Jiya"

Jiya" � অবসর সময়ে টাইম পাশের platform �

11/10/2022

হটাৎ বন হাতি র সামনে 😭🐘
শেষ পর্যন্ত দেখতে থাকুন🕺 #বনহাতি

10/10/2022

like,comment,& share💋

09/10/2022

5G Dj🥀✅🚂

08/10/2022

Teri bahose teri rahose ♥️♥️♥️♥️🔥✴️🌹

TMC জিন্দাবাদ
01/10/2022

TMC জিন্দাবাদ

Sumit Biswas Salut Sir ❤️ছেলেটির নাম মিনারুল শেখ। বয়স ১১-১২ বছর হবে। কিছুদিন আগে বাবা কচি শেখ মারা গিয়েছেন। অভাবের সংস...
25/09/2022

Sumit Biswas Salut Sir ❤️

ছেলেটির নাম মিনারুল শেখ। বয়স ১১-১২ বছর হবে। কিছুদিন আগে বাবা কচি শেখ মারা গিয়েছেন। অভাবের সংসার। তাই সংসারের দায় ভার মাথায় নিয়ে মিনারুল শেখ রাস্তায় রাস্তায় বাদাম ছোলা বিক্রি করে বেড়ায়। পড়ার স্বপ্ন আছে। কিন্তু সামর্থ্য নেই। তাই প্রতিদিন তাকে বাদাম- ছোলা নিয়ে অর্থ উপার্জনের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হয়। প্রতিদিনকার মতো আজকেও বাদাম ছোলা নিয়ে সে বেরিয়ে পড়েছিল। আজ সাগরদিঘী এস এন হাই স্কুল ময়দানে তৃণমূল কংগ্রেসের সংবর্ধনা সভা ছিল। সেই সভায় অনেক মানুষের সমাগম হবে এই আশায় মিনারুল শেখ তার অর্থ উপার্জনের ছোট্ট ব্যবস্থা নিয়ে সাগারদিঘি এস এন হাইস্কুল ময়দানে উপস্থিত হয়। হাজারো ভিড়ের মধ্যে হঠাৎ করে একজন মানুষের দৃষ্টি আকর্ষণ হয় মিনারুল শেখ এর উপর। তাকে দেখে ভদ্র মানুষটির দয়া হয়। তাকে জিজ্ঞেস করে কি ব্যাপার এত অল্প বয়সে তুমি পড়াশোনা না করে ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছে কেন? ভদ্র মানুষটির কথা শুনে মিনারুল শেখের চোখ দুটি জলে ছলছল করে ওঠে। মিনারুল শেখ তার সমস্ত বৃত্তান্ত খুলে বলে। তাৎক্ষণিক ওই ভদ্র মানুষটি মিনারুল শেখ কে বলে তোমাকে আর আজ থেকে বাদাম ছোলা এসব বিক্রি করতে হবে না। তুমি পড়তে চাও ?তোমাকে আমি পড়াবো। তোমার পড়াশোনার দায়-দায়িত্ব আমি বহন করব।

এই ভদ্র মানুষটি আর কেউ নন। তিনি হলেন সাগরদিঘী থানার মানবদরদী আধিকারিক শ্রী সুমিত বিশ্বাস মহাশয়। যিনি সাগরদিঘীর প্রশাসনিক কাজকর্ম করার পাশাপাশি মানুষের সেবায় সদা সর্বদা নিযুক্ত রয়েছেন।
আমাদের পেজের পক্ষ থেকে ওসি সুমিত বিশ্বাস মহাশয়কে জানাই অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন স্যার, আর এভাবেই মানুষের পাশে দাঁড়ান।

21/09/2022

'জমিয়তে উলামায়ে হিন্দ'কে কোন সাহসে 'দালাল' বললো CPIM নেতা সেলিম। ছি মুসলিমের কলঙ্ক

