Amader Golper Jhuli

Amader Golper Jhuli Hello, This is an "Bengali Audio Story" Page, Follow and Like this for Various Bengali Audio Story..

বিয়ের Season🌹❤️বিয়ে মানেই নতুন বর বউ, সাজুগুজু, আনন্দ, মজা আর তার সাথে সবচেয়ে জরুরি খওয়াদাওয়া 🤤Non Veg বিয়েবাড়ি ত...
02/12/2021

বিয়ের Season🌹❤️

বিয়ে মানেই নতুন বর বউ, সাজুগুজু, আনন্দ, মজা আর তার সাথে সবচেয়ে জরুরি খওয়াদাওয়া 🤤
Non Veg বিয়েবাড়ি তো প্রচুর দেখা যায়। এতক্ষন এ হাজারো Post হয়ে গেছে, কিন্তু ভাবুন তো Chicken, Mutton,Fish এসব ছাড়া কি বিয়েবাড়ি সম্ভব???🤔 আজ্ঞে হ্যাঁ সম্ভব তাও কোনও খামতি না রেখে।☺️

বৈদিক বিবাহ🍁🍁🍁
যেখানে প্রথমেই নজর কাড়বে বিবাহ মণ্ডপসজ্জা 😍, তারই সাথে বিবাহ রীতি। বৈদিক মন্ত্র উচ্চারণ সহযোগে বিবাহ ❤️,Modern Bollywood Song এর বদলে থাকবে তবলা, হারমোনিয়াম, বাঁশির সুর 🎶🎶🎶
আর যদি আসে খাবারের কথায়, তাহলে Dry Chilli Chicken খেতে খেতে যখন আপনার মধ্যে খানিক একঘেয়েমি আসবে তখন হাতে তুলে নিন Dry Chilli Paneer 🔥, তারপরই ডুব দিতে পারেন Veg Manchaw Soup- এ 😋 সেখান থেকে সোজা Jump করে পাশের Alu Tikia পাত্রে 😍 ফুচকা মুখে পুড়ে যখনMainCourse-এ যাবেন , সেখানে আপনি বিরিয়ানিতে পাঁঠা পাবেন না হয়তো,পাবেন গাছ পাঁঠা 😀।

এই খাবারের সাম্রাজ্যের Overview, আর কিছু Glimpses রইলো আপনাদের জন্য🥰👇

Starter ❤️
•Fuchka
•Veg Sandwich
•Alu Tikia
•Dry Chilli Paneer
•Veg Manchaw Soup
•CrispyChiili Baby Corn

Main Course 🔥
•Rice
•Vej Sal
•Pokora
•Sahi Paneer
•Tandoori Roti
•Chana Masala
•Veg Biriyani
•Green Chutney
•Salad

Dessert 😍
•Fruit Chutney
•Papad
•Raj Vog
•Malai Chom Chom
•Ice Cream

তাহলে এই Vegeterian খাবারের গল্প কেমন লাগলো জানতে ভুলবেন না🤗
- ধন্যবাদ 🙏🙏🙏






Hi বন্ধুরা👋আজ একটা নতুন জায়গার খাবারের খোঁজ নিয়ে এসেছি,বলা ভালো "খাবারের খনি"😍। এই খনি আর কোথাও নয় বারাসাতেই;বারাসাত ...
14/08/2021

Hi বন্ধুরা👋

আজ একটা নতুন জায়গার খাবারের খোঁজ নিয়ে এসেছি,বলা ভালো "খাবারের খনি"😍। এই খনি আর কোথাও নয় বারাসাতেই;বারাসাত পাইওনিয়ার পার্ক 😇।

রোজ বিকেলের পর পাইওনিয়ার পুকুরের ধার বরাবর এই Food Market বসে,যেখানে বিভিন্ন খাবারের সম্ভার নিয়ে বেশ কয়েকটি Food Stall হাজির হয়। ফুচকা থেকে ঘুগনী😊, পাউভাজি থেকে মোমো 🥟কিংবা সুস্বাদু Snacks থেকে Refreshing Ice-Cream🧁; বাঙালির সন্ধ্যার প্রায় জলখাবার এক জায়গাতেই🤩।এগুলি দামে যেমনি সস্তা,স্বাদে দারুণ 🤤।

