ত ভাণ্ডার রয়েছে, তাকে বিজ্ঞানের আলোয় মানতে চাই না আমরা। কিন্তু আমাদের পূর্বপুরুষরা যে জীবন অভ্যাস মেনে চলতেন, আজকের তুলনায় সেসব কিছুটা সেকেলে মনে হলেও, তার সামান্যও যদি আমরা রপ্ত করতে পারি, তা হলে লাভ বই ক্ষতি নেই। সময় বড় কঠিন, তাই বিজ্ঞানের আতসকাচ চোখে আমাদের আবার ফিরে যাওয়ার সময় এসেছে প্রাচীন আয়ুর্বেদের কাছে। তাহলেই হয়তো বশে রাখা যেতে পারে ব্যস্ত জীবনে মাথাচাড়া দেওয়া হাজারো রোগব্যাধিকে।
'আয়ু’ শব্দের অর্থ ‘জীবন’ এবং ‘বেদ’ শব্দের অর্থ ‘বিশেষ জ্ঞান’। ‘আয়ুর্বেদ’ বলতে বোঝায়, জীবনের বিজ্ঞান। এই বিজ্ঞানের হাত ধরেই বাড়তে পারে আমাদের জীবনের আয়ু। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যুগে সাড়ে পাঁচ হাজার বছরের পুরনো আয়ুর্বেদ কতটা জাদু দেখাতে পারে আমাদের শরীরে, আশাকরি তারই কিছু সুলুক সন্ধান পাবেন এই বইয়ে।

আয়ুর্বেদেই রোগমুক্তি
লেখক, ব্রতীন দাস
মূল্য : ২০০.০০

আমাদের প্রকাশিত বইগুলো কলেজ স্ট্রিটে পাবেন :
মেহনতি প্রকাশনী
২১/১ এ পটুয়াটোলা লেন, কলকাতা - ৭০০ ০০৯

ই. আর. সি. পাবলিকেশন
৯/১ রাধানাথ মল্লিক লেন, কলকাতা - ৭০০০১২
মো. 7685022911

ডাকযোগে বই নেওয়ার জন্য যোগাযোগ : 9831191955 / 076850 22911

সূর্য যতবার উদিত ও অস্তমিত হয়, সময় তত অতিবাহিত হয়। পৃথিবীতে জীবের সংখ্যা বাড়ে, দূষণ বাড়ে কিন্তু পৃথিবীর আয়তন বাড়ে না। সে...
29/05/2024

সূর্য যতবার উদিত ও অস্তমিত হয়, সময় তত অতিবাহিত হয়। পৃথিবীতে জীবের সংখ্যা বাড়ে, দূষণ বাড়ে কিন্তু পৃথিবীর আয়তন বাড়ে না। সেজন্য মানুষের ভাগে ক্রমশ জায়গা কমে আসছে। মানুষ সে অবস্থাকে সামাল দিতে বিশাল বিশাল আবাসনের ফ্ল্যাটে বন্দি হচ্ছে। দু-তিন কামরার ছোট ফ্ল্যাটে বন্দি হলে কি হবে, তার মনে যে সবুজের নেশা। গাছপালাকে পাশে না রাখলে তার মন ভালো থাকে না। তার শখ মেটে না। বাড়ির ছাদে, বারান্দায়, ব্যালকনিতে টবে গাছপালা লাগিয়ে তার সাধ মেটায়। টবে যেমন সারা বছরের উপযোগী বাহারি পাতার গাছ, ফুলগাছ থাকে তেমন ক্যাকটাস, বনসাই, ফার্নও থাকে। যদি জায়গা বড়ো থাকে, সাধও বেড়ে যায়। তখন টবে শুধু ফুল, পাতাবাহার নয়। সবজি এবং ফল গাছও থাকে। বর্তমানে বড়ো গাছের উপযোগী নানা পদার্থের তৈরি টব বাজারে পাওয়া যায়। আর টবে যে সবজি ও ফলগাছ চাষ করা সম্ভব, তা যে-কোনো পুষ্প প্রদর্শনীতে গেলে চোখে পড়ে। টবে চাষ করার উপযোগী জাতও এখন সহজলভ্য।
সেজন্য টবে বাগান করতে হলে কিভাবে এগোতে হবে, কী কী ব্যাপারে গুরুত্ব দিতে হবে, কী কী উপকরণ হাতের কাছে রাখতে হবে, কোন্ গাছ কীভাবে লাগাতে হবে, তার পরিচর্যাও কী হবে প্রভৃতি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ আলোচনা আছে বইটিতে। আশাকরি, টবে বাগান বিলাসী মানুষজনের বইটি কাজে লাগবে।

টবে বাগান : ফুল ফল সবজি
লেখক, অর্চক গুপ্ত
মূল্য : ১৫০.০০

আমাদের প্রকাশিত বইগুলো কলেজ স্ট্রিটে পাবেন :
মেহনতি প্রকাশনী
২১/১ এ পটুয়াটোলা লেন, কলকাতা - ৭০০ ০০৯

ই. আর. সি. পাবলিকেশন
৯/১ রাধানাথ মল্লিক লেন, কলকাতা - ৭০০০১২
মো. 7685022911

ডাকযোগে বই নেওয়ার জন্য যোগাযোগ : 9831191955 / 076850 22911

"জানা অজানার খোঁজে - ওড়িশার পথে প্রান্তরে" বইটি সমগ্র ওড়িশার ইতিহাস, ওড়িশার ভূগোল, ওড়িশার সংস্কৃতি, ওড়িশার উৎসব মেলা সবক...
27/05/2024

