Baisakhi maity

Baisakhi  maity সুন্দর মন সুন্দর জীবনের সূচনা
(1)

17/04/2024

আজ আমাদের বিবাহিত জীবনের ১৪পূর্ণ করে ১৫তে পড়ল..

শুভ নববর্ষ সকলকে....
14/04/2024

শুভ নববর্ষ সকলকে....

11/04/2024

আগে কি সুন্দর দিন কাটাইতাম...

30/11/2023

#ধারণা

ধারণা বড়ই অদ্ভুত এক অনুভূতি যা মানুষকে বিভ্রান্ত করে। তোমার জীবনের গল্প হয়তো তুমি নিজেই জানো না, কিন্তূ মানুষের ধারণা তোমার জীবনের রচনা তৈরি করে দেবে।

 #বেয়াদপিআজকের মেয়েরা বড় বেয়াদপ।কথায় কথায় খালি মুখে মুখে চোপা। বড়দের কথা কানেই নেয় না। পাড়ার এক কাকিমা আর সব কা...
24/11/2023

#বেয়াদপি

আজকের মেয়েরা বড় বেয়াদপ।কথায় কথায় খালি মুখে মুখে চোপা। বড়দের কথা কানেই নেয় না।
পাড়ার এক কাকিমা আর সব কাকিমার সাথে আলোচনায় ব্যাস্ত।
আলোচ্য বিষয় বস্তু হলো-পাড়ার এক সরল মেয়ের দেখাশোনা (বিবাহ পর্ব এর সূচনা)...
আগের দিন থেকে প্রস্তুতি চলছে... বাড়িতে একটা বড় টী টেবিলের দরকার.. হ্যাঁ গা শুনছো...বেড কভার টাও ছিঁড়ে গেছে যে .,,মেয়ের মায়ের আওয়াজ। পরদিন সকাল থেকে চলছে তোরজোড়। এদিকে মেয়েটা মনে মনে ভাবছে..এত তাড়াতাড়ি এই বাড়িতে আমার আশ্রয় শেষ হয়ে গেল?🤔 আবার নতুন বাড়ি নতুন আশ্রয় নতুন ঠিকানা.. ভাবতে ভাবতে মা ডাক দিলেন খুকি কী করছিস নে স্নান টান করে নে তাড়াতাড়ি পাত্র পক্ষ এল বলে। স্নান করার প্রস্তুতি নিতে নিতে তখন সরল মনের মেয়েটি বলল মা এমনটা কী হতে পারতো না যে বিয়ে করে আমি তোমার কাছে রয়ে যেতাম?? কথাটা শুনে স্তব্দ হয়ে গেল মা ।চোখ যেন অজস্র অশ্রু ধারা বয়ে আনতে লাগলো। তৎক্ষণাৎ মনকে বুঝিয়ে মা করুণ সুরে বলল মারে এটাই তো বিধির বিধান এভাবেই তো সব মেয়েদের আশ্রয় পরিবর্তন করতে হয়।মেয়েরাই তো পারে সব কিছু ভুলে নতুন ঠিকানা কে আপন করে নিতে।অন্যের বংশের প্রদীপ জ্বালাতে ।তোর মতো যে আমাকেও আসতে হয়েছিল এই বাড়িতে.. তবেই না এমন সুন্দর একটি মেয়ে পেয়েছি আমি। এভাবেই চলল মা মেয়ের মনের কথা বিনিময়। তার পর যথা সময়ে পাত্রপক্ষ এল ।সব রকম ব্যাবস্থা হল বিবাহ পর্ব এর সূচনা পর্বের জন্য। এদিকে পাত্রপক্ষ বলে কথা, সব কিছু ঠিক করে বুঝে নিয়ে তবেই না পাত্রী পছন্দ করবে। তাই তারা ঠিক করল বাড়ির উঠানে পাত্রীর মুখ দেখবে। গায়ের রং কালো না সাদা যাচাই করা দরকার। তার পর মেয়েটি চালাক কিনা জানতে হবে ...তাই না....!? তার পর মেয়েটি যথা সময়ে এল সবাই বলল বস.. এবার প্রশ্ন করা শুরু হল মা তুমি পড়াশোনা কদ্দুর জান? মেয়েটি বলল M.A পাশ করেছি।তাহলে বাংলা আর ইংলিশ এ নাম ঠিকানা টা লিখে দেখাও।বোঝো ঠ্যালা...যে কিনা বলছে আমিM.Aপাশ তাকে দিতে হবে ক্লাস ওয়ান এর পরীক্ষা।তাই হল। তার পর পাত্রপক্ষ এর তরফ থেকে ‌প্রশ্ন এল ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? মেয়েটি বলল নরেন্দ্র মোদি।
