Sk Atiyar Rahman

Sk Atiyar Rahman Technopreneur | learner | Speaker | Tech Geek

04/12/2023
কখনো বলা হয় না 🥹
28/10/2023

কখনো বলা হয় না 🥹

ছবিটা ভালো লাগছে।
27/05/2023

ছবিটা ভালো লাগছে।

মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র ছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও  অভিনন্দন Congratulations
19/05/2023

মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র ছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
Congratulations

11/05/2023

Adda 😉

10/05/2023

Hello bondhu

10/05/2023

😮❤️

06/05/2023

The Evolution of Visual Expression : A Tale of Art and Technology. | Fabdream

05/05/2023

🪻✨

  ডি.এস.পি. আজহারউদ্দিন খান Malda District Police -এর  জন্য গর্বিত, যিনি তার জীবনের ঝুঁকি নিয়ে, নির্ভীকভাবে স্কুলে একটি...
28/04/2023

ডি.এস.পি. আজহারউদ্দিন খান Malda District Police -এর জন্য গর্বিত, যিনি তার জীবনের ঝুঁকি নিয়ে, নির্ভীকভাবে স্কুলে একটি ক্লাসের ছাত্র ছাত্রীদের বাঁচিয়েছিলেন যারা একজন সশস্ত্র ব্যক্তির দ্বারা হোস্টেজ হয়েছিল। উনি প্রমাণ করেছেন যে দায়িত্ব প্রথম আসে!

ঈদ মোবারক সবার জীবনে সুখ শান্তি বয়ে আনুক মহান আল্লাহর কাছে এটাই কামনা করি!*!
22/04/2023

ঈদ মোবারক সবার জীবনে সুখ শান্তি বয়ে আনুক মহান আল্লাহর কাছে এটাই কামনা করি!*!

ঈদ মোবারক 💙
টিম Bangla Tech Jagat এর পক্ষ থেকে আপনাদেরকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক 💙 #

হাসপাতালে স্বামীর লাশের পাশে সন্তানসহ স্ত্রীর ইফতার😢এর পরেও কিছু নেতা ফেজ টুপি মাথায় পরে ইফতার পার্টির নামে নাটক করছে,আর...
12/04/2023

হাসপাতালে স্বামীর লাশের পাশে সন্তানসহ স্ত্রীর ইফতার😢
এর পরেও কিছু নেতা ফেজ টুপি মাথায় পরে ইফতার পার্টির নামে নাটক করছে,আর আমরা তাদের নিয়ে নাচানাচি করছি!

10/04/2023

Old Dhaka old House 🏡

09/04/2023

আর লাইনে দাড়িয়ে 💡 বিল দিতে হবে না !
আরো জানতে পেজটি ফলো করুন 🙏

নিজেকে যখন কেউ খুব বড় মনে করবে=তখন বুঝে নেবেন সূর্য ডুবে যাচ্ছে !!!
08/04/2023

নিজেকে যখন কেউ খুব বড় মনে করবে=তখন বুঝে নেবেন সূর্য ডুবে যাচ্ছে !!!

07/04/2023

Nakhoda Masjid

29/03/2023

কেমন নাচ দিলাম বন্ধুরা🐸

চেলসি এফসির স্টামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে ইফতার মজলিস
29/03/2023

চেলসি এফসির স্টামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে ইফতার মজলিস

28/03/2023

What A Beautiful Sight...! 5 Planets Aligned Together Today... Beautiful And Rare... Hope You Witnessed It too

ইফতারের পর আমার অবস্থা 🥲🥱
26/03/2023

ইফতারের পর আমার অবস্থা 🥲🥱

কমদামী ফোনোর ক্যামেরায় ঠিকঠাক Zoom হচ্ছিল না, তাই এঁকে post করলাম 🙂
25/03/2023

কমদামী ফোনোর ক্যামেরায় ঠিকঠাক Zoom হচ্ছিল না, তাই এঁকে post করলাম 🙂

অর্থই মানসিক শান্তির উৎস নয়, মানসিক শান্তির খোঁজে ইসলামের ছায়াতলে আশ্রয় নিলেন এই ভাই❤️❤️❤️
23/03/2023

অর্থই মানসিক শান্তির উৎস নয়, মানসিক শান্তির খোঁজে ইসলামের ছায়াতলে আশ্রয় নিলেন এই ভাই❤️❤️❤️

পেজটি লাইক ও শেয়ার করুন 🙏
22/03/2023

পেজটি লাইক ও শেয়ার করুন 🙏

দেশের কনিষ্ঠতম আইএএস আনসার শেখ। ❤️❤️❤️বাবা অটো চালক।।সেই বাবা মাঝপথেই স্কুল ছাড়াতে চেয়েছিলেন।  কিন্তু পুত্র "আনসার শেখ"...
22/03/2023

