Abdus Sattar official

Abdus Sattar official This is official page of abdus sattar
only for islamic vedios and updates

Assalamualaikum.....................❤️❤️
23/08/2024

Assalamualaikum.....................❤️❤️

02/06/2024

Hyderabad near airport, hotel shine in review!!
Five star hotel in Hyderabad 🥰😘😍😍😍
Journey vlog bangla viral video

29/05/2024

Viral chair play 🤣🤣🤣🤣🤣
ভাইরাল খেলা,না হাসলে এম বি ফেরত !!🤣NITYABAZAR EIDUL FITOR MAHFIL 2024

মুমিন জীবন আখিরাতমুখী। মুমিন দুনিয়াকে বশ করবে,  হাতের মুঠোয় নিবে, কিন্তু হৃদয়ে স্থান দেবে না। মুমিন হৃদয়ের পুরোটা জুড়ে ...
25/05/2024

মুমিন জীবন আখিরাতমুখী। মুমিন দুনিয়াকে বশ করবে, হাতের মুঠোয় নিবে, কিন্তু হৃদয়ে স্থান দেবে না। মুমিন হৃদয়ের পুরোটা জুড়ে আখিরাত। তার সকল চিন্তার কেন্দ্রবিন্দু আখিরাতকে ঘিরে। আল্লাহ বলেন, ‘বরং তোমরা পার্থিব জীবনকেই প্রাধান্য দাও, অথচ পরকালই স্থায়ী ও মহাকল্যাণময়’। [সূরা আল-আ’লা, আয়াত: ১৬-১৭]

রাসূলুল্লাহ (সা.) প্রতিটি মজলিসে এই বলে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন, ‘হে আল্লাহ! দুনিয়াকে আমাদের সর্বোচ্চ গুরুত্বের জায়গা বানাবেন না। আমাদের চিন্তাভাবনার পুঁজিতে পরিণত করবেন না’। [সুনানে তিরমিযি, ৩৫০২]

ইন্না লিল্লাহি ওৱা ইন্না ইলাইহি ৰাজিউন........ কৌতুক অভিনেতা ৰবি চেংগু (ভাদাইমা) আৰু নাই!!
24/05/2024

ইন্না লিল্লাহি ওৱা ইন্না ইলাইহি ৰাজিউন........
কৌতুক অভিনেতা ৰবি চেংগু (ভাদাইমা) আৰু নাই!!

মৃত্যু ও বিয়েতে কি অদ্ভুত মিল(একটি উর্দু কবিতার অনুবাদ)তোমার পালকি উঠলো, আমার খাটিয়া উঠলো। ফুল তোমার উপরও বারল, ফুল আমার...
24/05/2024

মৃত্যু ও বিয়েতে কি অদ্ভুত মিল

(একটি উর্দু কবিতার অনুবাদ)

তোমার পালকি উঠলো, আমার খাটিয়া উঠলো। ফুল তোমার উপরও বারল, ফুল আমার উপরও ঝরল। তফাৎ শুধু এই টুকুই ছিল।
তুমি সেজে গেলে, আমাকে সাজিয়ে নিয়ে গেলে। তুমি নিজের ঘরে চললে আমিও নিজের ঘরেই চললাম। তফাৎ শুধুই এই টুকুই ছিল তুমি নিজেই উঠে গেলে, আমাকে উঠিয়ে নিয়ে গেল।।
মাহফিল ওখানেও ছিল লোকজন এখানেও ছিল। তফাৎ শুধু এই টুকুই ছিল ওখানে সবাই হাসছিল এখানে সবাই কাঁদছে।।
কাজি ওখানেও ছিল মৌলভী এখানেও ছিল। দুটো আয়াত তোমার জন্য পড়ল দুটো আয়াত আমার জন্যও পড়ল।
তোমার বিয়ে পড়ালো আমার জানাজা পড়লো। তফাৎ শুধু এই টুকুই ছিল তোমাকে করল আপন আমাকে করল দাফন।।