রেস্টুরেন্ট থাকবে স্বমহিমায়,কিন্ত যদি সুস্বাদু Street Food-এর মজা নিতে হয় তাহলে একবার ঢুঁ মারতেই পারেন এই খনিতে 😇😇😇।

আমরা বিভিন্ন Stall থেকে বেশ কয়েকটি Item Taste করেছিলাম, সেগুলির ছবি ও দাম নীচে দিলাম 👇👇👇

এরকম নানান ধরনের খোঁজ পেতে আমাদের Page-টি Like এবং Follow করুন 😊।

এই বিষয়ে Vlog আসছে খুব শীঘ্রই আমাদের Channel "Hello Guyzzz"-এ🥰।

Subscribe Us👇 https://youtube.com/channel/UCbJf9IepsJ1Q7QXntpfEt4Q






ব্যারাকপুর মানেই Biriyani শহর 🤤🤤🤤দাদাবৌদি, ডি.বাপি ছাড়াও আরও ছোট বড়ো নানান বিরিয়ানি Stall এখানে স্বমহিমায় প্রতিষ্ঠিত...
08/08/2021

ব্যারাকপুর মানেই Biriyani শহর 🤤🤤🤤
দাদাবৌদি, ডি.বাপি ছাড়াও আরও ছোট বড়ো নানান বিরিয়ানি Stall এখানে স্বমহিমায় প্রতিষ্ঠিত।

এদের মধ্যেই একটি নাম Aminia, আসলে বলা ভালো "The Aminia"🔥🔥🔥কারণ বিরিয়ানির সাম্রাজ্যে Aminia' র রাজত্ব অবিনশ্বর। কলকাতায় Aminia আসে ১৯২৯ সালে,ব্যারাকপুরে এর রাজ্যবিস্তার অনেক পরে। নিকটেই Biriyani King "Dada-Boudi",তাই গোড়ার দিকে খ্যাতির বিস্তার একটু মন্দিত হলেও, বর্তমানে সে আপন ঔজ্জ্বল্যে উজ্জ্বল।স্বাদে-বাহারে এর নিজস্বতা নজড় কাড়ে।😍😍😍

আগস্ট মাসের পয়লা তারিখ সন্ধ্যার দিকে আমরা হানা দিয়েছিলাম ব্যারাকপুরের Aminia Resturant-এ।ভেতরের ambience নজরকাড়া❤,service বেশ ভালো🤩। আমরা যেগুলি order দিয়েছিলাম, তার দাম নীচে দিলাম👇👇

চিকেন বিরিয়ানি: 240/-
মটন বিরিয়ানি: 280/-
চিকেন তন্দুরী: 385/- ( Full)
তন্দুরী ফিস্ টিক্কা: 395/-

এছাড়া এখানকার Garlic Nun,মটন গালোটি কাবাব এবং Dessert-এ ফিরনী অতি সুস্বাদু😋😋😋। আমরা যে item গুলি নিয়েছিলাম সেগুলির গুণগত মান ও স্বাদ অতুলনীয়👌👌👌,তাই দাম নিয়ে টিপ্পনী নাই বা করলাম 😇😇😇। এছাড়া বর্তমান সময়ে যেটি গুরুত্বপূর্ণ;safety protocol যথেষ্ট ঠিকঠাক।

তাই চিরাচরিতের বাইরে গিয়ে একবার ঘুরে আসতেই পারেন ব্যারাকপুরের The Aminia Resturant-এ।😊😊😊

Google Map: https://maps.app.goo.gl/nNYPyGnhPtKfioJQA

এরকম আরও খোঁজ পেতে আমাদের page like and follow করুন আর আমাদের YouTube Channel "HelloGuyzzz"👇 https://youtube.com/channel/UCbJf9IepsJ1Q7QXntpfEt4Q Subscribe করুন, আপনাদের জন্য খুব শীঘ্রই Vlog আনবো। 🙏🙏🙏




