News Bally India

News Bally India Updated Regional News
(1)

27/05/2024

রেমালে বিদ্ধস্ত হাওড়া জেলার বালি, বেলুড় একংশো। হয়েরানিতে নিত্যযাত্রীরা ।।।

24/05/2024

Mulkharka, Kalimpong near to Mankim, Sikkim

পূজারী বললেন-কেদারনাথ মন্দিরের দরজা কোনোভাবেই খুলবে না।  আবার ছয়মাস অপেক্ষা ছাড়া কোন উপায় নেইএক ভক্ত বহু কষ্টে পায়ে ...
20/05/2024

পূজারী বললেন-

কেদারনাথ মন্দিরের দরজা কোনোভাবেই খুলবে না। আবার ছয়মাস অপেক্ষা ছাড়া কোন উপায় নেই

এক ভক্ত বহু কষ্টে পায়ে হেঁটে দুর্গম পথ পাড়ি দিয়ে, প্রায় অনাহার ক্লিষ্ট শরীর ও ঈশ্বর দর্শনের আন্তরিক আনন্দ অশ্রু নিয়ে এক সন্ধ্যায় কেদারনাথ মন্দিরে পৌঁছেই দেখলেন পুরোহিত মন্দিরের পূজা শেষ করে দরজা বন্ধ করে নীচে নেমে আসতে। ভক্ত বিহ্বলদৃষ্টিতে পূজারীকে অনুরোধ করলেন কেদারনাথ দর্শনের জন্য। কিন্তু পূজারী নিয়মের বাইরে যেতে পারলেন না। ভক্তকে জানালেন, মন্দিরের দরজা কোনোভাবেই খুলবে না। ছয়মাস অপেক্ষা ছাড়া উপায় নেই, এই কথা জানিয়ে পূজারী চলে যান। নিরুপায় নির্জন শূণ্য মন্দিরের চাতাল থেকে চতুর্দিকের পর্বত বরফে ঢাকা সন্ধ্যার নিবিড়তায় ঠান্ডায় যখন কুঁকড়ে যাচ্ছে শরীর তখনও কিন্তু চোখের জলের অবিরাম ধারা মন্দাকিনীর স্রোতে ভেসে চলেছে। কখনো বরফের শ্রুভ্রতায় ধোঁয়ার মতো ভেসে চলেছে মেঘ। দশদিক নিস্তব্ধতার মাঝে শুভ্র কেদারের মন্দির ধ্যানস্থ যখন, হ্যাঁ ঠিক তখনই সুন্দর থেকে অতীব সুন্দর গেরুয়া পরিহিত সাধু ভক্তের সামনে এসে প্রশ্ন করলেন, "এই ব্যাটা তুমি কাঁদছ কেন?" ভক্ত জানালেন তাঁর মনোবাঞ্ছা। কিন্তু সাথে সাথে এও জানালেন যে, তাঁর মতো অধম পাপী মহাদেবের মন্দিরে এসেও ভগবানের দর্শন পেলেন না। নিবিড়ে কেঁদে চলা ভক্তকে সান্ত্বনা দিয়ে সেই সাধু পুরুষ বললেন, চিন্তার কিছু নেই। আগামীকাল সকালেই মন্দির খুলবে, দর্শন হয়ে যাবে। এসো আমরা আজকের রাতটা পাশা খেলে কাটিয়ে দিই। সাধু আর ভক্ত দুজনে সারারাত জেগে পাশা খেলে ভোরের দিকে ক্লান্তিতে ভক্ত সামান্য সময়ের জন্য চোখ বন্ধ করে ফেলেন। চোখ খুলে দেখেন সেই সাধু নেই। বহু খোঁজ করে ক্লান্ত ভক্ত সাধু পুরুষকে খুঁজে পেলেন না। মন্দিরের সামনে দাঁড়াতেই দেখেন সেই পূজারী মন্দির খুলছেন।

