21/10/2023
যার এই পুজোতে একটাও নতুন জামা হলো না, যে এখনও প্যান্ডামিকে হারিয়ে যাওয়া চাকরিটা খুঁজে পেলো না, যার পকেটে একটাও টাকা নেই বলে পুজোতে বন্ধুদের সাথে বেরোবে না সিদ্ধান্ত নিলো, যায় কঠিন শারীরিক অসুস্থতা তে হসপিটালে শুয়ে থাকলো, যে মিথ্যা মামলা তে ফেঁসে জেলের ভিতর থাকলো, যে দূর শহর থেকে বাড়ি ফিরতে পারলো না এইবার, যার অফিস রইলো নবমী অবধি খোলা, যার পুজোর আগে আগে বিচ্ছেদ হলো প্রিয় মানুষের সাথে, যার একসাথে ঠাকুর দেখতে বেরোনোর মতো জীবনে মানুষ নেই কোনও, যে ঢাকিয়েকে কোনও পুজো প্যান্ডেল নিয়ে গেলো না, যে পুরুতমশাই একটাও মণ্ডপে কাজ পেলো না, যে জামাকাপড়ের দোকানদারের স্টক খালি হলো না সিকিভাগও, যে ফুটপাথে সারাবছর ত্রিপল টাঙিয়ে ঘর বানিয়ে থাকা লোকগুলোকে পুজোর আগে উঠিয়ে দেওয়া হলো, যে মানুষ আরও অন্যান্য কারণে রইলো দুঃখের সাগরে ডুবে; তাদের প্রত্যেকের যেন পরের বছরের পুজোটা খুব খুব আনন্দে কাটে। তাদের ভাগের এ অন্ধকার যেন খুব শীঘ্রই আলো এসে মুছে দিয়ে যায়, মা যেন তাদের প্রত্যেকের দুঃখ বিসর্জন দেন। ততটুকু সময়ের জন্য তাদের প্রত্যেকের কাছে যেন একটা জড়িয়ে ধরার মানুষ থাকে, যে খুব চিপ্পি করে জড়িয়ে ধরে কানে কানে বলতে পারে, 'সব ঠিক হয়ে যাবে...'❤️😌
শুভ শারদীয়ার শুভেচ্ছা সকলকে🎉