AsansolExpress

AsansolExpress রাজ্য ও নিজের এলকার খবর সব সময়

04/04/2024

ইদ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে বৈঠক

03/04/2024

চিনাকুড়ি কোলিয়ারিতে ক্ষতিপূরণের দাবিতে বিজেপির ধরনা। মৃত, শ্রমিকের পাশে তৃণমূল ও সিপিআইএম
चिनाकुड़ी कोलियरी में मुआवजे की मांग को लेकर भाजपा का धरना। मृतकों, कार्यकर्ताओं के पक्ष में तृणमूल और सीपीआईएम

02/04/2024

আসানসোলে চিনাকুড়ি কয়লা খনিতে দুর্ঘটনা মৃত দুই, এলাকায় উত্তেজনা ,ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে

आसनसोल के चिनाकुडी कोयला खदान में हादसा, दो की मौत, इलाके में तनाव, पुलिस ने मौके पर पहुंचकर शव को कब्जे में लिया।

Description... চিনাকুড়ির ১ নং মাইন এর ২ নং চানক তথা কয়লাখনির এক নম্বর পিটে দুর্ঘটনা ঘটে । মঙ্গলবার ওই খনিতে ডুলির যন্ত্রাংশ মেরামতির কাজ চলছিল ঠিকা সংস্থার তত্ত্বাবধানে। সেই সময় খনির উপরে ডুলির ওঠা নামার গাডার ছিঁড়ে দুর্ঘটনা ঘটে । এই ঘটনায় একজন অস্থায়ী ঠিকা শ্রমিক খনির ভিতরে পড়ে যায়।অন‍্য আরও একজন ডুলির মধ‍্যে পড়ে যায় । একজনকে তাড়াতাড়ি উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন‍্যে পাঠানো হয়। পাশাপাশি খনির ভেতরে পড়ে যাওয়া অপর ঠিকা শ্রমিককে উদ্ধার করা হয়।যদিও দুই জনেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার জেরে কোলিয়ারির শ্রমিকেরা খনি শ্রমিক সংগঠনের নেতৃত্ব রা উপস্থিত হয়!!একই সাথে কর্মরত অবস্থায় মৃত শ্রমিকদের পরিবারদের ক্ষতি পূরণের দাবি করেন । খনি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে হবে!!
#আসানসোল #আসানসোলএক্সপ্রেসনিউজ

02/04/2024

নিয়ন্ত্রণ হারিয়ে বোল্ডার বা পাথর বোঝাই ট্রাক উল্টে চাপা পড়ে মৃত্যু হলো দুই বাইক আরোহীর ও এক পথচারীর , এলাকায় উত্তেজনা

बोल्डर से लदे एक ट्रक के नियंत्रण खोकर पलट जाने से दो बाइक सवारों और एक पैदल यात्री की मौत हो गई, इलाके में तनाव

Description ....মর্মান্তিক পথ দূর্ঘটনা পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুরে। নিয়ন্ত্রণ হারিয়ে বোল্ডার বা পাথর বোঝাই ট্রাক উল্টে চাপা পড়ে মৃত্যু হলো দুই বাইক আরোহীর। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এক সাইকেল আরোহী। মৃত দুজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স আনুমানিক ৩০ ও ৩৫ বছর। মঙ্গলবার সকাল আটটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে দূর্গাপুরের কাঁকসা থানার বিরুডিহার কাছে ১৯ নং জাতীয় সড়কে দুর্গাপুরগামী লেনে। দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছায়। পুলিশকে দেখে মার মুখি হয়ে উঠেন এলাকার বাসিন্দারা। পরে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতির সামাল দেয়। ঘটনাস্থলে পৌঁছান কাঁকসা থানার আইসি পার্থ ঘোষ। পরে কাঁকসার এসিপি ( কাঁকসা) সুমন কুমার জয়সওয়াল, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ( পূর্ব) , কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি সহ অন্য পুলিশ আধিকারিকরা আসেন। এসিপি সুমন কুমার জয়সওয়াল বলেন, ১৬ চাকার একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইকে ধাক্কা মেরে ও বাইকের উপর উল্টে যায়। ট্রাকটিতে বোল্ডার বোঝাই ছিল। একইসাথে ট্রাকের তলায় চাপা পড়েন এক সাইকেল আরোহীও। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দূর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকের তলায় চাপা পড়ে দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে। ঠিক কি কারণে এই ট্রাকটি উল্টে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় তিনটি ক্রেনের সাহায্যে ট্রাকটিকে সরানো হয়। তারপর দুটি মৃতদেহ ও আহত সাইকেল আরোহীকে উদ্ধার করা হয়। এরপর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, প্রতিদিন এই বিরুডিহা এলাকায় ট্রাফিক পুলিশ গাড়ির কাগজপত্র পরীক্ষার নামে তোলাবাজি চালায়। পুলিশের হেনস্থার মুখে পড়তে হয় বড়, ছোট গাড়ি চালক থেকে বাইক চালকদের। ট্রাফিক পুলিশের কন্সটেবলরা জাতীয় সড়কের উপরে রীতিমতো তোলাবাজি চালায় বলে অভিযোগ । অন্য একটি সুত্র থেকে জানা গেছে, বেসরকারি ফাইনান্স কোম্পানীর বাউন্সারদের অত্যাচার ক্রমেই বেড়ে চলেছে জাতীয় সড়কে। এই ঘটনা এই কারণে হয়ে থাকতে পারে বলে দাবি করা হয়েছে।
পুলিশ জানায়, মৃত দুজন ও আহত একজনের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক ও খালাসি পালিয়ে যায়।

