24p News বাংলা

24p News বাংলা Social media

20/03/2024

আজ একটি প্ৰেছ বিবৃতিতে কামতাপুর প্রগ্রেসিভ পার্টি (কে পি পি) র কেন্দ্রীয় প্ৰচার সম্পাদক সন্তোষ কুমার বৰ্মন জানান যে কে পি পির আলিপুরদুয়ার জেলা কমিটির ডাকে আলিপুরদুয়ার শহরে CAA ও কেন্দ্রীয় প্ৰতারনার বিরুদ্ধে একটা প্ৰতিবাদ মিছিল করা হয়। এদিনের প্ৰতিবাদী মিছিলত কে পি পির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, কেন্দ্রীয় কমিটির সদস্য পুলিন চন্দ্র রায়, চিত্ত মোহন রায় আদি উপস্থিতি থাকেন। এদিনের প্ৰতিবাদী মিছিলত আলিপুরদুয়ার জেলার দুই শতাধিক কৰ্মী সমৰ্থক উপস্থিত থাকে। প্ৰতিবাদী মিছিলত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে আলিপুরদুয়ার শহর উত্তাল করে তোলেন কে পি পির কৰ্মী সমৰ্থক গণে।

17/03/2024

কে পি পির চান্দামারী অঞ্চল কমিটির ডাকে আজ কোচবিহার জেলার চান্দামারী অঞ্চলের বৈরাতী হাটত কেন্দ্রীয় সরকারের জন বিরোধী আইন CAAর প্ৰতিবাদে একটি মিছিল করা হয় বলে জানান কামতাপুর প্রগ্রেসিভ পাৰ্টির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সন্তোষ কুমার বৰ্মন। আজকের মিছিলে কে পি পির চান্দামারী অঞ্চলের প্ৰায় দুই শতাধিক কৰ্মী সমৰ্থক উপস্থিতি ছিলেন বলে জানান সন্তোষ কুমার বৰ্মন। এদিনের মিছিলে CAA@-র বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিন কে পি পির কৰ্মী সমৰ্থক রা :

আজ কামতাপুর প্ৰগ্ৰেসিভ পাৰ্টি (কে পি পি) র কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্ৰমানিকের গড় খ...
06/03/2024

আজ কামতাপুর প্ৰগ্ৰেসিভ পাৰ্টি (কে পি পি) র কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্ৰমানিকের গড় খ্যাত ভেটাগুড়িতে একটি দুই ঘণ্টার অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হয় বলে জানায় কে পি পির কেন্দ্রীয় প্ৰচার সম্পাদক সন্তোষ কুমার বৰ্মন। এদিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে কে পি পির প্ৰায় পাঁচ শতাধিক কৰ্মী সমৰ্থক উপস্থিতি ছিলেন বলে জানান কে পি পির নেতৃত্ব। কে পি পির অবস্থান বিক্ষোভ ঘিরে ভেটাগুড়িতে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। কে পি পির পক্ষে অভিযোগ করে যে বি জে পি সমৰ্থিত কিছু দুষ্কৃতী ভয়-ভাবুকি দেখি বিক্ষোভ কর্মসূচিকে ছত্রভঙ্গ দেওয়ার চেষ্টা করে। আজকের অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিতি ছিলেন কে পি পির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়। কি বলেন কে পি পির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় দেখে নিন বিস্তারিত।

কামতাপুর প্রগ্রেসিভ পার্টির পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনীরামপুর ২ নং অঞ্চল কমিটি গঠিত হলো।সভাপতি পুষ্...
24/12/2023