না ....পুরো নাম বলো? মেয়েটি থতমত খেয়ে গেল....ভাবতে লাগলো আমার আশেপাশে আমার পরিচিত মানুষরা কিছু বলছেন না কেন??পাত্র পক্ষ বলল জান না.... নরেন্দ্র দামোদর দাস মোদী....। মেয়েটি তখন কিছু বলল না।সে চুপ করে রইলো। তার পর পাত্রপক্ষ প্রশ্ন করে বাড়ি কোথায় বলতে পারবে? মেয়েটি তখনও চুপ করে রইলো।আর তার পর পাত্রপক্ষ নিজেই উত্তরটা দিয়ে দিল.. গুজরাটে। মুখ দেখা পর্ব শেষ হতেই মেয়েটির হাতে ২০১দিয়ে বিদায় নিয়ে পাত্রপক্ষ রওনা দিল বাড়ির উদ্দেশ্যে।এরপর হয়ত মেয়েটি একটু শ্বাস নেবে...এমন সময় বাড়ির লোকের প্রশ্ন শুরু, তুই জানিস না??? মেয়েটি থতমত খেয়ে কী বলবে বুঝে উঠতে পারল না।এমন একজন কে ও পেল না যে ,,সে বলবে কেন এইসব প্রশ্নের উত্তর সে দেবে... কোন চাকরি ইন্টারভিউ তে বসেছে নাকি ? যে এই প্রশ্নের উত্তর সে দেবে।নাকি ভবিষ্যতে রাজনীতি করানোর ইচ্ছা তাদের..।সেই তো বাড়িতে নিয়ে গিয়ে ঝি চাকর দের মতো কাজ করানো, বছর না ঘুরতেই বাচ্ছা মানুষ করা , সম্পুর্ন সংসারী মানুষ গিন্নি হও এইসবের জীবন। তাহলে কেনই বা সে এতসব প্রশ্নের মুখোমুখি হবে?এই সমাজে এখনও কিছু মানুষ আছেন যারা মনে করেন মেয়েরা বোধহয় বোঝা বা দানের সামগ্ৰী। সঠিক সময়ে বিবাহ নামক বেড়াজালে বাঁধতে না পারলে আর বোধহয় সমাজে চলতে পারবে না।আরে বাবা একটা ছেলের যেমন অধিকার আছে নিজের জীবন কে নিজের মতো করে সাজানোর তেমনি একটি মেয়েরও অধিকার আছে সে যেটা করতে চায় ,যেমন ভাবে চায় জীবন যাপন করতে পারে। এতক্ষণ যে সরল মেয়ের মনের কথা বললাম সেই মেয়েটি যখন মুখ বুজে সব মেনে না নিয়ে প্রতিবাদী হয়ে উঠবে,আর সহ্য না করতে পেরে যখন তার মনের যত ক্ষোভ উখরে দেবে এমনি অপ্রিতিকর পরিস্থিতিতে। তখনই এই সরল মেয়েটি এই সমাজে হয়ে উঠবে বেয়াদপি মেয়ে। সমাজ তখন তার নামে ছড়াবে নানা অসহ্যনীয় কথা।যা শুনে হয়তো মেয়েটি ভাববে এরচেয়ে আমার মরন ভালো। কিন্তু এটা কী একমাত্র সমাধান হবে?আমি বলবো কখনই নয়। জীবন একটাই ।জীবন কোনো তুচ্ছ বস্তু নয় যে দেওয়ালে সাজিয়ে রাখলাম ধূলো পড়লো ঝেড়ে নিলাম।জন্ম যখন হয়েছে মৃত্যু ও নিশ্চিত ।তাই কোন কিছু কে আঁকড়ে , কষ্ট,পেয়ে নিজেকে শেষ না করে জীবন উপভোগ কর, কষ্ট কে ‌Don't care...মনে কর ইয়ে জিন্দেগী না মিলেগী দুবারা।
কলমে-বৈশাখী...

My five month of  baby shower....আবার  মা হওয়ার সুখ পেলাম...
25/09/2023

My five month of baby shower....আবার মা হওয়ার সুখ পেলাম...

Happy  teacher's  day...
05/09/2023

Happy teacher's day...

16/08/2023

School event,.... performance by.. Ritika and her friends

29/07/2023
15/07/2023

Ram siya ram siya ram....

07/07/2023

অর্ধাঙ্গিনী সিনেমার গান....ঋতিকার কন্ঠে...

Mon amar aknotun mostani shikhe che
28/05/2023

Mon amar aknotun mostani shikhe che

Address

Arambagh

Alerts

Be the first to know and let us send you an email when Baisakhi maity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Arambagh

Show All