Mob Technology

Mob Technology This is official page (RJM)

26/10/2023
16/06/2022
10/06/2022

Digital editing.....

28/04/2022
26/01/2022
16/09/2021

Happy tourism ❤️❤️👍👍

14/08/2021

# Independence Day 2021

19/07/2021
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বলতে গেলে সবক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা আগের থেকে সহজ করে দিয়েছে। এর কল্যাণে নিমিষেই একে অপর...
14/07/2021

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বলতে গেলে সবক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা আগের থেকে সহজ করে দিয়েছে। এর কল্যাণে নিমিষেই একে অপরের সাথে তথ্য আদান-প্রদান করা যায়। আবার হাল আমলে অনেকেই ফেসবুক বেহাত হওয়ার কারণে বেশ বিড়ম্বনায় পড়েন। তাই এসব বিড়ম্বনা এড়াতে ফেসবুক নতুন একটি ফিচার- রিয়েকশন প্রেফারেন্সেস- নিয়ে এসেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কে কত জনপ্রিয় সেটা বোঝা যায় তাদের পোস্টের লাইক, রিয়েক্ট ও কমেন্ট দেখে। কিন্তু এখানে থেকে যাচ্ছে কিছু সিকিউরিটি ও প্রাইভেসি ইস্যু। এ সিকিউরিটি ও প্রাইভেসির ব্যাপারে চিন্তা করেই কর্তৃপক্ষ নিয়ে এসেছে এই অত্যাধুনিক ফিচার।

এ ব্যাপারে জেআর টেকনোলজির ডিরেক্টর জেনিফার আলম বলেন, ফেসবুকের এ অপশনটি অনেক গুরুত্বপূর্ণ; বিশেষ করে মেয়েদের জন্য। সাধারণত ইউজারদের খুব কাছের মানুষই তাদের প্রায় পোস্টে লাভ ও বিভিন্ন পোস্ট অনুযায়ী রিয়েকশন দিয়ে থাকে। সুতরাং সে ক্ষেত্রে কিন্তু কোনো হ্যাকার বা কোনো দুষ্কৃতিকারী যদি তাদের ফলো করে তারা খুব সহজেই বুঝে যাবে, তার ভিকটিমের কাছের লোক কারা, ভিকটিম কাদের সঙ্গে সবচেয়ে বেশি মেলামেশা করে।

এ ফিচারটির মাধ্যমে ভিকটিম অনেকাংশেই ফিশিং ও আইডি হ্যাক থেকে কিছুটা হলেও নিরাপদ থাকতে পারবে। তাই ফেসবুকের এমন নতুনত্বকে সাধুবাদ জানানো যায় এবং যারা প্রাইভেসি মেইনটেইন করে থাকতে চান, তাদের উৎসাহিত করবে ফেসবুকের এ ফিচারটি ব্যবহার করতে।
মোবাইল ফোন থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করে সরাসরি সেটিংস অপশনে চলে যাবেন, তারপর স্ক্রল করে সেটিংস অপশনের একদম নিচেই দেখতে পাবেন ‘Reaction Preferences’ নামে একটি অপশন আছে; সেখানে ক্লিক করলেই আপনার পোস্টে কে কে লাইক রিয়েক্ট দিয়েছে তা হাইড করতে পারবেন। আর যারা ফেসবুকের ওয়েবসাইট থেকে যারা করতে চান তারা প্রথমে ‘Settings and Privacy’তে যাবেন এরপর ‘News Feed Preferences’ এ গিয়ে ‘Reaction preferences’ আপনি আপনার পছন্দমতো অপশন সিলেক্ট করতে পারবেন।