ডানকুনি থানা থেকে যখন হাই অ্যালার্টটা এল, তখন বেশ বেলা হয়েছে। চার মাস আগে ভদ্রেশ্বর থানায় যোগ দেওয়া সাব ইন্সপেক্টর আসানু...
19/09/2022

ডানকুনি থানা থেকে যখন হাই অ্যালার্টটা এল, তখন বেশ বেলা হয়েছে। চার মাস আগে ভদ্রেশ্বর থানায় যোগ দেওয়া সাব ইন্সপেক্টর আসানুল, খবরটা পেয়ে চমকে উঠেছিল। এক নামী শোরুমের প্রায় পঁচিশ কোটির গহনা লুট করে পালিয়ে গেছে চার দুষ্কৃতী। এদিক ওদিক কয়েকটা ফোন করে ডাকাতদের পালানোর রুটটা আন্দাজ করে নেয় সে। সেই আন্দাজে ভর করেই বড়বাবুর কাছে আসে।
- স্যার, আমি আন্দাজ করছি ওরা আরামবাগ বাঁকুড়া হয়ে ঝাড়খন্ড বা বিহার পালাবে।
- তা তুমি কী করতে চাও ?
- স্যার, একটা ট্রাই নিচ্ছি।
- কীভাবে?
- আমি আরামবাগ চলে যাচ্ছি, ওখান থেকে বাঁকুড়া অবধি যাব।
- একা একা যাবে?
- হ্যাঁ স্যার, সিভিলে যাব।
- যাও, দেখে শুনে যাও। আমি কমিশনারেটে জানিয়ে নিচ্ছি।
- ওকে স্যার। আসছি।
অফিসের গাড়িতে শেওড়াফুলি এসে, সেখান থেকে আরামবাগ লোকাল ধরে দেড় ঘন্টায় আরামবাগ। সেখান থেকে টোটো নিয়ে আরামবাগ বাসস্ট্যান্ড পৌঁছে যায় আসানুল। ওর চেনা শহর এটা। এখানে থেকে দুটো বছর পড়াশোনা করেছে সে। এদিক ওদিক খুঁজতে খুঁজতে বাঁকুড়াগামী বাসগুলোর কাছে আসে। দু একটা বাসে উঠে সিট দেখার নাম করে খুঁজতে থাকে সে। মা দুর্গা নামের বাসটিতে উঠে চারজনকে দেখে সন্দেহ হয়। তাদের মধ্যে তিনজনের কাছে নতুন কেনা ব্যাকপ্যাক দেখে সে মোটামুটি নিশ্চিত হয়ে যায়, এরাই তারা। তাদেরই একজনের পাশে বসে পড়ে সে। গল্প জোড়ে।
- কী পচা গরম পড়েছে বলুন তো
- হুম
- তা দাদা যাবেন কদ্দুর?
- বাঁকুড়া
- আমিও যাব। হেতিয়া,আমার বাড়ি
কথা বলতে বলতে লক্ষ্য করে নেয়,লোকটার পকেটে বন্দুক আছে। পাশের সিটে একজন আছে। পিছনের সিটে দুজন। মোটামুটি বাস ভরে গেছে। বাস ছাড়ার সময় হয়ে গেছে। এমন সময় কথা বলতে বলতেই আসানুল তড়িৎগতিতে পাশের লোকটির উপর চড়ে বসে, আচমকা আক্রমণে হতচকিত হয় লোকটি। পিছনের সিটের দুজনকে সেই অবস্থাতেই গলা টিপে ধরে। পাশের জন বন্দুক বের করে তেড়ে আসে। আসানুল সপাটে লাথি মারে তার হাতে,ছিটকে পড়ে বন্দুক। ততক্ষণে বাসে হট্টগোল শুরু হয়ে গেছে। আসানুল চেঁচিয়ে বলতে থাকে, এরা ডাকাত, এরা ডাকাতি করে পালাচ্ছে। আমি পুলিশ। বাসে বসা কয়েকজন ছুটে এসে জাপটে ধরে দুষ্কৃতীদের। কন্ডাক্টর বাসের দরজা আটকে রাখে, যাতে পালাতে না পারে। চারজন দুষ্কৃতীকে ধরে বেঁধে বাস থেকে নামানো হয়। আরামবাগ পুলিশ ছুটে আসে সেখানে। তিনটে ব্যাগ থেকে পঁচিশ কোটির গহনা উদ্ধার করা হয়।

