Living with Mala

Living with Mala ভালো স্বাদের রান্না মন ভালো করে দেয়। আর মন ভালো তো, সব ভালো আমার কাছে 🙂😊

14/06/2023

আজ আমার মেয়ে বানালো ভ্যানিলা কেক 🎂



#বাংলাব্লগ

My vlog channel
08/06/2023

My vlog channel

আজ আমি ফ্রিজের ভেতরটা Deep Clean কিভাবে করলাম।। অবিশ্বাস্য হলেও নতুন ঝকমকে হয়ে গেল একদম।। #বাংলাব্লগ ...

চলুন আমার সাথে,, ঘুরে আসি পুরুলিয়ার গড় পঞ্চকোট থেকে। পেছনে উঁকি দিচ্ছে পাঞ্চেত পাহাড়।
22/05/2023

চলুন আমার সাথে,, ঘুরে আসি পুরুলিয়ার গড় পঞ্চকোট থেকে। পেছনে উঁকি দিচ্ছে পাঞ্চেত পাহাড়।

20/05/2023

সকাল বেলায় মাঠে গিয়ে সূর্য নমস্কার ও শরীরের চর্চা করে মন ভালো করার আর কোনো বিকল্প রাস্তা নেই। নিজেকে সময় দিয়ে দিনটাকে উপভোগ করুন। কে কি ভাববে, বলবে সেগুলো মাথায় না আনাই ভালো😊 সকালের এই একটি ঘন্টা সারাদিন এনার্জি ড্রিংকের মতো কাজ করে।

❤️ Aalur chokha ❤️❤️আলুর সেদ্ধ বা আলুর চোখা❤️👍👍👍👍👍👍👍👍👍👍👍এটা মনে হয় প্রায় সবাই খুব ভালোবাসে 😋😋আমার তো পাতলা মুসুরি ডাল ...
18/03/2023

❤️ Aalur chokha ❤️
❤️আলুর সেদ্ধ বা আলুর চোখা❤️
👍👍👍👍👍👍👍👍👍👍👍
এটা মনে হয় প্রায় সবাই খুব ভালোবাসে 😋😋
আমার তো পাতলা মুসুরি ডাল আর এই আলু সেদ্ধ হলেই সব ভাত খাওয়া হয়ে যায় 😁☺️
সবাই জানে তবুও শেয়ার করলাম 😍😘
রেসিপি 👇
🎈🎈🎈🎈
😃১. খোসা সহ কয়েকটি আলু প্রসারে সেদ্ধ করে নিলাম।
😃২. এবার খোসা ছাড়িয়ে ভালো ভাবে চটকে নিলাম।
😃৩. কড়াইতে সর্ষের তেল গরম করে দুটো শুকনো লঙ্কা মুচমুচে ভেজে তুলে নিলাম।
😃৪. এবার ঐ তেলেই পেঁয়াজ কুচি ও গোটা সাদা জিরে দিয়ে দিলাম।
😃৫. এবার তাতে পরিমাণ মতো লবন দিয়ে চটকে রাখা আলু গুলো দিয়ে দিলাম।
😃৬. এবার ভালো করে ভেজে নামিয়ে নিলাম। নামানোর পরে ভেজে রাখা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিলাম।
রেডি হয়ে গেল আলুর চোখা বা সেদ্ধ। খুব সুন্দর টেস্ট। এটা রুটি দিয়ে ও খেতে ভালো লাগে ☺️😋

Address

Adra

Website

Alerts

Be the first to know and let us send you an email when Living with Mala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share