DEEP DA シ

DEEP DA シ হেরে গেলেও হারিয়ে যাইনি
ময়দানে ছিলাম আছি, থাকবো
ময়দান ছেড়ে কাপুরুষ পালিয়ে য়ায় (যোদ্ধা নয়)

15/09/2024

কোন দিকে যাব ভাই ।।
যেদিকে যাই সেদিকে ঠেলা।।
কি জ্বালা মাইরি।।

18/03/2024

WBPSC FOOD SI এর উত্তর পত্র লিখে নিয়ে এক্সাম কেন্দ্রে পৌঁছনোর আগে✅
এই পরীক্ষা ক্যান্সেল করে CBI করা উচিত✅

বারবার একই ভুল, একই জিনিস। জীবনে একবার ই এই পরীক্ষা দিয়েছিলাম, তখন ও গ্রাজুয়েশন এর ফাইনাল ইয়ারে। এক্সাম সেন্টার এ গিয়ে দেখি সবাই ফোন এ হোয়াটস্যাপ খুলে কাগজে কী টুকছে। পরীক্ষার পর পাশের 2,3 জন দেখি বলছে 98 attempt, 99 attempt, ঐদিকে আমি 60 টা attempt করে বসে আছি। জীবনের 1st competitive এক্সাম বোধহয় এটাই, ডিপ্রেশন এ ফাইনাল ইয়ার এর পরীক্ষার কথা ভুলে যাওয়ার জোগাড়, পরে ট্রেন এ আমার ই ব্যাচ এর একজন এর সাথে দেখা, সে 1 বছর ধরে একটা নাম করা কোচিং এ পড়েছে, তাকে জিজ্ঞেস করায় সে বলে তার নাকি 90+ কমন পড়েছে। স্বভাবতই তার থেকে কোচিং এর নম্বর এডমিশন fees শুনে নিয়ে মনে মনে ভাবলাম ওই কোচিং এই ভর্তি হবো। কী জানি রাতে একবার মনে হলো ওর থেকে সাজেশন এর একটা সেট নিয়ে নি, তখন জানতে পারলাম ওকে নাকি হোয়াটস্যাপ এ পরীক্ষার 1 ঘন্টা আগে কিছু টাকার বিনিময়ে 90+ কমন দিয়ে দেয়। 🥲

N.B. সে 90+ কমন পেয়েও চাকরিটা এখনো পায়নি।
That heinous practice in West Bengal must be changed! একটা ক্যান্ডিডেট 3 বছর ধরে প্রিপারেশন নিয়ে দিন রাত এক করে এক্সাম সেন্টারে গিয়ে যখন দেখে 3 ঘন্টা আগে question হোয়াটস্যাপ এ ঘুরছে, তখন তার আর দ্বিতীয়বার এই পরীক্ষায় বসার মানসিকতা থাকে না।

26/06/2023

নেতা নেত্রীর চামচাগিরি আর কতোদিন ৷৷রাজংশী বলা নেতাগুলা কোথায় ৷৷ জাতির স্বার্থে কি করলেন৷ কবে চামচাগিরি বন্ধ করবেন ৷৷
DEEP BRO シ

29/05/2023

সবাই ভাবে আমি প্রেম করি ৷৷
তার জবাব দিলাম ৷৷
(📌 পেজটাতে একটু ফলো করুন ৷)
DEEP BRO シ

16/05/2023

ভালোবাসার জাত হয় না কে যেন বলে ?
নিজের বেলায় আটিগুঢি মানুষের বেলায় চিমটি কাটি ৷৷ ধর্ম নিয়ে খেলা একি জালা ৷ DEEP BRO シ

15/05/2023

কোনো মাইয়া চয়েস করে না ৷৷
DEEP BRO シ

12/05/2023

Ex Gf যাদু শিখায়াছে ৷৷ তোমরাও শেখো ৷৷৷ DEEP BRO シ ৷৷ কেমন যাদু ৷৷

21/04/2023

🔰হে রাজবংশী আর কত দিন ঘুমিয়ে থাকবেন
🔰তোমারলার কি সাহস নাই
🔰 না মরে যাওয়া জাতি আমরা


DEEP BRO シ

09/02/2023

সরকারি কাকু VS বেকার ছেলে ৷৷ সরকারতো আমাদের চাকরি দেয় না ৷৷ চেংরি মাও সরকারি চাকরি ছাড়া বোঝে না ৷৷

09/02/2023

বালের ভালোবাসা ৷৷সবাই বেইমান ৷৷
সবাই ভালোবাসা নয় বিশ্বাসঘাতক করে ৷৷

09/02/2023

গরিবের ভালোবাসা নিলাম হয়ে যায় চৌরাস্তার মোড়ে ৷ কথা -দীপতোষ রায় see not for mind have a relax

09/02/2023

"বাটপার" বারোভাতারী মেয়ে ৷ দেখলে গা জ্বলে ৷(বাবা চড়ায় ছাগল আর মেয়ে KTM এ পাগল)
বালের ভালোবাসা ৷৷ বালের প্রেম টেম ৷৷ এসব মানুষ করে ৷৷ বালের নাটক ৷৷

Address

Alipurduar

Telephone

+918927972240

Website

Alerts

Be the first to know and let us send you an email when DEEP DA シ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DEEP DA シ:

Videos

Share

Category