Never Give Up

Never Give Up স্বপ্নই স্বপ্নে নিয়ে যাবে.......

27/12/2023

সফলতা কখনোই সোজা পথে আসেনা,ব্যর্থতার ছাই থেকে সাফল্যের প্রাসাদ গড়তে হয়। হতাশা আর ব্যর্থতা হলো সাফল্যের প্রাসাদের দুই ম...
27/12/2023

সফলতা কখনোই সোজা পথে আসেনা,
ব্যর্থতার ছাই থেকে সাফল্যের প্রাসাদ গড়তে হয়। হতাশা আর ব্যর্থতা হলো সাফল্যের প্রাসাদের দুই মূল ভিত্তি।

পৃথিবীতে অনেক মানুষ ব্যর্থ হয়েছে শুধু হার মেনে নেয়ার দরুণ ।এমন অনেক মানুষ আছে যারা হার মেনে নেওয়ার সময়ে বুঝতেও পারেনি তারা বিজয় পতাকার কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিল।


Never give up 🔥🔥🔥
24/12/2023

Never give up 🔥🔥🔥

জীবন কারো কাছে; বিলাসিতা! আর কারো কাছে; কোনো রকম বেঁচে থাকা!🙂
23/12/2023

জীবন কারো কাছে; বিলাসিতা! আর কারো কাছে; কোনো রকম বেঁচে থাকা!🙂

 #বাস_জার্নিতে_বমি‼️💫অনেকেই বাস জার্নির সময় বমি করেন।এটা কেন হয় জানেন?🔘 হাইপোথিসিস অনুযায়ী এর জন্য দায়ী হচ্ছে আমাদের কান...
23/12/2023

#বাস_জার্নিতে_বমি‼️

💫অনেকেই বাস জার্নির সময় বমি করেন।
এটা কেন হয় জানেন?

🔘 হাইপোথিসিস অনুযায়ী এর জন্য দায়ী হচ্ছে আমাদের কান👂
▪️বাসের ঝাঁকুনিতে কানের ভিতরের ফ্লুইড নড়াচড়া করে,
যার কারণে কান ব্রেইনকে ইনফরমেশন দেয়, বডি মুভ করছে!

🔘 কিন্তু, চোখ👀 ব্রেইনকে ইনফরমেশন দেয়,না বডি স্থির আছে।

🧠🧠দুই রকম ইনফরমেশন পেয়ে ব্রেইন কনফিউজড হয়ে যায়!
আর এধরনের কন্ডিশনকে "Brain poison"হিসেবে রিড করে!
তাই poison কে বডি থেকে বের করে দেওয়ার জন্য "Vegal Stimulation"হয় যার জন্য বমি হয়!🤮
একে "মোশন সিকনেস"ও বলে।..

🔹এই হাইপোথিসিস অনুযায়ী, বাসে বসে ঘুমিয়ে গেলে আর বমি আসে না কারণ চোখ তখন ইনফরমেশন দেয় না ফলে ব্রেইনে কোনো কনফিউশন তৈরি হয় না!💁🏻‍♀️
এছাড়াও...

🔹ঘুম না আসলেও হালকাভাবে দুচোখ বন্ধ করে রাখুন। অথবা একটু তন্দ্রাচ্ছন্ন ভাব নিয়ে আসুন।🥱 উপকারে আসবে।

🔹চলন্ত অবস্থায় যানবাহনের ভেতরে দৃষ্টি নিবদ্ধ না রেখে জানালা দিয়ে বাইরে তাকান। অথবা সামনের গ্লাস দিয়ে যত দূর সামনে দৃষ্টি যায়, তাকিয়ে থাকুন, প্রকৃতি দেখুন।🛤️

🔹সামনের দিকে বা জানালার কাছে আসন নিন। জানালাটা খুলে দিন। ঠান্ডা বাতাস লাগবে শরীরে। ভালো লাগবে।🌬️❄️

🚫বই, পত্রিকা ইত্যাদি পড়তে থাকলে বমি বমি ভাব বা বমি হওয়ার আশঙ্কা বেশি।📖🗞️

🚫গাড়িতে আড়াআড়ি ভাবে বা যেদিকে গাড়ি চলছে, সেদিকে পেছন দিয়ে বসবেন না। বমি বমি ভাব বা বমি হওয়ার আশঙ্কা কমবে।