এ বিষয়ে আইটি ও সিকিউরিটি অ্যানালিস্ট রাইয়ান মালিক বলেন, যারা প্রাইভেসির কথা মাথায় রেখে ফেসবুক ইউজ করছে, তাদের জন্য এ সেটিংস খুবই গুরুত্বপূর্ণ। টার্গেটেড আইডি হ্যাক করার জন্য ও ফেসবুক অ্যাকাউন্টের কিছু সিকিউরিটি সার্ভিস ভাঙতে তাদের প্রয়োজন হয় ভিকটিমের কাছের মানুষের আইডি খুঁজে বের করা।

পাশাপাশি যদি ফিশিং অ্যাটাকের কথা বলি, তাহলে সেখানেও হ্যাকাররা আপনার আইডি বা ফোন হ্যাক করার জন্য আপনার কাছের বা পরিচিত মানুষের আইডি হ্যাক করে বা ক্লোন আপনাকে ম্যালিসিয়াস লিংক পাঠাতে পারে।

প্রাইভেসি ও সিকিউরিটির কথা চিন্তা করলে বলাই যায়, এ সার্ভিসটি নিয়ে আসা ফেসবুকের খুব ভালো একটি উদ্যোগ।

 # # #আপনি ফেসবুকে লগইন করলে আপনার বন্ধু তালিকায় থাকা ব্যবহারকারীরা তা দেখতে পান। ফেসবুকের ‘অ্যাক্টিভিটি স্ট্যাটাস’ সুবি...
06/07/2021

# # #আপনি ফেসবুকে লগইন করলে আপনার বন্ধু তালিকায় থাকা ব্যবহারকারীরা তা দেখতে পান। ফেসবুকের ‘অ্যাক্টিভিটি স্ট্যাটাস’ সুবিধার মাধ্যমে আপনি কতক্ষণ আগে ফেসবুকে সক্রিয় ছিলেন, তা-ও দেখা যায়। এতে বন্ধুরা বুঝতে পারেন, কখন আপনার সঙ্গে যোগাযোগ করা যাবে।

তবে মনে করুন, আপনি কোনো কাজে ফেসবুকে লগইন করেছেন। কিংবা যে কারণেই হোক, ফেসবুকে ঢুঁ মারলেও বন্ধু তালিকার মানুষদের তা জানতে দিতে চান না। সেসব ক্ষেত্রে অ্যাক্টিভিটি স্ট্যাটাস বন্ধ করে রাখা যাবে। তখন অনলাইনে থাকলেও আপনাকে ‘অফলাইন’ দেখাবে। কাজটি দুভাবে করতে পারেন—ওয়েবসাইট থেকে এবং অ্যাপ থেকে।

ওয়েবসাইটে যেভাবে করবেন
ফেসবুকে লগইন করুন।

ওপরের ডান দিকে ‘মেসেঞ্জার’ আইকনে ক্লিক করুন।

ড্রপ-ডাউন মেনু থেকে মেসেঞ্জার লেখার পাশে তিন বিন্দুওয়ালা অপশন আইকনে ক্লিক করুন।

এবার ‘টার্ন অফ অ্যাক্টিভ স্ট্যাটাস’-এ ক্লিক করলে আপনাকে আর অনলাইনে দেখাবে না।

স্মার্টফোনে যেভাবে করবেন
স্মার্টফোনে মেসেঞ্জার অ্যাপ খুলুন।

ওপরের বাঁ দিকে ‘চ্যাটস’ লেখার পাশে আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।

এবার ‘অ্যাক্টিভ স্ট্যাটাস’ নির্বাচন করুন।

ওপরের টগল বোতামটি নিষ্ক্রিয় করে দিলেই আপনাকে আর অনলাইনে দেখাবে না।

পুনরায় অ্যাক্টিভ স্ট্যাটাস চালু করতে চাইলে ওপরের ধাপগুলোর পুনরাবৃত্তি করতে হবে। আরেকটি বিষয় হলো, আপনি অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ করে রাখলে আপনারা বন্ধুরা অনলাইনে আছে কি নেই, তা দেখতে পাবেন না।