কামতাপুর প্রগ্রেসিভ পার্টির পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনীরামপুর ২ নং অঞ্চল কমিটি গঠিত হলো।
সভাপতি পুষ্পনাথ রায়
সম্পাদক নারায়ণ রায়
কেশিয়ার অপু রায়।
উপস্থিত ছিলেন কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির কেন্দ্র কমিটি সদস্য পুলিনচন্দ্র রায় চিত্র মোহন রায় আলিপুরদুয়ার জেলা কমিটির সভাপতি ধীরেন্দ্রনাথ রায় ফালাকাটা ব্লক সভাপতি কমলেশ বর্মন প্রমূখ।
মিটিং এর সিদ্ধান্ত হয় কামতা পুরী ভাষা অষ্টম তপশিলিতে স্বীকৃতি আরো কামতাপুর রাজ্য গঠনের জন্য জোরদার আন্দোলনে নামা হবে।

লোকসভা ভোটের আগে সংগঠনকে মজবুত করতে মাঠে নেমেছে কামতাপুর প্রগ্রেসিভ পাৰ্টি (KPP) । আজ একটি প্ৰেছ বিবৃতিতে কামতাপুর প্রগ্...
15/12/2023

লোকসভা ভোটের আগে সংগঠনকে মজবুত করতে মাঠে নেমেছে কামতাপুর প্রগ্রেসিভ পাৰ্টি (KPP) । আজ একটি প্ৰেছ বিবৃতিতে কামতাপুর প্রগ্রেসিভ পাৰ্টির কেন্দ্রীয় কমিটির প্ৰচার সম্পাদক সন্তোষ কুমার বৰ্মন জনান যে ইউনাইটেড ফ্রন্ট ফর সেপারেট ষ্টেটের ৭ জানুয়ারির শিলিগুড়ির জনসভা ও ২৮ জানুয়ারি কোচবিহারের জনসভাকে সফল করার উদ্দেশ্যে কোচবিহারের মাঘপালা এ পি স্কুলের খেলার মাঠে জেলা কমিটির বিশেষ দরবার করার কথা জানান। এদিনের উপস্থিত ছিলেন কে পি পির কোচবিহার জেলা কমিটির সভাপতি তবারক মিঞা, সম্পাদক বিপুল দাস, সহ-সভাপতি মিন্টু রায় সহ কোচবিহারের বিভিন্ন ব্লক ও অঞ্চল নেতৃত্ব। কোচবিহার জেলায় কে পি পিকে শক্তিশালী করার জন্যে জেলার প্ৰত্যেকটি ব্লক কমিটিকে নির্দেশ দেয়ার কথা জানান কে পি পি নেতা সন্তোষ কুমার বৰ্মন।

 #কামতাপুর প্রগ্রেসিভ পাটি (কেপিপি) মাঘপালা বুধ কমিটি
10/10/2023

#কামতাপুর প্রগ্রেসিভ পাটি (কেপিপি) মাঘপালা বুধ কমিটি

আজ একটি প্ৰেছ বিবৃতিতে কামতাপুর প্ৰগ্ৰেসিভ (KPP) কেন্দ্রীয় কমিটির প্ৰচার সম্পাদক সন্তোষ কুমার বৰ্মন জনান যে জায়গায়ে গো...
20/09/2023