07/08/2021

অনুভবের Birthday Celebration 🥰। দিনভর মজা🥳।প্রচুর খাওয়া-দাওয়া🤤।




02/08/2021

Friendship Day Outing 😇। দত্তপুকুরের স্পেশাল মালাই চা🤤। ₹60এর Giant Burger🔥


30/07/2021

Our First Vlog😇lকইপুল-খড়িবাড়ি😍। কার্গিল ফুচকার Reaction😬\
This is completely a lifestyle vlog page.
Support and Follow Us🙏

তোমাদের জন্য বিভিন্ন রকম Content আমরা নিয়ে আসবো🥰।





*দোলে দোদুল দোলে ঝুলোনা      দোলে কৃষ্ণ দোলে ঝুলোনা          দোলে রাই দোলে ঝুলোনা*🍁 কারুকার্যে 🍁 Shresna Das
09/05/2020

*দোলে দোদুল দোলে ঝুলোনা
দোলে কৃষ্ণ দোলে ঝুলোনা
দোলে রাই দোলে ঝুলোনা*

🍁 কারুকার্যে 🍁 Shresna Das

08/05/2020

*পুরানো সেই দিনের কথা
....সে কি ভোলা যায়*
কবি, সাহিত্যিকরা বেঁচে থাকেন তাঁদের সৃষ্টির মধ্যে দিয়ে...আর আজকের দিনেএমন একজন মানুষের আবির্ভাব ঘটেছিল যাঁর মাধ্যমে বাঙালির নতুন করে পরিচয় ঘটেছিল ।
কবিগুরুর ১৫৯তম জন্মজয়ন্তীতে অর্ণবের শ্রদ্ধাঞ্জলি 🙏🙏🙏

🎹পরিবেশনায় 🎹- Arnab Das

04/05/2020

ভালো লাগলে like, comment ,share করো....🌝
🎙️কন্ঠে 🎙️: Dinantika Sadhukhan

02/05/2020

সেই বিখ্যাত ফেলুদার মিউজিক,যেটা শুনলেই সবাই যেনো আমরা ছোট বেলায় ফিরে যাই । আজ কিংবদন্তি সত্যজিৎ রায় স্যারের জন্মদিনে অর্ণবের নিবেদন ।।♥️
Please Do like Comment and Share 😌
পরিবেশনায়- Arnab Das

01/05/2020

#হৃদয়ে_লেখো_নাম_সে_নাম_রয়ে_যাবে

আজ শ্রদ্ধেয় কিংবদন্তি শিল্পী মান্না দে জির জন্মদিন..... আমাদের পেজের পক্ষ থেকে তাঁকে জানাই প্রনাম..🙏

🎙️...কন্ঠে...🎙️ - Aditi Chatterjee Mampi

 #সেদিনও_এমন_মেঘ_করেছিলসেদিনও এমন মেঘ করেছিল...একরত্তি মেয়েটা তার আদরের পুতুলের বিয়ে দিয়েছিল, কোথাও যেন ভেবেছিল খুব কাছে...
30/04/2020

#সেদিনও_এমন_মেঘ_করেছিল

সেদিনও এমন মেঘ করেছিল...
একরত্তি মেয়েটা তার আদরের পুতুলের বিয়ে দিয়েছিল, কোথাও যেন ভেবেছিল খুব কাছের কেউ ওকে একা করে দিয়ে চলে গেল।

সেদিনও এমন মেঘ করেছিল...
মায়ের সাথে স্কুল থেকে ফেরার পথে বৃষ্টি ভিজে রাতে জ্বরে গা পুড়ে যাচ্ছিল মেয়েটার। ভয়ে মায়ের কোলে মুখ গুঁজেছিল সে।

সেদিনও এমন মেঘ করেছিল...
সেই প্রথমবার বৃষ্টি ভিজে খুব আনন্দ পেয়েছিল মেয়েটা। শরীর খারাপ হলেও সেই কষ্টের মধ্যেও খুঁজে পেয়েছিল একরাশ ভালোলাগা।

সেদিনও এমন মেঘ করেছিল...
বালিকার মোড়ক ছেড়ে কিশোরী হয়ে উঠেছিল সে। শুনেছিল, " দৌড়বে না, আস্তে আস্তে হাঁটবে, হাসবে না জোরে, কান্না পেলেও কাঁদবে না, এমন আরও কত কী!"

