Sader sandhane sudip

Sader sandhane sudip খাদ্য প্রিয় বাঙালি আমি, তাই খাবার বিষয

30/01/2023

নন্দিনীর পাইস হোটেল

বাড়ি থেকে বেড়িয়ে ছিলাম সকাল 7 টায়, ভেবেছিলাম গিয়ে তাড়াতাড়ি video start করে দেবো, but সেই সুযোগ আর হলো কই, blogger এ ভর্তি। তারপর Nandini বলে দিয়েছে, যে 4 pm এর আগে কথা বলব না। কারন আগে customer.
কিন্তু সত্যি বলতে নন্দিনী খুব ভালো মেয়ে, আমাদের সাথে খুব corporate করছে । সকল vloger দের সাথে কথা বলেছে।
সব মিলিয়ে অভিজ্ঞতা দারুণ ছিল। অনেক vloger friend ও হয়েছে আমার সেদিন। যারা সক্কলে ভিষন ভালো।

Business inquiry :- [email protected]

YouTube channel :- https://www.youtube.com/channel/UCkDZg6OTlMMFYg9m6T_M4gA

15/01/2023

অনেক দিনের পরিশ্রমের ফল আমাদের এই নিজেদের দোকান। এক মাস হলো খুলেছে। সকাল বিকেল খোলা থাকে। আমার মেজদাদার দোকান। সাথে অবশ্য ওর বন্ধু আছে। সন্ধ্যা বেলা কিন্তু প্রচুর আইটেম থাকে যেমন - ভেজ-চিকেন পকড়া , চপ-বেগুনি, ডিমের ডেভিল, ললিপপ, আরো অনেক কিছু। আজ সকালে আমিও চলে গিয়েছিলাম গরম গরম পরটা খেতে। পুরো ঘরোয়া রান্নার ফিলিঙ্গ।

** সম্পূর্ণ ভিডিও দেখুন সব ডিটেল বলা আছে।

Location : Subuddhipur
https://maps.app.goo.gl/ifdC2ch1t8sx8rAv5

YouTube channel : YouTube channel : https://youtu.be/jfZMkfvwL3o

Business inquiry : [email protected]

09/01/2023

৫০ বছরের পুরোনো দোকান। 10 পয়সা থেকে সব রকম ভাজা বিক্রি শুরু করে ছিলেন । ৪ ভাই মিলে নিজের হাতে সব কাজ করেন দোকানে, কোনো লেবার রাখেন নি। সক্কলের বয়স ৬৫ বছরের উর্ধে। এই বয়সে এসে ও কাজের সাথে বন্ধুত্ব ছিন্ন করেনি। প্রচুর চপ মানুষ নিয়ে যান, ১ ২ নয় কেউ কেউ ১০/২০ টা চপ নিয়ে যাচ্ছে এক সাথে।

Business inquiry : [email protected]

YouTube channel : https://www.youtube.com/channel/UCkDZg6OTlMMFYg9m6T_M4gA

26/12/2022

10 টাকার বিরিয়ানি, শোনার পর অনেক খিল্লি করে বলবে , দেখ কাকের মাংস নাকি। অনেকে ব্যপারটা বিশ্লেষণ করে দেখবে না।
10 টাকার বিরিয়ানি উদ্দকটা খুব ভালো, তার কারণ বাচ্চাদের টিফিন এর কথা ভেবে, এই সিদ্ধান্ত । এরম ছোটো ছোটো দোকান গুলির পাশে থাকার চেষ্টা করুন সবাই। আরো ভাইরাল করুন, যাতে ছোটো ছোটো দোকানের মানুষ গুলি সুখে শান্তিতে খেয়ে পড়ে বাঁচাতে পারে। বাবুদা মানুষটি খুব ভালো। দিদির ব্যবহার ও খুব ভালো। আর ছোট baby টা খুব কিউট।