ভক্ত পূজারীকে বললেন- "আপনি যে গতকাল সন্ধ্যায় বললেন ছয়মাস পরে মন্দির খুলবে? তবে আজকেই কেন খুলছেন?" পূজারী অবাক নিস্পলক বিস্ময় নিয়ে ভক্তকে বললেন যে- তিনি ছয়মাস পরেই মন্দির খুলছেন। ভক্ত সবিস্তারে জানালেন সন্ধ্যায় সাধুর আগমন, পাশা খেলা, চোখ লেগে যাওয়া ও সাধুকে খুঁজে না পাওয়ার মতো ঘটনাকে। পূজারী মন্দিরের দরজায় দাঁড়িয়ে ডান হাত দরজা স্পর্শ করে শুধু কেঁদে চলেছেন আর বলছেন- "হে মহাদেব আমি সারাজীবন তোমার পূজা করেও দর্শন পেলাম না আর এই ভক্তের সাথে তুমি ছয়মাস পাশা খেলে কাটিয়ে দিলে?"

পূজারী আর ভক্তের ব্যাকুল ক্রন্দন ভক্তি বন্যায় আজও বোধহয় ঈশ্বরের উদ্দেশ্যে পর্বত থেকে তুষার শৃঙ্গে প্রতিধ্বনিত হয়ে চলেছে , যাঁরা যান তাঁরা আজও সেই ভক্তি ব্যাকুল ঈশ্বর দর্শনের ক্রন্দন হয়তো শুনতে পান।

এটা উল্লেখ করা প্রয়োজন যে ভক্তটি আর কেউ নন - ঠাকুর রামকৃষ্ণ দেবের অন্যতম ত্যাগী সন্তান স্বামী সুবোধানন্দজী মহারাজ বা খোকা মহারাজ।

সূত্র- স্মৃতিকথা (স্বামী সুবোধানন্দজী মহারাজ)
Collected from Facebook

17/05/2024

🚨কেদারনাথ আপডেট
Rudraprayag এর আগে লম্বা গাড়ি ও বাসের লাইন, সারিসারি হয়ে দাড়িয়ে চারদাম যাত্রীরা

17/05/2024

দ্বিতীয় দিন হরিদ্বার থেকে সোনপ্রয়াগ বাসে চড়ে, গৌরীকুন্ডে হাঁটা পথ শুরু

16/05/2024

আজ প্রথম দিন হরিদ্বারে ভারত সেবাশ্রমে খাওয়া এবং থাকার ব্যবস্থা সহ মাত্র 170rs

16/05/2024

হরিদ্দার স্টেশন থেকে সরাসরি আমরা

16/05/2024

কুম্ভ এক্সপ্রেস করে 1587km পথ অতিক্রম করে বাবার দরবার এ পৌঁছাবো বিকাল এ। রুটে টা 🗾 ম্যাপ এ দেখেনিন

কেদারনাথের যাত্রা শুরু! এবারে ভোট শিব কে! হার হার মহাদেব 🙏 Solo Travel এ বাবার কাছে, আজ হরিদ্বার Haridwar নামবো 4pm এ, য...
16/05/2024

কেদারনাথের যাত্রা শুরু! এবারে ভোট শিব কে! হার হার মহাদেব 🙏 Solo Travel এ বাবার কাছে, আজ হরিদ্বার Haridwar নামবো 4pm এ, যারা যারা যাচ্ছো ফন করো 9123399194 এ দেখা হবে

প্রার্থী প্রসূন ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জী বালিতে
12/05/2024

প্রার্থী প্রসূন ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জী বালিতে

বালিতে আজ অভিষেক ব্যানার্জী
12/05/2024

বালিতে আজ অভিষেক ব্যানার্জী

12/05/2024

কেদারনাথ মন্দির খোলার সময় ভক্তদের উপর পুষ্প বৃষ্টি হেলিকপ্টার থেকে: জয় শ্রী কেদার

