14/08/2022
#আমার_একাদশ_কবিতা
#আশার_আলো
মরুর বুকে ফুঁটিতেছে ফুল, নিথর দেহ থেকে
বৃষ্টির ওই সুপ্ত সকালে সিকতা গুচ্ছ বেয়ে।
জ্ঞানের জীবনে বহিয়াছি মুই দেশ-দেশান্তরে
জানিনা তারে ধরিতে কি পাইবো, তাহার কুঁড়ে ঘরে।
নয়নে সে উঁকি দিয়া যায় হৃদয় দ্বয়ের খাঁজে
জীর্ণ চিত্ত সাজিয়া ওঠে তাহার আবেশের মাঝে।
আবেশ যেন ছাইয়াছে মোরে, তন্মাত্রের কোটরে,
দেখিতেছি মুই হাসিতেছে সে অলীকের ওই খোলোকে।
ওহে নারী ভালোবাসি মুই তোমারি নজরে, জীবনের খেলা ঘরে,
একটু শুধু ডাকিয়াই দেখো উজাড় করিব স্মৃতিকে বেয়ে।
তুমি মোর আশার আলো বক্ষদ্বয়ের জালে,
উঁকি মারিলেই দেখিতে পাইবা আমার কুঁড়ে ঘরে।।
(সিকতা= বালি, তন্মাত্র= পরিবেশ, অলীক: কল্পনা)