BLUE LIGHT

15/06/2023

Follow me

শুভ বিশ্ব কবিতা দিবসের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই
21/03/2023

শুভ বিশ্ব কবিতা দিবসের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই

HAPPY BIRTHDAY TO YOU HAPPY POEM DAY BIRTHDAY BOY(BBB):TAPAN MAITY জন্মদিনে কী আর দেব তোমায় উপহার বাংলাতে নাও ভালবাসা হ...
20/03/2023

HAPPY BIRTHDAY TO YOU
HAPPY POEM DAY
BIRTHDAY BOY(BBB):TAPAN MAITY
জন্মদিনে কী আর দেব তোমায় উপহার
বাংলাতে নাও ভালবাসা হিন্দিতে নাও পেয়ার...

17/03/2023

Spread the love
0
Shares

সানির জন্য এ শহর
–তপন মাইতি

এ শহর কোনোদিন ভালবাসল না আমাদের!যেদিন থেকে এই শহরে পা রাখি সেদিন থেকে শুরু সরে যাওয়া।যেভাবে ষোলকলা থেকে একটু একটু করে চাঁদ।একটা কাজের জন্য যেদিন ঘর ছাড়লাম সেদিন থেকে দুঃখ পাওয়া শুরু।একটা কাজের জন্য এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে একে ধরে ওকে বলে পেয়েছি শুধু প্রত্যাশা প্রতিশ্রুতি আশা ভরসা কথার কথা। শুধু বয়স বেড়েছে।সময় দিতে পারিনি বলে প্রিয়জন প্রয়োজন হয়ে গেছে। নিজের পায়ে দাঁড়াতে পারিনি বলে প্রিয়তমা বলে দিয়েছে তার বাবা মায়ের দেখা পাত্রের সাথে বিয়ে করবে।সাধের মাউথ অরগ্যানটা বাজাতাম সময় কারণে আর বাজানো হয় না।ওভার টাইমের লোভ দেখিয়ে প্রলোভন দেখিয়ে রাজনীতি করে লেগ পুলিং করে খাটিয়ে জীবনের দফারফা করছে।আজ এখানে সিফট কাল ওখানে।এভাবে কি কেউ কোনোদিন বাসা বাঁধতে পারে বলো?এত কিছু জানা সত্ত্বেও কে বলো ভালোবাসবে?এ শহর যে কোনোদিন ভালবাসতে পারবে না।সকল প্রেমিকের মতো আমারও ইচ্ছে হয়।প্রিয়তমার কাছে প্রিয় ভোরের রোদ হতে চেয়েছিলাম। প্রিয়ার সাধ ছিল রাত বারোটার সময় শখ করে সিঁদুর পরবে তার প্রেমিকের হাতে।কাঁচা ঘুমে জাগিয়ে সারারাত গালগপ্প করবে।সাইকেলের সামনে বসে বাপের বাড়ির গল্প বলবে।শখ করে নিজের লেখা পাঠ করে শোনাবে।হঠাৎ হঠাৎ ফোনে এস এম এস করবে। ভীষণ মন খারাপ করছে। তুমি তাড়াতাড়ি অফিস থেকে চলে এসো। জানো একদিন আমাদের একটা সুখের সংসার হবে। শুধুমাত্র আমাকে মন থেকে ভালবাসবে জানো। তোমাকে নিয়ে কেন আমার এতো স্বপ্ন জানি না।তবে খুব ভয় করে।কোথায় তুমি একটু ও ভালো লাগছে না।খুব মন খারাপ করছে।এখানে ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে। তুমি কেমন আছ?কী করছ? বলো না গো…জানো তো মেঘ করলে আমার দারুণ ভয় করে…এখন তুমি আমার প্রিয় রোদ হতে পারো?এ শহরকে বলছি যদি তুমি আমার প্রিয়তমার কথা একটু বুঝতে। তাহলে আমাদের না ভালবেসে পারতে না।আসলে কাউকে ভালবেসে দেখো বৃষ্টির সাথে সাথে ভোরের রোদকে ভালবাসা যায়।তোমার হয়ে উড়ন্ত সোহাগ আদর যত্ন পাঠিয়ে দিলাম বন্ধু।

