Life is a game play it

Life is a game play it ""পৃথিবীতে একমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা"' Many many happy.you

পৃথিবীর সর্ববৃহৎ লাইব্রেরী হল The British Library । যেখানে আপনি হারিয়ে যাবেন বইয়ের দুনিয়ায়। লাইব্রেরীতে ধারণকৃত বইয়...
09/02/2024

পৃথিবীর সর্ববৃহৎ লাইব্রেরী হল The British Library । যেখানে আপনি হারিয়ে যাবেন বইয়ের দুনিয়ায়। লাইব্রেরীতে ধারণকৃত বইয়ের পরিমান প্রায় ১৭০ থেকে ২০০ মিলিয়ন। বিল্ডিং এর নিম্নস্তর থেকে বুক শেলফের উচ্চতা ২৪.৫ মিটার বা ৮ তলা বিল্ডিং এর সমান। আপনি যদি প্রতিদিন পাঁচটি করে বই দেখেন তাহলে লাইব্রেরীর সম্পূর্ন বই শেষ করতে আপনার ৮০ হাজার বছর লাগবে। লাইব্রেরীর সবচেয়ে পুরনো বইটি যার বয়স ৩ হাজার বছর । ব্রিটেনের অসাধারণ এক স্থাপত্য কৌশল।

  প্রোগ্রাম
29/01/2024

প্রোগ্রাম

30/12/2023

#
#পেটকুলচাদ #
#পেটকুলচাঁদব্রিজ #
# # #
# #পিকনিক # #

আকাশে মেঘের  চমৎকার একটা দৃশ্য  #
15/07/2023

আকাশে মেঘের চমৎকার একটা দৃশ্য #

সাত আসমান সাত জমিন সম্পর্কে কিছু ধারণা ২২৮ টি দেশ নিয়ে এই পৃথিবী।পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়।ব্যাটেল জুইস নামে একটি...
01/04/2023

সাত আসমান সাত জমিন সম্পর্কে কিছু ধারণা

২২৮ টি দেশ নিয়ে এই পৃথিবী।

পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়।

ব্যাটেল জুইস নামে একটি তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। আল্লাহু আকবর।

প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, ব্যাটেল জুইস এরকম ৫০০ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি।

আল্লাহ তায়ালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন।

পৃথিবীর সবচেয়ে দ্রতগামী যান Apollo 11. সেকেন্ডে চলে ১১ কিঃমিঃ বেগে। মিনিটে চলে ৬৬০ কিঃ মিঃ বেগে, ঘন্টায় চলে ৩৯ হাজার কিঃমিঃ বেগে। যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই Apollo 11 তে চড়ে যেতে চায়, সময় লাগবে ১ লক্ষ ১৫ হাজার বছর। যাহা কোন ক্রমেই সম্ভব নহে।

গ্যালাক্সি, সুপার নোভা, ব্লাক হোল এগুলো ১ম আকাশ নয়।

* ১ম আকাশের মহাশুন্য,

তারপর ১ম আকাশ।

*তারপর ২য় আকাশের মহাশুন্য,

তারপর ২য় আকাশ।

*তারপর ৩য় আকাশের মহাশুন্য,

তারপর ৩য় আকাশ।

*তারপর ৪র্থ আকাশের মহাশুন্য,

তারপর ৪র্থ আকাশ।

*তারপর ৫ম আকাশের মহাশুন্য,

তারপর ৫ম আকাশ।

*৬ষ্ঠ আসমানে একটা গাছ আছে।

গাছটির নাম সিদরাতুলমুনতাহা।

বিশ্ব নবী হযরত মুহাম্মদ ( সাঃ) বলেছেন, তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়, বিশাল মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর ২য় আসমানের তুলনায় ১ম আসমান ততো ছোট। আল্লাহু আকবর।

*৭ম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আরশ। আরশের ভিতর আছে আল্লাহর কুরশি, আল্লাহর সিংহাসন। একটি বার চিন্তা করে দেখুন আল্লাহর সিংহাসন কত বড়?

আল্লাহর সিংহাসনের উপর যদি সাত আসমান, সাত জমিন রাখা হয়, বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেমন হারিয়ে যাবে, সাত আসমান, সাত জমিনও তদ্রূপ হারিয়ে যাবে। আল্লাহু আকবর।

মালিক তোমার সৃষ্টি সম্পর্কে জানা ও বোঝার তাওফিক নসিব দান করুন।

আমিন ইয়া রাব্বুল আলামিন।

সংগৃহীত।

পার্থিব জীবনে হেদায়েত প্রাপ্তির থেকে বড় উপহার আর কিছু হতে পারে না।তবে হেদায়েত প্রাপ্তি সকলের ভাগ্যে জুটে না।এর জন্য ন...
23/03/2023