🚫যাত্রা শুরুর আগে ভরপেট খাবেন না বা জল পান করবেন না।🍛

🔹 কিছু ওষুধ আছে, যেগুলো বমি বা বমি বমিভাব বন্ধ করতে পারে, চিকিৎসকের পরামর্শমতো তা নির্দিষ্ট মাত্রায় সেবন করতে পারেন গাড়িতে ওঠার আগে।💊
গাড়িতে বসে আদা কিংবা চুইংগাম চিবালেও উপকার পাওয়া যায়।

🔹"গাড়িতে_উঠলেই_আমার_বমি_হবে"—এমন চিন্তা মনে আনবেন না। অন্য চিন্তা করুন। প্রকৃতি দেখুন।
...দেখবেন ভ্রমণেও আপনি সুস্থ আছেন।🚍

দুঃখিত জনাব, কোনও মালপত্র সঙ্গে নেওয়া যাবে না।
22/12/2023

দুঃখিত জনাব,
কোনও মালপত্র সঙ্গে নেওয়া যাবে না।

সব বাদ দিয়ে কিভাবে টাকা কামানো যায় সেটা ভাবা উচিত সবার, কারন পকেটে টাকা থাকলে মন বেশিক্ষণ খারাপ থাকে না। 🖤
22/12/2023

সব বাদ দিয়ে কিভাবে টাকা কামানো যায় সেটা ভাবা উচিত সবার,
কারন পকেটে টাকা থাকলে মন বেশিক্ষণ খারাপ থাকে না। 🖤

এই শহরে ফুলকপির চেয়ে গোলাপের দাম বেশি কেন? 😒তাহলে কি ভালোবাসার ক্ষুদা পেটের ক্ষুদার চাইতেও বেশি! 😔
22/12/2023

এই শহরে ফুলকপির চেয়ে
গোলাপের দাম বেশি কেন? 😒
তাহলে কি ভালোবাসার ক্ষুদা
পেটের ক্ষুদার চাইতেও বেশি! 😔

🔴🔴আমাদের মানবকুলের পেট  একমাত্র মাটি ছাড়া অন্যকিছু দিয়ে ভরবে না🔴🔴⛔বিবাহিত??সংসারে অশান্তি ।তালাক দিয়ে সব মিটমাট করে ফেলত...
18/12/2023

🔴🔴আমাদের মানবকুলের পেট একমাত্র মাটি ছাড়া অন্যকিছু দিয়ে ভরবে না🔴🔴

⛔বিবাহিত??
সংসারে অশান্তি ।তালাক দিয়ে সব মিটমাট করে ফেলতে ইচ্ছা করে!

অবিবাহিত??
সারাক্ষন বিয়ের ভাবনায় দিন কাটে। সঙ্গীকে পাওয়ার স্বপ্নে বিভোর !

⛔ধনী??
একটু শান্তি আর সুখের খোজঁ কোথায় পাওয়া যায়, তা ভাবতে ভাবতে বিষন্নতায় ডুবে থাকা!

গরীব??
আরও বেশি অর্থ উপার্জনের পথ খুজেঁ ফেরা!

⛔শিশু??
কবে যে বড় হব? সবাই ছোট-ছোট বলে!

প্রাপ্তবয়স্ক ??
ইশ! সেই শৈশবটাকে যদি আবার ফিরে পেতাম!

⛔সন্তানপ্রাপ্ত?
এইগুলোর যন্ত্রণায় জীবনটা শেষ হয়ে গেল।একটাও মানুষ হলো না । যাদের সন্তান নেই তারাই ভালো আছে!

নিঃসন্তান??
সৃষ্টিকর্তা পৃথিবীর যেকোনো কিছুর বিনিময়ে আমাকে সন্তান দাও!

⛔চাকুরীজীবি??
দিনভর এতো খাটুনি আর ভালো লাগে না!

বেকার??
কবে যে একটা চাকুরি হবে!

⛔সেলিব্রেটি??
মুখ লুকাতে ব্যাস্ত!

সাধারন ব্যক্তি??
সেলিব্রেটি হওয়ার স্বপ্নে বিভোর!

