Bishwo Wali Tv Online

Bishwo Wali Tv Online বিশ্বওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কূঃছেঃআঃ) কেবলাজান ছাহেব ফরিদ পুর 🌹🌹

পৃথিবীর মানচিত্রে ছোট একটি দেশ বাংলাদেশ। বাংলাদেশের ৬৮ হাজার গ্রামের একটি গ্রাম আটরশি। রাজধানী থেকে দূরত্ব প্রায় ১০০ কিঃ...
13/04/2023

পৃথিবীর মানচিত্রে ছোট একটি দেশ বাংলাদেশ। বাংলাদেশের ৬৮ হাজার গ্রামের একটি গ্রাম আটরশি। রাজধানী থেকে দূরত্ব প্রায় ১০০ কিঃমিঃ।

এই আটরশি ই আজ সূফী বাদের আধ্যাত্নিক রাজধানী, আশেকের ঠিকানা, জাকেরের আশ্রয়স্থল।

বহু দশক আগের কথা। সভ্যতা ও আধুনিক জীবন যাত্রার সব ধরনের সুযোগ-সুবিধা বন্ঞ্চিত অজপাড়া গাঁয়ে পদাপর্ন করলেন নায়েব রাসূল, যামানার নূর, আখেরী মুর্শেদ বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআ) পীর কেবলাজান ছাহেব।

একটি ছোট কুঁড়েঘর স্থাপনের মাধ্যমে শুরু জাকের ক্যাম্প যা আজকে মহাসমুদ্র আকারে বিশ্ব জাকের মঞ্জিল নামে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত ও পরিচিত।

পীর কেবলাজান যখন প্রথম আটরশিতে আসেন সে সম্পর্কে তিঁনি পাক জবানে ফরমান, " আমি যখন এখানে আসি তখন এখানকার মানুষ ইসলামকে বুঝতে না। তারা ঈদের দিনে হাল নিয়ে মাঠে যেত। যখন হিন্দুদের পূজো হতো তখন গোসল করে মিষ্টি খেয়ে পূজোয় যেত। গোমাংসকে সবাই অস্পৃশ্য মনে করত। গরু জবেহ হলে তার কাছাকাছি এমনকি গ্রামে সে গ্রামে যেতো না।
প্রথম যেদিন আসি, তখন ছিল ঈদের দিন। সংগে ছিলেন মুহসিন উদ্দিন খান। কিন্তু ঈদের জামাত ছিলনা। তাছাড়া হিন্দু জমিদারের প্রভাব ছিলো খুব বেশি। সবাই হিন্দুয়ানী চালে চলতো। হিন্দুদের নীতি এরা ভালবাসতো, মুসলমানদের নীতি এদের সম্পূর্ন অজানা ছিল।
তারপর ধীরে ধীরে ধর্ম প্রচারের কাজ শুরু করি। একজন দুজন করে ডেকে আনতাম। আবার ভয় ও হতো। ওরা এমনভাবে চলাফেরা করতো, দেখলে মনে হতো গুন্ডা-পান্ডা।
আর সবচেয়ে নিম্নস্তরের ছিলো এই আটরশি গ্রাম, সবচেয়ে কুখ্যাত গ্রাম হিসাবে পরিচিত ছিলো। বোধ হয় বাংলাদেশের এমন নিম্নস্তরের গ্রাম ছিল না। এখানে কোনো ধনী, জ্ঞানী, মানী লোক ছিলো না। সন্ধ্যে হলেই এরা যা ইচ্ছে করতে পারত। আস্তে আস্তে আমি তাদের পরিবর্তন করি।"

কিন্তু আজ পৃথিবীর মধ্যে বিখ্যাত গ্রাম আটরশি। আজ জ্ঞানী-গুনী, শিক্ষিত সমাজ, আমলা-মন্ত্রী, বড় বড় আন্তজার্তিক পত্রিকার সাংবাদিক থেকে শুরু করে কৃষক, মজুর, শ্রমিক সবার আজ তীর্থ এই আটরশি।

"রোগ, জরা, দুঃখ-দারিদ্র, অভাব-অনটন বিপযর্স্ত ও হতাশাগ্রস্ত মানুষ তাঁর কাছে শান্তি ও আশ্বাসের আসায় ছুটে যাচ্ছে দলে দলে, বিশ্ব জাকের মঞ্জিল আজ এক তীর্থক্ষেত্র, মানব সম্মিলনের এক পবিত্র ভূমি।"
-সম্পাদকীয় "বিপ্লব"-২-৩-১৯৮৩

এখানে মানুষ আসে শান্তির খোঁজে। আসে আল্লাহ ও রাসূল (সাঃ) কে পাওয়ার উদ্দেশ্যে। ইহকাল পরকালের মুক্তির আশায় দলে দলে মান

মারেফত কাকে বলে? হযরত খাজা বাকী বিল্লাহ(রহঃ) এর এক মুরিদ একদিন  বললেন হুজুর আমি অনেক দিন ধরে আপনার কাছে  আছি, কিন্তু মার...
13/04/2023

মারেফত কাকে বলে?

