Shahinur’s Small World

17/09/2024

শাশুড়ী মা প্রথমবার আয়ারল্যান্ডের বিচে❤️❤️

14/09/2024

প্রতিবছর শুধু আমরাই যাই বিদেশী বরই চুরি করতে এবার শাশুরী মাকেও সাথী করলাম🤣🤣😜! Crab apple যেগুলোই আমাদের কাছে বরই দুধের স্বাদ ঘোলে মিঠানো আরকি🤭! তবে মা অনেক খুশি ছিল প্রথমবার এমন আপেল দেখে❤️!!

Very true ❤️
06/09/2024

Very true ❤️

আপেলের গাছ টা লাগিয়েছি দুই বছরের মতো হবে গত বছরও কয়েকটা ধরেছিল কিন্তু শেষ পর্যন্ত একটাও টিকে নাই।এবার অনেক ফুল এসেছিল সা...
06/09/2024

আপেলের গাছ টা লাগিয়েছি দুই বছরের মতো হবে গত বছরও কয়েকটা ধরেছিল কিন্তু শেষ পর্যন্ত একটাও টিকে নাই।
এবার অনেক ফুল এসেছিল সাথে আপেল ও অনেক ছিল ….
কিন্তু দেশ থেকে এসে দেখি চারজন মানুষের জন্য চারখানা আপেল টিকেছে আলহামদুলিল্লাহ😊❤️।
তারমধ্য একটা ঝরে পরছে পরে সেটা সবাই মিলে খাইলাম … সেই মজার 😊
গাছের গুলো ছিরতে কষ্ট লাগে মনে হয় গাছেই দেখতে সুন্দর লাগে তাই রেখে দিয়েছি😊❤️।

তোমার খুব কাছের ,আসে পাশের, বন্ধু বান্ধব , এমন কি তোমার অতি নিকটের কিছু মানুষ তোমার জন্য দোয়া করে তুমি সব সময় ভাল থাকো ,...
31/08/2024

তোমার খুব কাছের ,আসে পাশের, বন্ধু বান্ধব , এমন কি তোমার অতি নিকটের কিছু মানুষ তোমার জন্য দোয়া করে তুমি সব সময় ভাল থাকো , ভাল কিছু হোক তোমার সাথে 😊।
কিন্তু যখন তুমি সত্যিকারের ভালো থাকা শুরু করো বা ভালো থাকো …ঠিক তাদের মধ্য থেকেই কিছু মানুষ সেটা একদম ই মানতে পারে না😬😬!
এটা কেমন দোয়া রে ভাই!
দোয়া করতে হয় মন থেকে , মন ভরে … কিন্তু ডিজিটাল যুগের দোয়াতে ও ভেজাল রে ভাই…😬😬!
এরজন্য ভাল থাকাটা গোপন রাখাই উত্তম..নয়তো মানুষের নজর লেগে যায়….
শুনলাম ডায়মন্ড ওয়াল্ডে… এতোদিন কোনো ডায়মন্ড ই ছিল না সব নাকি কাঁচের টুকরো😳😳😳!
তেমনি কিছু মানুষের ওসব দোয়া ই ছিল না … ভাল মানুষের রুপ ধারন করা ছাড়া ….
কাকে বিশ্বাস করবেন আর কে বা হবে আপন… সবই ফেক ফেক ফেক ☹️☹️!

24/08/2024

কিছু মানুষের জন্য না আসে দোয়া …না আসে অভিযোগ বা অভিশাপ … আসলে তারা আমার জীবনে exists ই করে না😬😬!

আমার মতো এমন গাছ পাগল কি কেউ আছে যে কিনা জিনিস নামায় রেখে এসে গাছ নিয়ে আসে দেশ থেকে😂😂🤭!আলহামদুলিল্লাহ এগুলোই আমার চোখের ...
10/08/2024

আমার মতো এমন গাছ পাগল কি কেউ আছে যে কিনা জিনিস নামায় রেখে এসে গাছ নিয়ে আসে দেশ থেকে😂😂🤭!
আলহামদুলিল্লাহ এগুলোই আমার চোখের শান্তি❤️❤️!

🎉 Facebook recognised me as a top rising creator this week!
08/07/2024

🎉 Facebook recognised me as a top rising creator this week!