👉👉 এই জগতে একমাত্র মৃত্যু ছাড়া মানুষের এই অসীম ইচ্ছা,চাহিদা আর অপূর্ণতাকে দমানোর কোনো শক্তি নেই । কাজেই আসুন যে যেই অবস্থানে আছি, সৃষ্টি কর্তার উপর আনুগত্য স্বীকার করে , সেখান থেকেই নিজের মনের প্রশান্তিটা খুজেঁ নিই❤❤
©

স্মার্ট হওয়া প্রয়োজন....আপনি কিভাবে আপনার জায়গা তৈরি করেছেন সেটা কেউ দেখবেনা, মানুষ আপনার সফলতাকে দেখবে...।।
14/12/2023

স্মার্ট হওয়া প্রয়োজন....

আপনি কিভাবে আপনার জায়গা তৈরি করেছেন সেটা কেউ দেখবেনা,

মানুষ আপনার সফলতাকে দেখবে...।।

শেক্সপিয়র  বলেছিলেন , "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে  আবেগ আছে , দৈহিক আকাঙ্খা আছে । "একই কথ...
13/12/2023

শেক্সপিয়র বলেছিলেন , "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে , দৈহিক আকাঙ্খা আছে । "একই কথা বলেছেন আইরিশ কবি Oscar Wilde. "নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব । যা থাকতে পারে তা হলো আকাঙ্খা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা।"
---
হুমায়ূন আহমেদ বলেছিলেন , "ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্ত তারা অবশ্যই প্রেমে পড়বে । হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে । কিংবা খুবই দেরিতে , আর না হয় সব সময়ের জন্য । তবে প্রেমে তারা পড়বেই ।"
---
সত্যি বলতে, ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ । কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না। আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয়তো ধোঁকা দিচ্ছে ।
আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে , কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রুপ নিবেই। আর এটাই স্বাভাবিক ।......

থানকুনি একটি অমূল্য জিনিস, শরীরকে ডিটক্স বা বিষমুক্ত করতে এর জুড়ি নেই।অযত্নে-অবহেলায় দিব্যি বেড়ে ওঠে।আপনার ছাদ বা বারান্...
05/12/2023

থানকুনি একটি অমূল্য জিনিস, শরীরকে ডিটক্স বা বিষমুক্ত করতে এর জুড়ি নেই।

অযত্নে-অবহেলায় দিব্যি বেড়ে ওঠে।
আপনার ছাদ বা বারান্দা বাগানে অবশ্যই থানকুনি লাগাবেন।

"আমি যত বেশি পড়ি, যত বেশি অর্জন করি, ততই নিশ্চিত যে আমি কিছুই জানি না।"  - ভলতেয়ার অন্য ভাবে আমরা বলতে পারি ---- "আমরা...
01/12/2023

"আমি যত বেশি পড়ি, যত বেশি অর্জন করি, ততই নিশ্চিত যে আমি কিছুই জানি না।"
- ভলতেয়ার

অন্য ভাবে আমরা বলতে পারি ----
"আমরা যা জানি তা একটি বিন্দু; যা আমরা জানি না তা একটি মহাসাগর।"

🚂 ক্যারিয়ার গড়ার ট্রেন একবার মিস হতেই পারে, সাকসেস হতে চাইলে আপনাকে দ্বিতীয় ট্রেনে উঠতে হবে, হয়তো একটু কষ্ট হবে, কিন্তু ...
26/11/2023

🚂 ক্যারিয়ার গড়ার ট্রেন একবার মিস হতেই পারে, সাকসেস হতে চাইলে আপনাকে দ্বিতীয় ট্রেনে উঠতে হবে, হয়তো একটু কষ্ট হবে, কিন্তু আপনি ঠিকই গন্তব্যে পৌঁছবেন, ঠিকই সাকসেস হবে। তখন কেউ হিসেব করবে না, আপনি কতবার ফেল কারার পর পাশ করেছেন, সবাই দেখবে- আপনি একজন সফল মানুষ।

😊 ফেল করা, বা পাশ করা কোন বিষয়ই না !
এখানে মূল কথা হচ্ছে- ফেল হওয়ার বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন ! আপনার দৃষ্টিভঙ্গি কী ? ভালো ও মন্দ সব কিছুতেই মানুষ দু’রকম ভাবে, পজেটিভ ও নেগেটিভ ! আপনি আসলে কী ভাবছেন ?