সেদিনও এমন মেঘ করেছিল...
খুব বৃষ্টি হচ্ছিল সকাল থেকে। তার কিশোরী বেলার প্রেম, বলা ভাল Infatuation, মানুষটা তাকে কথার তীরে বিদ্ধ বিদ্ধ করতে করতে হঠাৎই সুতোটা আলগা করে দিল। বড়ো কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল বুকের ওপর একটা ভারী পাথর চাপা দিয়ে গেল কেউ।

সেদিনও এমন মেঘ করেছিল...
কোনওক্রমে গা বাঁচিয়ে কলেজ থেকে ফিরেছিল। বৃষ্টি এখন বড় একঘেয়ে লাগে। আনন্দ খুঁজে পাওয়ার ফুরসত পায় না সে।

সেদিনও এমন মেঘ করেছিল...
নতুন প্রেম...উঁহু, ভালোবাসা হাতছানি দিয়েছিল তাকে... আবারও ভালোবাসলো সে বৃষ্টিকে। স্টেশনে তার প্রেমিক মানুষটির সাথে এক ছাতার তলায় দাঁড়িয়ে যখন ক্রমাগত তাকে মিষ্টি ভাবে দোষারোপ করছিল, মনে মনে ভেবেছিল এমনটাই তো সে চেয়েছিল।

সেদিনও এমন মেঘ করেছিল...
তাও সব ঝঞ্ঝাকে উপেক্ষা করে মেয়েটা আবার নেমেছিল রাস্তায়। পথকুকুরদের আশ্রয় দিয়েছিল নিজের বাড়ির বারান্দায়। তুমুল জড় বৃষ্টিতে যাদের আশ্রয় চলে গেছে,সেই সব ক্ষুধার্ত মানুষের মুখে তুলে দিয়েছিল খাবার।

সেদিনও এমন মেঘ করেছিল...
এক পরিবারকে আলো করে অন্য একটা পরিবারের চৌকাঠে পা রেখেছিল সে তার প্রেমিক মানুষটির হাত ধরে। জুড়েছিল এক নতুন সম্পর্কে।

সেদিনও এমন মেঘ করেছিল...
মেয়েটা অনুভব করেছিল মাতৃত্ব। তার ভেতরে উঁকি দিচ্ছিল এক নতুন প্রাণ। নিজের বাড়ির ব্যালকনি থেকে সেদিন বৃষ্টি ছুঁয়েছিল সে। এই অনুভূতি সবকিছু থেকে আলাদা।

সেদিনও এমন মেঘ করেছিল...
ছোট্ট হাতটা ধরে স্কুল থেকে ফেরার পথে আরো একবার ভিজেছিল সে, ছাতা দিয়েও আটকানো যায় নি সেই বারিধারা। ভয় পেয়েছিল পাছে এই ছোট্ট মানুষটা যেন জ্বরে না পড়ে।
সেদিনও এমন মেঘ করেছিল...
মনের আকাশে অঝোরে বৃষ্টি। মেয়েটার মাথার ওপরে ছাতার মতো থাকা অভিভাবক মানুষটা ছেড়ে চলে তাকে চিরজীবনের জন্য। আবারো তার মনে হল বৃষ্টি একটুও ভালো না।

সেদিনও এমন মেঘ করেছিল...
ভিজে শার্টে বাড়ি ফিরে মেয়েটার গলা জড়িয়ে বছর পঁচিশের যুবকটি বলল, "মা আমি একটা চাকরি পেয়েছি।"

সেদিনও এমন মেঘ করেছিল...
আরো একটি মেয়েকে নিয়ে নতুন ভাবে একটা পরিবার গড়েছিল সে। যে দিনের জন্য এত অপেক্ষা, বৃষ্টিই করল সেই অপেক্ষার অবসান।

সেদিনও এমন মেঘ করেছিল...
হাঁটুর ব্যথা নিয়ে ব্যালকনিতে কফির কাপে চুমুক দিতে দিতে তার স্বামী থুরি প্রেমিকটির বুকে মাথা রেখেছিল পরম নিশ্চিন্তে, সব পিছুটান দূরে সরিয়ে দিয়ে আবারো ভালোবেসেছিল সে.........নাহ্, সেদিন আর বৃষ্টি হয়নি...মেঘের কোণে উঁকি দিচ্ছিল এক চিলতে আলো।