02/04/2024

বার্নপুর স্টেশনের স্টপেজ এর দাবিতে বার্নপুর নাগরিক মঞ্চ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ

बर्नपुर नागरिक मंच ट्रेडर्स एसोसिएशन ने बर्नपुर स्टेशन पर ठहराव की मांग को लेकर रेलवे लाइन जाम कर विरोध प्रदर्शन किया।

আসানসোল লোকসভার বিজেপির প্রার্থী হিসেবে কাকে চাইছে  জনগণ?না অন্য কেউ....लोग आसनसोल लोकसभा के लिए भाजपा उम्मीदवार के रूप ...
02/04/2024

আসানসোল লোকসভার বিজেপির প্রার্থী হিসেবে কাকে চাইছে জনগণ?না অন্য কেউ....

लोग आसनसोल लोकसभा के लिए भाजपा उम्मीदवार के रूप में किसे चाहते हैं? किसी और को ....

01/04/2024

ঝড়ে ক্ষতিগ্রস্ত বহু বাড়ি মৃত পাঁচ আহত অনেকে ঘটনাস্থলে বিরোধী দলনেতা শুভেন্দু ও রাজ্যের মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস

तूफान से कई घर क्षतिग्रस्त, पांच की मौत, कई घायल, विपक्षी नेता सुभेंदु और राज्य के मुख्यमंत्री घटनास्थल पर।

সরাসরি দেখুন,,,

#জলপাইগুড়ি

01/04/2024

উত্তরবঙ্গে দুর্যোগে বিপর্যস্ত মৃত পাঁচ আহত ১৭০ জন বিস্তারিত জানতে কমেন্ট করুন

31/03/2024

NDA সরকার কফিনের শেষ পেরেক : শত্রুঘ্ন एनडीए सरकार के ताबूत में आखिरी कील: शत्रुघ्न

31/03/2024

ওনাদের রাস্তা পরিবর্তন ও জমা কাপড় পরিবর্তন করতে বেশি সময় লাগে না,আমদের কিনতে পারবে না: জাহানারা খান

उन्हें रास्ते बदलने और कपड़े बदलने में देर नहीं लगती, वो हमें खरीद नहीं सकते: जहांआरा खान

31/03/2024

অপেক্ষা করুন যেদিন প্রার্থী ঘোষণা হবে অভিষেক ব্যানার্জীর খুম উড়ে যাবে: জিতেন্দ্র

उस दिन का इंतजार करें जब उम्मीदवार की घोषणा होगी, अभिषेक बनर्जी की नींद उड़ जायेगी : जीतेंद्र