"জানা অজানার খোঁজে - ওড়িশার পথে প্রান্তরে" বইটি সমগ্র ওড়িশার ইতিহাস, ওড়িশার ভূগোল, ওড়িশার সংস্কৃতি, ওড়িশার উৎসব মেলা সবকিছুই তুলে ধরেছে। ভ্রমণ শুধুমাত্র তালিকা ধরে ধরে কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখা নয়। একটা জায়গা ঘুরে দেখতে, জানতে হলে সেই জায়গার ইতিহাস, ভূগোল, জনগণের সংস্কৃতি সবই জানতে হয় । সেই চেষ্টার ফলশ্রুতি "জানা অজানার খোঁজে - ওড়িশার পথে প্রান্তরে" বইটি। বইটিতে প্রাচীন ওড়িশার ইতিহাস যেমন তুলে ধরা হয়েছে, তেমনি আঞ্চলিক ওড়িশার ভৌগোলিক অবস্থান, গুরুত্ব আলোচনা করা হয়েছে। ওড়িশা মানেই পুরীর জগন্নাথদেব। মহাপ্রভু জগন্নাথদেবের কথা, জগন্নাথদেব সম্পর্কিত একাধিক বিষয় বইটিতে আলোচনা করা হয়েছে।

এছাড়া ভ্রমণ গাইড তো আছেই। পরিচ্ছন্ন ট্যুর পরিকল্পনার ছক থেকে কিভাবে যাবেন, কি কি দেখবেন, কোথায় থাকবেন সবকিছু বিস্তারিত এই বইতে আলোচনা করা আছে। সাথে আছে ওড়িশার পর্যটন দপ্তরের পান্থনিবাসগুলো এবং বনদপ্তরের নেচার ক্যাম্প গুলোর বুকিং ফোন নাম্বার, ইমেল আইডির বিস্তারিত বিবরণ ইত্যাদি। বইটিতে আছে পুরীর সহস্রাধিক হোটেল এবং হলিডে হোমের অবস্থান, ফোন নাম্বার হালহদিশ । পুরী ছাড়াও সমগ্র ওড়িশার পর্যটন কেন্দ্রগুলোর সরকারী এবং বেসরকারী হোটেলের যোগাযোগ নাম্বার বইটিতে দেওয়া হয়েছে।

হাওড়া/শালিমার/শিয়ালদহ/সাঁতরাগাছি থেকে ওড়িশার বিভিন্ন রুটের ট্রেনের নাম, নাম্বার এবং সর্বশেষ সময়সীমা সহ যাবতীয় তথ্য ছকের মাধ্যমে বইতে তুলে ধরা হয়েছে। আছে ভ্রমণ সংক্রান্ত একাধিক ম্যাপ, স্কেচ। রঙিন ছবি সহ ওড়িশার পর্যটন কেন্দ্রগুলো দু মলাটে বিশদে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই বইটির মাধ্যমে।

জানা অজানার খোঁজে ওড়িশার পথে প্রান্তরে
লেখক, শুভজিৎ তোকদার
মূল্য : ৩৫০.০০

আমাদের প্রকাশিত বইগুলো কলেজ স্ট্রিটে পাবেন :
মেহনতি প্রকাশনী
২১/১ এ পটুয়াটোলা লেন, কলকাতা - ৭০০ ০০৯

ই. আর. সি. পাবলিকেশন
৯/১ রাধানাথ মল্লিক লেন, কলকাতা - ৭০০০১২
মো. 7685022911

ডাকযোগে বই নেওয়ার জন্য যোগাযোগ : 9831191955 / 076850 22911

ধান বৈচিত্র্যে পশ্চিমবঙ্গ অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য। বিভিন্ন জাতের সুগন্ধি ধান শুধুমাত্র নাম-মাহাত্ম্যে নয়, গুণের কদরেও ...
26/05/2024

ধান বৈচিত্র্যে পশ্চিমবঙ্গ অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য। বিভিন্ন জাতের সুগন্ধি ধান শুধুমাত্র নাম-মাহাত্ম্যে নয়, গুণের কদরেও এগুলি বাংলার কৃষকের ঝাঁপিতে রত্নবিশেষ। অথচ গত শতাব্দীর শেষভাগে সবুজ বিপ্লবের দাপটে অন্যান্য সাধারণ সরু ও মোটা ধানের সঙ্গে এগুলির মধ্যে অনেকগুলি কৃষকের জমি থেকে হারিয়ে গেছে। আবার কতকগুলি রাজ্যের নির্দিষ্ট কৃষি-জলবায়ু অঞ্চলে সমাদরের সঙ্গে চিরায়ত পদ্ধতিতে চাষ হচ্ছে-মুখ্যত তাদের গুণমান, সুগন্ধ ও স্থানীয় চাহিদার জন্য।
ড. মৃত্যুঞ্জয় ঘোষ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক - যিনি ছাত্রসমাজে অত্যন্ত জনপ্রিয় এবং পশ্চিমবঙ্গের কৃষকসমাজে কৃষিজ ফসল বিশেষজ্ঞ হিসাবে সুপরিচিত। সুগন্ধি ধানের উপর তাঁর দীর্ঘ গবেষণা রাজ্য ও জাতীয়স্তরে প্রশংসিত। গোবিন্দভোগ, তুলাইপাঞ্জি ও কালোনুনিয়া চালের ভৌগোলিক চিহ্ন (Geographical Indication) স্বীকৃতিতে তিনি মুখ্য কারিগর।
পশ্চিমবঙ্গের সুগন্ধি ধানগুলির ইতিহাস, উৎপাদন প্রযুক্তি ও বিপণন বিষয়গুলিকে একত্র করে 'পশ্চিমবঙ্গের সুগন্ধি ধান: বৈচিত্র্য, উৎপাদন ও বিপণন' নামক বইটির মধ্যে তুলে ধরেছেন। আশাকরি, দেশি সুগন্ধি ধানের প্রসার ও উন্নতি সাধনে বাংলার কৃষক সমাজ, গবেষক, বিজ্ঞানী ও বিপণনের সঙ্গে যুক্ত সকল মানুষের কাজে লাগবে।

পশ্চিমবঙ্গের সুগন্ধি ধান : বৈচিত্র, উৎপাদন ও বিপণন
লেখক, ড. মৃত্যুঞ্জয় ঘোষ
মূল্য : ১০০.০০

আমাদের প্রকাশিত লেখকের অন্যান্য বইগুলি :
• পশ্চিমবঙ্গে ধান চাষ বৈচিত্র, বিবর্তন ও আধুনিকতা
• পশ্চিমবঙ্গে পাট চাষ অতীত থেকে বর্তমান