🚨 ফেল হওয়ার অর্থ হলো- আপনি কিছুটা চেষ্টা করেছেন, আর যারা চেষ্টা করে, তারাই সফল হয়। এখন আপনার কাজ কী, সেটা মনোযোগ দিয়ে শুনুন-
+ প্রথমে নিজের ভুলগুলো চিহ্নিত করুন, পরেরবার এই ভুলগুলো থেকে সতর্ক থাকতে হবে।
+ আপনি কোথায় ভুল করেছেন? কেন ভুল করেছেন? খুব ভালোভাবে বুঝে নিন।
+ তাদের সাথে চ্যালেঞ্জ নিন, যারা ফেল হওয়ার কারণে আপনাকে কথা শোনায়।
+ নিজেকে উজ্জীবিত করুন, কারণ পরিশ্রম সফলতার সিঁড়ি।

🔖 পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, যারা বারবার ফেল করে- এক সময় সফল হয়েছেন। দু’এক জনের কথা বলি, আপনাকে-

🤴🏼আব্রাহাম লিঙ্কন এর নাম তো আপনি নিশ্চয় শুনেছেন, আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট। শিক্ষা জীবনে তিনি এডভোকেট হতে চেয়েছিলেন, কিন্তু পরীক্ষায় বারবার ফেল করেছেন। কংগ্রেস নির্বাচনেও পরাজিত হোন, প্রেসিডেন্ট নির্বাচনেও দুই-দুইবার পরাজিত হোন, কিন্তু তিনি কখনই হাল ছাড়েননি, তিনি তার লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করেছেন, পরে ১৮৬০ সালে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হন।

💰বিল গেটসকে কে না-চেনে, তিনি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। অনেকেই তাকে পৃথিবীর সবয়েচে ধনী ব্যক্তি হিসেবে জানেন। প্রথমবার তিনি অনেক প্ল্যানিং প্রোগ্রামিং করে ব্যবসা শুরু করেন, সেই ব্যবসায় লস খান, এরপর দ্বিতীয়বার আরো ভালো প্ল্যানিং করে আবার ব্যবসা শুরু করেন, সেই ব্যবসাতেও লস খান। এবার বলুন, দ্বিতীয়বার লস খাওয়ার পর তিনি যদি ভাবতেন, এতো প্ল্যানিং করে দুই-দুইবার ব্যবসা শুরু করেও লস খেলাম, যাহ্ আর ব্যবসাই করবো না, তাহলে কি আজকের এই ব্যক্তি হতে পারতেন ?

🧑🏻‍💻 স্টিভ জবসকে তো চেনেন! অ্যাপল কোম্পানির সি.ই.ও। তার জীবনেও অনেক ব্যর্থতা আছে, তাকে একবার অ্যাপেল থেকে বহিষ্কার করা হয়েছিলো, তার আরেকটি বিগ প্রজেক্ট নিউটন ল্যাপটপ ব্যর্থ হয়েছিল। কিন্তু তিনিও কখনই হাল ছাড়েননি, কঠোর পরিশ্রম করেছিলেন, অ্যাপেল এখন কত বড় কোম্পানি, তা তো আপনারা জানেনই।

🏅 আরও অনেক মানুষ আছে, যারা বারবার ফেল করার পর সফল হয়েছেন :

💡টমাস এডিসন: বিদ্যুতের বাল্ব যিনি আবিষ্কার করেছেন, আপনি কি জানেন, এই বাল্ব আবিষ্কার করতে গিয়ে তিনি কতবার ফেল করেছেন ? ১০ হাজার বারেরও বেশি। বারবার ব্যর্থ হয়েও হাল ছাড়েননি, ফলাফল তো দেখতেই পাচ্ছেন।

📖মার্ক টোয়েন: বিশ্ববিখ্যাত লেখক। তার প্রথম উপন্যাস প্রকাশকরা ছাপার অযোগ্য বলে রিজেক্ট করে দেয়, তারপর দ্বিতীয় উপন্যাসও একইভাবে রিজেক্ট হয়। তাহলে তিনি বিশ্ববিখ্যাত লেখক হলেন, কী করে ? তিনি কি হাল ছেড়ে দিয়েছিলেন ?

🚩মহাত্মা গান্ধী: ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা। তার প্রথম হরতাল কোন কাজে দেয়নি। এরপর তিনি অসহযোগ আন্দোলন করেন, সেখানেও ব্যর্থ হন। তিনি চেষ্টার পর চেষ্টা করেছেন, ফলাফল কী ? একদিন ভারতকে স্বাধীনতা এনে দিলেন।

🪻আমার এই কথাগুলো শুনে-
যদি আপনার কাছে কেবলই গল্প মনে হয়, যদি মনে হয়- এমনটা তো সবাই বলে, আসলে চেষ্টা করেও তাদের মতো হওয়া সম্ভব না। তাহলে বুঝে নিন, আপনার চিন্তা-ভাবনাও আরো দশটা অলস মানুষের মতো পঁচে গেছে। আর যদি আপনার কাছে মনে হয়, হ্যাঁ আসলেই সফল মানুষদের জীবন থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়া উচিৎ, তাহলে ইনশাআল্লাহ আপনার জন্যও অপেক্ষা করছে, একটি উজ্জল ভবিষ্যৎ!