Description...আসানসোল লোকসভার রাণীগঞ্জ বড়দয় কালিবাড়িতে বিজেপি নেতা ও প্রাক্তন মেয়র তেওয়ারি পুজো দিতে এসে কর্মীদের মধ্যে দেখা গেল উচ্ছ্বাস। পুজো দেওয়ার পর সাংবাদিক দের মুখোমুখি হলে তিনি অভিষেক ব্যানার্জিকে বলেন বিজেপির কে প্রার্থী হবে না হবে তার কেন এত মাথাব্যথা আর চিন্তা করার দরকার নেই ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপি যেদিন প্রার্থী দেবে সেদিন থেকে অভিষেক ব্যানার্জীর ঘুম উড়ে যাবে। ওয়াশিং মেশিন নিয়ে কুনাল ঘোষ ও ঋতব্রত কে পাল্টা জবাব দেয় যাকে পার্টি পাত্তা দেয় না তার আবার বড় বড় কথা। অন্যদিকে আসানসোলের বাম প্রার্থী জাহানারা খানকে তার উত্তরে বলেন উনি আসানসোলে ভোট কাটতে এসেছেন উনাকে জিজ্ঞেস করুন উনি এই লোকসভায় জিতবেন তো? আর প্রার্থী যেই হোক আমাদের আমাদের প্রচার চলছে এবং কর্মীরা বুথে বুথে নিজেদের কাজ করছে আর যেদিন এই পার্টি ঘোষণা হবে সেই দিন থেকেই কর্মীরা আরো সজাগ হয়ে কাজ করবেন।

30/03/2024

তিন বছর শিশুর মুখে গীতার শ্লোক ও মন্ত্র পাঠ

तीन साल के बच्चे के मुंह से गीता के श्लोक और मंत्रों का उच्चारण

Description...পানুড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত
দাসকিয়ারি গ্রামে প্রায় তিন বছরের শিশুর মুখ দিয়ে শোনা গেল গীতার শ্লোক।শিশুটির নাম অনুরাগ মণ্ডল।
এই নয় তার সঙ্গে গায়ত্রী মন্ত্র পাঠ ও ওয়ার্ল্ডে যতগুলো দেশ আছে সেগুলো মুখস্ত।প্রশ্ন করলেই অনায়াসে তার উত্তর দিচ্ছে শিশুটি।ইন্ডিয়া বুক অফ রেকর্ডে শিশুর নাম আসায় খুশি পরিবারের সদস্যরা।কিছুদিন আগেই শিশুটিকে ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে ডাকের মধ্যামে মানপত্র পাঠানো হয়।আর এর পরেই গ্রাম জুড়ে হইচই ছুটে যায়।জানা যায় মা রিতা মণ্ডল গ্রাম পঞ্চায়েতের সাধারণ কর্মী ও বাবা কাঞ্চন মণ্ডল সিভিক ভলেন্টিয়ারে কর্মরত।ছেলের প্রতিভায় খুশি ও গর্বিত সমস্ত মণ্ডল পরিবার।

30/03/2024

কে হবে বিজেপির প্রার্থী তা নিয়ে চলছে জল্পনা, সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে প্রশ্নের উত্তর দিলেন রাজ্য বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি

बीजेपी का उम्मीदवार कौन होगा, इसे लेकर अटकलें तेज हैं, प्रदेश बीजेपी नेता जितेंद्र तिवारी ने पत्रकारों के सवालों का जवाब दिया.