আমাদের প্রকাশিত বইগুলো কলেজ স্ট্রিটে পাবেন :
মেহনতি প্রকাশনী
২১/১ এ পটুয়াটোলা লেন, কলকাতা - ৭০০ ০০৯

ই. আর. সি. পাবলিকেশন
৯/১ রাধানাথ মল্লিক লেন, কলকাতা - ৭০০০১২
মো. 7685022911

ডাকযোগে বই নেওয়ার জন্য যোগাযোগ : 9831191955 / 076850 22911

কৃষি ও সংশ্লিষ্ট বিষয়কে সর্বমোট কুড়িটি বিষয়ে ভাগ করে সাজান হয়েছে এই বইয়ে। প্রতিটি বিষয়ে রয়েছে পঁচিশটি করে প্রশ্নোত্তর। প...
26/05/2024

কৃষি ও সংশ্লিষ্ট বিষয়কে সর্বমোট কুড়িটি বিষয়ে ভাগ করে সাজান হয়েছে এই বইয়ে। প্রতিটি বিষয়ে রয়েছে পঁচিশটি করে প্রশ্নোত্তর। পাঠকের সুবিধার্থে প্রশ্নের পর-পরই উত্তর দেওয়া রয়েছে। ক্যুইজ প্রেমী ও ক্যুইজ মাস্টারদের জন্য প্রত্যেকটি উত্তরের সাথে সাথে সংক্ষিপ্ত বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে। আশাকরি সকলের খুবই ভাল লাগবে।
এই বই ব্যবহার করে পাঠক-পাঠিকা যদি উপকৃত হন তাহলেই আমাদের উদ্দেশ্য সফল হবে।

পরিবেশমুখী কৃষি ক্যুইজ
লেখক, ড. মৃনালকান্তি বেরা
মূল্য : ১৬০.০০

আমাদের প্রকাশিত বইগুলো কলেজ স্ট্রিটে পাবেন :
মেহনতি প্রকাশনী
২১/১ এ পটুয়াটোলা লেন, কলকাতা - ৭০০ ০০৯

ই. আর. সি. পাবলিকেশন
৯/১ রাধানাথ মল্লিক লেন, কলকাতা - ৭০০০১২
মো. 7685022911

ডাকযোগে বই নেওয়ার জন্য যোগাযোগ : 9831191955 / 076850 22911

বাংলার অধিকাংশ কৃষিজমি জুড়েই রয়েছে ধান চাষ। আমাদের রাজ্যে তিনটি কৃষি-মরসুমেই (আউশ, আমন ও বোরো) ধান চাষ হয়ে থাকে। তবুও জন...
25/05/2024

বাংলার অধিকাংশ কৃষিজমি জুড়েই রয়েছে ধান চাষ। আমাদের রাজ্যে তিনটি কৃষি-মরসুমেই (আউশ, আমন ও বোরো) ধান চাষ হয়ে থাকে। তবুও জনসংখ্যা বেড়ে চলার কারণে ধানের উৎপাদন বৃদ্ধির বিষয়টাও ক্রমশ গুরুত্ব পাচ্ছে। কৃষিবিজ্ঞানীদের প্রচেষ্টায় বিগত কয়েক দশকে ধানের এলাকা ও উৎপাদন কিছুটা বাড়লেও বর্তমানে বিঘা প্রতি ফলন এক বিশেষ লক্ষ্যমাত্রায় এসে থমকে আছে। তাই আগামীদিনে অবশ্যই ধানের ফলন বাড়ানোর ওপর জোড় দিতে হবে। যা মোটেও সহজ কাজ নয়। আধুনিক চাষ পদ্ধতি অবলম্বন, পরিবেশের সাথে মানানসই চাষপদ্ধতি, নতুন কৃষি-যন্ত্রপাতির ব্যবহার, সংকর ধান চাষ ও উন্নত বীজ সংরক্ষণ পদ্ধতি-ইত্যাদির মাধ্যমে এই লক্ষ্যে পৌঁছানো কিছুটা সম্ভব। তাই এই সকল বিষয়ে সকল শ্রেণীর মানুষকে অবগত করতে ও বিশেষ করে কৃষকবন্ধুদের উদ্বুদ্ধ করতে আমাদের এই বই। একাধিক অধ্যায়ে বিভক্ত এই বইটিতে বিভিন্ন ধরনের আধুনিক ধান চাষ পদ্ধতি সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এমনকি উন্নত ধান বীজ সংরক্ষণের বিষয়টাও সংক্ষেপে বলা হয়েছে। আশা করি কৃষির সঙ্গে যুক্ত সকল শ্রেণীর মানুষের উপকারে আসবে এই বইটি।

বাংলার ধান উৎপাদন - সংরক্ষণ - বিপণন
(দ্বিতীয় সংস্করণ )
লেখক, ড. হীরক ব্যানার্জ্জী
মূল্য : ১২০.০০

আমাদের প্রকাশিত বইগুলো কলেজ স্ট্রিটে পাবেন :
মেহনতি প্রকাশনী
২১/১ এ পটুয়াটোলা লেন, কলকাতা - ৭০০ ০০৯

ই. আর. সি. পাবলিকেশন
৯/১ রাধানাথ মল্লিক লেন, কলকাতা - ৭০০০১২
মো. 7685022911

ডাকযোগে বই নেওয়ার জন্য যোগাযোগ : 9831191955 / 076850 22911

আলু পশ্চিমবঙ্গ তথা সারা ভারতের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। যদিও এলাকার ওপর নির্ভর করে আলুর ফলনের তারতম্য হয়, কিন্তু এ...
25/05/2024