** পুরো video দেখবেন সব details বলা আছে..
বাবুদার 10 টাকার বিরিয়ানি, আলুটা সেরা। ** 1st জানুয়ারি থেকে 50 টাকার মটন বিরিয়ানি start হবে।

YouTube channel - https://youtube.com/
Business inquiry - [email protected]

01/11/2022

এবার South kolkata te দারুণ কম্বো। এতো কিছু only 99/-। আপানার সুন্দর এডিট করা video দেখছেন, কিন্তু এর পিছনে যে কতো গুলো রিটেক লুকিয়ে আছে 😅 শুধু আমি আর আমার videographer জানে। (সেই behind the scenes video te পেয়ে যাবেন। combo গুলো কিন্তু best... অবশ্য try করবেন।

YouTube channel :- https://www.youtube.com/channel/UCkDZg6OTlMMFYg9m6T_M4gA

দোকানের নাম নিরামিষ খাবার। সব খাওয়ার items নিরামিষ এই দোকানে। যাদবপুর 8B বাস স্ট্যান্ড বন্ধন ব্যাঙ্ক এর opposite দিকে। স...
19/10/2022

দোকানের নাম নিরামিষ খাবার। সব খাওয়ার items নিরামিষ এই দোকানে। যাদবপুর 8B বাস স্ট্যান্ড বন্ধন ব্যাঙ্ক এর opposite দিকে। সকাল 11 থেকে রাত 11 পর্যন্ত খোলা থাকে দোকান টি।
-----------------------------------------------------------
মেনু - খিচুড়ি, পোলাও, আলুর দম, পাপড়, বেগুনি, রাধাবল্লভী, মাশালা পনির, ছানার জিলিপি, গোলাপ জামুন, রসগোল্লা, তেতুলের চাটনি, দইবড়া সিঙ্গারা ইত্যাদি।
-----------------------------------------------
বসে খাওয়া জন্য এক দুটি চেয়ার আছে, তাছাড়া অনেকেই পারসেল নিয়ে যান, এমন কি বড়ো বড়ো অর্ডার ও নেন।।
_______________________________________
বিস্তারিত জানতে Sader sandhane sudip ai YouTube channel বা page(Sader sandhane sudip) a video টি দেখতে পারেন।

18/10/2022

এত খাওয়া একটাই দোকানে ভাবাই যায় না। price ঠিকঠাক,স্কুল student থেকে college, office যাওয়া পথে UNCLE-UNTY রা খেতে পারবেন affordable price এ। শনিবার একটু items কম থাকে। but তাও অনেকটাই।। যেমন আমি শনিবার গিয়েছিলাম। হ্যাঁ আমি ফ্রাইড রাইস পাইনি, কারন শেষ হয়ে গিয়েছিল।

আর Tea shop এর দাদার ব্যবহার খুব খুব ভালো। খুব frankly.
তোমরা অবশ্য একবার চা টেস্ট করে দেখো।

1st shop name :- নিরামিষ খাবার (জামাই) - অর্ডার ও নেন।
phone no :- 7439597096
9073856890
time :- 11am to 11pm

2nd shop name :- Just for today (চা ও নচিকেতা)
Time :- 9am to 10pm
address :- poddar nagar jadavapur
https://maps.app.goo.gl/AwBXKtA671nPesjC9
--------------------------------------------------------------
YouTube channel :- https://youtu.be/mfrycmjKQdo
Business inquiry :- [email protected]

12/10/2022

আজ দিনটা খুব ভালো কাটলো family সাথে। আমাদের বাড়িতে প্রতি বছর ধুমধাম করে লক্ষ্মীপুজো হয়। আমি আমার জ্ঞান থেকে দেখে আসছি। এই আগের বছরই লক্ষ্মী প্রতিমা টি পাথর খোদাই করে তৈরি করা হয়েছে।

কতো রকমের ভোগ হয়েছে। তাছাড়া রাতে খাওয়া জন্য খিচুড়ি, আলুর দম, লুচি, বোদে, মিষ্টি ছিল। ভোগের খাওয়ার তো ছিলোই।