30/03/2024

কারখানায় শ্রমিকের মৃত্যু ঘিরে রণক্ষেত্র ঘটনাস্থলে পুলিশ

फैक्ट्री में मजदूर की मौत से मचा हड़कंप, मौके पर पुलिस

Description.... দুর্গাপুর -পানাগড়এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় উত্তেজনার সৃষ্টি হল কাঁকসার গোপালপুর শিল্পতালুকে। শনিবার সকাল থেকে কারখানা চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হওয়ায় ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছালে। পুলিশের সাথে শুরু হয় ধাক্কাধাক্কি। খবর পেয়ে ঘটনাস্থলে সকাল আটটা নাগাদ পৌঁছায় দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ ঘড়ুই।। কাঁকসার গোপালপুরের একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার শ্রমিক তথা গোপালপুরের বাসিন্দা সুজয় বিশ্বাস (২৬) এর গতকাল রাত্রে লরির ধাক্কায় মৃত্যু হয় বলে জানিয়েছে শ্রমিকরা। কারখানার শ্রমিকরা জানিয়েছেন গতকাল রাত্রে কাজ শেষ হওয়ার পর তারা যখন বিশ্রাম নিচ্ছিলেন সেই সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সুজয়কে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা খবর পেয়ে কারখানার ভেতরে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করে। শ্রমিকদের অভিযোগ, ঘটনার সময় একটি ছোট গাড়িতে করে ওই শ্রমিকের দেহ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল কারখানা কর্তৃপক্ষ। এরপরই কারখানার ভেতরে ঢুকে ব্যাপক ভাংচুর চালানো হয়। ভাঙচুর করা হয় একটি ছোট গাড়ি ও লরিটিকে। শনিবার সকাল থেকেই ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখায় অন্যান্য শ্রমিকরা। শনিবার সকালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ গড়ুই। ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক এবং কেন মৃতের দেহ গায়েব করা হচ্ছিল সেই নিয়ে প্রশ্ন তুলে পুলিশের বিরুদ্ধে নিরাপত্তার গাফিলতির অভিযোগ তোলেন বিধায়ক। শনিবার সকালে কারখানার এক আধিকারিক ঘটনাস্থলে পৌঁছাতেই ওই অধিকারীককে ঘিরে বিক্ষোভ দেখায় শ্রমিকরা। ওই আধিকারিককে ধাক্কা মারা হয় বলে অভিযোগ। শ্রমিকরা জানিয়েছেন যতক্ষণ না মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে ততক্ষণ তারা মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাবেন। এদিন ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় বচসা ও ধাক্কাধাক্কি। যদিও কারখানার আধিকারিকরা জানিয়েছেন এই বিষয়ে তারা কারখানার কর্তৃপক্ষকে জানিয়েছেন তারা ক্ষতিপূরণে বিষয়টি বিবেচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করছে।রমিকের মৃত্যুর ঘটনায় উত্তেজনার সৃষ্টি হল কাঁকসার গোপালপুর শিল্পতালুকে। শনিবার সকাল থেকে কারখানা চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হওয়ায় ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছালে। পুলিশের সাথে শুরু হয় ধাক্কাধাক্কি। খবর পেয়ে ঘটনাস্থলে সকাল আটটা নাগাদ পৌঁছায় দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ ঘড়ুই।। কাঁকসার গোপালপুরের একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার শ্রমিক তথা গোপালপুরের বাসিন্দা সুজয় বিশ্বাস (২৬) এর গতকাল রাত্রে লরির ধাক্কায় মৃত্যু হয় বলে জানিয়েছে শ্রমিকরা। কারখানার শ্রমিকরা জানিয়েছেন গতকাল রাত্রে কাজ শেষ হওয়ার পর তারা যখন বিশ্রাম নিচ্ছিলেন সেই সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সুজয়কে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা খবর পেয়ে কারখানার ভেতরে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করে। শ্রমিকদের অভিযোগ, ঘটনার সময় একটি ছোট গাড়িতে করে ওই শ্রমিকের দেহ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল কারখানা কর্তৃপক্ষ। এরপরই কারখানার ভেতরে ঢুকে ব্যাপক ভাংচুর চালানো হয়। ভাঙচুর করা হয় একটি ছোট গাড়ি ও লরিটিকে। শনিবার সকাল থেকেই ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখায় অন্যান্য শ্রমিকরা। শনিবার সকালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ গড়ুই। ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক এবং কেন মৃতের দেহ গায়েব করা হচ্ছিল সেই নিয়ে প্রশ্ন তুলে পুলিশের বিরুদ্ধে নিরাপত্তার গাফিলতির অভিযোগ তোলেন বিধায়ক। শনিবার সকালে কারখানার এক আধিকারিক ঘটনাস্থলে পৌঁছাতেই ওই অধিকারীককে ঘিরে বিক্ষোভ দেখায় শ্রমিকরা। ওই আধিকারিককে ধাক্কা মারা হয় বলে অভিযোগ। শ্রমিকরা জানিয়েছেন যতক্ষণ না মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে ততক্ষণ তারা মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাবেন। এদিন ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় বচসা ও ধাক্কাধাক্কি। যদিও কারখানার আধিকারিকরা জানিয়েছেন এই বিষয়ে তারা কারখানার কর্তৃপক্ষকে জানিয়েছেন তারা ক্ষতিপূরণে বিষয়টি বিবেচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করছে।

#কাঁকসা

29/03/2024

বিষ্ণুপুরের লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা খাঁ এ কি বলেন ? তার পাল্টা জবাব বিজেপির

