Forever Alone

Forever Alone All about love & fun. A complete Entertain. :) ;)

অনুভূতি নষ্ট হয়ে গেলে, মানুষ আর ভালোবাসা, মায়া, টান কিছুই অনুভব করে না। অবহেলা, মিথ্যা, এবং অসম্মান সম্পর্ককে ধ্বংস করে ...
05/12/2024

অনুভূতি নষ্ট হয়ে গেলে, মানুষ আর ভালোবাসা, মায়া, টান কিছুই অনুভব করে না। অবহেলা, মিথ্যা, এবং অসম্মান সম্পর্ককে ধ্বংস করে দেয়। যেখানে যত্ন, সম্মান, এবং গুরুত্ব পাওয়া যায় না, সেখান থেকে মানুষ ধীরে ধীরে সরে যেতে হয়,, আগের মতো ভালোবাসা আর ফিরে আসে না। এমনকি যতই চেষ্টা করা হোক না কেন, সেই টান আর থাকে না........
Tum Binআত্ম পক্ষSk Abid Hassan

বুঝছো? তোমাকে বেশি ভালোবেসে তোমার কাছেই সস্তা হয়ে গেলাম! তোমাকে বেশি দাম দিতে গিয়ে আমার দাম ই কমে গেলো!আমার মান অভিমান,আ...
05/12/2024

বুঝছো? তোমাকে বেশি ভালোবেসে তোমার কাছেই সস্তা হয়ে গেলাম! তোমাকে বেশি দাম দিতে গিয়ে আমার দাম ই কমে গেলো!
আমার মান অভিমান,আমার রাগ তোমাকে ছুঁয়ে যায় না। তুমি বুঝে গেছো যা ই হয়ে যাক 'আমি তোমাকে ছাড়বো না!'
আমি এমন সস্তাও হতে চাইনি! আমি চাইনি তোমার কাছে 'সহজলভ্য' হয়ে যেতে! আমি তোমাকে একটু বেশি ই ভালোবেসে ফেলছিলাম!
ঠিক ই আছে,না? বেশি ভালোবাসতে গেলাম কেনো? তুমি বলছিলা? বলো নাই তো!
আমার ই দোষ! বেশি ভালোবেসে ফেলার মতো বড় দোষ আর নাই!
Sk Abid HassanTum Binআত্ম পক্ষ

29/11/2024

🥺

আমি তো কারো করুনার ভালোবাসা চাইনি। আমায় কেউ করুনা করে ভালোবাসুক, আমি সত্যিই তা কখনো চাইনি।জীবনে কারো ভালোবাসা পাইনি বলেই...
26/03/2024

আমি তো কারো করুনার ভালোবাসা চাইনি। আমায় কেউ করুনা করে ভালোবাসুক, আমি সত্যিই তা কখনো চাইনি।

জীবনে কারো ভালোবাসা পাইনি বলেই যে, ভিখারির মতো দ্বারে দ্বারে ঘুরে ভালোবাসা অর্জন করতে হবে, তা তো নয়। আমায় দেখে মায়া হতেই পারে, তাই বলে করুনা? করুনার দয়া নিয়ে কে'বা বাঁচতে চায়?

মন থেকে যদি ভালোবাসা নাই আসে আমার প্রতি, তবে ভনিতার খেলার কি প্রয়োজন? ভালোবাসা সাধনার বিষয়, এসব করুনা করে হয় না। আজন্ম সাধনা করেও যা কখনোই পাইনি, তার লোভ দেখিয়ে কোনো লাভ নেই।

মনের বিরুদ্ধে গিয়ে আমায় ভালোবাসতেই হবে, এমন তো নয়। ভালোবাসতে না পারলে আমায় প্রচন্ড ঘৃণা করুক, অবহেলা করুক– অবজ্ঞা করুক, তবুও কেউ করুনা না দেখাক। কারো করুনার পাত্র হয়ে বেঁচে থাকতে পৃথিবীতে আসিনি।

আমি তো কেবল সেই ভালোবাসা চেয়েছি, যার জন্ম হয় মায়া থেকে। যে ভালোবাসায় থাকে না কোনো হারানোর ভয়, যে ভালোবাসা পেলে নিজেকে কখনো একা লাগে না–নিঃস্ব লাগে না। যে ভালোবাসা করুনা করে হয়, সেখানে দয়া দেখানো যায়, তবে ভালোবাসা দেখাতে গেলেই মনের সাথে করতে হয় তুমুল যুদ্ধ!