আজ একটি প্ৰেছ বিবৃতিতে কামতাপুর প্ৰগ্ৰেসিভ (KPP) কেন্দ্রীয় কমিটির প্ৰচার সম্পাদক সন্তোষ কুমার বৰ্মন জনান যে জায়গায়ে গোৰ্খা ভবনে সারা উত্তরবঙ্গে ১২ সংগঠনের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে কামতাপুর প্ৰগেসিভ পাৰ্টি ( কে পি পি)র উপস্থিত ছিলেন সভাপতি অধীর চন্দ্র রায়, সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, উপ সভাপতি বুধবারু রায়, প্ৰচার সম্পাদক সন্তোষ কুমার বৰ্মন, গোৰ্খা জনমুক্তি মৰ্চাৰ সভাপতি বিমল গুরুং, মুখ পাত্র দ্বিপেন্দ্ৰ নিৰোলা, গ্ৰেটার কোচবিহার পিপুলচ এছোছিয়েচনৰ সভাপতি অমল দাস, সাধারণ সম্পাদক বাদল চন্দ্র হিসীবীয়া, জয় বীরসা মুণ্ডার সভাপতি কিশোর কুজুর ভূমিপুত্র ইউনাইটেড পাৰ্টির মোঃ সারোয়াডী, নৰ্থ ST/SC/OBC- Movement Committee র সভাপতি বাবুলু সোরেন, কামতাপুর পিপুলচ পাৰ্টি ইউনাইটেডর সভাপতি নিখিল কুমার রায়, আদিবাসী পিপুলচ পাৰ্টির কিরণ কালিন্দি, নৰ্থ বেঙ্গল পিপুলচ পাৰ্টির অনিমেষ চক্ৰবৰ্তী, নৰ্থ নাগরিক মঞ্চে সজল চক্ৰবৰ্তীসহ সৰ্বমুঠ ১২ সংগঠন সংগঠনের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন আজকের বৈঠকে। আজকের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কামতাপুর প্ৰগেসিভ পাৰ্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় বলেন যে আগামী কয় এক দিনের মধ্যে শিলিগুড়িতে বৈঠক করে আমাদের সংযুক্ত ফ্ৰান্টের আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে পৃথক রাজ্যের দাবিতে সারা জু রে বৃহত্তর গণ আন্দোলনের ডাক দেয়া হবে।
Byte:- উত্তম কুমার রায়
সাধারণ সম্পাদক, কামতাপুর প্ৰগেসিভ পাৰ্টি (KPP).

পৃথক রাজ্যের দাবিতে ঐক্যবদ্ধ হলো উত্তরবঙ্গের  একাধিক  গোৰ্খা, কামতাপুরি ও আদিবাসী সংগঠন, এই কথা জানান কামতাপুর প্ৰগ্ৰেসি...
13/08/2023

পৃথক রাজ্যের দাবিতে ঐক্যবদ্ধ হলো উত্তরবঙ্গের একাধিক গোৰ্খা, কামতাপুরি ও আদিবাসী সংগঠন, এই কথা জানান কামতাপুর প্ৰগ্ৰেসিভ পাৰ্টি (কে পি পি) র কেন্দ্রীয় প্ৰচার সম্পাদক সন্তোষ কুমার বৰ্মন। কে পি পির প্ৰচার সম্পাদক সন্তোষ কুমার বৰ্মন জানান যে আজ বেলা ১২ টার সময় থেকে দাৰ্জিলিঙস্থ গোৰ্খা জনমুক্তি মৰ্চার শিঙিমারির কেন্দ্রীয় কার্যালয়ে কামতাপুর প্রগ্রেসিভ পাৰ্টি (কে পি পি) , জয় বীরসা মুণ্ডা উলগুলন ও গোৰ্খা জনমুক্তি মৰ্চার শীর্ষ নেতৃত্বের মধ্যে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। টানা চার-পাঁচ ঘন্টা জোরা চলা রুদ্ধদ্বার বৈঠকের শেষে উত্তরবঙ্গের কামতাপুরি , গোৰ্খা ও আদিবাসী সংগঠনের শীর্ষ নেতৃত্ব আলাদা রাজ্যের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের মত পোষণ করেন । এ দিনের বৈঠকে কে পি পির তরফে উপস্থিত ছিলেন সভাপতি অধীর চন্দ্র রায়, সহ-সভাপতি বুধারু রায়, প্ৰচার সম্পাদক সন্তোষ কুমার বৰ্মন, সহ-সম্পাদক মনোবেন্দ্ৰ রায়, কেন্দ্রীয় কমিটির সদস্য পুলিন রায়, রাজোন রায়, পুষ্পজিৎ রায় আদি প্ৰমুখ নেতৃত্ব; গোৰ্খা জনমুক্তি মৰ্চার সভাপতি বিমল গুরুং, সাধারণ সম্পাদক রোশন গিরি, কেন্দ্রীয় কমিটির কনভেনার দ্বীপেন্দ্ৰ নীরালা, গোৰ্খা যুব কমিটির সভাপতি রমন রাইর মতোন শীর্ষ নেতারা আর জয় বীরসা মুণ্ডা উলগুলনের পক্ষে হাজির ছিলেন সভাপতি
কমল কুজুরসহ অন্যান্য শীর্ষ নেতারা । এ দিনের বৈঠকে গোৰ্খা, আদিবাসী, কামতাপুরি সংগঠনের সকল নেতৃত্ব একমুখে স্বীকার করেন যে উত্তরবঙ্গে আলাদা রাজ্য করতে হলে ভাগ ভাগ হয়ে থাকিলে চলবে না। তাই তারা কেন্দ্রীয় সরকারের দীর্ঘদিনের বঞ্চনা ও প্ৰতারণা বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। রাজ্যের নামকরণ নিয়ে গোৰ্খা, কামতাপুরি ও আদিবাসী সংগঠনের মধ্যে কোনো ধরনের জটিলতা নেই। তাদের একটাই উদেশ্য আলাদা রাজ্য গঠন করা। তাই লোকসভা নির্বাচনের পূর্বে সারা উত্তরবঙ্গ জুরে আলাদা রাজ্যের দাবিতে তীব্রতর আন্দোলন গড়ে তুলতে মারিয়া কামতাপুরি,গোৰ্খা ও আদিবাসী সংগঠনের শীর্ষ নেতৃত্ব।