07/10/2023

বাচ্চাদের চাহিদা এখন আকাশ চুম্বি তাই শেষ পর্যন্ত আমার টাকার গাছটাই তাদের দিয়ে দিলাম🥲! ছোট বেলা থেকেই আমার ছোট্ট বাবা মা দুজনে তাদের ছোট্ট গুটি গুটি হাতে আমাকে বাসার নানা কাজে হেল্প করে মাসা আল্লাহ আর তার বিনিময়ে তাদের আমি পে করি ১/২ ইউরো তাতেই তারা মহা খুশি হয়ে যায় 😊… আগে ৫০ পয়শা পেলেও খুশি হয়ে যেত আর এখন একটু করে বড় হচ্ছে আর চালাক হচ্ছে এখন আর অল্প টাকায় তাদেরকে খাটানো যায় না তাদেরও বেতন বেড়ে গেছে শুধু আমার বেতন বাড়ে না😥!!

10/09/2023
10/09/2023
আমার হঠাৎ মটাত ই আজব আজব জিনিস মাথায় আসে আর যখনি আসে তখনি করা চাই ই চাই 😬😬!যেমন আজ রাতের ১২ টা বাজে ছেলের চুল কেটে দিলাম...
29/08/2023

আমার হঠাৎ মটাত ই আজব আজব জিনিস মাথায় আসে আর যখনি আসে তখনি করা চাই ই চাই 😬😬!
যেমন আজ রাতের ১২ টা বাজে ছেলের চুল কেটে দিলাম🤭😂!
কয়েকদিন ধরে ভাবি কেটে দেবো কিন্তু দিনের বেলা সময় ই বের করতে পারি না এবং ভুলেও যাই এখন হঠাৎ মনে পরছে আর কেটে দিলাম ।
ছেলে সেলুনে কাটতে চায় না ওর নাকি পছন্দ হয় না ওর মার চেয়ে নাকি কেউ ভাল কাটতে পারে না 😂🤭!
গতবার কেটে এনেছে তারা নাকি অনেক সর্ট করে দিয়েছে বাসায় এসে বলতেছিল তাই এবার যাবে না 😬!
কি আর করার আনাড়ি হাতেই কেটে দেই ছেলের খুশির জন্য😊❤️।
বিয়ের পর , মা হওয়ার পর কত ধরনের যে এক্সপেরিয়েন্স করতে হয় বাপরে বাপ … বাপ দাদার জনমে যে কাজ গুলো করিনি সেসব করতে হয় এখন তবে আমি এসব ইনজয় করি 😊।
আমার কাজ করতে ভাল লাগে নিজেকে বিজি রাখতে ভাল লাগে …জীবনে আমি আরো আরো অনেক বিজি থাকতে চাই যেন আজাইরা কথা বলার এবং শোনার সময় না থাকে জীবনে !
কারো পিছনে যেন অযথা টাইম নষ্ট না করতে হয়… মানুষের মন জয় করতে গিয়ে জীবনে বহুত বহুত সময় নষ্ট করেছি , দিন শেষে শুধু পেয়েছি অপবাদ , অবমাননা ঘর থেকে বের হয়েই মানুষ পিছনে কথা বলতেই ব্যস্ত হয়ে পরেছে কোনোদিন তোমার কষ্ট টাকে ভালবাসা টা কে প্রাধান্য দেয়নি😥।
যতটুকু সময় পাবে পরিবারের জন্য ব্যয় করো … দিন শেষে পরিবারের কাছ থেকে সেটার একটা ভাল ফিডব্যাক পাবে।
এখন বাচ্চাদের সাথে কোয়ালিটি টাইম দাও একটা বয়সের পর তোমারও যখন এই টাইটার দরকার পরবে বাচ্চারাও সেটা দিবে তখন ।
এখন যত ব্যস্ততা দেখাবে তাদেরকে তাঁরাও সেটাই শিখবে জীবনে ….!
বিশেষ করে বাচ্চাদের ১০/১২ বছর বয়স এই বয়স্টার বেশির ভাগ কথা তাদের মনে থাকবে তাই এই সময়ে তাদেরকে কিছু ভাল মেমরি দিতে হয় যে মেমরি জীবনে একদিন মা বাবার কথাও মনে করিয়ে দিবে😊।
আমি যেমন আমার ওই বয়সের অনেক ঘটে যাওয়া ঘটনা ওদের সাথে গল্প করি ওরা খুব অবাক হয়ে শুনে …ওরাও হয়তো একদিন বলবে এসব 😊!
যেমন সেদিন রাত দুটোয় হঠাৎ আমার আইস ললি খেতে মন চাইলো বাচ্চারা সহ খাইলাম তারা তো অবাক সাথে খুশিও হলো সবাই মিলে ইনজয় করে খেলাম😊।
গভীর রাতে মন চায় লুডু খেলবো ওদের সাথে খেলি , অনেক সময় রাত জেগে তাদের সাথে গল্প করি, আবার আমি মাঝে মাঝে বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যাই বলি বাবা মা আমার খুব হাংরি লাগতেছে এভাবে ঘুমাতেই পারবো না মা … তখন দু ভাইবোন দৌড়ে নিচে যায় তাদের আনাড়ি হাতে খাবার বানিয়ে আনে মাসা আল্লাহ এতো এতো ভাল লাগে যা ভাষায় প্রকাশ করতে পারবো না ❤️। মেয়ের এখন উঠতি বয়স নিজেকে সুন্দর পরিপাটি রাখার চেষ্টা করে নতুন নতুন জিনিস শেখে নিজের ওপর এপ্লাই করে তখন ওকে বলি মাকেও একটু করে দাও শুধু তুমি সুন্দর হলেই হবে মা কেও তো সুন্দর রাখতে হয় … সবাই বলবে সুন্দর মায়ের সুন্দর মেয়ে মাসা আল্লাহ 😂 সে খুশি হয়ে যায় আবুল থাবুল কত গুলো জিনিস নিয়ে মায়ের ফেসিয়াল করা শুরু করে দেয় 😂😂 খুব ভাল লাগে ছোট গুটি গুটি হাতের ভালবাসা পেতে❤️😊!
এমন ছোট ছোট অনেক কাজ নিয়ে আমি বাচ্চাদের সাথে সময় ব্যয় করি তাদের ভাল লাগে আমারও ভাল লাগে।