এটা লিখলাম কেন?
প্রথমত,পঁচিশ কোটির ডাকাতির কিনারা মাত্র চার ঘন্টায় করে ফেলে পুলিশ। একজন সাব ইন্সপেক্টর, তাও মাত্র চার মাসের চাকরিজীবনে প্রায় একক প্রচেষ্টায় ডাকাতদলকে পাকড়াও করে। সিনেমায় সলমন অক্ষয় অজয় এরা, বেশ কয়েকটা টেক দিয়ে এইরকম দৃশ্যের অভিনয় করেই কোটি কোটি টাকা উপার্জন করে। আর বাঁকুড়ার ছেলে আসানুল বিনা টেকে বাস্তবে এই কাজগুলো যখন করে, তখন তো গর্ব করে সবাইকে জানাতেই হয়। তাই জানালাম।

স্যালুট জানাই সাব ইন্সপেক্টর আসানুল হক কে। উনিই হলেন সত্যিকারের দাবাং।

©সংগৃহীত

মাননীয়া মুখ্যমন্ত্রী Mamata Banerjee  এর উপস্থিতিতে আজ ১২ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১টায়, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 'উৎক...
12/09/2022

মাননীয়া মুখ্যমন্ত্রী Mamata Banerjee এর উপস্থিতিতে আজ ১২ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১টায়, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 'উৎকর্ষ বাংলা' প্রকল্পের অধীনে কারিগরী শিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাকরির নিয়োগপত্র প্রদান করা হবে।

আগামী ১৩ই সেপ্টেম্বর ২০২২ খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে সভায় বক্তব্য রাখতে চলেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Mamata...
11/09/2022

আগামী ১৩ই সেপ্টেম্বর ২০২২ খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে সভায় বক্তব্য রাখতে চলেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee .

নেতাজি ইন্ডোরে দলীয় কর্মী-সর্মথকদের উদ্দেশে বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'ভাবছেন,কেষ্টকে জেলবন্দি রেখ...
08/09/2022

নেতাজি ইন্ডোরে দলীয় কর্মী-সর্মথকদের উদ্দেশে বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'ভাবছেন,কেষ্টকে জেলবন্দি রেখে দুটো লোকসভা আসন দখল করবেন? ও গুড়ে বালি।'

বাংলার বড় চোর😏😏 #বিজেপি
05/09/2022

বাংলার বড় চোর😏😏
#বিজেপি

03/09/2022
30/08/2022
নেতৃত্ব দেবেন নবনির্বাচিত কোতুলপুর ব্লক - সভাপতি মাননীয় তরুণ কুমার নন্দীগ্রামী 💚💚আহ্বায়ক মাননীয় বিশ্বজিৎ সেন শিহড় অঞ...
29/08/2022

নেতৃত্ব দেবেন নবনির্বাচিত কোতুলপুর ব্লক - সভাপতি মাননীয় তরুণ কুমার নন্দীগ্রামী 💚💚
আহ্বায়ক মাননীয় বিশ্বজিৎ সেন শিহড় অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি 💚💚

Good click
28/08/2022

Good click

SPEXPO 2022
28/08/2022

SPEXPO 2022

25/08/2022

Kotulpur ব্লকে নতুন সভাপতি নিযুক্ত হলেন

25/08/2022

New ব্লক সভাপতি জিন্দাবাদ

Address

Kotulpur
Bankura
722161

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jiya" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category