21/05/2024

South boitamari model markaz accedmy nityabazar 🥰

সাধারণত ছেলেরা সে-ক্সু-য়ালি এডাল্ট হয় ১৫/১৭ এর মধ্যেই বা তার আগেই।মেয়েরা ১৫ এর আগেই।সেখানে আমরা মেয়েদের বিয়ের বয়স নির্ধা...
20/05/2024

সাধারণত ছেলেরা সে-ক্সু-য়ালি এডাল্ট হয় ১৫/১৭ এর মধ্যেই বা তার আগেই।
মেয়েরা ১৫ এর আগেই।

সেখানে আমরা মেয়েদের বিয়ের বয়স নির্ধারণ করেছি ১৮ বছর ও ছেলেদের ২১ বছর। কিন্তু সিস্টেম করে দিয়েছি আবার অন্য রকম। ছেলেদের চাকরির বয়স সীমা ৩২ বছর। গ্রাজুয়েশান শেষ করতে করতে বয়স হয়ে যায় ২৬/২৭ বছর।

গড় আয়ু যদি ৬৫ হয়- তাহলে ৩২ বছর বয়স পযর্ন্ত সে অন্যের টাকায় চলবে। এর পর স্বাবলম্বী হয়ে মানে জব পেয়ে বিয়ে করবে ৩২ এর পর।

যে ছেলেটা সে-ক্সু-য়ালি এডাল্ট হইলো ১৭ তে। সে বিয়ে করলো আরো ১৫ বছর পর।
এই ১৫ বছর সে কি করবে?

পাড়ায় যাবে না? প্রেমিকাকে নিয়ে লিটনের ফ্লাটে যাবে না? পার্কের চিপায় প্রেমিকার শরীরে হাত দিবে না?
দাঁতে দাঁত চেপে নিজেকে পাথর বানিয়ে রাখবে?
কতটুকু পসিবল? লজিক্যালি কতটুকু পসিবল? বোথ ফর বয়েজ অ্যান্ড গার্লস?

এই দেশে ম-দ বিক্রি নি-ষি-দ্ধ না। কিন্তু ম-দ সহ ধরা পড়লে পুলিশ কে চা পানি খাওয়াইতে হয়!
একটা ছেলে ১৭ বছর অপেক্ষা করবে ১৭ বছরের আগের ক্ষুধা মিটানোর জন্য। যেহেতু আমরা জীব পাথর না। আমাদের ফিজিক্যাল চাহিদা আছে। তাই বলে ১৭ বছর অপেক্ষা করবে একটা ছেলে/মেয়ে ?

আপনি বা কেউ কি বিলিভ করেন যে কেউ অপেক্ষা করে?
অপেক্ষা করে না দেখেই এই দেশে রেস্টুরেন্টে প্রাইভেট জোন লাগে। মিরপুর মাজার রোডে ছোট ছোট খুপরি ঘর ওয়ালা রেস্টুরেন্ট লাগে। পার্কে ছাতা ওয়ালা প্রাইভেসি লাগে। সবই এই সমাজ জানে। একসেপ্ট করে। এক্সেপ্ট না করলে এসব বন্ধ হয়ে যেত। এসবই আমরা মেনে নিচ্ছি। শুধু ছেলে স্টাব্লিশড না হওয়া পযর্ন্ত বিয়ে মেনে নিতে পারতেছি না।

আপনি যদি এই দেশের সুপার সাকসেসফুল কোন বিজনেস ম্যান এর জিবনী পড়েন, দেখবেন তারা সাকসেসফুল হয়েছে অনেক পরে। অন্তত ৪০/৪৫/৫০ বছর বয়সে। আপনি কি তত দিন অপেক্ষা করবেন?মেয়ে তাদের সাথে বিয়ে দেয়ার জন্য ?