এই যে ছোট ছোট জিনিস গুলো জীবনে অনেক কিমতি রাখে…নিত্য দিন তো অনেক কিছুই করা হয় তারমধ্য একটু আধটু ব্যতিক্রম কিছু করতে হয় সেটা যেন জীবনে স্মৃতি হয়ে থাকে।

মাসা আল্লাহ, আলহামদুলিল্লাহ সবার কাছে দোয়া চাই আমার ছোট্ট পরিবারের জন্য কারো যেন নজর না লাগে ❤️❤️।

আমি মানুষের থেকে পাওয়া ভালবাসা গুলোও খুব যত্ন করে রেখে দেই মনের গহীনে….তেমনি আবার মানুষের দেয়া কষ্ট গুলোও খুব যত্ন করে র...
28/08/2023

আমি মানুষের থেকে পাওয়া ভালবাসা গুলোও খুব যত্ন করে রেখে দেই মনের গহীনে….
তেমনি আবার মানুষের দেয়া কষ্ট গুলোও খুব যত্ন করে রেখে দেই সেখানে ।
দুটোর একটাও আমি ভুলিনা…. সহজে ভুলতে পারিনা ….!
কারন আমি এগুলো থেকে শিক্ষা নেই….মানুষ কত সুন্দর করে ছোট্ট ছোট্ট জিনিসে ভালবাসা প্রকাশ করতে পারে ।

আবার সেই মানুষ ই কতটা কষ্ট আঘাত দিয়ে ভিতরটা জর্জরিত করতে পারে সেটা থেকেও শিক্ষা নেয়া উচিত ।

মানুষের ভালবাসা বা ব্যবহার সব সময় একই রকম থাকে না…. মানুষ নিজ প্রয়োজনে সেটার রুপ পরিবর্তন করেন ।

ভালবাসা জিনিসটা পবিত্র … এটার যত্ন নিতে হয় এটাকে সুন্দর করে মনের গহীনে গাঁথতে হয়….যাকে ভালবাসবে তার সব টুকু নিয়েই ভালবাসতে হয়… ভাল মন্দ দোষগুন জশ ক্ষ্যাতি দেখে বিচার করে ভালবাসা হয় না… মনের সাথে মনের মিল করতে হয়।