🛌🏽 এখন সিদ্ধান্ত আপনার, আপনি যদি নিজেকে অপদার্থ ভাবেন, তাহলে আর চেষ্টা করার প্রয়োজন নেই। আর আপনি যদি ভাবেন- দশজন পারলে, আমি কেনো পারবো না ! সফল হওয়া পর্যন্ত চেষ্টা করেই যাবো। তাহলে ২ মাস পর আমাদের নতুন ব্যাচ শুরু হবে- তখন কোর্স রি-নিউ করে আবার নতুন করে শুরু করবেন।

🙋🏽 আপনি তো অলরেডি কিছু কিছু কাজ পারেন, আপনার জন্য আরো সহজ হবে,

 #জীবনের Success কি??এক মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া অসাধারণ একটি চিঠি :যখন জন্মালাম বাবা মা ভাবল এটা তাদের "Success"!যখ...
24/11/2023

#জীবনের Success কি??
এক মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া অসাধারণ একটি চিঠি :
যখন জন্মালাম বাবা মা ভাবল এটা তাদের "Success"!

যখন হাঁটতে শিখলাম মনে হল এটাই success!

যখন কথা বলতে শিখলাম মনে হল এটাই success!

এরপর স্কুলে গেলাম, শিখলাম first হওয়াটা বা সবার চেয়ে বেশি নম্বর পাওয়াই success!

এরপর বুঝলাম, না, আসলে মাধ্যমিকে স্টার পাওয়াটাই success!

ভুল ভাঙল, বুঝলাম উচ্চমাধ্যমিকে এই রেজাল্টটা ধরে রাখাই success!

এখানেই শেষ নয়, এরপর বুঝলাম ভালো সাবজেক্ট নিয়ে ভালো কোনো জায়গায় চান্স পাওয়াটাই success, যেটা পড়লে একটা ভালো চাকরি পাওয়া যাবে।

আরো পরে বুঝলাম যে, পড়া শেষে ভালো চাকরী পাওয়া এবং অনেক রোজগার করাটাই success।

এরপর বুঝলাম, নিজের টাকায় একটি ছোট বাড়ি করাই success।

পরে বুঝলাম, সেটাও নয়, নিজের টাকায় এরপর গাড়ি কেনাটাই আসল success!

আবার ভুল ভাঙল, এরপর দেখলাম ভাল দেখে বিয়ে করে সুখে সংসার করাটাই আসল success।

বছর ঘুরলো, দেখলাম আসলে বিয়ে করে বংশধর এনে তাকে ভালো ভাবে বড় করাটাই success, ছেলে হলে তাকে প্রতিষ্ঠিত করাটাই success, মেয়ে হলে একটা ভালো ফ‍্যামেলীর ভালো চাকুরীর ছেলের সাথে বিয়ে দেওয়াটাই success।

এরপর এলো আমার রিটায়ারমেন্ট, সারা জীবনের জমানো টাকার সঠিক investment করে utilization করতে পারাই success!

এরপর যখন সবাই মিলে একাকী কবরে রেখে মাটি চাপার প্রস্তুতি নিল, মরার একটু আগেই বুঝলাম, পৃথিবীতে success বলে কোন কিছুই স্থায়ী লক্ষ্য নেই!

পুরোটাই এগিয়ে যাওয়ার জন্য নিজের তৈরী করা একটা competition। যার মূলে আছে আকাশ ছোঁয়া আকাঙ্খা, যা কখনো পূর্ণ হবার নয়।

তখন বুঝতে পারলাম এর থেকে জীবনের প্রতিদিন বা প্রতি মূহুর্ত আনন্দের সঙ্গে সুস্থ থাকা ও অন্যের জন্য কাজ করতে পারাই success এর মূল লক্ষ্য হলে অনেক ভালো হতো!
কিন্তু এটা বুঝতে অনেক দেরী করে ফেলেছি।

জীবন কে খুঁজুন, জীবন কে বুঝুন!

