Daily Hadith- Post

Daily Hadith- Post নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা পৌঁছিয়ে দাও, তা যদি এক আয়াতও হয়।

10/04/2024

খেজুর খেয়ে ঈদগাহে যাওয়া- ঈদের (ঈদুল ফিতর) দিনের একটি অবহেলিত সুন্নাহ। এই সুন্নাহটি সমাজে নেই বললেই চলে। সারামাস সিয়ামে ইফতারে খেজুর’ দিয়ে করলেও ঈদের দিনের এই সুন্নাহটি অবহেলায়ই থেকে যায়। অতএব, আসুন সুন্নাহকে জীবিত করি ইন শা আল্লাহ।
لاَ يَغْدُو يَوْمَ الْفِطْرِ حَتَّى يَأْكُلَ تَمَرَاتٍ‏.‏ وَقَالَ مُرَجَّى بْنُ رَجَاءٍ حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ قَالَ حَدَّثَنِي أَنَسٌ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَيَأْكُلُهُنَّ وِتْرًا‏.‏
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ’ঈদুল ফিতরের দিন কিছু খেজুর না খেয়ে বের হতেন না। অপর বর্ণনায় আনাস (রাদিঃ) থেকে এসেছে- এবং তিনি (সাঃ) তা বিজোড় সংখ্যায় খেতেন।’ [সহীহ বুখারী, হা/ ৯৫৩]

19/06/2023

*🌙🌙সৌদি আরবে জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে । এই ভিত্তিতে 27 জুন/2023 মঙ্গলবার আরাফা দিবস এবং 28 জুন/2023 বুধবার সৌদি আরবে ঈদ।⤴️*

18/06/2023

🔻কুরবানীর আগে চুল নক কাটা নারী-পুরুষ সকলের জন্য কি হারাম?

⚫জিলহজ্জ মাস যখন প্রবেশ করলো কেউ যদি কুরবানী দিতে ইচ্ছা প্রসন করে সে যেনো তার শরীরের কোনো লোম অথবা শরীরের কোনো অঙ্গ কাটা থেকে নখ কাটা থেকে বিরত থাকে।

🔴এই বিষয় টা অনেকে মানি না অনেকে জানলে আমল করি না কারার চেষ্টা ও করি না। যেনে রাখবেন এটা ওয়াজিব

🔵এটি শুধু তাদের জন্য যারা ফ‍্যামেলির মূল গার্ডিয়ান যে কুরবানী করবে ফ‍্যামেলির সকল সদস্যের পক্ষে থেকে শুধু তার জন্য। যদি কোনো মহিলা সকল সদস্যের পক্ষে থেকে কুরবানী করে থাহলে শুধু মলিলা যদি পুরুষ সকল সদস্যের পক্ষে থেকে কুরবানী করে তাহলে পুরুষ এর থেকে বিরত থাকবে অন্য সকলের জন্য এটি নয়।

🌿Post টি 📎শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। ভালো লাগলে।

My fb 👉 Sohel Sheikh

🌿জিলহজ্জের গুরুত্বপূর্ণ দশ দিনমহান আল্লাহ্ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।আমিন🤲,আমিন সম্মা আমিন ইয়া...
18/06/2023

🌿জিলহজ্জের গুরুত্বপূর্ণ দশ দিন

মহান আল্লাহ্ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।আমিন🤲,আমিন সম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন⭐✨

18/06/2023

*প্রিয় নবী মুহাম্মাদ ﷺ বলেন:*

"আল্লাহর নিকট সবচেয়ে অপছন্দের (ঘৃণিত) শব্দ হলো, যখন কেউ কাউকে বলে যে 'আল্লাহকে ভয় কর', আর অন্যজন তার উত্তরে বলে 'নিজের কথা ভাবো'।”

*(সিলসিলা আস সহীহা:২৮০৯হা)*
*(বাইহাকি:৬০১হা)*

18/06/2023

⭕ আগামী ১৯ শে জুন রোজ সোমবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সেদিন সন্ধ্যা থেকেই যিলহজ্ব মাস শুরু হবে ইন শা আল্লাহ। অন্যথায় এর পরের দিন অর্থাৎ ২০ শে জুন রোজ মঙ্গলবার সন্ধ্যা থেকে যিলহজ্ব মাস শুরু হবে ইন শা আল্লাহ