আলু পশ্চিমবঙ্গ তথা সারা ভারতের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। যদিও এলাকার ওপর নির্ভর করে আলুর ফলনের তারতম্য হয়, কিন্তু এ রাজ্যে গড় ফলন হেক্টর প্রতি প্রায় ২৭.০ টন। কৃষিজ উপকরণের সুষ্ঠু ব্যবহার করলে একদিকে যেমন আলুর ফলন বাড়ে আর তার সঙ্গে পরিবেশও সুষ্ঠু থাকে। সুতরাং বিজ্ঞানসম্মত উপায়ে উন্নত চাষ পদ্ধতি অবলম্বন করলে আলুর চাষে সুদূর প্রসারী ফল পাওয়া যেতে পারে। উন্নত জাতের ব্যবহার, শস্য-সুরক্ষা ব্যবস্থা ও অন্যান্য পরিচর্যার কারণে আলু চাষের যথেষ্ট অগ্রগতি ঘটেছে। এই বিষয়ে নানা তথ্য আবিষ্কার হলেও সেগুলো একটি বাংলা মাধ্যমের বইতে সম্পূর্ণটা দেখা যায় না। আলু চাষের উন্নত পদ্ধতির সঙ্গে যুক্ত সমস্ত তথ্য ও পরিসংখ্যান এই বইটিতে লিপিবদ্ধ করার চেষ্টা করা হয়েছে। শস্য পরিচর্যা, শস্য সুরক্ষা, প্রক্রিয়াকরণ ও গুদামজাতকরণ সংক্রান্ত সমস্ত বিষয়ে আলাদা আলাদা অধ্যায়ে আলোচনা করা হয়েছে ।
তাই আমাদের আশা 'আধুনিক প্রযুক্তিতে আলুর চাষ' নামক এই বইটির মাধ্যমে কৃষিবিদ্যার সঙ্গে যুক্ত সমস্ত কৃষকবন্ধু, শিক্ষক, ছাত্র, গবেষক ও অন্যান্য কৃষিবিদরা উপকৃত হবেন।

আধুনিক প্রযুক্তিতে আলুর চাষ (প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ)
লেখক, ড. হীরক ব্যানার্জ্জী ও ড. আশিস চক্রবর্তী
মূল্য : ১৪০.০০

আমাদের প্রকাশিত বইগুলো কলেজ স্ট্রিটে পাবেন :

মেহনতি প্রকাশনী
২১/১ এ পটুয়াটোলা লেন, কলকাতা - ৭০০ ০০৯

ই. আর. সি. পাবলিকেশন
৯/১ রাধানাথ মল্লিক লেন, কলকাতা - ৭০০০১২
মো. 7685022911

ডাকযোগে বই নেওয়ার জন্য যোগাযোগ : 9831191955 / 076850 22911

ক্রমবর্ধমান জনঘনত্বের ফলে সমাজে সবুজায়নের চাহিদা বৃদ্ধি পেতে শুরু করেছে। স্বল্প জায়গায় খাদ্যের চাহিদাকে পূরণ করতে নগর পর...
24/05/2024

ক্রমবর্ধমান জনঘনত্বের ফলে সমাজে সবুজায়নের চাহিদা বৃদ্ধি পেতে শুরু করেছে। স্বল্প জায়গায় খাদ্যের চাহিদাকে পূরণ করতে নগর পরিকল্পনাবিদরা এই সমস্যাটি মোকাবিলা করার জন উদ্ভাবনী উপায় খুঁজতে বাধ্য হচ্ছেন। এই সমস্যাটি মোকাবিলা করার এক মাত্র পথ হল বাড়ির ছাদের যথোপযুক্ত ব্যবহার। বর্তমানে আমরা বিশ্বব্যাপী পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তনের সম্মুখীন। অতএব এখন আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার চেষ্টা করা উচিত। সেই কারণে, ল্যান্ডস্কেপে ব্যবহারের প্রশ্নে আমাদের সামগ্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটানো প্রয়োজন। একই সঙ্গে শিল্প সমৃদ্ধ স্থানের সাথে সবুজায়নকে একত্রিত করার জন্য নতুন উদ্ভাবনের উপায় প্রয়োজন।
এটি এখন সার্বজনীনভাবে স্বীকৃত যে, ছাদ বাগান পরিবেশকে শীতল রাখার পাশাপাশি শক্তি সাশ্রয়, বায়ুর গুণমান বৃদ্ধি এবং জীববৈচিত্র্যকে রক্ষা করতে সাহায্য করে। এই সমস্ত কারণে ছাদবাগান শহরের বাস্তুতন্ত্রকে স্বাস্থ্যকর করে তোলার এক নতুন উপায়।
বর্তমান সময়ে ছাদবাগানে উৎপাদিত জৈব ফসলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এমনকি শিক্ষার অঙ্গ স্বরূপ স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলি ছাদবাগান তৈরিতে উদ্যোগী হয়েছে।
তাই এই বিষয়ের উপর লেখা আমাদের এই বইটি। যাতে সহজে, স্বল্প ব্যয়ে অধিক সংখ্যক ছাদবাগান তৈরিতে কাজে আসতে পারে।

খাদ্যসুরক্ষা ও পরিবেশ রক্ষার্থে শহরে ছাদ বাগানের বৈচিত্র
লেখক, ড. বিজয় চন্দ্র ঘোষ
মূল্য : ৩০০.০০

আমাদের প্রকাশিত বইগুলো কলেজ স্ট্রিটে পাবেন :

মেহনতি প্রকাশনী
২১/১ এ পটুয়াটোলা লেন, কলকাতা - ৭০০ ০০৯

ই. আর. সি. পাবলিকেশন
৯/১ রাধানাথ মল্লিক লেন, কলকাতা - ৭০০০১২
মো. 7685022911

ডাকযোগে বই নেওয়ার জন্য যোগাযোগ : 9831191955 / 076850 22911

সভ্যতার আদিকাল থেকেই মানুষ পোলট্রি চাষ করে আসছে। আদিম যুগে, গোষ্ঠীর পুরুষেরা খাদ্যের সন্ধানে তাদের বসতি থেকে দূরে ঘুরে ব...
23/05/2024