বালি তোমরা রেডিতো তৃণমূলের ২nd হাই কমান্ড কে স্বাগত করতে! বালি AC Math এ দেখা হচ্ছে
11/05/2024

বালি তোমরা রেডিতো তৃণমূলের ২nd হাই কমান্ড কে স্বাগত করতে! বালি AC Math এ দেখা হচ্ছে

10/05/2024

বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি শ্রী কেদারনাথ ধামের দরজা পূর্ণ আচার-অনুষ্ঠানের সাথে খুলেছে এবং ভক্তদের দ্বারা 'হর হর মহাদেব' জপের সাথে বৈদিক জপ।

মন্দিরের দরজা খোলার সময় বাবা কেদারনাথের দর্শনের জন্য উপস্থিত মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, তাঁর স্ত্রী গীতা ধামি সহ।

09/05/2024

Belur Station Underpass Update

যার ছবি নিয়ে ভিডিও তার আপত্তি নেই, এদিকে পাড়াপড়শি ঘুম নেই। তাইনা?
07/05/2024

যার ছবি নিয়ে ভিডিও তার আপত্তি নেই, এদিকে পাড়াপড়শি ঘুম নেই। তাইনা?

🏞️ গরমের গ্যাংটক, সাথে নর্থ সিকিম ❄️❤️সাথে প্রচুর advantage, Welcome drinks, Photoshoot, Drone shoot, Reels সব আমাদের দা...
07/05/2024

🏞️ গরমের গ্যাংটক, সাথে নর্থ সিকিম ❄️
❤️সাথে প্রচুর advantage, Welcome drinks, Photoshoot, Drone shoot, Reels সব আমাদের দায়িত্ব❤️
সাথে বাচ্চাদের জন্য গিফটস
মনে হবেনা ঘুরতে গেছি অন্য জায়গায়, একদম ফ্যামিলি ফ্রেন্ডস দের মত ঘুরতে চাইলে যোগাযোগ করুন

⌛ কম সময়ে ভাবছেন কোথায় যাবো, এবং যারা 2 জন বা 3 জন আছেন, বাজেটও বেশি হয়ে যাচ্ছে। শীঘ্রই যোগাযোগ করুন।

**3 night 4 days**
Njp থেকে Njp (Car এ পিকআপ ড্রপ)
শিলিগুড়ি থেকে শিলিগুড়ি (গাড়িতে পিকআপ ড্রপ)

🔴 Rate - 5999/- per head 🔴

✅ Day 1.
Train থেকে নেমে প্রথমেই সফট ড্রিঙ্কস, Njp থেকে pick up পথে মোমো-তো আছেই and sideseen দেখতে দেখতে যাবো Gangtok, take lunch and evening enjoy in MG Marg , sei raat সেখানেই অবশ্য বাচ্চাদের জন্য নয় dominos বা পিৎজাহাট থেকে তাদের জন্য কমপ্লিমেন্ট (3-8age)

✅ Day 2.
After breakfast আমরা যাবো Lachung অবশ্যই সাইটসিন sightseeing এ water falls & view point দেখতে দেখতে বরফের দেশে পাড়ি দেবো. রাস্তায় Y! Y! Toh achei, গিয়া lunch korei ektu rest নিয়ে বিকালের দিকে একটু walk, তারপর evening স্ন্যাকস করে , রাতের একটু antaksari খেলা, গিফটস্ আছে অবশ্যই, তারপর ডিনার করে রাত্রিবাস lachung এই

✅ Day 3.
After breakfast বেরিয়ে পড়ুন Yumthang valley, (zero point optional) দেখে প্রচুর ছবি আর reels shoot এর আদর্শ জায়গা and back to hotel for lunch তারপর lachung কে বিদায় জানিয়ে ফিরে আসবো to Gangtok. জার্নির পর ওভার নাইট stay in Gangtok.