পশ্চিমবঙ্গ থেকে বিজেপির রাজ্যসভার সদস্য নির্বাচিত হলেন অনন্ত মহারাজ। আজ বিধানসভায় নিজের শংসাপত্র গ্রহণ করলেন  াংলা
18/07/2023

পশ্চিমবঙ্গ থেকে বিজেপির রাজ্যসভার সদস্য নির্বাচিত হলেন অনন্ত মহারাজ।

আজ বিধানসভায় নিজের শংসাপত্র গ্রহণ করলেন াংলা

15/07/2023

J&K কিশতওয়ার জেলার কিরু বিদ্যুৎ প্রকল্পে কর্মরত তিন শ্রমিক, যখন তাদের ক্যাম্পার ভ্যানটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং একটি খাদে পড়ে মারা যায়। নিহতরা হলেন মেশিন অপারেটর ইরশাদ আহমেদ, চালক বাদল সিং এবং ওয়েল্ডার ছাজু রাম। বিস্তারিত প্রতীক্ষিত.

াংলা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করেছেন, "পশ্চিমবঙ্গে রক্তক্ষরণের সহিংসতাও বিজেপিকে পঞ্চায়েত নির্বাচনে দুর্দা...
14/07/2023

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করেছেন, "পশ্চিমবঙ্গে রক্তক্ষরণের সহিংসতাও বিজেপিকে পঞ্চায়েত নির্বাচনে দুর্দান্ত পারফরম্যান্স করা থেকে থামাতে পারেনি৷ বিজেপি আগের নির্বাচনের তুলনায় প্রায় দ্বিগুণ আসন সংখ্যা করেছে যা তাদের আস্থায় উল্লেখযোগ্য বৃদ্ধির ইঙ্গিত দেয়৷ জনগণ। এটি দেখায় যে জনগণের স্নেহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির সাথে রয়েছে এবং লোকসভা এবং বিধানসভা নির্বাচনে দলটিকে অবশ্যই উচ্চতায় নিয়ে যাবে। পশ্চিমবঙ্গের জনগণের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং সুকান্ত মজুমদার, শুভেন্দুকে অনেক অভিনন্দন। অধিকারী এবং কর্মকর্তারা যারা নির্দয়ভাবে প্রতিকূল পরিস্থিতিতেও দলের সাথে অটল ছিলেন।"

