20/11/2022
সুনীলের কেউ কথা রাখেনির ভীরে কেউ কেউ সত্যিই কথা রাখে। যেমন কথা রেখেছেন সাব্যসাচী। ক্যান্সারের লাস্ট স্টেজে এসেও সর্বক্ষণ প্রিয় মানুষটার পাশে থেকেছেন। নিজের সর্বোচ্চটা দিয়ে আগলে রাখতে চেষ্টা করেছেন। অবশেষে ক্যান্সারের কাছে হার মানতেই হলো ঐন্দ্রিলা শর্মাকে। চলে গেলেন না ফেরার দেশে। হয়ত আরও কিছুদিন একসাথে থাকার আক্ষেপ আছে। কে জানে হয়ত কোন আক্ষেপই নেই। আছে সত্যিকারের ভালোবাসা পাওয়ার আনন্দ। হোক না সেটা অল্প সময়ের।
অল্প সময়ে তিনি যে ভালোবাসা পেয়েছেন কোন কোন নারী সারাজীবনেও সেই ভালোবাসা পায় না। সেই দিক থেকে তো ভাগ্যবতী বলাই চলে ঐন্দ্রিলা শর্মাকে।
উপারে ভালো থাকবেন ঐন্দ্রিলা শর্মা। আর এপারে আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন সাব্যসাচী। কাউকে ভালোবাসলে জীবনের যেকোন পরিস্থিতিতে সেই মানুষের হাতটি শক্ত করে ধরে রাখতে হয়। এখানেই ভালোবাসার সার্থকতা। সঠিক মানুষের সত্যিকারের ভালোবাসা অল্প কিছুদিন পেলেও জীবন সার্থক।🤍
লেখক- মেহেদী হাসান
📸: Sabyasachi & Oindrila