হযরত খাজা বাকী বিল্লাহ(রহঃ) এর এক মুরিদ একদিন বললেন হুজুর আমি অনেক দিন ধরে আপনার কাছে আছি, কিন্তু মারেফাত কাকে বলে বুঝলাম না।
তিনি বললেন তুমি কি মারেফাত দেখতে চাও না শুনতে চাও? লোকটি বললেন আমি দেখতে চাই তখন খাজা বাকী বিল্লাহ (রহঃ) বললেন,তুমি আমার ইন্তেকালের পরে আমার লাশ গোছল দিয়ে কাফন পরিয়ে জানাজার জন্য অপেক্ষা করতে থাকবে। দেখবে ঘোড়ায় চড়ে মুখ ঢাকা একজন লোক এসে আমার জানাজার নামাজ পড়াবে।লোকটি চলে যাওয়ার সময় তাকে বলবে মারেফাত কাকে বলে? তাহলে তুমি মারেফাত দেখতে পাবে।
সত্যি খাজা বাকী বিল্লাহ( রহঃ) ইন্তেকালের পরে গোছল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজের জন্য সবাই অপেক্ষা করছে। কিছুক্ষণ পর ঘোড়ায় চড়ে মুখ ঢাকা একজন লোক আগমন করলো এবং জানাজা নামাজ পড়ালেন। লোকটি যখন চলে যাবে তখন মুরিদ তাকে বলল,হুজুর আমার পীর হযরত খাজা বাকী বিল্লাহ (রহঃ) আপনারা নিকট হতে মারেফাত দেখতে বলেছেন। সঙ্গে সঙ্গে লোকটি তার মুখের কাপড় খুলে ফেললেন। এইবার মুরিদ চেয়ে দেখে, লোকটি আর কেউ নয়, স্বয়ং হযরত খাজা বাকী বিল্লাহ (রহঃ) তার সামনে দাঁড়িয়ে আছে। তখন মুরিদ বলল হুজুর এটা কি? হুজুর বললেন এটাই মারেফাত, যা তুমি দেখতে চেয়েছিলে।

তথ্যসুত্রঃ ওলীগণের মৃত্যু নেই।!
পৃষ্ঠা ৮২

11/04/2023

দলিল গুনে যান "
আল্লাহর নবী নিজে - মাজারে গিয়েছেন
M***i Alauddin Jihadi !!

#বিশ্বজাকেরমঞ্জিল #আটরশিপাকদরবারশরীফ #আটরশিজিকির
#ফয়েজ
#মিলাদশরীফ #রহমতফয়েজ। #মুর্শিদীশান #খাজাবাবার_কারামতি
#আটরশির_জিকির
আটরশির_নতুন_জিকির
আটরশির_ভাইরাল_জিকির

04/04/2023

M***i Alauddin Jihadi !!
আটরশির জ্বিনের পাগড়ি খুলে নিলেন 😱

#বিশ্বজাকেরমঞ্জিল #আটরশিপাকদরবারশরীফ #আটরশিজিকির #ফয়েজ
#মিলাদশরীফ #রহমতফয়েজ। #মুর্শিদীশান #খাজাবাবার_কারামতি
#আটরশির_জিকির
আটরশির_নতুন_জিকির
আটরশির_ভাইরাল_জিকির

03/04/2023
31/03/2023

আটরশির পীর হজ্জ করেননি কেন ??
মুফতি জহিরুল ইসলাম ফরিদী !!

#বিশ্বজাকেরমঞ্জিল #আটরশিপাকদরবারশরীফ #আটরশিজিকির #জিকির #ফয়েজ
#মিলাদশরীফ #রহমতফয়েজ। #মুর্শিদীশান #খাজাবাবার_কারামতি
#আটরশির_জিকির
আটরশির_নতুন_জিকির
আটরশির_ভাইরাল_জিকির

৯০ দশকের বিশ্ব জাকের মঞ্জিল জামে মসজিদেরস্মৃতিময়  ছবি 🥰🥰  #বিশ্বজাকেরমঞ্জিল  #আটরশিপাকদরবারশরীফ  #আটরশিজিকির #জিকির  #ফ...
29/03/2023

