26/11/2023
🚂 ক্যারিয়ার গড়ার ট্রেন একবার মিস হতেই পারে, সাকসেস হতে চাইলে আপনাকে দ্বিতীয় ট্রেনে উঠতে হবে, হয়তো একটু কষ্ট হবে, কিন্তু আপনি ঠিকই গন্তব্যে পৌঁছবেন, ঠিকই সাকসেস হবে। তখন কেউ হিসেব করবে না, আপনি কতবার ফেল কারার পর পাশ করেছেন, সবাই দেখবে- আপনি একজন সফল মানুষ।
😊 ফেল করা, বা পাশ করা কোন বিষয়ই না !
এখানে মূল কথা হচ্ছে- ফেল হওয়ার বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন ! আপনার দৃষ্টিভঙ্গি কী ? ভালো ও মন্দ সব কিছুতেই মানুষ দু’রকম ভাবে, পজেটিভ ও নেগেটিভ ! আপনি আসলে কী ভাবছেন ?
🚨 ফেল হওয়ার অর্থ হলো- আপনি কিছুটা চেষ্টা করেছেন, আর যারা চেষ্টা করে, তারাই সফল হয়। এখন আপনার কাজ কী, সেটা মনোযোগ দিয়ে শুনুন-
+ প্রথমে নিজের ভুলগুলো চিহ্নিত করুন, পরেরবার এই ভুলগুলো থেকে সতর্ক থাকতে হবে।
+ আপনি কোথায় ভুল করেছেন? কেন ভুল করেছেন? খুব ভালোভাবে বুঝে নিন।
+ তাদের সাথে চ্যালেঞ্জ নিন, যারা ফেল হওয়ার কারণে আপনাকে কথা শোনায়।
+ নিজেকে উজ্জীবিত করুন, কারণ পরিশ্রম সফলতার সিঁড়ি।
🔖 পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, যারা বারবার ফেল করে- এক সময় সফল হয়েছেন। দু’এক জনের কথা বলি, আপনাকে-
🤴🏼আব্রাহাম লিঙ্কন এর নাম তো আপনি নিশ্চয় শুনেছেন, আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট। শিক্ষা জীবনে তিনি এডভোকেট হতে চেয়েছিলেন, কিন্তু পরীক্ষায় বারবার ফেল করেছেন। কংগ্রেস নির্বাচনেও পরাজিত হোন, প্রেসিডেন্ট নির্বাচনেও দুই-দুইবার পরাজিত হোন, কিন্তু তিনি কখনই হাল ছাড়েননি, তিনি তার লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করেছেন, পরে ১৮৬০ সালে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হন।
💰বিল গেটসকে কে না-চেনে, তিনি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। অনেকেই তাকে পৃথিবীর সবয়েচে ধনী ব্যক্তি হিসেবে জানেন। প্রথমবার তিনি অনেক প্ল্যানিং প্রোগ্রামিং করে ব্যবসা শুরু করেন, সেই ব্যবসায় লস খান, এরপর দ্বিতীয়বার আরো ভালো প্ল্যানিং করে আবার ব্যবসা শুরু করেন, সেই ব্যবসাতেও লস খান। এবার বলুন, দ্বিতীয়বার লস খাওয়ার পর তিনি যদি ভাবতেন, এতো প্ল্যানিং করে দুই-দুইবার ব্যবসা শুরু করেও লস খেলাম, যাহ্ আর ব্যবসাই করবো না, তাহলে কি আজকের এই ব্যক্তি হতে পারতেন ?
🧑🏻💻 স্টিভ জবসকে তো চেনেন! অ্যাপল কোম্পানির সি.ই.ও। তার জীবনেও অনেক ব্যর্থতা আছে, তাকে একবার অ্যাপেল থেকে বহিষ্কার করা হয়েছিলো, তার আরেকটি বিগ প্রজেক্ট নিউটন ল্যাপটপ ব্যর্থ হয়েছিল। কিন্তু তিনিও কখনই হাল ছাড়েননি, কঠোর পরিশ্রম করেছিলেন, অ্যাপেল এখন কত বড় কোম্পানি, তা তো আপনারা জানেনই।
🏅 আরও অনেক মানুষ আছে, যারা বারবার ফেল করার পর সফল হয়েছেন :
💡টমাস এডিসন: বিদ্যুতের বাল্ব যিনি আবিষ্কার করেছেন, আপনি কি জানেন, এই বাল্ব আবিষ্কার করতে গিয়ে তিনি কতবার ফেল করেছেন ? ১০ হাজার বারেরও বেশি। বারবার ব্যর্থ হয়েও হাল ছাড়েননি, ফলাফল তো দেখতেই পাচ্ছেন।
📖মার্ক টোয়েন: বিশ্ববিখ্যাত লেখক। তার প্রথম উপন্যাস প্রকাশকরা ছাপার অযোগ্য বলে রিজেক্ট করে দেয়, তারপর দ্বিতীয় উপন্যাসও একইভাবে রিজেক্ট হয়। তাহলে তিনি বিশ্ববিখ্যাত লেখক হলেন, কী করে ? তিনি কি হাল ছেড়ে দিয়েছিলেন ?
🚩মহাত্মা গান্ধী: ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা। তার প্রথম হরতাল কোন কাজে দেয়নি। এরপর তিনি অসহযোগ আন্দোলন করেন, সেখানেও ব্যর্থ হন। তিনি চেষ্টার পর চেষ্টা করেছেন, ফলাফল কী ? একদিন ভারতকে স্বাধীনতা এনে দিলেন।
🪻আমার এই কথাগুলো শুনে-
যদি আপনার কাছে কেবলই গল্প মনে হয়, যদি মনে হয়- এমনটা তো সবাই বলে, আসলে চেষ্টা করেও তাদের মতো হওয়া সম্ভব না। তাহলে বুঝে নিন, আপনার চিন্তা-ভাবনাও আরো দশটা অলস মানুষের মতো পঁচে গেছে। আর যদি আপনার কাছে মনে হয়, হ্যাঁ আসলেই সফল মানুষদের জীবন থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়া উচিৎ, তাহলে ইনশাআল্লাহ আপনার জন্যও অপেক্ষা করছে, একটি উজ্জল ভবিষ্যৎ!
🛌🏽 এখন সিদ্ধান্ত আপনার, আপনি যদি নিজেকে অপদার্থ ভাবেন, তাহলে আর চেষ্টা করার প্রয়োজন নেই। আর আপনি যদি ভাবেন- দশজন পারলে, আমি কেনো পারবো না ! সফল হওয়া পর্যন্ত চেষ্টা করেই যাবো। তাহলে ২ মাস পর আমাদের নতুন ব্যাচ শুরু হবে- তখন কোর্স রি-নিউ করে আবার নতুন করে শুরু করবেন।
🙋🏽 আপনি তো অলরেডি কিছু কিছু কাজ পারেন, আপনার জন্য আরো সহজ হবে,