Irish Bangla Times

Irish Bangla Times আয়ারল্যান্ডে বাংলার দর্পণ
(1)

গর্তে পড়া শিশুটি এখনও উদ্ধার হয়নি!রাজশাহীর তানোরে গর্তে পড়ে যাওয়া শিশুটিকে ২৪ ঘণ্টা পরও উদ্ধার করা সম্ভব হয়নি। গতকাল বু...
11/12/2025

গর্তে পড়া শিশুটি এখনও উদ্ধার হয়নি!

রাজশাহীর তানোরে গর্তে পড়ে যাওয়া শিশুটিকে ২৪ ঘণ্টা পরও উদ্ধার করা সম্ভব হয়নি। গতকাল বুধবার দুপুরে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সাজিদ নামের ২ বছরের একটি শিশু গভীর গর্তে পড়ে যায়। পরে বিকেল থেকে উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মূল গর্তের পাশ থেকে কেটে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা চলছে। ৪৫ ফুট গভীরে গিয়েও শিশুটিকে পাওয়া যায়নি। আজ বেলা আড়াইটায় এ প্রতিবেদন লেখার সময় উদ্ধারকাজ চলছিল। নিখোঁজ শিশুটি উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের মো. রাকিবের ছেলে ।
সুত্রঃ প্রথম আলো

# Kabir

11/12/2025
09/12/2025

তাসনুভা শামীম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব সাগর আহমেদ শামীমের বক্তব্য।

তাসনুভা শামীম ফাউন্ডেশনের দশম বর্ষপূর্তিতে তিনি স্মৃতিচারণ করে এ বক্তব্য প্রদান করেন

আসসালামুয়ালাইকুম। আয়ারল্যান্ড এ বসবাসরত ভাইয়া এবং আপুদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের কমিউনিটি থেকে আগামী বছর যারা লিভিং স...
09/12/2025

আসসালামুয়ালাইকুম। আয়ারল্যান্ড এ বসবাসরত ভাইয়া এবং আপুদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের কমিউনিটি থেকে আগামী বছর যারা লিভিং সার্ট পরীক্ষা দিবে, তাদেরকে নিয়ে মেন্টরশীপ প্রোগ্রামটি ৩ জানুয়ারি ২০২৬ এ আয়োজন করা হবে ইন শা আল্লাহ। আশা করছি এই প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে একটি ভালো গাইডলাইন দেয়া সম্ভব হবে।

অনুষ্ঠানসূচি:

১. গত দুবছরে লিভিং সার্টে যারা ভালো ফলাফল করেছে তাদের কয়েকজনের কাছ থেকে বাচ্চারা তাদের অভিজ্ঞতার কথা শুনবে। কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ ছিলো, কোন কৌশলগুলো নিতে হবে, এবং তাদের সামগ্রিক প্রস্তুতি সম্পর্কে সম্মক ধারণা দিবে।

২. বিশ্ববিদ্যালয়ের সাব্জেক্ট সিলেকশনে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। যারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে ১ম বা ২য় বর্ষে পড়াশোনা করছে তাদের মধ্যে কয়েকজন এই অংশে কথা বলবে।

৩. COA এপ্লিকেশন কিভাবে করতে হয়, ধাপ সমূহ সম্পর্কে তাদেরকে ধারণা দেয়া হবে যাতে করে তাদের প্রশ্নগুলোর উত্তর তারা পায় এবং কোন কনফিউশান না থাকে।

রেজিষ্ট্রেশন প্রক্রিয়া:

খুব সহজ। যারা অংশগ্রহন করতে চান তারা অংশগ্রহণকারীর/ অংশগ্রহণকারীদের নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম লিখে [email protected] এ ইমেইল করবেন। এখান থেকেই কনফার্মেশন এবং অনুষ্ঠানের জুম লিংক পাঠানো হবে।

আমার চাওয়া:

