03/09/2020
।।গল্প বলেই মিথ্যে।।
আজকের নিবেদন
"চ্যালেন্জ নিবিনা শালা"
(সত্যতা যাচাই করবেন না প্লিজ) 🙏🤭
সাল টা ১৯৯৭ , কলেজে পড়ি দ্বিতীয় বর্ষের ছাত্র । সেদিন কলেজ গেটের উল্টো দিকে মদন দার চায়ের দোকানে বসে গরম চায়ের ভঁরে সিগারেটের ধোঁয়া ছেড়ে ঠান্ডা করার চেষ্টা করছি আর ঠিক সেই সময় চোখে পরল, চার চাকা থেকে নামা এক জলজ্যান্ত অপ্সরার। সেদিন দুটো জিনিস বুঝেছিলাম, এক : কি করে মানুষ প্রেমে পড়ে, আর দুই: চা খেতে গিয়ে কি করে জীব পোরে। সেই মুহুর্তটা কল্পনা করলে আজও জ্বলে যায়, জীব আর বুক উভয়ই।।
পরে খোঁজ নিয়ে জানলাম মেয়েটি প্রথমবর্ষের ছাত্রী, বাবা বড় ব্যবসায়ী ও ভীষন ধনি।
রোজ দেখতাম সব সময় দেখতাম, মানে সামনে না থাকলেও যেন ভেসে উঠত তার ছবি।
একদিন সাহস করে কথা বললাম, তারপর শুরু হল আমাদের প্রেম পর্ব। ভালোই চলছিল সব, একদিন হঠাৎ ওর বাবার কানে গেল আমাদের রঙিন সিনেমার কথা। ওর বাবা দেরি না করে ভিলেনের মতো কিছু গুন্ডা পাঠিয়ে দিল কলেজে।
একটা টাটা-৪০৭ গাড়ি ভর্তি হয়ে এল গুন্ডারা, সারা কলেজে আমার খোজ চালালো তারা। আমার বন্ধু বান্ধবরা রিতিমত অতঙ্কে ছিল আর আমাকে খুঁজতে থাকল।
কিন্তু আমি তো তখন বিনোদিনীর সাথে প্রিন্সেপ ঘাটে।
বিনোদিনী জিঞ্জেস করলো, “কালিপদ, এবার কি হবে? পাপা তো সব জেনে গেছে।“
আমি তখন নদীর ঢেউ-এর তালে আকাশে ভেসে যাওয়া মেঘের দিকে তাকিয়ে বলেছিলাম, “দূরে দূরে মেঘ যাচ্ছে পুড়ে মন মেললো স্মৃতি দু'ডানায় জানি না, কি হবে তা জানি না,জানি না, কি হবে তা জানি না।“
বিনোদিনী তখন ছল্ ছল্ নয়নে আমায় জড়িয়ে ধরল আর আমি ওখন ওর কপালে একটা অল্ত ঠোঁটে চুমু খেলাম আর বললাম, “বাইকে বসো কলেজ যাব।“
ও বাইকে উঠল হাসি মাখা বদনে।।
কলেজ পৌঁছে দেখলাম আমার বন্ধুদের ধরে রেখেছে গুন্ডারা। সবাই আমাকে দেখে চিৎকার করছে,
“কালি তুই চলে যা, ভাই পালা।“
দেখলাম গুন্ডাগুলো তেরে আসছে আমাকে মারবে বলে, আমি এক পা ও পিছু হটিনি।
আমি একাই ওদের সাথে যথা সাধ্য মারপিট করলাম এক এক করে সবাইকে শুইয়ে ফেললাম।
একজনের গায়ে সাইকেল ছুরলাম, একজনকে সাইকেলের চেন দিয়ে মারলাম আর শেষে একজনকে মারলাম আমার বাইকের সাইলেন্সার পাইপ খুলে। সেই দেখে বাকিরে ভয়ে তরিহরি করে পালাতে লাগল আর আমি চিৎকার করে বললাম, “চ্যালেন্জ নিবি না শালা।“
সেদিন হঠাৎ ফেসবুকে সৃত্মিচারণ করে এই ঘটনাটি পোস্ট করলাম আর রাজ চক্রবর্তী আমার গল্প শুনে বানিয়ে ফেলল, “ চ্যালেন্জ নিবি না শালা”।আর মুখ্য চরিত্রে আমারই মতো এক দুঃসাহসী ছেলে।
-ইতি কালি
---------------
কেমন লাগল জানান।।