আমি তো কারো করুনার পাত্র হতে চাইনি।
আমি তো কেবল জন্ম জন্ম সাধনা করেছি, কারো চোখের মণি হতে। যার আমায় ছাড়া পৃথিবীর জাগতিক সবকিছুকে কেবল মেকি বলে মনে হয়। যে আমায় ছাড়া পৃথিবীর আর কোনোকিছুকে গুরুত্বের চোখে দেখে না কখনোই।

14/02/2024
আমি জোর করতে পারি না। অধিকার বোধ দেখাতে পারি না। যা পেতে খুব ইচ্ছা করছে তার জন্য আকুতি মিনতি করতে পারি না। নিজের ইচ্ছাগু...
26/01/2024

আমি জোর করতে পারি না। অধিকার বোধ দেখাতে পারি না। যা পেতে খুব ইচ্ছা করছে তার জন্য আকুতি মিনতি করতে পারি না। নিজের ইচ্ছাগুলোকে বেশির ভাগ সময় ভাষা দিতে পারি না। 'কথা বলতেই হবে' , 'দেখা করতেই হবে' , 'আরেকটু থাকতেই হবে' , 'প্রায়োরিটি দিতেই হবে'; এসব বাক্য গঠন আমার ব্যাকরণেই নেই। না সম্পর্কে, না বন্ধুত্বে, না আত্মীয়তায়।

আমি বিশ্বাস করি সম্পর্কে মায়া টান ভালোবাসা থাকলে, এ'সব জোর করে পাওয়ার প্রয়োজন পড়ে না। আর জোর করে পেতে হলে, আমার ওরকম সম্পর্কের প্রয়োজন পড়ে না।

তুমিও আমার থেকে মুক্তি পেতে ভীষণ ছটফট করতে বন্দী পাখির মতো।প্রেম কিংবা মায়ার শেকল তোমার জন্য নয়।বুকের খাঁচায় বন্দী করে ত...
22/12/2023

তুমিও আমার থেকে মুক্তি পেতে ভীষণ ছটফট করতে বন্দী পাখির মতো।প্রেম কিংবা মায়ার শেকল তোমার জন্য নয়।বুকের খাঁচায় বন্দী করে তোমায় রাখা যায় না। যে বুকের খাঁচায় বন্দী হতে চায় না,তাকে মুক্তি দেয়াই ভালো।কাউকে অবরুদ্ধ করে জোর খাটানো যায়,তবে অধিকার আদায় করা যায় না।

অবশেষে যখন তোমায় মুক্তি দেয়ার পালা এলো,তখন আমি সমস্ত অধিকার ভুলে তোমায় মুক্তি দিলাম।তোমায় অবমুক্ত করে দিয়ে হাফ ছাড়তে যাবো,ঠিক তখনই তুমি উড়ে যাওয়ার আগে আমায় বলে গেলে "তুমি স্বার্থপর"।
আমিও হাসিমুখে মেনে নিলাম, আর নিজেই নিজেকে বললাম, হ্যাঁ আমি সত্যিই স্বার্থপর"!

@highlightEveryoneTum BinSk Abid Hassan

'ঘাড় পর্যন্ত চুল, খোঁচা খোঁচা দাড়ি, বডি বিল্ডার হতে হবে।'মেয়েটা যখন ক্লাস নাইনে পড়তো। কি ধরণের ছেলে পছন্দ তার বর্ণনা।'প্...
15/12/2023

'ঘাড় পর্যন্ত চুল, খোঁচা খোঁচা দাড়ি, বডি বিল্ডার হতে হবে।'
মেয়েটা যখন ক্লাস নাইনে পড়তো। কি ধরণের ছেলে পছন্দ তার বর্ণনা।

'প্রেমিক হতে হবে, সুন্দর করে হাসতে হবে, কবিতা জানতে হবে।'মেয়েটা তখন কলেজে। ফার্স্ট ইয়ারে। মনে প্রেম।

'ভাল চাকরি থাকতে হবে, ভদ্র আর ভাল পরিবারের হতে হবে।'তার বিয়ের জন্য ছেলে দেখা শুরু হলে, তার মাকে বলেছিল।