बिष्णुपुर की तृणमूल लोकसभा उम्मीदवार सुजाता खान ने क्या कहा? बीजेपी का पलटवार

#বাঁকুড়া

29/03/2024

সারা বিশ্ব জুড়ে শ্রদ্ধার সাথে পালিত হলো গুড ফ্রাইডে

गुड फ्राइडे पूरी दुनिया में श्रद्धा के साथ मनाया गई है

Description ,...পশ্চিম বর্ধমান আসানসোল
আসানসোল,,,,সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে good friday সেই মতে আসানসোলের শুক্রবার আসানসোল খ্রিস্টীয় সম্প্রদায় মানুষ যিশুখ্রিস্টের বলিদান দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা করা হয়। আসানসোল বাস স্টান্ড সংলগ্ন চার্জ থেকে শোভাযাত্রা টি বের হয়ে জি টি রোড ঘুরে পুনরায় চার্জে ফিরে আসে।

#আসানসোল #आसनसोल

28/03/2024

খালি মাঠে খেলতে হচ্ছে তো যেহেতু কোন প্রার্থী নেই তাই প্রতিপক্ষ না হলে খেলতে ভালো লাগে না: বিধান

खाली मैदान में खेलना पड़ रहा है, क्योंकि वहां कोई उम्मीदवार नहीं है, अगर कोई प्रतिद्वंद्वी नहीं है तो खेलने में अच्छा नहीं है: बिधान

Description..লোকসভার ভোট ঘোষণা হতেই রাজ্য ও দেশ জুড়ে এক ইঞ্চি জমি ছাড়তে নয় কোন রাজনীতি। আসানসোল লোকসভায় বারাবনিতে তৃণমূলের পক্ষ থেকে কর্মীদের নিয়ে ভোট সংক্রান্ত এক কর্মী সভার আয়োজন করা হয় সেই কর্মীসভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি থেকে বিধায়ক বিধান উপাধ্যায়। বিধান উপাধ্যায় সাংবাদিদের মুখোমুখি হলে তিনি বলেন খালি মাঠে খেলতে হচ্ছে তো যেহেতু কোন প্রার্থী নেই মানে প্রতিপক্ষ নেই আর প্রতিপক্ষ না হলে খেলতে ভালো লাগে না। আমরা তৈরি আমরা আশা করব তারা যত তাড়াতাড়ি পারে প্রার্থী ঘোষণা করুক। তাহলে খেলতে ভালো লাগবে।

#আসানসোল #आसनसोल #तृणमूल #তৃনমূল

28/03/2024

আসানসোলের প্রার্থী যেই হোক না কেন এখানকার মানুষ তাকে জিতিয়ে মোদীজি কে উপহার দিবেন: জিতেন্দ্র

आसनसोल से कोई भी उम्मीदवार हो, यहां की जनता उसे जिताकर मोदी जी को तोहफा देगी: जितेंद्र

Description....সালানপুর ব্লকের মুক্তাইচন্ডী ও রূপনারায়ানপুর কালি মন্দিরে পূজো দিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারী। এদিন তিনি প্রথমে রূপনারায়ানপুর কালি মন্দিরে এসে কালি মায়ের পূজোদেন।তারপর সেখান থেকে মুক্তাইচন্ডী পাহাড়ে গিয়ে পূজা অর্চনা করেন।তিনি জানান আমরা সনাতনী ধর্মের মানুষ তাই সমস্ত মন্দিরে গিয়ে পূজা করছি।বিজেপির প্রার্থীর নাম ঘোষণা নিয়ে প্রশ্ন করলে তিনি জানান আমাদের দলের প্রার্থী ঘোষণা না হলেও এখানে দলের সবাই ময়দানে রয়েছে।এবং আসানসোলের মানুষের জন্য কাজ করে চলছে।এতবড় হোলি দোলে তৃণমূল প্রার্থীর দেখা পাওয়া যায়নি।তাই বিজেপি একটা বড়দল এখানে যাকে তাকে প্রার্থী করা যায়না।দল ঠিক করে প্রার্থীর নাম ঘোষণা করবে।কিন্তু এখন সবাই বিজেপির প্রার্থী।তিনি আরো বলেন তৃণমূল যুব সমাজকে কালো পতাকা ধরাচ্ছে আর আমরা গেরুয়া।তার প্রমাণ গতকাল কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালকে কালো পতাকা দেখানো।