সভ্যতার আদিকাল থেকেই মানুষ পোলট্রি চাষ করে আসছে। আদিম যুগে, গোষ্ঠীর পুরুষেরা খাদ্যের সন্ধানে তাদের বসতি থেকে দূরে ঘুরে বেড়াত; তখন গোষ্ঠীর স্ত্রী এবং বাচ্চারা তাদের বসতির আশেপাশেই কিছু কিছু পশু ও পাখি পালন করত। সেইসময় এই পশু ও পাখি পালনের প্রধান উদ্দেশ্য ছিল যেদিন শিকার জুটত না সে দিনে যাতে ওই পালন করা পশু বা পাখি মেরে তাদের ক্ষুধা নিবারণ করা যায়। মুদ্রা আবিষ্কারের পূর্ববর্তী পর্যায়ে পশু, আদান-প্রদানের অঙ্গ হিসাবে ব্যবহার করা হত; যা তৎকালীন দৃষ্টিভঙ্গিতে অর্থনীতিকে সমৃদ্ধ করেছে।
বর্তমান যুগেও কিন্তু সেই একই ধারা অব্যাহত আছে। এখনো বেশিরভাগ ক্ষেত্রে পশু ও পাখি পালন করা হয়ে থাকে খাবারের উদ্দেশ্যে। আবার আশ্চর্যের বিষয় এখনো সমাজের বৃহৎ অংশের বাড়ির মেয়েরা, বাচ্চারা এবং যুবকেরা এই পোলট্রি পালনের সাথে যুক্ত। গ্রামীণ অর্থনীতি ও পারিবারিক পুষ্টির প্রধান একটি স্তম্ভ এবং বেকার যুবকদের কর্মসংস্থানেরও অন্যতম পন্থা হল পোল্ট্রি পালন।

শুধুমাত্র তো আর পোল্ট্রি পালন করলেই চলবে না; যথাযথভাবে বিজ্ঞানভিত্তিক ও স্বাস্থ্যসম্মতভাবে পালন করলে তবেই তার থেকে লাভ হবে। তাই পোল্ট্রি পালনকে যদি সুনির্দিষ্ট আয়ের রাস্তা হিসাবে বেছে নিতে হয়, তাহলে এই বিষয়ে সঠিক জ্ঞান থাকা আবশ্যিক। তাই পোল্ট্রি পালনের প্রাথমিক কিছু ধারণা এই গ্রন্থে তুলে ধরা হয়েছে।

বাড়িতে কয়েকটি পাখি চাষ থেকে ব্যবসাভিত্তিক বৃহৎ খামারের জন্য প্রয়োজনীয় সবই এই গ্রন্থে সন্নিবেশিত করা হয়েছে; যেমন বাসস্থান বানানোর পদ্ধতি, খাবার খাওয়ানোর মাত্রা ও নিয়ম, পাখিপালন করার পদ্ধতি এবং রোগ নিরাময়। ডিম ও বাচ্চা পাখির সন্ধান থেকে উৎপাদিত দ্রব্য বিক্রির বাজার সম্পর্কেও সমস্ত তথ্য পরিবেশন করা হয়েছে। আবার পশু বিজ্ঞান নিয়ে যারা অধ্যয়ন করছেন তাদের জন্য সমস্ত পাখির জাত-পরিচিতি, প্রজনন প্রক্রিয়া এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা
হয়েছে। পশু চিকিৎসকদের বিশেষ করে প্রাণী বন্ধুদের জন্য রোগ নির্ধারণের লক্ষণ এবং রোগ নিরাময়ের জন্য বর্তমানে বাজারে প্রচলিত অত্যাধুনিক ওষুধের নাম এবং মাত্রা নিয়ে সবিস্তারে আলোচনা করা হয়েছে এই বইতে।

পোলট্রি ফার্মিং
লেখক, ড. পার্থ সারথী চক্রবর্ত্তী
মূল্য : ৪০০.০০

আমাদের প্রকাশিত বইগুলো কলেজ স্ট্রিটে পাবেন :

মেহনতি প্রকাশনী
২১/১ এ পটুয়াটোলা লেন, কলকাতা - ৭০০ ০০৯

ই. আর. সি. পাবলিকেশন
৯/১ রাধানাথ মল্লিক লেন, কলকাতা - ৭০০০১২
মো. 7685022911

ডাকযোগে বই নেওয়ার জন্য যোগাযোগ : 9831191955 / 076850 22911

মুর্শিদাবাদ একটি ঐতিহাসিক জেলা; যেমন ইতিহাসসমৃদ্ধ তেমনি ঐতিহ্যসমৃদ্ধ। ঐতিহ্যের একটি হল আমবাগান তথা আম। জেলার আমের ইতিহাস...
22/05/2024

মুর্শিদাবাদ একটি ঐতিহাসিক জেলা; যেমন ইতিহাসসমৃদ্ধ তেমনি ঐতিহ্যসমৃদ্ধ। ঐতিহ্যের একটি হল আমবাগান তথা আম। জেলার আমের ইতিহাসও সুপ্রাচীন।
মুর্শিদাবাদ জেলার নবাব, জমিদার ও রাজাদের পৃষ্টপোষকতায় আমচাষ হ'ত। সেই সময় আমচাষ সৌখিনতা ও আভিজাত্যের বিষয় ছিল। বহু রকমের দুষ্প্রাপ্য ও দুর্লভ আমের জাত নিজেদের শখের বাগানে লাগাতেন। যে নবাব যত বেশী স্বাদের এবং যত বেশী বৈচিত্রের আমগাছ এনে লাগিয়ে বাগান করতেন সেই নবাবের মর্যাদা এবং আভিজাত্য তত বেশী প্রকাশ পেত। নবাবরা রকমারি এবং বৈচিত্র্যপূর্ণ আমের বাগান তৈরি করে আভিজাত্যের প্রকাশ করতেন। সেই সব বাগানের আমের রঙের বাহার স্বাদের মাধুর্য, গন্ধের আমেজ এবং রসের পরিপূর্ণতা হৃদয়বেদ্য ছিল। সেই সব বাগান ও আমের কথা লিপিবদ্ধ করা হয়েছে।

