কাতার ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ
ধন্যবাদ জানাই কাতার কে ❣️
বিশ্বের কাছে বাংলাদেশকে এত সুন্দর করে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ❣️❣️❣️
এবার বালিশ কান্ডকেও হার মানালো #পর্দাকান্ড!
এবার বালিশ কান্ডকেও হার মানালো #পর্দাকান্ড!
ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের একটি কাপড়ের পর্দার দাম সাড়ে ৩৭ লাখ!
আবার বালিশ কান্ড চট্টগ্রামে
বালিশের দাম ২৭০০০ টাকা, কাভারের দাম ২৮০০০ টাকা!
বালিশ কান্ড মামলার টেন্ডারদাতাকে জামিন দেননি হাইকোর্ট
বালিশ কান্ড মামলার টেন্ডারদাতাকে জামিন দেননি হাইকোর্ট
===========================================
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের বালিশ কান্ড মামলার টেন্ডারদাতা সাহাদাত হোসেনকে জামিন দেননি হাইকোর্ট। জামিন না দেওয়া নিয়ে সাংবাদিকদের জানান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ডক্টর মোহাম্মদ বশিরউল্লাহ।
রূপপুর পারমাণবিক বালিশ কান্ড
রূপপুর পারমাণবিক বালিশ কান্ড
কোন জিনিস কত টাকা দিয়ে ক্রয় এবং বিল্ডিং এ উঠানো বাবদ কত টাকা খরচ দেখানো হয়েছিলো?
হেফাজত ইসলামি নেতা মামুনুল হকের সর্বশেষ অবস্থা
আলোচিত শব্দ: মানবিক বিয়ে
২০২১ সালের আলোচিত শব্দ কী ছিল? বিদায়ী বছরে দেশবাসী অবশ্য নতুন দুটি শব্দ পেয়েছে। আর তা হলো মানবিক বিয়ে। কথাটা বলেছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি রিসোর্টে অবরুদ্ধ হলে সঙ্গে থাকা নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছিলেন তিনি, যাঁকে গোপনে বিয়ে করেছিলেন। যদিও নিজের প্রকৃত স্ত্রী–ও তা জানতেন না। এরপর তিনি ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে গোপন এই বিয়ের ব্যাখ্যা দিয়েছিলেন। আর সেই স্ট্যাটাসের শিরোনামই ছিল, ‘একটি মানবিক বিয়ের গল্প’।
ফেসবুকবাসী অবশ্য অবরুদ্ধ অবস্থায় নিজের প্রকৃত স্ত্রীকে ফোনে বলা একটি কথাকে বছরের সেরা উক্তি বলে ঘোষণাই দিয়ে রেখেছেন। মামুনুল হকের সেই উক্তিটি হচ্ছে, ‘তুমি আবার মাঝখান দিয়া অন্য কিছু মনে কইরো না।’
পাবনা পল্লী বিদ্যুৎ কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও
পাবনা পল্লী বিদ্যুৎ কর্মকর্তার ঘুষের বাণ্ডিল নেয়ার ভিডিও নিয়ে তুলকালাম ! PDB । Pabna । ঘুষকাণ্ড ।
প্রকাশ্যে টাকা নেয়ার ভিডিও ভাইরাল! ফাঁসানোর চেষ্টা, দাবি কর্মকর্তার । পাবনা পল্লী বিদ্যুৎ কর্মকর্তার ঘুষের বাণ্ডিল নেয়ার ভিডিও নিয়ে তুলকালাম ! পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ দাশুড়িয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সাজ্জাদুর রহমানকে ৫০ হাজার টাকা দেয়ার ঘটনার একটি ভিডিও নিয়ে তুলকালাম কাণ্ড শুরু হয়েছে।
#পাবনা #পল্লী_বিদ্যুৎ #কর্মকর্তা #ঘুষকাণ্ড #সাজ্জাদুর_রহমান #ভিডিও_ভাইরাল #ফেসবুক #ষড়যন্ত্র #অভিযোগ #গ্রাহক #তুলকালাম #PDB #Pabna #চাপাপড়াখবর
মেজর সিনহা হত্যাকারী ওসি প্রদীপের ফাঁসির রায় কার্যকর কবে?
আলোচিত মেজর সিনহা হত্যাকারী ওসি প্রদীপের ফাঁসির রায় কার্যকর কবে?
৩৬ বছরে কয়েক'শ কোটি টাকার সম্পদের মালিক। ১৯৮২ সালে প্রকল্পের গাড়ি চালক হিসেবে চাকরি শুরু।
৩৬ বছরে কয়েক'শ কোটি টাকার সম্পদের মালিক।
১৯৮২ সালে প্রকল্পের গাড়ি চালক হিসেবে চাকরি শুরু।
আলোচিত ৭ খুন মামলার রায়
নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুনের ঘটনার আট বছর পার হলো। উচ্চ আদালতের রায়ে নূর হোসেনসহ ১৫ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছেন আসামীপক্ষ।
নির্মম এই হত্যাকাণ্ডের দুঃসহ স্মৃতি আজো ভুলতে পারছেন না স্বজনরা। রায় দ্রুত কার্যকরের দাবি তাদের।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সেই দুঃসহ স্মৃতি এখনো ভুলতে পারেননি নিতদের স্বজন ও নারায়ণগঞ্জবাসী।
ঘটনার ৩৩ মাস পর নিহতের স্বজনদের দায়ের করা মামলায় খুনের সাথে জড়িত ওয়ার্ড কাউন্সিলর নুর হোসেন, বরখাস্ত র্যাব কর্মকর্তা তারেক সাঈদসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন জেলা
ফেনীর আলোচিত নুসরাত হত্যা মামলার আসামীদের মৃত্যুদণ্ড কার্যক্রম এখনো প্রক্রিয়াধীন....