আমি কিছু মানুষের এতো এতো রুপ দেখেছি… নিজ প্রয়োজনে অনেক কাছে টেনে নিয়েছে আবার ব্যবহার শেষে টিস্যুর মতো ছুড়ে ফেলেছে 😊!
এতে কিন্তু আমার কোনোই ক্ষতি হয়নি বরং আমি মানুষের উপকার ই করেছি …. সে ভেবেছে কাজ শেষ আর দরকার নেই কিন্তু সে যে নিজের সাথে নিজে কতটা প্রতারনা করেছে সময় সেটা বুঝিয়ে দিবে তাকে 😊।
এভাবে টিস্যুর মতো ব্যবহার করতে করতে যখন সকল টিস্যু শেষ হয়ে যাবে তখন সে হবে দুনিয়ার সবচেয়ে একা সেই কথাটা ভাবতেই বুক টা জানি কেমন করে উঠে …. কারন এখনো কিছু মানুষকে বড্ড ভালবাসি তাদের ওই সময়ের কথা আমি ভাবতেই বুকে চির দেয়।

ভালবাসা জিনিস টা ভয়ানক সুন্দর যাকে একবারের জন্য ও ভালবাসা যায় সেটা ভুলা খুবই কষ্টকর আর ঘৃনা তো আরো জঘন্য ভয়ানক যার প্রতি একবার আসে সেটা চাইলেও আর আগের মতো হয় না ।

আমাকে যারা ভালবাসে তাদের কাছে আমি সুন্দর ,সুশীল ,ভদ্র , ভাল , উপকারী, ভাল বন্ধু আবার যারা আমাকে ভালবাসে না তাদের কাছে আমিই হয়তো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট প্রানী😊!
আসলে যার ভালবাসার দৌড় যতটুকু আমি তার কাছে ততটুকুই সুন্দর , যার মানুষিকতা যেমন আমি তার কাছেই তেমন ।
ওই যে বললাম মানুষ নিজ প্রয়োজনে রুপ পাল্টায়… সেটা হোক ঘৃনার ক্ষেত্রে বা ভালবাসার 😊।

আয়ারল্যান্ডের হলে গিয়ে দেখলাম মুভি ‘’প্রিয়তমা’’
22/08/2023

আয়ারল্যান্ডের হলে গিয়ে দেখলাম মুভি ‘’প্রিয়তমা’’

01/08/2023

Donegal bay waterbus

18/06/2023

Shein Haul!😍
মেয়ে একটার পর একটা বের করতেই আছে …সস্তায় বস্তা ভরতে ভরতে মায়ের পকেট ও খালি করে ফেলে😬😬!!
তবে জিনিস গুলো খারাপ না ভালই লাগে এই নিয়ে অনেকবার অর্ডার করা হয়েছে😊
এই ভিডিও মাস খানিক আগের এরপর আরো অর্ডার করছে তারা😊!

15/06/2023

আমার বাসায় এক পুচকু আছে সারাদিন শুধু এভাবে আনকেলের পিছে পিছে ঘুরে… আনকেল হলে তার আর কিছু লাগবে না ভিডিও টা করেছি মিনিমাম দু মাস আগে এখন পুচকু আরো চালাক হয়েছে মাসা আল্লাহ 😂😂

কোন মানুষ যখন আপনার সাথে বুদ্ধি, জ্ঞানে পেরে উঠবে না, তখন তার শেষ আশ্রয়স্থল হবে সে অপ্রাসঙ্গিক কথা টানবে আর ধারণার উপর আ...
09/05/2023

কোন মানুষ যখন আপনার সাথে বুদ্ধি, জ্ঞানে পেরে উঠবে না, তখন তার শেষ আশ্রয়স্থল হবে সে অপ্রাসঙ্গিক কথা টানবে আর ধারণার উপর আপনাকে 'ব্যক্তিগত আক্রমন' করবে।🙃
Collected

28/04/2023



বাংলাদেশে এমন করা যায় না?

