28/08/2022
#স্বপ্ন_দুচোখে
#সরজিৎ_ঘোষ
নীরা ফোন করে বলল,
-শেষবারের মত একটি বার দেখা করতে চাই।
বিরু হাসল।বিরুর হাসি শুনে নীরা বলল,
-কি হল হাসলে?
-এমনিই।বলো কখন দেখা করতে হবে?
-কাল বিকেলে সময় হবে!!
-কোথায়?
-কোথায় আবার,যেখানে ঘণ্টার পর ঘণ্টা কাটাতাম।
ভবতারিণী মন্দিরের পিছনে,জোড়া বটগাছের নিচে সান বাঁধানো সিঁড়িতে বসেছে নীরা।পাশে বিরু।খুব কাছে,তবু এক আলোকবর্ষ দূরত্ব।
নীরা বলল,
-এই হারটা দিয়ে আমাকে আশীর্বাদ করে গেল ওরা।ভালো হয়েছে না?
-মানিয়েছে বেশ।
-জানতাম,তোমারও পছন্দ হবে।
বিরু হাসল আবার।তারপর জিজ্ঞেস করল,
-ছেলে কেমন?
-বেশ ভালো।কেমিক্যাল ইঞ্জিনিয়ার।পুণেতে থাকে।বিয়ের পর আমাকেও পুণেতে নিয়ে চলে যাবে বলছে।তো সেই শুনে আমার মা বাবার ভীষণ মন খারাপ।
-একটা মাত্র মেয়ে তো,তাই।তোমার মন খারাপ হবে না?
-আমার কেন মন খারাপ হতে যাবে!
-ঠিকই তো।আমিই কি সব বলছি!
-কাছে থাকতেই তো পারতাম।তুমি তো আর ভালো একটা চাকরিও জোটাতে পারলে না।তাই বাড়িতে বলার সাহসটুকুও দেখাতে পারিনি।
-ভালো করেছো।দেখিয়েই বা হত কি?সাহস দেখানো সব সময় ঠিক নয়।
-জানো ওদের বাড়িতে সবাই চাকরি করে।আমার হবু বর বলছে বিয়ের পর চাকরি করতে হবে।আমি বলে দিয়েছি, আমি চাকরি করব না।
-ভালোই তো বলেছিল!
-তুমি তো আমার পছন্দ অপছন্দ গুলো জানো।আমি সংসার করতেই ভালোবাসি।আর তুমি বলছ ও নাকি ভালো বলেছিল?
বিরু খুব নরম গলায় আস্তে করে বলল,
-কেউ পেয়ে মূল্য বোঝে না।আর কেউ পেল না বলে কেঁদে মরে।
-কিছু বললে?
-না কিছু না।আমার পছন্দ অপছন্দে কার কি যায় আসে!
-আর মাত্র সাতটা দিন।তারপর সাত পাকে বাঁধা পড়ব।তোমার খারাপ লাগছে না?
-জীবনের এত গুলো পাক ঘুরে এসে এই সাত পাকটা বড় মিথ্যে মনে হয়।তবে তোমার জন্য শুভ কামনা।
-থ্যাঙ্ক ইউ।বিয়েতে আসবে তো?
-নিশ্চয়ই।বিয়ের সাজে খুব সামনে থেকে তোমাকে দেখার স্বপ্ন বহু দিন থেকেই দেখেছি।তোমার সিঁথি রঙীন হবে সেদিন।আর এমন দিনে তোমাকে না দেখে থাকতে পারব?
-একটা কথা বলব,তোমার কষ্ট হচ্ছে না?একদিন যাকে নিজের করে দেখতে চেয়েছিলে,সে যখন অন্যের হয়ে যাচ্ছে তাতে সত্যিই খারাপ লাগছে না?
-ভালোবাসার মানুষ ভালো আছে এটা দেখতে পেলে পৃথিবীর কোনো খারাপ লাগাই আমাকে খারাপ লাগাতে পারেনি।
-সত্যিই আনন্দ হচ্ছে?
-সত্যিই আনন্দ হচ্ছে।
-তার মানে তুমি আমাকে ভালোই বাসনি।অন্য কেউ হলে এতক্ষণে কেঁদে ফেলত।
-জানো নীরা এই পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর হল পুরুষ মানুষের কান্না।পুরুষের কান্না চোখে আসার আগে পুরুষ বুকে পাথর চাপাতে পারে।একবার বুকে পাথর চাপিয়ে নিলে পৃথিবীর সব দুঃখ তখন হালকা লাগে,তার ওজন মাপতে সবাই পারে না।যদি পারত পুরুষও হাউ হাউ করে কাঁদতে পারত।কথা দিলাম, তোমার বিয়েতে আমি যাব।নিজের চোখে তোমাকে বিয়ের সাজে দেখার স্বপ্নটা পূরণ করতে চাই শুধু।ভালো থেকো নীরা।পৃথিবীর সব ভালোবাসার মানুষরা ভালো থাকুক।
কলমে:সরজিৎ ঘোষ।
ভালো লাগলে নাম সহ শেয়ার করবেন।