16/03/2023

শিরোনামঃসানির জন্য ভোরের রোদ
কলমেঃ–তপন মাইতি
তারিখঃ16/03/2023

রবীন্দ্র সদন, ভিক্টোরিয়া, গঙ্গার ঘাট, ইকো পার্ক কিংবা সায়েন্স সিটিতে বসব।প্রথম প্রথম দূরে বসব।পাশের জোড়েরা আজব মনে করবে।ভাল লাগছে না বলে ময়দানের মাঝ বরাবর হাঁটতে থাকবে।তোমার সুন্দর পরিপাটি নস্যি রঙের শাড়ি আলতো ছুঁয়ে যাবে সবুজ ঘাসের বুক।তুমি পপকর্ণের গাড়ি দেখে একটু থেমে বলবে ওই গাছ তলাটায় একটু বসলে ভালো হত।একটু মটকা মালাই খেতে খেতে গির্জার ঘড়িটার দিকে তাকায়ে বলবে ‘চাঁদ উঠতে অনেক দেরি আছে সান্…’!আমি বুঝে যাব তোমার আজ কোন ব্যস্ততা নেই। তুমি আমার সাথে সময় কাটাতে চাইছ কিছুক্ষণ।আমি বলব কত বছর ঠিকঠাক পরীক্ষা হয়নি জানো সানি?এবার পরীক্ষা হলেই লাগাতে হবে কিছু একটা!তোমার আজ পড়া নেই সানি?তুমি বলবে আনরোমান্টিক বুড়ো কোথাকার!পড়া তো প্রতিদিনই পড়ি।কিন্তু তোমাকে কি এভাবে পাব কোনদিন?আমি অনুভব করব ভালবাসার আলাদা একটা টান। জেনে যাব তুমি সন্ধ্যাকে তাড়াতাড়ি রাত হতে বলছ।হালকা গোলাপী রুমাল দিয়ে ঘাম মুছে দেব।যত আদিখ্যেতা।দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছো। কিছু বোঝ না।আমায় একটুও ভালবাস না!শুনে একটু সেঁধিয়ে যাব।তুমি বলবে ঘি মাখা গা?আমার কোন কথা সহ্য হয় না তোমার!কেন হবে বলো? তুমি তো আর আমায় ভালবাস না!নিঃস্তব্ধতা!আত্মসন্মান লেগেছে সরি।মুখ ভার করে বলবে সরি সান্।আমি ভাবব আমার চাঁদের অভিমান হয়েছে। নয়তো শরীর জুড়ে এখনও জ্যোৎস্না ছড়ালো না।হয়তো বাড়িতে ঝামেলা করে এসেছে।মাথাগরম নচেৎ গাড়ি ট্রেনে ট্রামে এত ঝামেলা!তুমি বলবে বড় ভয় করে সান্!তুমি জানো আর পাঁচটা মেয়ের মতো আমার জীবন নয়!আমার একটা সংরক্ষিত ঘর প্রয়োজন।দুজনে ভাতে ভাত করে কোনরকম চালিয়ে নেব।বাইরে যা দিনকাল পড়েছে!তুমি চেষ্টা করছ করে যাও আমাকে কিন্তু নিজের পায়ে দাঁড়াতে হবে? আমি চাকরি করব সান্!কোন আপত্তি আছে?আমার আশা ভরসা বিশ্বাস। আমার জীবনের সব তুমি সান্।কথা দাও ছেড়ে যাবে না কোনদিন?এভাবে যত থাকবে কাছে।নিজের হয়ে।কঠিন পরিস্থিতি আসুক সামলে নেব।আমি যদি কোনদিন অন্ধ হয়ে যাই তোমার চোখ দিয়ে পুরো পৃথিবীটা দেখাবে সান্।আমার বড় আশা যে আমরা একদিন স্বনির্ভর হব।আমি অনুভব করলাম আমি বড় সৌভাগ্যবান তোমার মতো প্রেমিকা পেয়ে।আমি এভাবে তোমার মনের মতো প্রিয় ভোরের রোদ হতে চেয়েছিলাম সানি।

21/10/2022

কষ্টে আছে মানুষ
তপন মাইতি
21/10/2022

এসেছ বসো
খোঁচা মেরো না,ভাল করে বসো
কত দূর থেকে কত কষ্ট করে এলে
রোদ ঝড় বৃষ্টিতে সব ঠিক আছে?
নিজের হয়ে কাছে এসে বসো।

তারপর হাসি তামাশা হবে
খুব চেনা চেনা লাগবে
দুঃখের কথা নাইবা শুনলে
সুযোগ বুঝে সাপুড়ে হয়ে
গর্তে হাত ঢুকিও না
এসেছ বসো।

খাও দাও গান কর বিশ্রাম নাও
যা খুশি কর
একা মানুষ যেমনটা পারব
তোয়াজ করব
এসেছ বসো, ভদ্র হয়ে
ব্যাপার হল যে
মানুষ সত্যিই ভাল নেই

Address

South 24 Parganas
Baruipur
700144

Telephone

+919679159597

Website

Alerts

Be the first to know and let us send you an email when BLUE LIGHT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BLUE LIGHT:

Share

Category