✍️ *কলমে* ✍️ - Disha H**e

26/04/2020

.........
♥️🎹 by Das.......
If U Like It Please do 😊

23/04/2020

এবারের পরিবেশনা - #সরোদ_বাজাতে_জানলে ♥️
কেমন হয়েছে অবশ্যই Comment করে জানাবেন 😊
🎙️*কন্ঠে*🎙️.. Shruti Mukherjee

 বন্ধু মানেই খুনসুটি আর  একঝাঁক দুষ্টুমি,বন্ধু মানেই বাওয়াল আর অনেকটা পাগলামী।বন্ধু মানেই মান অভিমান সঙ্গে ঝগড়া ঝাটি,ব...
22/04/2020



বন্ধু মানেই খুনসুটি আর একঝাঁক দুষ্টুমি,
বন্ধু মানেই বাওয়াল আর অনেকটা পাগলামী।
বন্ধু মানেই মান অভিমান সঙ্গে ঝগড়া ঝাটি,
বন্ধু মানে সেই ছোট্টবেলা পুতুল-রান্নাবাটি।
বন্ধু মানেই Greetings Card এর নকুল দানা মিষ্টি,
ছোট্টবেলার সেই কবিতা ভগবানের সৃষ্টি।
বন্ধু মানেই স্কুল, স্যারের বকুনি খাওয়া,
ছুটির দিনেও যাদের জন্য স্কুলে যেতে চাওয়া।
বন্ধু মানেই মারপিট আর ধুলোয় গড়াগড়ি,
বন্ধু মানে একটু টিফিন দশজনে কাড়াকাড়ি।
বন্ধু মানে বিকেল হলেই খেলতে যাওয়ার তাড়া,
ঘড়ির কাঁটায় চারটে হতেই ঘুরতে বেরিয়ে পড়া।
বন্ধু মানেই টিউশন ব্যাচ, নেইকো পড়ায় ধ্যান,
পড়া শেষেই মেলায় যাওয়ার চলছে শুধুই প্লান।
বন্ধু মানেই ক্রিকেট আর নট-আউট ,ঝগড়া ঝাটি,
সন্ধ্যা ঘনাতেই আড্ডা রকে নীলাঞ্জনার স্মৃতি।
বন্ধু মানে চাঁদা তোলা আর রাত জেগে প্যান্ডেল,
পিকনিকের মাংস কষা আর পোড়া সরষের তেল।
বন্ধু মানে সেই স্কুল ট্যুর রাত্রি জাগা জাগি,
হঠাৎ করেই দ্বাদশ শেষে কলেজ ভাগাভাগি।
রোজকার সেই দেখা আড্ডার হয়েছে অবশেষ,
রাত দশটার হঠাৎ প্ল্যানিং, দার্জিলিং এক্সপ্রেস।
হাফপ্যান্টের সেই বন্ধু মোরা , স্মৃতি প্রাণোচ্ছল,
হৃদয় জুড়ে থাকবি তোরা আর অনুপমের "বন্ধু চল্" ।
😊🤗❤️

✍️ *কলমে* ✍️ - Hritesh Sen

"ওগো তোমার আকাশ দুটি চোখে....                    আমি হয়ে গেছি তারা....."🖌️🎨 *অঙ্কনে* 🎨🖌️- Purba Biswas
22/04/2020

"ওগো তোমার আকাশ দুটি চোখে....
আমি হয়ে গেছি তারা....."

