![এসব রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, হাগ ডে, কিস ডে, ভ্যালেন্টাইন্স ডে আমার এসব কিছু লাগে না। এতসব মনেও থাকে না। আম...](https://img5.medioq.com/489/000/114491924890007.jpg)
09/02/2023
এসব রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, হাগ ডে, কিস ডে, ভ্যালেন্টাইন্স ডে আমার এসব কিছু লাগে না। এতসব মনেও থাকে না। আমার সহজ স্বীকারোক্তি যাকে ভালোবাসি তাকে সবসময়ই ভালোবাসি তার জন্য ক্যালেন্ডারে আলাদা কোন দিন দেখতে হয় না।
আমার কাছে টাকা থাকলে আমি তাকে ফুল, চকলেট, টেডি আরও অনেক কিছুই উপহার দিতে পারি। এসবের জন্য অালাদা অালাদা দিন লাগে না। আমি বিধ্বস্ত হয়ে, হাজারটা মন খারাপ নিয়ে তাকে একবার জড়িয়ে ধরতে পারলে তখন আমি হয়ে যাই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তার একটা অলিঙ্গন যেনো প্রশান্ত করে দেয় এলোমেলো, রুক্ষ এই আমিটাকে।
পাশে থাকার জন্য প্রমিস করাটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো এই যে পাশে আছি সেটা তাকে অনুভব করানো। আর সবচেয়ে সুন্দর হলো এইভাবে সারাজীবন পাশে থেকে যাওয়া। তার জন্য অালাদা কোন দিন বা মুহূর্তের প্রয়োজন নেই।
আজকাল ভালোবাসা নিয়ে যতটা অাদিখ্যেতা দেখানো হয় ততটা সম্মান আর গুরুত্ব দিয়ে সারাজীবন আগলে রাখতে পারলে ভালোবাসার জন্য ক্যালেন্ডারে অালাদা কোন দিন দেখতে হতো না। সবার জীবনের প্রতিটা মুহূর্তই হতো ভালোবাসাময়, স্নিগ্ধ এবং সুন্দর!