আমাদের পিতামাতাগণ সব কিছু ইসলাম অনুয়ায়ী করেন। খালি এই একটা বিষয়ে উনারা ইসলাম মানেন না। সেটা হইলো বিয়ে। পাত্র ভালো জব করে না দেখে উনারা বিয়ে দেন না। সমাজ বলে আগে প্রতিষ্ঠিত হওতার পর বিয়ে কর!

কুরআন বলে আগে বিয়ে করো,গরীব হলে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহ্‌র!🌸 -(সূরা নূর)❤️
অথচ ইসলাম বলেছে সাবালক হইলেই বিয়ে দিয়ে দাও।

"বউ কে খাওয়াবি কি? "
এটা হচ্ছে আমাদের দেশের বিয়ের সব চেয়ে বড় বাঁধা।
বউ কি হাতি? নাকি ঘোড়া? তার তো ১০ কেজি বিচুলি লাগে না ডেইলি। তাইনা?

বিসিএস দিয়ে ৩৫ বছর বয়সে নিজের পায়ে দাঁড়িয়ে তার পর বিয়ে করতে হবে ।
নিজের পায়ে ঠিক-ঠাক দাঁড়াতে দাঁড়াতে সঠিক জিনিসটি দাঁড়ানোর সময় পেরিয়ে যায়.....
এখন ভাবুন, ইসলাম ধর্মে বিয়েকে অর্ধেক দ্বীন কেন বলা হয় !

তারপরও পরিবার এবং সবার ব্যক্তিগত মতা মত থাকতেই পারে 😊

★একটু শাসন  করলে- হুজুর একটু বেশী মারে।★আর আদর করলে- স্বভাব খারাপ, হুজুর ভাল না।★বেতন বাড়ানোর কথা বললে- হুজুর এত লোভী কে...
20/05/2024

★একটু শাসন করলে- হুজুর একটু বেশী মারে।
★আর আদর করলে- স্বভাব খারাপ, হুজুর ভাল না।
★বেতন বাড়ানোর কথা বললে- হুজুর এত লোভী কেন?
★ছুটি চাইলে- হুজুর বউয়ের গোলাম।
★ক্লাস টাইমে ক্লান্ত হয়ে কখনো একটু বিরতি নিলে- হুজুর ঠিকমত দায়িত্ব পালন করে না।
★প্রয়োজনে মোবাইল হাতে নিলে- হুজুর মোবাইল পাগলা।
★ভালো পোষাক পরলে- হুজুর এত শৌখিন ভাব ধরে কেন?
★একটু নরমাল পোষাক পরলে- হুজুর দুনিয়ার খাচ্ছর, নোংরা অবস্থায় থাকে।
★চাকরি ছেড়ে বা পাশাপাশি ব্যবসা বা অন্য কিছু করলে- ঐ দেখো হুজুরের জীবনটা নষ্ট, দুনিয়া পাইছে!
★শুধু মাদ্রাসা মসজিদ নিয়ে বসে থাকলে- বলবে এভাবে মাদ্রাসা মসজিদ নিয়ে পড়ে থাকলে চলবে?
পাশাপাশি কিছু একটা করেন।
★ভূলক্রমে হুজুরের একটা দোষ পাইলেই বলে- সে তো মাদ্রাসার বিশাল ক্ষতি করলো মাদ্রাসাটা শেষ করে দিলো!

মাদ্রাসার কমিটি, ও গার্জিয়ানদের এমন বহু কথা শুনেও মাদ্রাসার উস্তাদরা বছরের পর বছর তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে দ্বীনের খেদমত ও ছাত্রদের উত্তম চরিত্রের মানুষ হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।

তারপরেও হুজুররাই খারাপ।

আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন।

❣️❣️❣️ খেয়াল করে দেখবেন এভাবে প্রায় দেখা যায় কাপলদের রাস্তায়, রেস্টুরেন্টে, পার্কে, কিন্ত স্বামী স্ত্রী খুব কম পাবেন। এট...
17/05/2024