#आसनसोल #আসানসোল #বিজেপি

27/03/2024

এক গ্যাসের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো, রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের 19 নম্বর জাতীয় সড়কে। ঘটনা প্রসঙ্গে জানা যায় এদিন দুপুর প্রায় দুটো নাগাদ দুর্গাপুর অভিমুখ থেকে আসানসোল অভিমুখে যাওয়া গ্যাস বোঝায় ট্যাংকার অপর এক গাড়ির সঙ্গে ধাক্কা লাগায় ওভারব্রিজের ওপরেই গাড়িতে আগুন লেগে যায়। ঘাতক গাড়িটি এলাকা ছেড়ে চম্পট দিলেও ওই গ্যাস বোঝাই গাড়িটির মধ্যে মুহূর্তে আগুন ধরে যায়। এই ঘটনায় ওই গ্যাসের ট্রাঙ্কার টির মধ্যে থাকা চালক খালাসী কোনক্রমে গাড়ি থেকে নামলেও গাড়ির বিস্তীর্ণ অংশে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনার খবর পুলিশ প্রশাসনের কাছে পৌঁছানোর সাথেই পুলিশ দ্রুত দমকল বিভাগের খবর দিলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছে, আগুন নিয়ন্ত্রণে জুটেছে। বর্তমানে জাতীয় সড়কের এক প্রান্ত অবরুদ্ধ করে আগুন নেভানোর কাজ চলছে। পুলিশ প্রশাসন ও ফায়ার বিগ্রেড যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছেন। জাতীয় সড়ক দিয়ে যাওয়া অন্য সকল গাড়িকে সার্ভিস রোড দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে। স্থানীয়দের প্রাথমিক অনুমান কোন গাড়ির সঙ্গে সংঘর্ষের জেরে ওই গ্যাস বোঝায় ট্রাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে এর ফলে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় এখনো কোনো হতাহতের খবর মেলেনি। সমগ্র ঘটনার সামাল দিতে তৎপর হয়েছে পুলিশ ও ফায়ার ব্রিগেড। আগুন যাতে আরো ছড়িয়ে পড়তে না পারে তার জন্য বিশেষ পদ্ধতিতে আগুন নেভানোর কাজ শুরু করা হয়েছে।

27/03/2024

রানীগঞ্জ জাতীয় সড়ক ১৯ একটি ভারত পেট্রোলিয়াম গ্যাসের গাড়িতে আগুন ঘটনাস্থলে দুটি ইঞ্জিন ও রানীগঞ্জ থানার পুলিশ

रानीगंज राष्ट्रीय राजमार्ग 19 पर भारत पेट्रोलियम गैस की एक गाड़ी में लगी आग, दो इंजन व रानीगंज थाने की पुलिस।

#আসানসোল #आसनसोल 🔥

27/03/2024

রানীগঞ্জের শ্যাম মন্দির দর্শন করতে জিতেন্দ্র, বিজেপি কর্মীদের মধ্যে দেখা গেল উচ্ছ্বাস,তাহলে কি আসানসোল লোকসভায় সম্ভাব্য প্রার্থী জিতেন্দ্র কুমার তেওয়ারি?

रानीगंज में श्याम मंदिर में दर्शन करने आई जीतेंद्र, बीजेपी कार्यकर्ताओं में दिखा उत्साह तो क्या आसनसोल लोकसभा से संभावित उम्मीदवार हैं जितेंद्र कुमार तिवारी?

#आसनसोल #আসানসোল

26/03/2024

মমতাকে বেলাগাম আক্রমণ দিলীপের,পাল্টা আক্রমণ তৃণমূলের

दिलीप का ममता पर हमला बेलगाम, तृणमूल का पलटवार

Description...দিলীপের বেলাগাম আক্রমণ মমতাকে। সরব তৃণমূল সময় এলে মানুষ জবাব দেবে। দুর্গাপুরে প্রচারে এমনই মন্তব্য করেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ । দিলীপ ঘোষ কে প্রশ্ন করা হলে তিনি বলেন যা বলার আমি বলে দিয়েছি বিতর্ক রাস্তা করে দিয়েছি। পাল্টা আক্রমণ তৃণমূলের মন্ত্রীমলয় ঘটক জানান এই ধরনের মন্তব্য কে ধিক্কার জানাই। অন্যদিকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন আপনার মুখে যায় আসবে তাই বলে যাবেন এত সাহস কে দিয়েছে। তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে চিঠি।