নিজেকে ভালবাসুন।
অন্যদের সম্মান দিন, ভালবাসুন। বিশেষ করে যাদের ভালবাসার খুবই প্রয়োজন।

শেষ অবধি ভালবাসাপূর্ণ, আনন্দঘন আর সুস্থ একটি জীবনযাত্রা সম্পন্ন করতে পারাই ইহজীবনের তথাকথিত সফলতা!

সংগৃহীত

- সৎ হোন, সুন্দর থাকুন, " আগাছা না হয়ে, ফুল হোন"!!🌸❤️
22/11/2023

- সৎ হোন, সুন্দর থাকুন, " আগাছা না হয়ে, ফুল হোন"!!🌸❤️

যোগাযোগ না থাকলে ফেরার রাস্তা প্রকৃতির নিয়মেই বন্ধ হয়ে যায়।তা হোক রাস্তা বা সম্পর্ক।
13/11/2023

যোগাযোগ না থাকলে ফেরার রাস্তা প্রকৃতির নিয়মেই বন্ধ হয়ে যায়।
তা হোক রাস্তা বা সম্পর্ক।

শুধু মানুষ হওয়াটাই যথেষ্ট নয়,মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকাটা বেশি জরুরী...
13/11/2023

শুধু মানুষ হওয়াটাই যথেষ্ট নয়,
মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকাটা বেশি জরুরী...

কি দেখছেন? মরুভূমিতে জাহাজ পড়ে আছে?ছবিটি কাজাকিস্তানের, এক সময় এখানে বিশাল সাগর (হ্রদ) ছিলো, নাম অ্যারাল সাগর (বিশালতার ...
12/11/2023

কি দেখছেন? মরুভূমিতে জাহাজ পড়ে আছে?
ছবিটি কাজাকিস্তানের, এক সময় এখানে বিশাল সাগর (হ্রদ) ছিলো, নাম অ্যারাল সাগর (বিশালতার কারণে সাগর বলা হতো)। যার আয়তন ছিলো ৬০ হাজার বর্গ কিলোমিটার। আর এখন সেটা বিস্তৃত মরুভূমি।
আমরা যারা নিজের অবস্থান নিয়ে প্রচন্ড আত্মবিশ্বাসী এবং সেটাকে অহংকারের পর্যায়ে নিয়ে যাই তাদের জন্য এই ছবিটি উদাহরণ।
সময় যখন বদলায় সাগরও শুকিয়ে বিলীন হয়। সমাজ ব্যবস্থার সাথে এমন কিছু প্রাণি আছে যারা দেখতে স্মার্ট, সুন্দর ও ভদ্র কিন্তু অন্যের ক্ষতি করার চেষ্টায় মেতে উঠে। কখনো কখনো দল বেঁধে নামে। ধরেই নেয় তাদের বিনাশ নেই, ভেবেই নেয় কে পারবে তার বা তাদের সাথে। সমাজের উচ্চে বসে হুংকার দেয় প্রচন্ড দাম্ভিকতায়।
তাদেরও মনে রাখা প্রয়োজন যে কোনো এক দিন তাদের সময় ও ফুরিয়ে আসবে।

🔥যে বড় হওয়ার সে বড় হবেই, তাকে  #দমানোর চেষ্টা করে কোন লাভ নাই....... 🤘কোন কাজ ছোট নয় ,, লক্ষ টা থাকবে বড় থাকা দরকা.......
09/11/2023

🔥যে বড় হওয়ার সে বড় হবেই, তাকে #দমানোর চেষ্টা করে কোন লাভ নাই.......
🤘কোন কাজ ছোট নয় ,, লক্ষ টা থাকবে বড় থাকা দরকা..........
🤘বড় হওয়ার জন্য সততার সাথে কঠোর পরিশ্রম করতে হবে .......
লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলতে হবে,,, জয় তোমারই হবে কেউ পারবে না #আটকাতে.......!!

হা হা হা 🤣
24/10/2023

হা হা হা 🤣

ভালো থাকা ভালবাসা     ভালো মনে কিছু আশা,     বেদনার দুরে থাকা     সুখের-স্মৃতি ফিরে দেখা,     বোধন থেকে বরণডালা     বিজয়...
23/10/2023

ভালো থাকা ভালবাসা
ভালো মনে কিছু আশা,
বেদনার দুরে থাকা
সুখের-স্মৃতি ফিরে দেখা,
বোধন থেকে বরণডালা
বিজয়া মানে এগিয়ে চলা!!