🖌️🎨 *অঙ্কনে* 🎨🖌️- Purba Biswas

16/04/2020

*এসো হে বৈশাখ এসো এসো*
*গানে গানে বৈশাখ-বরণ*

🎙️*কন্ঠে*🎙️- Dinantika Sadhukhan

ফোন টা হাতে ধরতেই শুভ দেখলো পাঁচ টা missed call...from *Heartbeat*♥️...এতক্ষণ meeting চলছিল, তাই অগত্যা phone silentকরতে...
15/04/2020

ফোন টা হাতে ধরতেই শুভ দেখলো পাঁচ টা missed call...from *Heartbeat*♥️...
এতক্ষণ meeting চলছিল, তাই অগত্যা phone silentকরতেই হয়েছিল। তার মধ্যেই রাত্রি এতবার call করে ফেলেছে। ঘাবড়ে যাচ্ছেন তাই তো??? না, না,..এত confusion এ রাখবো না। আসলে ফোনের Heartbeat ♥️ আর রাত্রি দুজনেই এক।
কলেজে 3rd semester এর প্রথম দিন class-এ প্রথমবারের জন্য রাত্রিকে দেখে হৃদপিন্ড মহাশয় যে গতিতে স্পন্দন করেছিল ওরকমটা কখনো হয়নি আর। অন্য কলেজ থেকে শুভদের কলেজে এসেছিল রাত্রি,আর ওর গলায় "may I come in Sir" আর ওর black ফ্রেমের চশমার ওপর থেকে পড়া চুল,উফফফ্ শুভ তো প্রথম দেখাতেই ফিদা। একদম সোজা কথায় love at first sight ... সেদিন রাতেই কলেজ group থেকে ওর number নিয়ে শুভ save করেছিল Heartbeat ♥️ বলে।

যাক্ গে flashback আপাতত এইটুকুই , ওদিকে আমাদের রাত্রি already রেগে আগুন। শুভ বেচারাও পড়ে গেছে tension এ। একেই সেদিন resturantএ নিজেই scene create করে আজ প্রায় তিন দিন কথা হয়না। শুভ ভয়তে আর কাজের ফাঁকে একবার ফোন করে sorryও বলেনি। তার মধ্যেই রাত্রি নিজে ফোন করেছে আর এতগুলো missed call, আজ তো সর্বনাশ!!! পৃথিবী আজ ওলটপালট হয়ে যাবে তবু ফোন আর received হবেনা। তাও সাহস করে ফোন করে শুভ আর as expected ..."the number you are calling is currently busy" ..দুবার ring না হতেই কেটে দিয়েছে। খানিকক্ষন পর একটা message -Don't call me, everything is over.....

ব্যস্ হয়ে গেল, শুভর মাথায় হাত। কি করবে , তাহলে এবার কি সত্যিই গেল??? ফোন করলেও ধরবে না রাত্রি। কিভাবে বলবে শুভ ওর কথা। ঘড়িতে আটটা বেজে গেছে। অগত্যা অটো ধরে নিজের ফ্ল্যাটে চলে গেল । কিছু ভালো লাগছে না শুভর, what's app check করে দেখল রাত্রির last seen সেই বিকেলবেলা। Tension হচ্ছে, কি করছে ও কে জানে । এভাবেই এক ঘন্টা কেটে গেছে, "I'm sorry " টাইপ করেও delete করে দেয়, জানে এরকম করলে রাত্রি আরও রেগে যাবে।

রাত সাড়ে দশটা, আর থাকতে পারছে না শুভ। কিছু না ভেবেই বাইক নিয়ে বেরিয়ে গেল। আর কোনো উপায় নেই,ঠিক করেছে গিয়ে হাজির হবে রাত্রির বাড়ির সামনে। এত রাত হয়েছে কিংবা রাত্রির বাবা-মা ওকে পছন্দ করে না এসব কোনো কিছুই কাজ করছে না মাথায়।

রাত সাড়ে এগারোটা, শীতের দিনে প্রায় পুরো শহর ঘুমিয়ে পড়েছে এতক্ষণ। রাত্রির বাড়ির পেছনদিকে গিয়ে শুভ এবার call করে রাত্রিকে । স্বাভাবিক ভাবেই কেটে দেয় ফোন রাত্রি। আর কোনো উপায় না পেয়ে message করে----" Tor barir niche dariye a6i, please ay ekbar niche,jani kaku kakima ghumiye pore6e,tui Rege a6is jani...but tao please ektu ay, Thanda lag6e,ami tarahuro kore jacket poreo beroini "....message delivered হয়ে যায়, কিন্তু পাঁচ মিনিট পরেও no reply। তাহলে কি সত্যিই আসবে না??...এমন সময় গেট খোলার একটা আওয়াজ খানিকটা স্বস্তি দিল। একটু পর অন্ধকার থেকে ফুটে উঠল রাত্রির মুখ। বলা বাহুল্য,রাগ, অভিমান সব মিলিয়ে রাত্রির মুখটা রাতের এই আবছা আলোয় অদ্ভুতরকম মায়াবী লাগছিল। সামনে এসে দাঁড়ায় ....