ইউরোপের একটি দেশ যেখানে এই দৃশ্য অহরহ দেখতে পাবেন -

একটি রেস্তোরা। ঐ রেস্তোরার ক্যাশ কাউন্টারে এক ভদ্রমহিলা এলেন আর বললেন ৫ টা কফি আর একটা সাসপেনশন। তারপর উনি পাঁচটি কফির বিল মেটালেন আর চার কাপ কফি নিয়ে চলে গেলেন।
কিছুক্ষণ পরে এক ভদ্রলোক এলেন আর অর্ডার করলেন দুটো লাঞ্চ প্যাক করুন আর দুটো সাসপেনশন রাখুন। উনি চারটে লাঞ্চের বিল মেটালেন আর দুটো লাঞ্চ প্যাকেট নিয়ে চলে গেলেন।
তার কিছুক্ষণ পর আরো একজন এলেন। অর্ডার করলেন দশটা কফি ছটা সাসপেনশন। উনি দশটা কফির পেমেন্ট করলেন আর চারটে কফি নিয়ে গেলেন।
এভাবেই একের পর এক চলতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে একজন বৃদ্ধ ব্যক্তি জর্জর অবস্থায় কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলেন কোনো সাসপেনশন কফি আছে ?
কাউন্টার থেকে জানানো হলো অবশ্যই আছে এবং এক কাপ গরম কফি ওনাকে দেওয়া হলো।
তারও অল্প কিছুক্ষণ পরে এক দাড়িওয়ালা ভদ্রলোক ভিতরে এসে জিজ্ঞাসা করলেন আজ কি কোনো লাঞ্চ সাসপেনশনে রাখা আছে ? কাউন্টার থেকে যথারীতি সম্মতি জানিয়ে তাকে গরম খাবারের একটি পার্সেল আর এক বোতল জল দেওয়া হলো।
এই ব্যাপারটা সারাদিন চলছে তো চলছেই। কিছু মানুষ নিজেদের পকেট থেকে নিজেদের অর্জিত রোজগার থেকে কিছু অজানা মানুষের খাওয়ার জন্যে পেমেন্ট করছেন আর কিছু গরীব দুস্থ মানুষ বিনা পেমেন্টে নিশ্চিন্তে খাওয়া দাওয়া করছেন। দিনভর চলছে এই কান্ড।

অথচ কেউ জানেনা কারোরই পরিচয়। না দাতা জানে গ্রহীতার পরিচয় না গ্রহীতা জানে দাতার পরিচয়।

প্রয়োজন নেই পরিচয় জানার,
প্রয়োজন নেই নিজের নাম জাহির করার।
কিন্ত প্রয়োজন আছে কিছু অভুক্ত মানুষের মুখে অন্ন তুলে দেবার এবং সেটা একেবারেই গোপনে।

মানবিকতার এই চরম শিখরে পৌঁছনো দেশটির নাম "নরওয়ে" এবং নরওয়ের দেখাদেখি এই পরম্পরা ছড়িয়ে পড়ছে ইউরোপের অন্যান্য দেশেও।

26/04/2023

আজ আমাদের Sameer বাবার জন্মদিন 😘😘
বাবাটা আজ ১০ বছর পূর্ন করলো❤️😊।
সবাই বাবাটার জন্য দোয়া করবেন ❤️।
সবাই তাকে উইস করবে সেই আশায় সে রাত ১২ টা পর্যন্ত জেগে ছিল😊!

পা চাটা লোকদের একটা সুপার পাওয়ার থাকে।তারা সব জায়গায় সুবিধা পায়,সেটা রাজনৈতিক ক্ষেত্রে বলেন, সামাজিক ক্ষেত্রে বলেন আর কর...
12/04/2023

পা চাটা লোকদের একটা সুপার পাওয়ার থাকে।

তারা সব জায়গায় সুবিধা পায়,
সেটা রাজনৈতিক ক্ষেত্রে বলেন, সামাজিক ক্ষেত্রে বলেন আর কর্মক্ষেত্রেই বলেন,
তারা সর্বোচ্চ সুবিধা পেয়ে থাকে।

বলতে গেলে পা চাটাদের একটা কোঠাই থাকে আলাদা সর্বপরি।
অথচ এরা না কারো আপন হয়,
না কারো বিশ্বস্ত হয়, না কারো নিজস্ব হয়।

এরা হয় সুবিধাবাদী, মেরুদণ্ডহীন টাইপের লোক।
এদের নিজের কোন মতামত থাকেনা,
নিজস্ব কোন হস্তক্ষেপ থাকেনা কোন কাজে।
এদের মাঝে বিবেক মানবতা বলতেও কিছু থাকেনা। তবুও এরা অনেকের প্রিয় হয়ে থাকে,,

ঐ যে প্রথমেই বললাম পা চাটা লোকদের সুপার পাওয়ার আছে।

05/04/2023

"মায়ের গায়ে একটা গন্ধ থাকে, ঘামে ভেজা হোক কিংবা কোন সুগন্ধীর হোক, সুনির্দিষ্ট একটা ঘ্রাণ। শুধু সন্তানরাই সে গন্ধ পায়।"