 # #ফেসবুক  # #অ্যাকাউন্ট  # #নিরাপদ রাখতে যা করতে হবেফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করতে হবেকিছু অ্যাপ ফেসবুকের পাসও...
05/07/2021

# #ফেসবুক # #অ্যাকাউন্ট # #নিরাপদ রাখতে যা করতে হবে

ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করতে হবে
কিছু অ্যাপ ফেসবুকের পাসওয়ার্ড ও লগইন সম্পর্কিত গুরুত্বপূর্ণ অনেক তথ্য চুরি করছে—এমন খবর সামনে আসার পর উদ্বেগ প্রকাশ করেছেন অনেক ব্যবহারকারী। তারা নিজেদের অ্যাকাউন্ট কীভাবে সুরক্ষিত রাখা যায় তার উপায় খুঁজছেন।

ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, বিপজ্জনক ৯টি অ্যাপকে প্লে-স্টোর থেকে সরিয়ে দিয়েছে গুগল। তারপরও ফেসবুকের পাসওয়ার্ড বা অন্য গুরুত্বপূর্ণ তথ্য চুরি হওয়ার শঙ্কায় আছেন ব্যবহারকারীরা। আপনিও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন থাকলে বেশ কয়েকটি পদক্ষেপের মাধ্যমে নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে পারবেন।

ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে প্রথমেই পাসওয়ার্ড পরিবর্তন করুন। এ ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি শক্তিশালী ও জটিল পাসওয়ার্ড দিতে হবে। সহজে অনুমান করা যায় বা আপনার নামের সঙ্গে মিল আছে এমন কোনও পাসওয়ার্ড ব্যবহার করবেন না। অন্য কোনও অ্যাকাউন্টের পাসওয়ার্ডের সঙ্গে ফেসবুকের পাসওয়ার্ড যেন মিলে না যায় সে বিষয়টি নিশ্চিত করুন।

পাসওয়ার্ড পরিবর্তন করার পর সব জায়গা থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করে ফেলুন। এই অপশনটি পাসওয়ার্ড পরিবর্তন প্রক্রিয়ার মধ্যেই পাবেন। সব জায়গা থেকে লগআউট হয়ে গেলে আপনি কিছুটা নিশ্চিন্ত থাকতে পারেন। এতদিন গোপনে কেউ আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে এলেও স্বয়ংক্রিয়ভাবে সব জায়গা থেকে লগআউট হয়ে যাওয়ায় এবার আর সেটি পারবে না।

ফেসবুক অ্যাকাউন্টকে সর্বোচ্চ নিরাপদ রাখার জন্য টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করুন। এ সময় সব ‘অথরাইজড লগইনস’ রিমুভ করে দিতে হবে। পাশাপাশি লগইন অ্যালার্টস চালু রাখুন। এতে অন্য কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করলে বা প্রবেশ করতে চাইলে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে।

প্রসঙ্গত, কয়েকটি অ্যাপ ফেসবুকের পাসওয়ার্ড ও লগইনের তথ্য চুরি করে বলে সম্প্রতি জানিয়েছেন রাশিয়ান প্রযুক্তি নিরাপত্তা প্রতিষ্ঠান ডক্টর ওয়েবের একজন বিশেষজ্ঞ। এ রকম ১০টি অ্যাপের ৯টিই গুগল প্লে-স্টোরে ছিল বলে জানান তিনি।

ডক্টর ওয়েবের ওই বিশেষজ্ঞ বলেন, এসব ‘স্টিলার ট্রোজানস’ ক্ষতিকারকহীন সফটওয়্যার হিসেবে ছড়িয়ে পড়ে এবং এগুলো ডাউনলোড হয়েছে লাখ লাখ বার। গুগলকে জানানোর পর ৯টি ম্যালওয়্যার অ্যাপ সরিয়ে নেয় প্রতিষ্ঠানটি।

09/06/2021

Hello everyone welcome to my Mob Technology page👍

Address

Bankura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mob Technology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mob Technology:

Videos

Share