❣️❣️❣️ খেয়াল করে দেখবেন এভাবে প্রায় দেখা যায় কাপলদের রাস্তায়, রেস্টুরেন্টে, পার্কে, কিন্ত স্বামী স্ত্রী খুব কম পাবেন। এটা অপ্রিয় হলেও সত্য।

প্রেমিকার সাথে সারারাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও,বউয়ের সাথে একরাত গল্প করাটাই নেহাৎ বোকামী।

প্রেমিকার লাল গোলাপ পছন্দ বলে সারা দুনিয়া এক করে লাল গোলাপ হাতে দিতে ব্যস্ত প্রেমিক,কিন্তু বউয়ের জন্য কখনোও একটা লাল গোলাপের আবদারে তার আদিখ্যেতা লাগে।

প্রেমিকার হাতে বিস্বাদের খিচুড়িও অমৃত মনে হয়,মাসান্তে বউয়ের রান্নায় একদিন লবণ কম হলেই সেটা তার ভিষণ বড় অপরাধ।

প্রেমিকার জন্মদিনে মাথায় শুধু তাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তা ঘুরপাক করে,আর স্ত্রীর বেলায় হিসেবটা শুধু পাওনার দুয়ারে গিয়েই ঠেকে।

প্রেমিকার জন্য ৩২ মাইল দূরে গিয়ে ৩০ টাকার ফুচকা কিনতেও বাধে না,আর স্ত্রীর জন্য মাসে একদিন সময় বের করাটা অপচয় বলে মনে হয়!

প্রেমিকা অসুস্থ হলে ১০ মিনিট পরপরই তার খোজ নেওয়াটা কেয়ার বলে গন্য, আর স্ত্রী অসুস্থ হলে কেয়ার দরকার হয় না বিরক্ত বিরক্ত লাগে।

একটা অনিশ্চিত সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয়,সেটা যদি বিবাহিত সম্পর্কে দেওয়া হতো তাহলে চারদিকে এত ডিভোর্সের ছড়াছড়ি হতো না ।



দেখুন কিভাবে সমাজ নষ্ট করা ডিজে পার্টির কাছ থেকে ডিজে কেড়ে আসলাম 🧐🧐🧐🧐🧐🧐
06/02/2024

দেখুন কিভাবে সমাজ নষ্ট করা ডিজে পার্টির কাছ থেকে ডিজে কেড়ে আসলাম 🧐🧐🧐🧐🧐🧐

...

Ki bollen Assamer mukho mantri himanta biswa Sharma madrasar students der????
03/02/2024

Ki bollen Assamer mukho mantri himanta biswa Sharma madrasar students der????

...

02/02/2024

Quraner dushmonra hushiyar hoye jaw/jumar boyan, nityabazar jama masjid bongaigaon assam

15 islamic question answer viral video 🥰🥰🥰
01/02/2024

15 islamic question answer viral video 🥰🥰🥰

...

আপনার কি জানা‌ আছে‌আল্লাহর কাছে কোন‌ ব্যক্তি সবচেয়ে প্রিয় !?ঈমাম মুনাবি রহিমাহুল্লাহ বলেন ,যে ব্যক্তি মানুষের উপকার কর...
01/02/2024

আপনার কি জানা‌ আছে‌
আল্লাহর কাছে কোন‌ ব্যক্তি সবচেয়ে প্রিয় !?

ঈমাম মুনাবি রহিমাহুল্লাহ বলেন ,
যে ব্যক্তি মানুষের উপকার করে ওই ব্যক্তিই আল্লাহতালার কাছে অধিক প্রিয় ।

Assalamu alaikum warahmatullah 😍😍😍😍🥰
01/02/2024

Assalamu alaikum warahmatullah 😍😍😍😍🥰

Rahul Gandhi chapor dhuburi assam 🚶🚶🚶🚶
30/01/2024

Rahul Gandhi chapor dhuburi assam 🚶🚶🚶🚶

...

Address

Abhayapuri

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdus Sattar official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share