মেয়েটার স্বামী ব্যাংকার। লোকটা মোটা, ভুড়িটা বেটপ টাইপের, টাকা আছে খারাপ না। মাথায় চুল কম। শারীরিক সম্পর্কতে ভালবাসা কম, চাহিদা বেশি। একটা বাচ্চাও এসেছে। যান্ত্রিক জীবন মেয়েটার।

ভাল কবিতা আবৃত্তি করতো ছেলেটা, পান্জাবী পড়ে ভার্সিটিতে আসতো প্রায়ই। পহেলা বৈশাখে হঠাৎ করেই অফার করেছিল মেয়েটাকে। মেয়েটা না করেছে। আরও ভাল ছেলে পাওয়ার আশায়। বিষন্ন বিকেলে ছেলেটার কথা মাঝে মাঝেই মনে পড়ে মেয়েটার। চোখ দুটা বড় সুন্দর ছিল ছেলের। স্বপ্ন ছিল অনেক।

বাচ্চাটা কেঁদে উঠেছে। মেয়েটার ভাবনার সুতা ছিঁড়ে গেল। দীর্ঘশ্বাস ফেললো একটা।

সন্ধ্যা নামছে। বিষন্ন সন্ধ্যা।.
.... ....

@highlightEveryoneForever AloneTum Bin

স'ত্যি কা'রে'র ভালোবাসা কিছু সময়  আড়ালে হারিয়ে যায়।কি'ন্তু ভালোবাসাটা মনের একপাশে সারা জীবন থেকে যায়,যা কখনো ভোলা য...
10/12/2023

স'ত্যি কা'রে'র ভালোবাসা কিছু সময় আড়ালে হারিয়ে যায়।
কি'ন্তু ভালোবাসাটা মনের একপাশে সারা জীবন থেকে যায়,যা কখনো ভোলা যায় না।।
কিছু কিছু ভালোবাসা কখনো'ই পূ'র্ণ'তা পায় না।
কি'ন্তু বেঁ'চে থাকে হৃ'দ'য়ে'র কোনো এক পাশে।
অ'পূ'র্ণ'তা নিয়ে বেঁ'চে থাকার মধ্যেও এক প্রকার শা'ন্তি থাকে।

18/08/2023

আমার প্রাক্তনকে আমার সামনেই দু ঠোঁটে চু'মু খেয়েছিলো তার প্রেমিক। তখন আমাদের ব্রে'ক'আ'পে'র মাত্র তিন মাস। অথচ ছয় বছরের দীর্ঘ মেয়াদি রিলেশনশিপে আমি ওর কপাল অব্দি ছুই নি।

কেউ কেউ একটা রাতের আশায় অপেক্ষা করে অনন্তকাল। আর কেউ রিলেশনশিপে থেকেও বিয়ে অব্দি ভাবেও না। জীবন যদি হয় এক মিনিটের সেখানে তো আঠারো সেকেন্ডে বিয়ে আর উনিশ সেকেন্ডে স'ঙ্গ'ম।

কেউ কেউ দরজার সামনেই সবজি বেচে দেয় বাজার অব্দি যায় না, আর কেউ কেউ বাজারের যেতে যেতে প'চি'য়ে ফেলে সবজি, বৃ'থা যায় ঘা'মে'র দাম। প্রকৃত ব্যবসায়ীরা ঘরে বসেই বুঝে যায় বাজারের পরিস্থিতি। কিন্তু প্রকৃত প্রেমিকের অ'ন্ধে'র মতো, ওরা অনন্তকাল ভালোবেসে যায়, তবুও ছ'ল'না বুঝতে পারে না।