পার্থিব জীবনে হেদায়েত প্রাপ্তির থেকে বড় উপহার আর কিছু হতে পারে না।তবে হেদায়েত প্রাপ্তি সকলের ভাগ্যে জুটে না।এর জন্য নিজের আগ্রহ,সত্যকে জানার মানসিকতা, সামাজিক বাধা বিপত্তি জয় করার মত মানসিক সক্ষমতা প্রভৃতি বৈশিষ্ট্যগুলো দরকার।আর তখনই আল্লাহ সঠিক পথ দেখান।
আলফ্রেড উইলিয়াম বেস্টকে ইসলামে স্বাগত।

ফাদার হিলারিয়ন হেগি (Father Hilarion Heagy)একজন বিশিষ্ট মার্কিন ক্যাথলিক ধর্মযাজক।সম্প্রতি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন...
28/02/2023

ফাদার হিলারিয়ন হেগি (Father Hilarion Heagy)
একজন বিশিষ্ট মার্কিন ক্যাথলিক ধর্মযাজক।
সম্প্রতি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্তকে তিনি,
" ঘরে ফিরে আসা " বলে মন্তব্য করেছেন।
এবং তিনি বলেন, আমার এই ঘরে ফিরে আসার পিছনে অনুপ্রেরণা ছিল পবিত্র কুরআনের
সূরা আরাফের ১৭২ নং আয়াত।

وَ اِذۡ اَخَذَ رَبُّکَ مِنۡۢ بَنِیۡۤ اٰدَمَ مِنۡ ظُہُوۡرِہِمۡ ذُرِّیَّتَہُمۡ وَ اَشۡہَدَہُمۡ عَلٰۤی اَنۡفُسِہِمۡ ۚ اَلَسۡتُ بِرَبِّکُمۡ ؕ قَالُوۡا بَلٰی ۚۛ شَہِدۡنَا ۚۛ اَنۡ تَقُوۡلُوۡا یَوۡمَ الۡقِیٰمَۃِ اِنَّا کُنَّا عَنۡ ہٰذَا غٰفِلِیۡنَ ﴿۱۷۲﴾ۙ
আর স্মরণ কর, যখন তোমার রব বনী-আদমের পৃষ্ঠদেশ হতে তাদের বংশধরকে বের করলেন এবং তাদেরকে তাদের নিজদের উপর সাক্ষী করলেন যে, ‘আমি কি তোমাদের রব নই’? তারা বলল, ‘হ্যাঁ, আমরা সাক্ষ্য দিলাম।’ যাতে কিয়ামতের দিন তোমরা বলতে না পার যে, নিশ্চয় আমরা এ বিষয়ে অনবহিত ছিলাম।

ফাদার হিলারিয়ন হেগির মুসলিম নাম
মোঃ আব্দুল লতিফ।

18/02/2023

মগরাহাট রমজানিয়া মারকাজের তত্ত্বাবধানে চালতা বেড়িয়া ইজতেমা উপলক্ষে হাজার হাজার মানুষের সমাগম দৃশ্যমান।। এই সুন্দর সমাবেশ কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়।কোনো বিভাজন নয়, কোনো হিংসা নয়,only ঐক্য,ভ্রাতৃত্ব, সম্প্রীতি,ভালোবাসা,দিয়ে এত সুন্দর মাহফিল অনুষ্ঠিত হয়েছে।। joynagar,South 24 parganas, India,

❤️❤️❤️❤️ country- India.State - West Bengal.District - south 24 parganas.Police station - joynagar.Village- chaltaberia....
29/10/2022

❤️❤️❤️❤️ country- India.
State - West Bengal.
District - south 24 parganas.
Police station - joynagar.
Village- chaltaberia. 743337
প্রতিযোগী এবং শ্রোতাকে জানাই সাদর আমন্ত্রণ।।। প্রতিযোগী ভাইদের কাছে একান্ত অনুরোধ আপনারা অতিসত্বর যোগাযোগ করুন।।।

আসসালামু আলাইকুম 🤞🏼আমরা সত্যের সন্ধানে 🚕🚕🚕🚕
11/10/2022

আসসালামু আলাইকুম 🤞🏼আমরা সত্যের সন্ধানে 🚕🚕🚕🚕

28/09/2022

নদীর জল ছাপিয়ে সমস্ত ঘরবাড়ি ভেসে যাওয়ার কিছু দৃশ্য।।।। দৃশ্যটি ধারণ করেছে স্থানীয় এক ব্যক্তি ।।।। সুন্দরবনের পেটকুল চাঁদ

09/04/2022

আজানের ধ্বনি শুনে সবাই অবাক ❤️❤️❤️❤️ কত মধুর মনমুগ্ধকর সুর ❤️❤️❤️❤️❤️

15/12/2021

সারা বাংলা কেরাত ও গজল প্রতিযোগিতা তার কিছু মুহূর্ত। পরিচালনায় chaltaberia গ্রামবাসীগন।

Address

Baruipur
743341

Alerts

Be the first to know and let us send you an email when Life is a game play it posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share