বর্তমানে ফসল বৈচিত্রায়ণে বা একই পরিমাণ জমিতে বেশি লাভের জন্য আমচাষ ক্রমশ জনপ্রিয় হয়েছে। আমচাষের সঠিক ও আধুনিক পদ্ধতি জানানোর ব্যবস্থা এই বইয়ে রয়েছে। বর্তমানে জমি ক্রমশ কমে আসছে; তাই ঘন করে আমচাষ, অসময়ে আমচাষ, পুরাতন আমবাগানকে ফলদায়ী করার বিষয়গুলো প্রাসঙ্গিক বলে মনে হয়েছে। তাই বিষয়গুলোকে এই বইটির মধ্যে সংযুক্ত করা হয়েছে।

ইতিহাস প্রসিদ্ধ মুর্শিদাবাদ জেলার আম বৈচিত্র, উৎপাদন ও বিপণন
লেখক, ড. সমরেন্দ্র নাথ খাঁড়া ও মহঃ ওয়াসেদ আলি
মূল্য : ৩৫০.০০

আমাদের প্রকাশিত বইগুলো কলেজ স্ট্রিটে পাবেন :
মেহনতি প্রকাশনী
২১/১এ পটুয়াটোলা লেন, কলকাতা - ৭০০০০৯

ই. আর. সি. পাবলিকেশন
৯/১ রাধানাথ মল্লিক লেন, কলকাতা - ৭০০০১২
মো. 7685022911

ডাকযোগে বই নেওয়ার জন্য যোগাযোগ : 9831191955 / 076850 22911

কৃষি অর্থনৈতিক উন্নয়নের মানদণ্ড ও গ্রামের দরিদ্র পরিবারের জীবিকা নির্বাহের মূল চালিকাশক্তি। পশ্চিমবঙ্গের মোট দেশজ উৎপাদন...
22/05/2024

কৃষি অর্থনৈতিক উন্নয়নের মানদণ্ড ও গ্রামের দরিদ্র পরিবারের জীবিকা নির্বাহের মূল চালিকাশক্তি। পশ্চিমবঙ্গের মোট দেশজ উৎপাদনের (GDP) প্রায় ১৬-১৭ শতাংশ কৃষির উৎপাদন থেকে আসে। কৃষির উন্নয়ন বেশিরভাগ ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি এবং পদ্ধতির সঠিক ও সময়োপযোগী ব্যবহারের ওপর নির্ভরশীল হয়। প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তনের ফলে মাটির লবনাক্ততা, ঝড়, খরা, বন্যা, অসময়ে বৃষ্টিপাত, উচ্চ তাপমাত্রা ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ক্ষুদ্র-প্রান্তিক চাষীভাইদের জীবিকা বর্তমানে প্রশ্নের মুখে দাঁড়িয়ে, যা তাদের জীবন ও জীবিকা নির্বাহের ক্ষেত্রেও ঝুঁকিপূর্ণ!
বর্তমানকালে ক্রমবর্ধমান পরিবেশগত দূষণ, আধুনিক প্রযুক্তির অপ্রতুল ব্যবহারের সাথে সাথে সর্বাধিক উৎপাদনশীলতা অর্জনের লক্ষ্যে প্রচলিত কৃষিকাজ হয়ে চলেছে। একদিকে বে-হিসাবি রাসায়নিক সার ঔষধের ব্যবহার, অপরিকল্পিত মরশুম ভিত্তিক শস্য পরিকল্পনা অপরদিকে জৈব উপায়ে সমন্বিত রোগ-পোকা ব্যবস্থাপনা, সমন্বিত কৃষি খামার ইত্যাদির প্রচলন খুবই অপ্রতুল। এই পরিস্থিতিতে যদি কৃষিকাজে জৈবচাষের মূল অর্থ আমরা যথাযথ ভাবে অনুধাবন করে চাষীভাইদের মাধ্যমে জৈব চাষের বিস্তার ঘটাতে সক্ষম হই তাহলে ভবিষ্যতে আমরা একটি নিরাপদ, কৃষিভিত্তিক পরিবেশ পরবর্তী প্রজন্মকে উপহার দিতে পারব বলে আশা করতে পারি।
এই পরিপ্রেক্ষিতে এই বইটিতে জৈব চাষ সম্বন্ধে যথাসম্ভব ধারণা সহজ ভাষায় রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে।
যাদের উদ্দেশ্যে এই বই, সেই সকল চাষী ভাই, ছাত্র-ছাত্রী, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বইটি যদি কাজে আসে তাহলে পরিশ্রম সার্থক হবে।

জৈব চাষের সহজ পাঠ
লেখক, তপন কুমার মাইতি ও প্রতীক মজুমদার
মূল্য : ১৭০.০০

আমাদের প্রকাশিত বইগুলো কলেজ স্ট্রিটে পাবেন :
মেহনতি প্রকাশনী
২১/১ এ পটুয়াটোলা লেন, কলকাতা - ৭০০ ০০৯

ই. আর. সি. পাবলিকেশন
৯/১ রাধানাথ মল্লিক লেন, কলকাতা - ৭০০০১২
মো. 7685022911

ডাকযোগে বই নেওয়ার জন্য যোগাযোগ : 9831191955 / 076850 22911

মানুষ ও অন্যান্য প্রাণীদের সঙ্গে গাছপালার নিবিড় বন্ধন সৃষ্টির আদি থেকে তৈরি হয়েছে। প্রাণী দের দৈনন্দিন চাহিদা মেটাতে গাছ...
21/05/2024