৯০ দশকের বিশ্ব জাকের মঞ্জিল জামে মসজিদের
স্মৃতিময় ছবি 🥰🥰

#বিশ্বজাকেরমঞ্জিল #আটরশিপাকদরবারশরীফ #আটরশিজিকির #জিকির #ফয়েজ
#মিলাদশরীফ #রহমতফয়েজ। #মুর্শিদীশান #খাজাবাবার_কারামতি
#আটরশির_জিকির
আটরশির_নতুন_জিকির
আটরশির_ভাইরাল_জিকির

28/03/2023

লক্ষ লক্ষ মানুষ একসাথে !!
নবীজির শানে কিয়াম এবং শত শত আলেম

#বিশ্বওলীটিভিঅনলাইন #নতুনজিকির #অাজান #জিকির #ওয়াজ

25/03/2023

মহা পবিত্র বিশ্ব উরস শরীফের ২০২৩ অাগের দিনের অসাধারন কিছু দৃশ্য
#বিশ্বওলীটিভিঅনলাইন #নতুনজিকির #জিকির #অাজান

23/03/2023

এশার আজান আটরশি দরবারে মহা পবিত্র বিশ্ব উরস শরীফের বর্ণিল সাজও!!
#বিশ্বওলীটিভিঅনলাইন #অাজান

22/03/2023

মুফতি মাওলানা মাসুদুর রহমান হামিদী!
জামাত ইসলাম খাজাবাবা ডাকে আর আমরা ডাকলে শিরক!

নকশবন্দীয়া মুজাদ্দেদীয়া তরিকার শাজরায়ে মোবারকঃ-১. সারওয়ারে কায়েনাত, মোফাখ্খারে মওজুদাত, হযরত আহমদ মুজতবা, মুহাম্মদ মোস্ত...
21/03/2023

নকশবন্দীয়া মুজাদ্দেদীয়া তরিকার শাজরায়ে মোবারকঃ-

১. সারওয়ারে কায়েনাত, মোফাখ্খারে মওজুদাত, হযরত আহমদ মুজতবা, মুহাম্মদ মোস্তফা (দঃ)।

২. আমিরুল মুমেনীন হযরত আবুবকর সিদ্দীক (রাঃ)।

৩. হযরত ছালমান ফারছী (রাঃ)।

৪. হযরত কাছেম ইবনে মোহাম্মদ বিন আবুবকর সিদ্দীক (রাঃ)।

৫. হযরত জাফর ছাদেক (রাঃ)।

৬. হযরত বায়েজীদ বোস্তামী (কুঃছেঃআঃ)।

৭. হযরত আবুল হোসেন খেরকানী (কুঃছেঃআঃ)

৮. হযরত আবু আলী ফারমুদী তুসী (কুঃছেঃআঃ)।

৯. হযরত খাজা আবু ইয়াকুব ইউসুফ হামদানী (রঃ)।

১০. হযরত খাজায়ে খাজেগান আব্দুল খালেক আজদেনানী (রাঃ)।

১১. হযরত শাহ খাজা মাওলানা আরিফ রেওগিরী (রঃ)।

১২. হযরত খাজা মাহমুদ আনজীর (রঃ)

১৩. হযরত খাজা শাহ্ আজীজানে আলী আররামায়তানী (কুঃছেঃআঃ)।

১৪. হযরত খাজা মাওলানা মোহাম্মদ বাবা ছাম্মাছী (কুঃছেঃআঃ)।

১৫. হযরত শাহ্ আমীর সৈয়দ কালাল (রঃ)।

১৬. শামসুল আরেফিন হযরত খাজা বাহাউদ্দীন নকশবন্দ (রঃ)।

১৭. হযরত আলাউদ্দিন আত্তার (রঃ)।

১৮. হযরত মাওলানা ইয়াকুব চরখী (রঃ)।

১৯. হযরত খাজা ওবায়দুল্লাহ আহরার (রঃ)।

২০. হযরত শাহ্সূফী জাহেদ ওয়ালী (রঃ)।

২১. হযরত শাহ্ দরবেশ মোহাম্মদ (রঃ)।

২২. হযরত মাওলানা শাহসূফী খাজেগী এমকাঙ্গী (রঃ)।

২৩. হযরত খাজা মোহাম্মদ বাকীবিল্লাহ (কুঃছেঃআঃ)।

২৪. ইমামে রাব্বানী, কাইউমে জামানী, গাউছে ছামদানী, রাফিউল মাকানী, হযরত শায়খ আহমদ ছিরহিন্দী, মুজাদ্দেদ আলফেসানী (রাঃ) ছাহেব।