🔸 আর যিলহজ্ব মাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত আমল হচ্ছে, যারা কুরবানী করবে তারা যিলহজ্ব মাস শুরু হওয়ার পর থেকে ধরে কুরবানী করার আগ পর্যন্ত চুল, নখ, অবাঞ্চিত পশম ইত্যাদী কোনো কিছু কাটবে না।

🔹 অর্থাৎ যিলহজ্ব মাস শুরু হওয়ার পূর্বেই [আগামী ১৯ শে জুন সোমবার সন্ধ্যা হওয়ার পূর্বেই] চুল, নখ, অবাঞ্চিত পশম ইত্যাদী কেটে ফেলতে হবে। [সুনানে নাসাঈ- ৪৩৬২]

🔸 আর আপনারা যারা কুরবানী করবেন না, তারাও চাইলে এই সুন্নত আমলটি করতে পারবেন ইন শা আল্লাহ। এতে করে আল্লাহ চান তো আপনারাও সুন্নত আদায়ের সওয়াব লাভ করবেন ইন শা আল্লাহ।

🔲 যিলহজ্ব মাসের আরো কিছু গুরুত্বপূর্ণ সুন্নত আমল হচ্ছে, ১ থেকে ৯ ই যিলহজ্ব তারিখ পর্যন্ত নফল রোজা রাখা। বিশেষ করে ৯ ই যিলহজ্ব অর্থাৎ ঈদের পূর্বের দিন আরাফার রোজার নিয়তে রোজা রাখা। এই রোজাটির বরকতে আল্লাহ তা'য়ালা পূর্বের ১ বছর এবং পরের ১ বছরের গুনাহসমূহ মাফ করে দিবেন [মুসলিম- ২৬৩৬]

⭕ তাই সাধ্য মোতাবেক নফল রোজাগুলো রাখার পাশাপাশি অবশ্যই অবশ্যই ৯ ই যিলহজ্ব তথা আরাফার রোজাটি রাখার চেষ্টা করবেন ইন শা আল্লাহ 💞✅

11/06/2023

ফেরেশতারা হাউজে কাউসার থেকে তাড়িয়ে দিবেন



Daily Hadith- Post

চেহারায় আঘাত করা থেকে বিরত থাকুন!Follow this page👉  Daily Hadith- Post
15/02/2023

চেহারায় আঘাত করা থেকে বিরত থাকুন!

Follow this page👉 Daily Hadith- Post

17/01/2023

মিথ্যাবাদীদের ওপর
আল্লাহর লা’নত নেমে আসে!💔

[ সূরাঃ আলে-ইমরান:৬১ ]

◆ অতঃপর তোমার নিকট জ্ঞান আসার পর যে তোমার সাথে এ বিষয়ে ঝগড়া করে, তবে তুমি তাকে বল, ‘এস আমরা ডেকে নেই আমাদের সন্তানদেরকে ও তোমাদের সন্তানদেরকে। আর আমাদের নারীদেরকে ও তোমাদের নারীদেরকে এবং আমাদের নিজদেরকে ও তোমাদের নিজদেরকে, তারপর আমরা বিনীত প্রার্থনা করি, ‘মিথ্যাবাদীদের উপর আল্লাহর লা’নত করি’।

🔷মূলত: লা'নত অৰ্থ আল্লাহর রহমত থেকে দূরে সরে পড়া।
[ সূরাঃ আলে-ইমরান:৩:৬১ ]

17/01/2023

Follow this Page Daily Hadith- Post
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা পৌঁছিয়ে দাও, তা যদি এক আয়াতও হয়।

অনেক ইসলামিক পোস্ট পেতে পেজকে লাইক ফলো করুন?👇

ইসলাম প্রচার এবং প্রসারই আমাদের মূল লক্ষ্য।

https://www.facebook.com/profile.php?id=100089238439229&mibextid=ZbWKwL

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা পৌঁছিয়ে দাও, তা যদি এক আয়াতও হয়।

Follow this page Daily Hadith- Post
17/01/2023

Follow this page Daily Hadith- Post

মানুষের জন্য নিজেকে পরিবর্তন করবেন না, নিজেকে পরিবর্তন করুন একমাত্র আল্লাহর জন্য।♥
17/01/2023

মানুষের জন্য নিজেকে পরিবর্তন করবেন না, নিজেকে পরিবর্তন করুন একমাত্র আল্লাহর জন্য।♥

Address

Amtala
Amtala
742121

Telephone

+917719280001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Hadith- Post posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Hadith- Post:

Videos

Share



You may also like