09/12/2025
আসসালামুয়ালাইকুম। আয়ারল্যান্ড এ বসবাসরত ভাইয়া এবং আপুদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের কমিউনিটি থেকে আগামী বছর যারা লিভিং সার্ট পরীক্ষা দিবে, তাদেরকে নিয়ে মেন্টরশীপ প্রোগ্রামটি ৩ জানুয়ারি ২০২৬ এ আয়োজন করা হবে ইন শা আল্লাহ। আশা করছি এই প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে একটি ভালো গাইডলাইন দেয়া সম্ভব হবে।
অনুষ্ঠানসূচি:
১. গত দুবছরে লিভিং সার্টে যারা ভালো ফলাফল করেছে তাদের কয়েকজনের কাছ থেকে বাচ্চারা তাদের অভিজ্ঞতার কথা শুনবে। কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ ছিলো, কোন কৌশলগুলো নিতে হবে, এবং তাদের সামগ্রিক প্রস্তুতি সম্পর্কে সম্মক ধারণা দিবে।
২. বিশ্ববিদ্যালয়ের সাব্জেক্ট সিলেকশনে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। যারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে ১ম বা ২য় বর্ষে পড়াশোনা করছে তাদের মধ্যে কয়েকজন এই অংশে কথা বলবে।
৩. COA এপ্লিকেশন কিভাবে করতে হয়, ধাপ সমূহ সম্পর্কে তাদেরকে ধারণা দেয়া হবে যাতে করে তাদের প্রশ্নগুলোর উত্তর তারা পায় এবং কোন কনফিউশান না থাকে।
রেজিষ্ট্রেশন প্রক্রিয়া:
খুব সহজ। যারা অংশগ্রহন করতে চান তারা অংশগ্রহণকারীর/ অংশগ্রহণকারীদের নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম লিখে [email protected] এ ইমেইল করবেন। এখান থেকেই কনফার্মেশন এবং অনুষ্ঠানের জুম লিংক পাঠানো হবে।
আমার চাওয়া:
এটি শুধুমাত্র একটি মেন্টরশিপ প্রোগ্রামই নয়, এখান থেকে আমরা আমাদের ছেলে মেয়েদের মধ্য থেকে ভবিষ্যতের নেতৃত্ব তুলে আনতে চাই। তাই আমি চাইবো এই সেশন সম্পূর্ণভাবে আমাদের ছেলেমেয়েরা সঞ্চালনা এবং পরিচালনা করবে। আমি পাশে থেকে ওদেরকে সাহায্য করবো।
অনুরোধ:
১. এই অনুষ্ঠানের কথা আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করবেন যেনো আমাদের কমিউনিটি থেকে আগামী বছর যারা লিভিং সার্ট পরীক্ষায় অংশ নিবে তারা যেনো যোগদান করে।
২. যাদের ছেলে মেয়ে বা পরিচিতরা গত দুবছরে লিভিং সার্ট দিয়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়ছে এবং তাদের জুনিয়রদের সাহায্য করতে চায়, তাদের সাথে আমাকে একটু যোগাযোগ করিয়ে দিবেন।
এই অনুষ্ঠানের ম্যানেজমেন্টের কে বা কারা?
আপাতত আমি এবং আমাদের ছেলেমেয়েদের মধ্যে থেকে যারা আগ্রহী তারা। যেহেতু ABAI এর কমিটি এখনো আনুষ্ঠানিকভাবে দ্বায়িত্ব নেয় নি, অন্যদিকে বাচ্চাদেরকে জানুয়ারির মাধ্যেই এই বিষয়গুলো সম্পর্কে স্কুলে জানাতে হবে। তাই আমাদেরকে এই প্রোগ্রামটি দেরি করে করার সুযোগ নেই। ধন্যবাদ।
Arif Bhuiyan এর ওয়াল থেকে।