ঠাকুরমশাই 5টা বলে আসলেন 7টা। এটা প্রায় প্রতি বছর হয়ে থাকে, কিন্তু আমাদের ঠাকুরমশাই খুব ভালো মানুষ। চাহিদা খুব কমই।

09/10/2022

মোগলাই দোকানে ভিডিও করার permission না পেয়ে ঘরে ফির আসছিলাম but অনেক সময় ছিল তাই বারুইপুর bypass চলে যাই এবং খুব ভালো একটা দোকান খুঁজে পাই।
---------------------------------------------
ঘোষের চা নিয়ে একদিন একটা পুরো details এ ভিডিও করবো।
1no টিকিট কাউন্টারের পিছনে দোকানটা। one of the best Tea shop in Baruipur ..
--------------------------------------------------------
Fries n Momo দোকানে কাকুর ব্যবহার খুব ভালো।
Time :- 4pm to 11pm
address:- বারুইপুর বাইপাস পুরন্দরপুর মুক্তি সংঘ ক্লাব।
-----------------------------------------------------------
Email- [email protected]

01/10/2022

চতুর্থীতে ভালোই ভিড় হয়ে ছিল। কিন্তু মন্ডপ গুলি ভুল ভালো। তোমরা ও ঘুরে আসো বন্ধুরা। কিন্তু খাওয়ার ঠিকঠাক বেছে খাওয়ার চেষ্টা করো, কারণ কিছু কিছু দোকানের খাওয়া খুব বাজে। আর লেক টাউন অধিবাসীবৃন্দ ঠাকুর এবং মন্ডপ অসাধারণ। miss করো না মন্ডপটি।




Email - [email protected]

27/09/2022

পুরো video দেখো, price. location. time সব বলা আছে।
আর দোকানের owner behavior খুব ভালো।

Email [email protected]

23/09/2022

খুব ভালো মুহূর্ত কাটলো বড়ো বাজারে। পুরো বড়ো বাজারটা চক্কর কেটেফিলাম। আর অনেক খাওয়ার দোকান খুঁজে বার করালাম, কিছু আজ এই video তে দেখতে পাবে, কিছু next vlog দেখতে পাবে।

চা - টা এত ভালো test হওয়ার একটা বিশেষ কারণ, গরুর দুধ সেই সকাল 7-12 পর্যন্ত ফোটানো হয়। তোমরা video তে দেখতে পাবে
দুধের রং টা ফুটে ফুটে পুরো বাদামি রং এর হয়ে গিয়েছে

Gmail :- [email protected]

14/09/2022

আমাদের বারুইপুরে কিছু কিছু জায়গার এতো বাজে অবস্থা।
আমার বাড়ির কাছে অবস্থা তোমার video তে দেখতে পাবে। food vlog ই করতে যেতে পারছি না

10/09/2022

30 বছরের পুরোনো দোকান। খুব ভালো ব্যবহার দোকানের লোকজনের
প্রায় সব রকম fast food পাওয়া যায়।

YouTube channel - Sader sandhane sudip
https://youtu.be/WBn2dxj-F7Q
Shop name : অশোকের চাউ সেন্টার
Time : 4-10pm

Gmail : [email protected]

05/09/2022

30 দিনে 30 রকম তরকারি সাথে কচুরি

কচুরি যেমন পুরু তেমন মচমচে।। ছোলার ডালটা just অসাধারণ।
কচুরির পুরটা ছাতু, ডাল দিয়ে তৈরি করে যার জন্য কচুরিটা এত ভালো test.

Shop name :- বাসুদেব কচুরি
Time :- 7-12 (কচুরি)
5-9( মোচার চপ, সিঙ্গারা আরো অন্যান্য snaks)

তোমারদের চেনা জানা দোকান থাকলে বলল বন্ধুরা।
আর আমাকে please support করো।

Address

Kolkata
Baruipur
743610

Telephone

+18777517393

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sader sandhane sudip posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sader sandhane sudip:

Share

Category