রাত্রি- কি চাই ? এত রাতে এখানে কেন তুই?

শুভ- তোর সাথে কথা ছিল। দু-মিনিট।

রাত্রি- আমার তোর সাথে কোনো কথা নেই ।
(রাগ আর অভিমান একসঙ্গে ঠিকরে পড়ছিল ওর কথায়)

শুভ- আমার ফোন তুই ধরলিনা । আর খুব tension হচ্ছিল। তাই বাধ্য হয়ে..... Am sorry রাত্রি, সত্যিই sorry... everything is my fault...

রাত্রি- হুমমম !! আর কিছু ?? তাহলে আসতে পারিস।

শুভ- তুই কিছু বলবি না?? আমি meeting এ ছিলাম তাই তোর ফোন ধরতে পারিনি। Am really sorry....

রাত্রি- আমার যা বলার message এ বলে দিয়েছি।

এভাবেই রাগ অভিমানের কথা চলে আরও দু তিনটে, রাত্রির কথায় এবার রাগের থেকে অভিমান বেশি।

রাত্রি- নিজে দোষ করলি,আর তারপর তিনদিন এ একটা callও করতে পারলি না!!! উপরন্তু আমার ফোন টাও ধরলি না!!!!

আর কোন কথার অপেক্ষা রাখে না শুভ, হাতটা ধরে রাত্রির। কাছে টেনে নেয় ওকে নিজের। রাত্রির চোখটা বন্ধ হয়ে আসে । চারিদিকের স্তব্ধতায় শুভর বুকে মাথা রেখে রাত্রি অনুভব করতে পারে প্রত্যেকটি স্পন্দন। কলেজে প্রথম দিন রাত্রিকে দেখার পর থেকে যে স্পন্দন শুরু হয়েছিল শুভর,যা আজও একরকম লাগে যখনই রাত্রি ওর কাছে আসে। রাত্রের এই অন্ধকারে দুটো ঠোঁট মিশে যায় কোনো অজানা ঠিকানার খোঁজে,শুভর দুই হাতের মধ্যে নিজের জায়গা খুঁজে নেয় রাত্রি।

রাত্রি- সাবধানে বাইক চালাবি...
কিছুটা এগিয়ে গিয়ে ,আবার ফিরে আসে শুভ।

রাত্রি- আবার কি হলো??
শুভ- sorry, এটা তোর জন্য এনেছিলাম, দিতে ভুলে গেছিলাম..
একটা Cadbury Bubbly আর একটা সুন্দর গোলাপ 🌹 , রাত্রির খুব পছন্দের দুটো জিনিসে। শুভ ওর জন্য এনেছিল মনে করে।

রাত্রি- Thank Youuuuuuu

শুভ- আমার gift ?

রাত্রি শুভর গালে একটা মিষ্টি করে kiss করল আর বলল.. ☺️*শুভরাত্রি*☺️

✍️ *কলমে* ✍️... Hritesh Sen

14/04/2020

সৃজা ঘোষ এর লেখা বছর চারেক পর।।
শুনে বলবেন কেমন হল ।।
ভালো লাগল share করবেন।

🎙️কন্ঠে🎙️Shruti Mukherjeeee

ও নদী রে.....        ‌একটি কথা শুধাই শুধু তোমারে......                       বলো কোথায় তোমার দেশ.........              ...
14/04/2020

ও নদী রে.....
‌একটি কথা শুধাই শুধু তোমারে......
বলো কোথায় তোমার দেশ.........
তোমার নেই কি চলার শেষ......?
🖌️🎨 *তুলিতে* 🎨🖌️........ Purba Biswas

Address

Barasat

Alerts

Be the first to know and let us send you an email when Amader Golper Jhuli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amader Golper Jhuli:

Videos

Share

Category


Other Video Creators in Barasat

Show All