🙏🙏শুভ বিজয়া🙏🙏

সুখের স্মৃতি রেখো মনে ,মিশে থেকো আপনজনে। মান অভিমান সকল ভুলে, আশার প্রদীপ রেখো জ্বেলে। মা আসবে এই আশা রেখে, সবাই মিলে থে...
23/10/2023

সুখের স্মৃতি রেখো মনে ,
মিশে থেকো আপনজনে।
মান অভিমান সকল ভুলে,
আশার প্রদীপ রেখো জ্বেলে।
মা আসবে এই আশা রেখে,
সবাই মিলে থেকো সুখে।।

🙏শুভ বিজয়া🙏

মোটিভেশন এর বাস্তবতা। মোটিভেটেড নয়, Disciplined হওয়ার চেষ্টা করুন।
20/10/2023

মোটিভেশন এর বাস্তবতা। মোটিভেটেড নয়, Disciplined হওয়ার চেষ্টা করুন।

বেশিরভাগ লোক তাদের সমস্যার দিকে মনোনিবেশ করে এবং তারা আরও সমস্যায় পড়ে, কারণ আপনি যা ফোকাস করেন, আপনি আপনার শক্তিকে নির...
19/10/2023

বেশিরভাগ লোক তাদের সমস্যার দিকে মনোনিবেশ করে এবং তারা আরও সমস্যায় পড়ে, কারণ আপনি যা ফোকাস করেন,
আপনি আপনার শক্তিকে নির্দেশ করছেন।
তাই আপনি যা চান তার উপর ফোকাস করুন।

Today's Best Photo ❤️❤️
19/10/2023

Today's Best Photo ❤️❤️

কঠোর পরিশ্রম  সফল জীবনের চাবিকাঠি❤
19/10/2023

কঠোর পরিশ্রম সফল জীবনের চাবিকাঠি❤

জীবন যু*দ্ধে একজন সাহসী সৈনিক!'❤
19/10/2023

জীবন যু*দ্ধে একজন সাহসী সৈনিক!'❤

ভাল জিনিস পাওয়ার জন্য সময় লাগে 🥺
18/10/2023

ভাল জিনিস পাওয়ার জন্য সময় লাগে 🥺

কোমলতা ❤️
18/10/2023

কোমলতা ❤️

আজ বিশ্ব খাদ্যশস্য দিবস। চলুন ছবিতে বিভিন্ন দেশের বাম্পার ফলনের দৃশ্য দেখি।
17/10/2023

আজ বিশ্ব খাদ্যশস্য দিবস। চলুন ছবিতে বিভিন্ন দেশের বাম্পার ফলনের দৃশ্য দেখি।

তোমার নোটস কাউকে দেবে না, খাতা ঢেকে লিখবে। টিফিনের  জন্য বাবা দামি কেক এনেছে, ওটা আবার বন্ধুদের দিয়ে দিও না। ম্যাথস স্য...
16/10/2023

তোমার নোটস কাউকে দেবে না, খাতা ঢেকে লিখবে। টিফিনের জন্য বাবা দামি কেক এনেছে, ওটা আবার বন্ধুদের দিয়ে দিও না। ম্যাথস স্যার এর নম্বর টা দিলে কেন? ও যদি তোমার থেকে বেশি পায়..... বাচ্চাগুলোকে আমরা বড়রা এমনই কতো কিছু শেখাই। ওদের ইঁদুর দৌড়ে জিততে হবে। কিন্তু সেই দৌড়ে জিতলেও ওরা ইঁদুরই থাকবে। মানুষ হবে না। আমরা ওদের ভালো মানুষ হতে শেখাই। ওরাও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো।

তিন কাপড়ে পুরুষ বিদায়,পাঁচ কাপড়ে নারী।নয় সেকেন্ডের দুনিয়াতে, কিসের বাহাদূরী।
15/10/2023

তিন কাপড়ে পুরুষ বিদায়,
পাঁচ কাপড়ে নারী।
নয় সেকেন্ডের দুনিয়াতে,
কিসের বাহাদূরী।

Address

Arambagh
712616

Telephone

+918348123044

Website

Alerts

Be the first to know and let us send you an email when Never Give Up posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Never Give Up:

Videos

Share


Other Digital creator in Arambagh

Show All

You may also like