মানুষ ও অন্যান্য প্রাণীদের সঙ্গে গাছপালার নিবিড় বন্ধন সৃষ্টির আদি থেকে তৈরি হয়েছে। প্রাণী দের দৈনন্দিন চাহিদা মেটাতে গাছপালাও মুখ্য ভূমিকা গ্রহণ করে। শহরের শখ ও নান্দনিক সৌন্দর্য মেটাতে গাছপালার জুরিমেলা ভার। সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে, সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং শখ হয়েছে উর্ধগামী। এসবের জন্য গাছপালা, ফল-ফুলের চাহিদা হয়েছে উচ্চাগামী। পাশাপাশি সৌন্দর্যায়নের জন্য পার্ক, পথপার্শ্ব, ল্যান্ডস্কেপ গার্ডেন, পাবলিক প্লেস গাছগাছালিতে ভরে যাচ্ছে। ফলবাগিচা, বাগিচা ফসল, ফুল-পাতাবাহারের চারার চাহিদা এখন অনেক বেশি। আর চারা তৈরি করতে প্রচুর সংখ্যায় নার্সারি চালু হয়ে গেছে। শুধু চারা তৈরি করলে হয়না, কোন গাছের চারা সহজে ও সস্তায় তৈরি করা যায়, চারা তৈরির সর্বাধুনিক পদ্ধতি, কোন চারার চাহিদা কোথায় বেশি, কোন চারার বাজার কোথায় বেশি, চারা তৈরির সরঞ্জাম ও দক্ষ কর্মী কোথায় পাওয়া যায়, তা জানার প্রয়োজন আছে। চারা তৈরিকে লাভজনক পেশা হিসেবে গ্রহণ করতে হলে নার্সারির পরিকাঠামো, নার্সারির রক্ষণাবেক্ষণ, নার্সারি ব্যাবসার প্রশাসনিক, আইনগত ও অর্থনৈতিক দিক সম্বন্ধে সম্যক ধারণার প্রয়োজন আছে।
নার্সারি ব্যাবসার প্রায় সমস্ত বিষয় বইটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। নার্সারি ব্যাবসায় আসতে ইচ্ছুক কিংবা নার্সারি ব্যাবসায় জড়িত ব্যক্তিগণের এই পুস্তকটি সামান্যতম কাজে লাগলে আমাদের পরিশ্রম সার্থক বলে মনে হবে।

নার্সারি ম্যানেজমেন্ট ও নার্সারি বিজনেস
লেখক, গোষ্ঠ ন্যায়বান
মূল্য : ১৫০.০০

কলেজ স্ট্রিটে আমাদের প্রকাশিত বইগুলো পাবেন :
মেহনতি প্রকাশনী
২১/১এ পটুয়াটোলা লেন, কলকাতা-০৯

ই. আর. সি. পাবলিকেশন
৯/১ রাধানাথ মল্লিক লেন, কলকাতা-১২

ডাকযোগে বই নেওয়ার জন্য যোগাযোগ : 076850 22911

মানুষ ও প্রাণীর বন্ধুত্বপূর্ণ সহাবস্থান সভ্যতার আদিকাল থেকেই পরিলক্ষিত। ছাগল হল প্রথম গৃহপালিত প্রাণী যা আয়ের জন্য মানুষ...
21/05/2024

মানুষ ও প্রাণীর বন্ধুত্বপূর্ণ সহাবস্থান সভ্যতার আদিকাল থেকেই পরিলক্ষিত। ছাগল হল প্রথম গৃহপালিত প্রাণী যা আয়ের জন্য মানুষ পালন করতে শুরু করেছে। ছাগল হল 'গরিব মানুষের গাই'। গ্রাম বাংলার গরীব খেটে খাওয়া মানুষের অন্যতম আয়ের উৎস।
বিভিন্ন ধরনের আবহাওয়ায় মানিয়ে নিয়ে ছাগল বেঁচে থাকতে পারে। সারা পৃথিবীর ন্যায় ভারতবর্ষের বিভিন্ন জলবায়ু অঞ্চলে ৩৭টি স্বীকৃত প্রজাতির সাথে আরো অনেক ছাগলও রয়েছে। ছাগলের সংখ্যায় রাজস্থানের পরেই পশ্চিমবঙ্গের স্থান। বাংলাভাষী মানুষদের কথা মাথায় রেখে ছাগল পালনের বিভিন্ন দিক যেমন উন্নত জাত ও তাদের বৈশিষ্ট্য, শরীরের বিভিন্ন তন্ত্র, খাদ্য, পালন পদ্ধতি, রোগব্যাধি ও তার প্রতিকার, স্বাস্থ্য সম্মত বাসস্থান, সরকারি প্রকল্প, জৈব পদ্ধতি চাষ, প্রকল্প তৈরি ইত্যাদি নিয়ে বিজ্ঞান ভিত্তিক তথ্য সহজ সরলভাষায় এই বইটিতে সন্নিবিষ্ট করা হয়েছে। আশাকরি, যারা মাঝারি থেকে বৃহত্তর খামার করতে চান এই বইটি তাদের কাজে লাগবে, তাছাড়া বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র তাঁদের রেফারেন্স পুস্তক হিসাবেও এই বইটি ব্যবহার করতে পারবেন।

নতুন দিশায় ছাগল পালন
লেখক, ড. শান্তনু বেরা ও ড. মনোরঞ্জন রায়
মূল্য : ১৫০.০০

কলেজ স্ট্রিটে আমাদের বইগুলি পাবেন :
মেহনতি প্রকাশনী
২১/১এ পটুয়াটোলা লেন, কলকাতা : ০৯

ই. আর. সি. পাবলিকেশন
৯/১ রাধানাথ মল্লিক লেন, কলকাতা : ১২

ডাকযোগে বই নেওয়ার জন্য যোগাযোগ 7685022911 / 9831191955

'ধন ধান্যে পুষ্প ভরা' বঙ্গদেশে বৈচিত্র্যে ভরপুর ধান্যভান্ডার। কৃষকের জমিতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এই সকল বিচিত্রধর্মী ধানের খ...
18/05/2024

'ধন ধান্যে পুষ্প ভরা' বঙ্গদেশে বৈচিত্র্যে ভরপুর ধান্যভান্ডার। কৃষকের জমিতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এই সকল বিচিত্রধর্মী ধানের খোঁজ পাওয়া যায় পুঁথি, প্রাচীন পুস্তিকা, জেলা সমীক্ষা, লোকগান, সাহিত্য প্রভৃতিতে।
পশ্চিমবঙ্গে ধানের বৈচিত্র্য ছাড়াও, অতীত থেকে বর্তমান ধান চাষের বিবর্তনের স্পষ্ট ছবি তুলে ধরা হয়েছে এই বইতে। আমাদের স্থির বিশ্বাস, ছাত্র-ছাত্রী ও কৃষক বন্ধুদের কাছে এই বই যেন আক্ষরিক অর্থে হয়ে উঠতে পারে 'পশ্চিমবঙ্গের ধান্য কোষ'।

'আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে...'কবিগুরুর জন্মবার্ষিকীতে জানাই তাঁর প্রতি সশ্রদ্ধ প্রণাম 🙏🏻🙏🏻
08/05/2024

'আমার মাথা নত করে দাও হে তোমার
চরণধুলার তলে...'
কবিগুরুর জন্মবার্ষিকীতে জানাই তাঁর প্রতি সশ্রদ্ধ প্রণাম 🙏🏻🙏🏻

কৃষি নির্ভর আমাদের দেশের মানুষের জীবন-জীবিকার অন্যতম মাধ্যম হলো মাছ চাষ। প্রবহমানকাল ধরে মাছ শিকার এবং মাছচাষ মানুষের সভ...
21/04/2024

কৃষি নির্ভর আমাদের দেশের মানুষের জীবন-জীবিকার অন্যতম মাধ্যম হলো মাছ চাষ। প্রবহমানকাল ধরে মাছ শিকার এবং মাছচাষ মানুষের সভ্যতার পথ জুড়ে ছড়িয়ে আছে। সে পথে মাছ এবং মাছচাষের অনুষঙ্গ আমাদের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয়, লোকজীবন, সংস্কৃতি এবং সাহিত্যে সর্বত্রই বিরাজমান।
আমাদের আর্থ-সামাজিক জীবনে পরিবর্তনের সাথে সাথে মাছচাষেরও বিবর্তন হয়েছে প্রভূত পরিমানে। অতীতের নদী-নালা থেকে মাছের ডিম সংগ্রহ করে এনে পুকুরে মাছচাষ আজকে বিবর্তিত হয়েছে হ্যাচারিতে মাছের ডিম পোনা উৎপাদনের মধ্যে। জলাভূমি সমৃদ্ধ আমাদের রাজ্যে আজ সীমিত জলকে ব্যবহার করে বায়োফ্লক পদ্ধতিতে মাছের চাষাবাদ সূচিত হয়েছে, যা মাছচাষের আধুনিকতম প্রযুক্তির অন্যতম। প্রণোদিত প্রজননের মাধ্যমে হ্যাচারিতে মাছের ডিমপোনা উৎপাদন থেকে মিশ্র মাছ চাষের চিরাচরিত সারণী বেয়ে বায়োফ্লক পদ্ধতিতে মাছচাষ- স্বল্প পরিসরে বাঁধাই এই পুস্তকের অন্যতম লক্ষ্য। আশা করি মাছচাষী বন্ধুদের প্রাথমিক জ্ঞান লাভ বা ধারণা তৈরীর সোপান হিসেবে এই পুস্তক কাজে লাগবে।

This book covers all important aspects related to potato seed production, be it seed dormancy, propagation methods, newe...
21/04/2024

This book covers all important aspects related to potato seed production, be it seed dormancy, propagation methods, newer methods based on tissue culture and protected cultivation, including aeroponics, TPS as an alternative to conventional seeds, management of diseases and pests and seed certification. The subject is technical in nature but the authors have tried to make it as simple as possible for the benefit of readers of all categories.

শুভ নববর্ষনতুন বছর অনেক ভালো কাটুক ❤️
14/04/2024

শুভ নববর্ষ
নতুন বছর অনেক ভালো কাটুক ❤️

বাঙালির বীরত্বের ইতিহাস বহু পুরনো। শুধু যুদ্ধ নয়, দেশ গড়া, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি, শিল্পে এই জাতি বহু যুগ থেকেই এগিয়ে...
13/04/2024

বাঙালির বীরত্বের ইতিহাস বহু পুরনো। শুধু যুদ্ধ নয়, দেশ গড়া, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি, শিল্পে এই জাতি বহু যুগ থেকেই এগিয়ে।
বীর বঙ্গ সন্তানদের গৌরবোজ্জ্বল ইতিহাস জানার জন্য যারা উদগ্রীব। এই উপন্যাস তাদের কিছুটা হলেও তৃষ্ণা মেটাবে। সিংহ-হৃদয়, সিংহ-পুরুষ বিজয় সিংহের সিংহল জয়ের দুর্ধর্ষ রোমাঞ্চকর বীরগাথা নিয়ে এক ঐতিহাসিক উপন্যাস 'বীর-বিক্রমী বিজয় সিংহ'।

বীর-বিক্রমী বিজয় সিংহ
লেখক- দেবাশিস বন্দ্যোপাধ্যায়

প্রকাশক
ই. আর. সি পাবলিকেশন
৯/১ রাধানাথ মল্লিক লেন, কলকাতা - ১২

"জানা অজানার খোঁজে - ওড়িশার পথে প্রান্তরে" সম্পূর্ণ ওড়িশাকে জানার জন্য এই বইটি। মুদ্রিত মূল্য : 350/- কলেজ স্ট্রিটে প্রা...
29/03/2024

"জানা অজানার খোঁজে - ওড়িশার পথে প্রান্তরে" সম্পূর্ণ ওড়িশাকে জানার জন্য এই বইটি।
মুদ্রিত মূল্য : 350/-

কলেজ স্ট্রিটে প্রাপ্তিস্থান :
ERC Publication
9/1 Radhanath Mullick Lane, Kolkata - 700012

Mehanati Prakashani
21/1A Patuatola Lane, Kolkata- 700009

বাইপোস্টের জন্য যোগাযোগ : 9831191955

আমাদের প্রকাশিত গ্রন্থ তালিকা
06/03/2024

আমাদের প্রকাশিত গ্রন্থ তালিকা

Address

Begampur, Hooghly-
Begampur
712306

Opening Hours

Monday 11:30am - 5pm
Tuesday 11:30am - 5pm
Wednesday 11:30am - 5pm
Thursday 11:30am - 5pm
Friday 11:30am - 5pm
Saturday 11:30am - 5pm

Telephone

+917685022911

Website

Alerts

Be the first to know and let us send you an email when Devi Book Stall / Mehanati Prakashani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Devi Book Stall / Mehanati Prakashani:

Share

Category



You may also like