লেখা: আয়ান হাসান

😣💔
18/08/2023

😣💔

যে সম্পর্কের কোন ভবিষ্যৎ নেই,সেটা যেনে যাওয়ার পরও সে সম্পর্ক টা টিকিয়ে রাখা, আর নিজেই নিজেকে শ্বাসরুদ্ধ করে মে*রে ফেলার মধ্যে পার্থক্য হলো এটাই যে।একটা এক্ষণি মারা যাবো আর অন্যটায় ধীরে ধীরে! আস্তে আস্তে ম*রে যাওয়ার চেয়ে একেবারে ম*রে যাওয়াটা অবশ্য ভালো, যে অনিশ্চিত সম্পর্ক কে আমি দিনের পর দিন নিশ্চিত বলে বেঁচে এসেছি, সে সম্পর্ক আমাকে ধীরে ধীরে মে*রে ফেলার জন্যই তৈরি হয়ে ছিলো তা জানা বা বোঝার ক্ষমতা আমার কেন কারোরই থাকে না! কারো ভবিষ্যৎ জানার ক্ষমতা কাউকে দেওয়া হয় না, মানুষের কিছু ইচ্ছা ম*রে যাবে কিছু বেঁচে থাকবে এটাই নিয়ম! শুনেছি অপ্রাপ্তি গুলো নাকি পরের জন্মে দেয়া হয়,যে জন্মের কোন মৃত্যু নেই! কেন নিয়ম ভা*ঙ্গা যায় না বলবে নিয়ম ভে*ঙে তুমি আমার কাছে থেকে গেলে না! একটা নিয়ম হাজার টা ত না,একটা মানুষ হাজার জন তো না! শুধু ভালোবেসেছি তোমার থাকতে চেয়েছি।একটাই ত বলো ভা*ঙতে পারলে না। যু*দ্ধ নিশ্চয়ই হতো না মানুষ ম*রতো না! তবে ছেড়ে কেন গেলে থেকে যেতে পারলে না! নিয়ম তো কত লোকেই ভা*ঙে তুমি কেন আমাকে পৃথিবীতে সুন্দরমত বাঁচিয়ে রাখার জন্য এই একটা নিয়ম ভা*ঙলে না! কেন চলে গেলে আমি তো কোন অন্যায় করিনি,হাজার টা শীতের রাতে চাদর গায়ে হিম ঠান্ডায় তোমার জন্য চেয়ে থাকার মানুষ টা তো আমিই ছিলাম তাই না বলো.! তোমার সেসব কিচ্ছু মনে নেই, তার পর সে বার বৈশাখ এ শহরের পিচ ঢালা রাস্তায় খালি পায়ে তোমার সাথে তো আমিই হাটলাম সেসব ও কি তোমার মনে পড়ে না! হারিয়ে যাবো বললেই তুমি চোখ রাঙাতে আমি তখন বাচ্চাদের মত কান ধরে ক্ষ*মা চাইতাম।ভুলে গেছো কেন থেকে গেলে না , একটু কি সব কিছু বদলে নেওয়া যেতো না। কেন নিয়ম টা এত নি*ষ্ঠুর হলো.! কেন তুমি আমার হয়ে থেকে গেলে না.! একটা নিয়ম সেদিন কেন ভা*ঙলে না তুমি, কেন থেকে গেলে না! 😅

লেখায়ঃ প্রিন্স আবির

💔
16/08/2023

💔

তুমি যে ঠোঁটে ঠোঁট রেখে তৃপ্তির ঢেঁকুর গিলো,আমি তা ভেবে রোজ একবার করে ম রে যাই!তুমি রোজ যে বিছানায় আদরের কোলাজ সুখে পুলকিত করো শরীর,আমি সেই রাতে নির্ঘুম রাত কাটাই।

ভালোবাসার মানুষের মৃ ত্যু তবুও মেনে নেয়া যায়,তবে বেঁচে থাকতেও যে অন্য কারো স্পর্শে নিজেকে সমর্পণ করে দেয়,তা কি সহজে মেনে নেয়া যায়?যায় না!

তুমি রোজ রাতে যেভাবে একটু একটু করে সুখী হওয়ার স্বপ্ন সাজাও,আমি সেই রাতে সামান্য বেঁচে থাকার জন্য অবলম্বন খুঁজি,শক্তি খুঁজি।একটু ভালো থাকার জন্য,তোমাকে ভুলে থাকার বৃথা চেষ্টায় বারবার ভেস্তে যাই!

তুমি আদরে সুখ খুঁজে বেড়াও আর আমি তোমার স্মৃতিচারণ করতে করতে শূন্যতার অতল গহ্বরে তলিয়ে
যেতে থাকি!তুমি যেটাকে আদর আর সুখ মনে করো,আমি সেটাকে বিষাক্ত স্মৃতি মনে করে রোজ একটু একটু করে নিজের ভেতর ফুরিয়ে যাই।

লেখায়ঃ- মোঃ ফাহাদ মিয়া

Address

Sanand
Ahmedabad
382110

Telephone

+919153658616

Website

https://www.facebook.com/samiyashayeri?mibextid=LQQJ4d

Alerts

Be the first to know and let us send you an email when Forever Alone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Forever Alone:

Videos

Share