🔶 Day 4.
After breakfast check out from Gangtok and drop to Njp/Siliguri. (যদি Changu Lake বা New Baba Mandir প্ল্যান করেন এটা প্যাকেজ এর বাইরে কিন্তু সম্ভব) যদি আপনার ট্রেন রাতের দিকে হয়, আমরা চাঙ্গু করিয়ে দেবো

💙package includes💙

✅ Meal - Tea, breakfast, lunch and dinner.
✅ Standard hotel near MG Marg.
✅ Family wise room.
✅ Pick up, Drop and all Sightseeing .
✅ Share car(Bolero/sumo/max) with permit . (Boro Group হলে personal 🚗 pabeb)

💙package excluding💙

❎ zero points .
❎ Gangtok local taxi fare.
🌀Changu Sightseeing

⭕ Contact:- Stroke Traveller, Dharmatala Road, Bally, Howrah

👉 Page link -
FB:News Bally India Shrinjoy Ghosh
Instagram: Stroke Traveller

9123399194 Phone 📱 WhatsApp

06/05/2024

স্বস্তির বৃষ্টি আরম্ভ হয়েছে হাওড়াতে এখন বাড়িতে বৃষ্টি নেমেছে, সবাই এবার একটু শান্তি পাবে

🙏😭একটু পড়লে একটি প্রাণ বাঁচানোর অঙ্গীকার হয়ে উঠবেন🙏😭ক্রিকেট খেলার ইচ্ছে ছিল কিন্তু কখনো বুঝতে পারিনি যে এই তার স্বপ্ন ...
05/05/2024

🙏😭একটু পড়লে একটি প্রাণ বাঁচানোর অঙ্গীকার হয়ে উঠবেন🙏😭
ক্রিকেট খেলার ইচ্ছে ছিল কিন্তু কখনো বুঝতে পারিনি যে এই তার স্বপ্ন পূরণ হবে না, হঠাৎই ধরা পড়লো কিডনি ড্যামেজ দুটোই, পুরোপুরি ড্যামেজ হয়ে যায়, খুব অল্প বয়স আর জীবনের সাথে লড়াই শুরু হয়ে যায়। ক্রিয়েটিন লেভেল প্রচুর বেশি আর হাতে মাত্র একটা সপ্তাহ, দুবছর ধরে ডায়ালাইসিস চলছে এখন প্রতি সপ্তাহে দুটো করে হচ্ছে । আর এক সপ্তার মধ্যে যদি টাকা যোগাড় না হয় তাহলে, মায়ের দেওয়া কিডনি নেওয়া স্বপ্নটা শেষ হয়ে যাবে তার, ১২ লক্ষ টাকার লাগছে এই কিডনি পরিবর্তন এর জন্য, ঘর বাড়ি বিক্রি করে কিছুটা যোগাড় হয়েছে। সরকারি হাসপাতাল করেও তার কোনো সুবিধা না পেয়ে আরএন টেগোর হাসপাতালে ভর্তি হন তিনি, ১২ লক্ষ টাকার মধ্যে দুটি ভাতা থেকে পাঁচ লাখ টাকা মতন পায় এবং জমি এবং সবকিছু বিক্রি করে আরো পাঁচ লাখ টাকা জোয়ার হয়। এখনো প্রায় ২ থেকে ৩ লাখ টাকা প্রয়োজন, *আপনার যদি একটি সহযোগিতা হাত বাড়াতে পারেন তবে এই প্রাণটা বেঁচে উঠতে পারে*, +91 98832 18613 এই নাম্বারে ফোন করে দেখতে পারেন আর যদি মনে হয় তার ডকুমেন্টগুলো দেখে বিশ্বাস করে তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারেন। 🙏 তাহলে একটি প্রাণ বেঁচে থাকতে পারবে। Phnpe বা Googlepay 7685992006