25/03/2024

এক অন্য ধরনের বসন্ত উৎসব যা দেখলে অবাক হবেন

एक अलग तरह का वसंत उत्सव जो आपको आश्चर्यचकित कर देगा

Description....পশ্চিম বর্ধমান আসানসোল বানপুর
অন‍্য এক বসন্ত উৎসব আসানসোলের পৌরনিগমের অন্তর্গত ৯৮নম্বর ওয়ার্ড তথা হারামডি রাঙাপাড়া আদিবাসী অঞ্চলে। আদিবসীদের কথা অনুসারে এ হলো বসন্তের বাহাপরব। এই আদিবাসী গ্রামে দোল বা বসন্ত উৎসবে কোনো রঙের ব্যববহার হয়না। শুধু জল ব্যবহার হয়। কারন তারা প্রকৃতির উপাদানে বিশ্বাসী। বাজারজাত রঙ সবই তো ক‍েমিক‍্যাল ভাবে প্রস্তুত। তাই তারা শাল পলাশের ফুল ও প্রকৃতিদত্ত জলেই ভরসা রাখেন। তবে আজকের এই বসন্ত উৎসব তথা বাহাপরবে আদিবাসীরা তাদের পারিবারিক সম্মাণ অক্ষুন্ন রেখেই এই উৎসবে মেতে ওঠেন। মূলত যারা পারস্পরিক ইয়ার্কি ও আনন্দের সম্পর্কে অবস্থান করেন, তারাই পরস্পরকে রঞ্জিত করেন। একই সাথে এদিন আদিবাসী সমাজে নৃত‍্য গীত ও খাওয়া - দাওয়ার আয়োজন থাকে উৎসব মুখর পরিবেশে।

সকল দর্শক বন্ধুদের জানাই হ্যাপি দোল ও holi
25/03/2024

সকল দর্শক বন্ধুদের জানাই হ্যাপি দোল ও holi

25/03/2024

আসানসোলের দোল উৎসব

25/03/2024

দোল উৎসবে আবির খেলায় মেতে উঠলেন শিল্পাঞ্চলের মানুষ দোলের দিনে হরিসভা কৃষ্ণ রাধা মন্দির থেকে শোভাযাত্রা বের করে এই উৎসব পালন করে এই শোভাযাত্রা উপস্থিত ছিলেন মন্দির কমিটির সদস্য থেকে শুরু করে রানীগঞ্জ বোরো টু এর চেয়ারম্যান । এই মন্দির তিনশ বছরের পুরনো এই দোল উৎসব বরাবর পালন করে থাকেন বিগত কয়েক বছর বন্ধ ছিল বিশেষ কোনো কারণে। আজ দোল উৎসবে রাধা কৃষ্ণকে পুজো করে এই শোভাযাত্রা বার করা হয়। আগামী দিনে আরো বড় করে করবে বলে জানান।

25/03/2024
24/03/2024

Asansol News:ECL কয়লা উত্তোলনের সময় বিস্ফোরণ করায় ক্ষতিগ্রস্ত রানীগঞ্জের নারানকুড়ি গ্রামের বাড়ি ঘর পরিদর্শনে তৃণমূলের রাজ্য সম্পাদক শিবদাসন দাশু রাজ্য সম্পাদক

आसनसोल समाचार: तृणमूल के राज्य सचिव शिवदासन दाशु ने ईसीएल कोयला खनन के दौरान विस्फोट से प्रभावित रानीगंज के नारानकुड़ी गांव के घरों का दौरा किया.

Description..বৃহস্পতিবার রানীগঞ্জের খোলামুখ খনিতে কয়লা উত্তোলনের সময় বিস্ফোরণ হওয়ায় আশেপাশে গ্রামের বাড়িতে ফাটল ও ক্ষতিগ্রস্ত হয় বহু বাড়ি । যার ফলে এই এলাকার মানুষ আতঙ্কে বসবাস করছে। িসিএল কর্তৃপক্ষকে বারবার বলা সত্ত্বেও কোন কাজ হয়নি। গ্রামবাসীদের বক্তব্য আধুনিক যন্ত্রপাতি দিয়ে কয়লা উত্তোলন করুন আমাদের আপত্তি নেই। কিন্তু বিস্ফোরণ করে কয়লা উত্তোলন করা যাবে না। Ecl কর্তৃপক্ষ তা কোন কথাই শুনেন নি। যার ফলে এই ধরনের ঘটনা ঘটলো। হয় হয় বিস্ফোরণ বন্ধ করতে হবে না হলে আমাদের পুনর্বাসন দিতে হবে ecl কর্তৃপক্ষকে। নারানকুড়ি গ্রামের ক্ষতিগ্রস্ত বাড়ি দেখতে এলেন তৃণমূলের রাজ্য সম্পাদক শিবদাস দাশু ও প্রাক্তন বিধায়ক সারব অল্লি, রানীগঞ্জের গ্রামীণ ব্লক সভাপতি দেবনারায়ণ দাস, সহ-সভাপতি সনজিৎ মুখার্জী, পঞ্চায়েত সমিতির সদস্য অশোক হেলা, সুদর্শন , আসিস ও এগারার পঞ্চায়েত প্রধান। রাজ্য সম্পাদক জানান আমরা ইসি এল কর্তৃপক্ষর সঙ্গে এই নিয়ে কথা বলব যাতে এই গ্রামের কোনরকম কোন অসুবিধা না হয়। এছাড়াও ক্ষতিগ্রস্তবাড়িদের ক্ষতিপূরণ দিতে হবে এবং বিস্ফোরণ বন্ধ করতে হবে। না হলে বৃহত্তর আন্দোলনে যাব বলে জানান।