এটি শুধুমাত্র একটি মেন্টরশিপ প্রোগ্রামই নয়, এখান থেকে আমরা আমাদের ছেলে মেয়েদের মধ্য থেকে ভবিষ্যতের নেতৃত্ব তুলে আনতে চাই। তাই আমি চাইবো এই সেশন সম্পূর্ণভাবে আমাদের ছেলেমেয়েরা সঞ্চালনা এবং পরিচালনা করবে। আমি পাশে থেকে ওদেরকে সাহায্য করবো।

অনুরোধ:

১. এই অনুষ্ঠানের কথা আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করবেন যেনো আমাদের কমিউনিটি থেকে আগামী বছর যারা লিভিং সার্ট পরীক্ষায় অংশ নিবে তারা যেনো যোগদান করে।

২. যাদের ছেলে মেয়ে বা পরিচিতরা গত দুবছরে লিভিং সার্ট দিয়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়ছে এবং তাদের জুনিয়রদের সাহায্য করতে চায়, তাদের সাথে আমাকে একটু যোগাযোগ করিয়ে দিবেন।

এই অনুষ্ঠানের ম্যানেজমেন্টের কে বা কারা?

আপাতত আমি এবং আমাদের ছেলেমেয়েদের মধ্যে থেকে যারা আগ্রহী তারা। যেহেতু ABAI এর কমিটি এখনো আনুষ্ঠানিকভাবে দ্বায়িত্ব নেয় নি, অন্যদিকে বাচ্চাদেরকে জানুয়ারির মাধ্যেই এই বিষয়গুলো সম্পর্কে স্কুলে জানাতে হবে। তাই আমাদেরকে এই প্রোগ্রামটি দেরি করে করার সুযোগ নেই। ধন্যবাদ।

Arif Bhuiyan এর ওয়াল থেকে।

প্রাক্তন ABAI সভাপতি জনাব ডাঃ জিন্নুরাইন জাইগীরদার গত বৃহস্পতিবার সকালে ডাবলিনে নিজ কর্মস্থলে সিঁড়ি বেয়ে উঠার সময় পড়ে গি...
08/12/2025

প্রাক্তন ABAI সভাপতি জনাব ডাঃ জিন্নুরাইন জাইগীরদার গত বৃহস্পতিবার সকালে ডাবলিনে নিজ কর্মস্থলে সিঁড়ি বেয়ে উঠার সময় পড়ে গিয়ে কপালে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন এবং ক্ষত স্থানে ১১টি সিলির প্রয়োজন পড়ে।

কানাডায় যাওয়ায়ার পূর্ব পরিকল্পনা থাকায় পরবর্তী দিন সকালে তিনি কানাডা গমন করেন।

বর্তমানে তিনি সুস্থ আছেন। সকলের নিকট দোয়া কামনা করেছেন।

এই সিদ্ধান্তে সোস‍্যাল মিডিয়ায় ট্রলের শিকার আসিফ নজরুল স‍্যার !
08/12/2025

এই সিদ্ধান্তে সোস‍্যাল মিডিয়ায় ট্রলের শিকার আসিফ নজরুল স‍্যার !

ইন্টার মিয়ামি ২০২৫ সালের এমএলএস চ‍্যাম্পিয়ন ।এমএলএস জিতে মেসি তার ক্যারিয়ারের ৪৮তম ট্রফি জিতেছেন।লিওনেল মেসি বলেছেন যে...
07/12/2025

ইন্টার মিয়ামি ২০২৫ সালের এমএলএস চ‍্যাম্পিয়ন ।

এমএলএস জিতে মেসি তার ক্যারিয়ারের ৪৮তম ট্রফি জিতেছেন।

লিওনেল মেসি বলেছেন যে ইন্টার মিয়ামি তাদের ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতার পর এটি একটি "সুন্দর, আবেগঘন মুহূর্ত" ছিল।