দেশের কনিষ্ঠতম আইএএস আনসার শেখ। ❤️❤️❤️

বাবা অটো চালক।।
সেই বাবা মাঝপথেই স্কুল ছাড়াতে চেয়ে
ছিলেন। কিন্তু পুত্র "আনসার শেখ" মাত্র
২১ বছরেই আই.এ.এস. প্রথম চান্সেই।

মহারাষ্ট্রের একটি ছোট গ্রাম শেলগাঁওয়ে অত্যন্ত দরিদ্র নিপীড়িত পরিবারে জন্ম আনসার শেখের ।ইউপিএসসির জন্য তিনি যখন তৈরি হচ্ছিলেন তখনও তিনি ১২ ঘণ্টা কাজ করতেন পেট চালানোর জন্য। প্রথমবারই তিনি ৩৬১তম স্থান পেলেন। দেশের কনিষ্ঠতম আইএএস তিনি।
আইএএস নিঃসন্দেহে অনেকের কাছেই স্বপ্নের চাকরি। দিনরাত পরিশ্রম করে তবে আইএএস, আইপিএসের যোগ্যতায় পৌঁছতে হয়। আর মাত্র ২১ বছর বয়সেই সেই স্বপ্নকে ছুঁয়ে ফেলেছিলেন আনসার শেখ।মহারাষ্ট্রের এক অটো চালকের ছেলে আনসার শেখ বর্তমানে আইএএস আধিকারিক।
জীবনের নানা ওঠাপড়া দেখেছেন তিনি।

আর ছাত্রজীবনে এই আনসারকেই পড়াশোনা ছাড়িয়ে দিয়ে চেয়েছিলেন তাঁর অভিভাবকরা।
আসলে সংসারের দারিদ্রতার সঙ্গে লড়াইতে বার বার পরাজিত হচ্ছিল ওই পরিবার।
এমনকী একবার আনসারের বাবা স্কুলে গিয়ে বলে এসেছিলেন ছেলেকে পড়াশোনা ছাড়িয়ে দিতে চান তিনি।
সেই সময় শিক্ষক তাঁকে বুঝিয়ে কোনওরকমে আনসারের পড়াশোনা চালিয়ে যেতে বলেন।
বন্ধুরাও সেই সময় বলেছিল, আনসার ভালো ছেলে। ওর পড়াশোনা চালিয়ে যাওয়া দরকার।

আনসারের দাদা অবশ্য সপ্তম শ্রেণিতে পড়াশোনা ছেড়ে গ্যারেজে কাজ করা শুরু করে দেন।
তবে আনসার পড়াশোনা চালিয়ে গিয়ে দ্বাদশ শ্রেণিতে ৯১ শতাংশ নম্বর পেয়েছিলেন।

এরপর ইউপিএসসির জন্য তিনি যখন তৈরি হচ্ছিলেন তখনও তিনি ১২ ঘণ্টা কাজ করতেন পেট চালানোর জন্য।
প্রথমবারই তিনি ৩৬১তম স্থান পেয়েছিলেন। দেশের কনিষ্ঠতম আইএএস তিনি।

দেশের অনেক আইএএস-ই রয়েছেন, যাঁদের কাহিনি যে কারও কাছেই একটা প্রেরণা।
আনসারও তার ব্যতিক্রম নন।
তাঁর কথায়, ‘‘কঠোর পরিশ্রমের কোনও বিকল্প হয় না।’’ সেই পরিশ্রম করেছিলেন বলেই তার ফল পেয়েছেন আনসার।

তাঁর আইএএস হওয়ার লড়াইয়ে অনেক বন্ধুকেই পাশে পেয়েছেন আনসার।
তাঁর কথায়, ‘‘আমার বন্ধুরা মানসিক এবং আর্থিক ভাবে পাশে থেকেছে।
আমার কোচিং অ্যাকাডেমিও সাহায্য করেছে।
অনেক সময় আমার বাড়ির আর্থিক পরিস্থিতির কথা ভেবে কোনও ফি নেয়নি।’’

দারিদ্র যে কোনও বাধা নয়, সে বার্তাও দিয়েছেন আনসার। বলেছেন, ‘‘কঠোর পরিশ্রম করতে হবে। নিজের লক্ষ্যে অবিচল থাকতে হবে। তাতেই সাফল্য আসবে। এ ক্ষেত্রে পরিবারের আর্থিক অবস্থা কোনও বিষয় নয়।’’

আপনি আমাদের অনুপ্রেরণা 💖🙏

সংগৃহীত পোস্ট

Address

Bagnan
711303

Alerts

Be the first to know and let us send you an email when Sk Atiyar Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category



You may also like