২৫. হযরত শেখ সৈয়দ আদম বিন্নুরী (কুঃছেঃআঃ)।

২৬. হযরত ছৈয়দ আবদুল্লাহ আকবরাবাদী (রঃ)।

২৭. হযরত মাওলানা শেখ আবদুর রহীম মোহাদ্দেছ দেহলভী (রঃ)।

২৮. হযরত মাওলানা শাহ্ অলীউল্লাহ মোহাদ্দেছ দেহলভী (কুঃছেঃআঃ)।

২৯. হযরত মাওলানা শাহ্ আবদুল আজিজ দেহহলভী (কুঃছেঃআঃ)।

৩০. হযরত শাহ্ সৈয়দ আহমদ ব্রেলভী (কুঃছেঃআঃ)।

৩১. হযরত সূফী নূর মুহাম্মদ নিজামপুরী (রঃ)।

৩২. হযরত মাওলানা শাহসূফী ফাতেহ আলী (কুঃছেঃআঃ)।

৩৩. কুতুবুল এরশাদ হযরত মাওলানা শাহ্সূফী ওয়াজেদ আলী (রঃ)।

৩৪. আরেফে কামেল, মূর্শিদে মুকাম্মেল, খাজায়েনে রহমত, হযরত খাজা শাহ্সূফী মুহাম্মদ ইউনুছ আলী এনায়েতপুরী নকশবন্দী মুজাদ্দেদী (কুঃছেঃআঃ)।

৩৫. আরেফে কামেল, মূর্শিদে মুকাম্মেল, মুজাদ্দেদে জামান, হযরত মাওলানা শাহ্সূফী হাশমতউল্লাহ নকশবন্দী মুজাদ্দেদী (কুঃছেঃআঃ) ছাহেব।

#বিশ্বওলীটিভিঅনলাইন

20/03/2023

মহা পবিত্র আজিমুশ্বান ইসলামি জলসা
স্থান: যশোর মনিরামপুর
আলোচক: হযরত মাওলানা শরিফুল ইসলাম যুক্তিবাদী

#বিশ্বওলীটিভিঅনলাইন Shoriful Islam Juktibadi
islam juktibadi

17/03/2023

বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপ ছাত্র 😍
ব্যর্থতা একটা পরীখা মাএ এই সত্যিটা মেনে নিয়ে সামনে এগিয়ে যাওটাই হলো সফলতা

মহা পবিত্র আজিমুশ্বান ইসলামি জলসা স্থান: যশোর মনিরামপুর আলোচক: হযরত মাওলানা শরিফুল ইসলাম যুক্তিবাদী
14/03/2023

মহা পবিত্র আজিমুশ্বান ইসলামি জলসা
স্থান: যশোর মনিরামপুর
আলোচক: হযরত মাওলানা শরিফুল ইসলাম যুক্তিবাদী

12/03/2023

বিশ্ব জয়ী হাফেজে কুরআনের তেলওয়াত। হাফেজ ক্বারী মাহামুদুর হাসান আশ্রাফী। খাদেম বিশ্ব জাকের মঞ্জিল
#বিশ্বওলীটিভিঅনলাইন

09/03/2023

M***i Alauddin Jihadi জিকির ডেকে লবে যে অামারে
#জিকির #গজল

08/03/2023

-বিশ্বওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কূঃছেঃআঃ) কেবলাজান ছাহেবের পবিত্র বাণী মোবারকঃ-
"নিজেকে সর্বদা ছোট ভাবিও
পীরের আহবান শোনা মাত্রই হাতের কাজ ফেলিয়া পীরের সমীপে উপস্থিত হইবে।
কোন মুরীদ যদি খাইতে বসে এবং তাহার খাবারের লোকমাপূর্ণ হাত যদি তাহার মুখ ও থালার মধ্যখানে থাকে- এমন সময়ও যদি পীরের ডাক পড়ে,
তবে তৎক্ষনাৎ খাবার পরিত্যাগ পূর্বক পীরের নিকট উপস্থিত হইবে।

যতটুকু বা যতখানি খেদমতই কর না কেন,
তাহাতে গর্বিত হইও না।
আল্লাহপাক অহংকারীকে ভালোবাসেন না।
সর্বদাই মনে করিও,
তোমার খেদমত কবুলিয়তের যোগ্যতা পায় নাই।
নিজেকে ছোট ভাবিও,
তাহা হইলে আল্লাহ তোমার ইজ্জত বৃদ্ধি করিয়া দিবেন।"

07/03/2023

আল্লাহুর প্রতি প্রেম ও ভালোবাসা 😍

05/03/2023

05/03/2023

19/02/2023

🌹🌹এত লোক একসাথে দেখেছেন❓
বিশ্ব উরস শরীফে ২য় দিনের গন জোয়ার দেখলে অবাক হবেন সবাই 🌹🌹

Address

Barasat

Telephone

+8801407023763

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bishwo Wali Tv Online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bishwo Wali Tv Online:

Videos

Share

Category


Other Video Creators in Barasat

Show All