#আসানসোল #তৃণমূল

24/03/2024

রানীগঞ্জ ইসিএল এর খোলা মুখ খনিতে কয়লা উত্তোলনের সময় বিস্ফোরণ করায় নারায়ণকুরি গ্রামে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে তৃণমূল রাজ্য সম্পাদক শিবদাসন দাশু ও রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক সরাব আল্লি

तृणमूल राज्य सचिव शिवदासन दाशु और रानीगंज के पूर्व विधायक सरब अल्ली ने रानीगंज ईसीएल ओपन पिट खदान में कोयला निष्कर्षण के दौरान विस्फोट के कारण नारायणकुरी गांव में क्षतिग्रस्त घरों का दौरा किया।

24/03/2024

Asansol News:বার্নপুরে বাড়িতে চড়াও হয়ে হামলা ভোজালি আঘাতে জখম ৫, এলাকার চাঞ্চল্য ঘটনাস্থলে পুলিশ।
आसनसोल समाचार: बर्नपुर में भोजली लेकर पर हमला, 5 घायल, पुलिस मौके पर.

Description..পুরনো শত্রুতার জেরে একটি বাড়িতে ঢুকে ভোজালি নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠলো বেশ কয়েক জনের বিরুদ্ধে। ভোজালি দিয়ে হামলা চালানো হয় পরিবারের পরিবারের সদস্যের উপরে বলে অভিযোগ। এই হামলায় মোট ৫ জন জখম হয়েছেন। শনিবার সন্ধ্যায় আসানসোলের হিরাপুর থানার আসানসোল পুরনিগমের ৮৩ নম্বর ওয়ার্ডের বার্ণপুরের আজাদ নগরের এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঐ এলাকার ১০ নম্বর রোডের বাসিন্দা মহঃ আফতাবের বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে হিরাপুর থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় আসে। হামলায় আহতদের চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় তা পুলিশ নিয়ন্ত্রণ করে।জানা গেছে, এই হামলায় আফতাবের ৩ ছেলে ও ২ মেয়ে আহত হয়েছেন।আহতদের পরিবারের সদস্যরা জানান, তারা সবাই এদিন সন্ধ্যার সময় ইফতার করতে বাড়িতে ছিলেন। সেই সময় এলাকার বাসিন্দার মহঃ রফিকের ছেলে বাইরে থেকে এসে তাদের উপর হামলা চালায়। খবর পেয়ে হিরাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ব্যক্তিগত শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।হামলাকারিদের মধ্যে এক জন পালিয়ে গেলেও দুজন ধরা পড়ে যায়। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গেছে।
আরো জানা গেছে, বেশ কয়েকদিন আগে আজাদ নগরের বাসিন্দা এই দুই পরিবারের সদস্য যুবকদের মধ্যে বিবাদ হয়। সেই সময় ওয়ার্ডের কাউন্সিলরের মধ্যস্থতায় তা মিটে যায়। কিন্তু এদিন সন্ধ্যায় এই হামলায় গোটা ঘটনাটি অন্য মাত্রা নেয়। আহতরা আসানসোল জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন।
পুলিশ জানায়, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

#আসানসোল

Address

Asansol

Telephone

+919475655600

Website

https://youtube.com/@asansolexpressnews7238?si=YAAxJ_MTIvz_Q3R4

Alerts

Be the first to know and let us send you an email when AsansolExpress posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AsansolExpress:

Videos

Share

Nearby media companies


Other Media/News Companies in Asansol

Show All

You may also like