 #ফালাকাটা 2 অঞ্চল বুধ নং13/235 দক্ষিন পারঙ্গের পার  গ্রাম পঞ্চায়েত মামনি বর্মন  85 ভোট ও রোশন লাকরা 2ভোটে জয় হয় , াং...
11/07/2023

#ফালাকাটা 2 অঞ্চল
বুধ নং13/235 দক্ষিন পারঙ্গের পার
গ্রাম পঞ্চায়েত মামনি বর্মন 85 ভোট ও রোশন লাকরা 2ভোটে জয় হয়
,
াংলা

11/07/2023

#গ্রাম_পঞ্চায়েত_নির্বাচন২০২৩এর_ব্লক_ভিত্তিক_ফলাফল ۔۔۔
[11/07, 6:23 pm] ফালাকাটা ব্লক অঞ্চল ১০
তৃণমূল ৯
বিজেপি ১
লড়াই শেষ
[11/07, 6:23 pm] মাদারিহাট ব্লক অঞ্চল ১০
তৃণমূল ৮
বিজেপি ১
টাই ১
[11/07, 6:23 pm] আলিপুরদুয়ার ১নং ব্লক অঞ্চল ১১
তৃণমূল ৮
বিজেপি ৩
[11/07, 6:23 pm] কুমারগ্রাম ব্লক অঞ্চল ১১
তৃণমূল-৮
বিজেপি-০০
টাই -২
ত্রিশঙ্কু- ১
[11/07, 6:23 pm] কালচিনি ব্লক অঞ্চল ১১
তৃণমূল ১০
বিজেপি ০০
লড়াই হচ্ছে ১
[11/07, 6:23 pm] আলিপুরদুয়ার ২নং ব্লক অঞ্চল ১১
তৃণমূল ১০
বিজেপি ০০
ত্রিশংকু ১

চলছে লরাই

08/07/2023

ফালাকাটা 2 অঞ্চল
বুধ নং13/235 দক্ষিন পারঙ্গের পার শান্তিপূর্ণ ভাবেই চলছে ভোট, সরাসরি দৃশ্য দেখছেন এই মুহূর্তে

08/07/2023

পশ্চিমবঙ্গত পঞ্চায়ত নিৰ্বাচন নামত গণতন্ত্রর হত্যাযঞ্জ চলছে। নিৰ্বিকার দেশের রাষ্ট্ৰপতি, প্ৰধানমন্ত্ৰী, গৃহমন্ত্ৰী, দেশের ন্যায় ব্যবস্থার মন্দির উচ্চতম ন্যায়ালয়। পশ্চিমবঙ্গত পঞ্চায়ত নিৰ্বাচন যেন- এক প্ৰসহন। অনতিবিলম্বে পশ্চিমবঙ্গত রাষ্ট্ৰপতি শাসন জারি করা হওঁক।
এই কথা জানান, Kumar ray
#কামতাপুর প্ৰগ্ৰেছিভ পাৰ্টির াংলা

Panchayat Election 2023 | পঞ্চায়েত ভোটে অর্ধেক রাজ‍্য পুলিশ, অর্ধেক কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিতে নির্দেশ কলকাতা হাইক...
04/07/2023

Panchayat Election 2023 | পঞ্চায়েত ভোটে অর্ধেক রাজ‍্য পুলিশ, অর্ধেক কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের

News াংলা

ফালাকাটা 2 অঞ্চল বুধ নং13/235 দক্ষিন পারঙ্গের পার  গ্রাম পঞ্চায়েত মামনি বর্মন ও রোশন লাকরা
04/07/2023

ফালাকাটা 2 অঞ্চল
বুধ নং13/235 দক্ষিন পারঙ্গের পার গ্রাম পঞ্চায়েত মামনি বর্মন ও রোশন লাকরা

Address

West Bengal
Alipurduar
FALAKATA

Alerts

Be the first to know and let us send you an email when 24p News বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 24p News বাংলা:

Videos

Share