01/05/2024

Darjeeling Himalayan Railway - History and heritage! By Ashwini Vaishnaw

27/04/2024

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে তার হেলিকপ্টারে উঠার পরে আসন নেওয়ার সময় পিছলে পড়ে গিয়েছিলেন। তিনি একটি ছোটখাটো আঘাত পেয়েছিলেন এবং তার নিরাপত্তা কর্মীরা তাকে সাহায্য করেছিলেন বলে জানা গেছে। তিনি আসানসোলে তার পরবর্তী ভ্রমণ চালিয়ে যান: ANI

উফফ! দাদা বেলুড় এ নেমে গেছি , ঘোষ পুকুরে স্নান করে আসছি, বরফের জল!।।।।।।।।।।।।।জাস্ট মজা করলাম!
24/04/2024

উফফ! দাদা বেলুড় এ নেমে গেছি , ঘোষ পুকুরে স্নান করে আসছি, বরফের জল!

















জাস্ট মজা করলাম!

স্বামী বিমলাতমানন্দজি মহারাজ এবং স্বামী দিব্যানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি নির্বাচিত হন।
24/04/2024

স্বামী বিমলাতমানন্দজি মহারাজ এবং স্বামী দিব্যানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি নির্বাচিত হন।

🚨Room Rent Available Belur🚨 বেলুড় স্টেশন ও জিটি রোড থেকে ৫মিন হেঁটে , রুম রেন্ট attached বাথরুম , রান্নাঘর, রুম সাইজ ১০...
23/04/2024

🚨Room Rent Available Belur🚨
বেলুড় স্টেশন ও জিটি রোড থেকে ৫মিন হেঁটে , রুম রেন্ট attached বাথরুম , রান্নাঘর, রুম সাইজ ১০/১৪ফুট , বাথরুম ৬/৪ফুট, রান্নাঘর ৪/৬ ফুট তাড়াতাড়ি যোগাযোগ করুন, ৯১২৩৩৯৯১৯৪, 9123399194 কোনো দালাল যোগাযোগ করবেন না যারা ডাইরেক্ট নিতে চান নম্বর গুলোতে কল করুন। ছবি দেওয়া রইলো:

5 min walk from Belur station and GT road, room rent attached bathroom, kitchen, room size 10/14 feet, bathroom 6/4 feet, kitchen 4/6 feet, contact urgently, 9123399194, 9123399194 No brokers who want to take direct numbers call Here are the pictures:

22/04/2024

আই.টি সেক্টরে গাড়ি চালানোর জন্য কমার্শিয়াল (Commercial Licence) আছে আগ্রহী ড্রাইভার আতিশ্রীঘ যোগাযোগ করুন | phn: 9163431555

Samrat pool car services.।।We r provided best sarvice , chief rate, best drivers.Contact uss - 6289325255/7686819889
21/04/2024

Samrat pool car services.।।
We r provided best sarvice , chief rate, best drivers.
Contact uss - 6289325255/7686819889

আই.টি সেক্টরে Swift Dezier  and TATA EV গাড়ি চালানোর জন্য কমার্শিয়াল (Commercial Licence) আছে আগ্রহী ড্রাইভার আতিশ্রীঘ...
20/04/2024

আই.টি সেক্টরে Swift Dezier and TATA EV গাড়ি চালানোর জন্য কমার্শিয়াল (Commercial Licence) আছে আগ্রহী ড্রাইভার আতিশ্রীঘ যোগাযোগ করুন | বালিতে গাড়ি গ্যারেজ হবে, ১২ঘণ্টা Shift, একটি গাড়ির জন্য দুজন ড্রাইভার থাকবে| সপ্তাহে ৫দিন ডিউটি থাকবে| যোগাযোগ করুন এই নাম্বারে নম্বর: ৯১৬৩৪৩১৫৫৫ , 9163431555

Find link in comments below:
18/04/2024

Find link in comments below:

17/04/2024

Address

Bally

Telephone

+919883633013

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Bally India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Bally India:

Videos

Share