ইন্টার মিয়ামির মালিক ডেভিড বেকহ‍্যমা বলেন খেলার শেষ কয়েক মুহুর্তে সমস্ত আবেগ বেরিয়ে এসেছিল।
সুত্রঃ ESPN

# Kabir

২০১৫ থেকে ২০২৫, তাসনুভা শামীম ফাউন্ডেশন অতিক্রান্ত করলো মানব সেবার দশ বছর। জনাব সাগর আহমেদ শামীমের হাত ধরে গড়ে উঠা দাতব্...
07/12/2025

২০১৫ থেকে ২০২৫, তাসনুভা শামীম ফাউন্ডেশন অতিক্রান্ত করলো মানব সেবার দশ বছর। জনাব সাগর আহমেদ শামীমের হাত ধরে গড়ে উঠা দাতব্য এ ফাউন্ডেশনটি স্বনামধন্য ও সুপরিচিত একটি প্রতিষ্ঠানে রূপ নেয়।

সম্মাননা প্রদান করা হল ভলান্টিয়ার ও সহায়তাকারীদের

মিশরীয় ফুটবল তারকা ইংলিশ প্রিমিয়ার লীগের লিভারপুলের স্ট্রাইকার মোহাম্মদ সালাহ বলেছেন আর্নে স্লটের সাথে তার সম্পর্ক ভেঙ...
07/12/2025

মিশরীয় ফুটবল তারকা ইংলিশ প্রিমিয়ার লীগের লিভারপুলের স্ট্রাইকার মোহাম্মদ সালাহ বলেছেন আর্নে স্লটের সাথে তার সম্পর্ক ভেঙে গেছে এবং তিনি মনে করেন লিভারপুলের কেউ তাকে ক্লাবে চায় না।

সর্বশেষ লিডস ইউনাইটেডের সাথে ৩-৩ গোলে ড্রয়ের পর ম সালা সাংবাদিকদের বলেন, তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তাকে তৃতীয় খেলায় বিকল্প খেলোয়াড়দের মধ্যে তার নাম ছিল এবং পুরো খেলায় তিনি বেঞ্চে বসে ছিলেন ।

সালা বলেন - আমি আগেও অনেকবার বলেছি যে ম্যানেজারের সাথে আমার ভালো সম্পর্ক ছিল এবং হঠাৎ করেই আমাদের কোনও সম্পর্ক নেই। আমি জানি না কেন, তবে আমার কাছে মনে হচ্ছে,কেউ আমাকে ক্লাবে চায় না।

সালাহ ১৫ ডিসেম্বর মিশরের সাথে AFCON-এ যাচ্ছেন, আগামী শনিবার অ্যানফিল্ডে ব্রাইটনের সাথে লিভারপুলের খেলা রয়েছে ।কিন্তু তিনি মনে করেন এটি তার লিভারপুল ক্যারিয়ারের শেষ ম্যাচ হতে পারে।
সুত্রঃ স্কাই স্পোর্টস

# Kabir

তাসনুভা শামীম ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি উপলক্ষে ডিনার সন্ধ্যা ও ভলান্টিয়ারদেরকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গতক...
06/12/2025

তাসনুভা শামীম ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি উপলক্ষে ডিনার সন্ধ্যা ও ভলান্টিয়ারদেরকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গতকাল ৫ ডিসেম্বর ডাবলিনে

স্বনামধন্য দাতব্য প্রতিষ্ঠান তাসনুভা শামীম ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি উপলক্ষে ডিনার সন্ধ্যা ও ভলান্টিয়ারদেরকে সম্মাননা প্...
06/12/2025

স্বনামধন্য দাতব্য প্রতিষ্ঠান তাসনুভা শামীম ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি উপলক্ষে ডিনার সন্ধ্যা ও ভলান্টিয়ারদেরকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গতকাল ৫ ডিসেম্বর ডাবলিনে

Address

9 Mount Drinan Crescent
Kinsealy
K67D778

Alerts

Be the first to know and let us send you an email when Irish Bangla Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Irish Bangla Times:

Share

Category