~হুমায়ূন আহমেদ~

জীবনে haters  থাকা খুব দরকার। 😌কেন জানেন? আপনার সমালোচনা যতো হবে আপনি তত বেশি নিজেকে তৈরি করতে পারবেন 😊 বলুক না লোকে খার...
28/03/2023

জীবনে haters থাকা খুব দরকার। 😌
কেন জানেন?
আপনার সমালোচনা যতো হবে আপনি তত বেশি নিজেকে তৈরি করতে পারবেন 😊

বলুক না লোকে খারাপ,😅
উপরে তো একজন আছে আর আপনি তো জানেন আপনি কেমন ☺️

কারো কাছে নিজেকে প্রমান করার দরকার নেই ☺️
১০০% এই ১০ % লোক আপনাকে ভালোবাসলে চলবে ❤️

নিজেকে ভালোবাসুন,নিজেকে তৈরি করুন😊
সময় বলবে আপনি কি? আর আপনার পরিচয় কি? 😍

সংগ্রহ

Mother’s Day surprise gift from my loving daughter & son❤️❤️I am very blessed Alhamdulillah 😊.ছোট্ট মা বাবা দুটোর প্লানে...
19/03/2023

Mother’s Day surprise gift from my loving daughter & son❤️❤️
I am very blessed Alhamdulillah 😊.
ছোট্ট মা বাবা দুটোর প্লানের শেষ নেই কত কিছু যে করতে চায় মা এর জন্য মাসা আল্লাহ …আল্লাহ যেন তাদের সব সময় এমন রাখেন আমীন।
তিনদিন ধরে গিফ্ট কিনে ব্যাগে হাইড করে রেখেছে আজ সেটা দিলো মা কে 😊।
সারা সপ্তাহ তারা মা কে কাজে হেল্প করে যতটুকু আয় করে সেই টাকা জমিয়ে সেখান থেকে যেকোনো ওকেশনে বাবা মার জন্য গিফ্ট কিনে আনে এর চেয়ে খুশির আর কি হতে পারে বাবা মার জন্য 😊❤️।
দুজনে কার্ড বানিয়েছে ভিতরে টাকাও দিয়েছে… যদিও আমি বাচ্চাদের কষ্টে অর্জিত টাকা টা সহজে নেই না তাদের ভালবাসাই আমার জন্য অনেক আলহামদুলিল্লাহ❤️❤️।

ছেলে মেয়ের গিফ্ট দেয়া দেখে তাদের বাবাও দেখলাম কয়েকটা নোট বের করে দিলো 🤣🤭যাক আজ ঘরে বসেই ভাল ইনকাম হলো😜!
আল্লাহ আমার সন্তান সহ পৃথিবীর সকল সন্তানদের ভাল রাখুক সুস্থ রাখুক নেক সন্তান হিসেবে কবুল ও মজ্জুর করুন আমীন।

I've received 2,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
28/01/2023

I've received 2,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

আজ বাহিরে এতোই ঠান্ডা ছিল বাপরে বাপ…স্নো পরলেও এতোটা ঠান্ডা লাগে না …আজ ছিল জমে যাওয়া ঠান্ডা …বাগানে বালতি তে পানি ছিল গ...
16/01/2023

আজ বাহিরে এতোই ঠান্ডা ছিল বাপরে বাপ…
স্নো পরলেও এতোটা ঠান্ডা লাগে না …
আজ ছিল জমে যাওয়া ঠান্ডা …
বাগানে বালতি তে পানি ছিল গিয়ে দেখি জমে বরফ হয়ে আছে 😊!

15/01/2023

আমার মায়ের জন্মদিনে মা আমার অনেক হ্যাপি ছিল বান্ধবীদের সাথে 😊॥ মাসা আল্লাহ মা টা দেখতে দেখতে এক যুগ পূর্ন করলো॥ সবাই দোয়া করবেন আল্লাহ যেন নেক হায়াত দান করেন এবং নেক সন্তান হিসেবে কবুল ও মন্জুর করেন আমীন ॥

আমার ছোট্ট মা টা… আমার সোনা পাখিটার আজ শুভ জন্মদিন 😘দেখতে দেখতে পাখিটা আমার বড় হয়ে গেল মাসা আল্লাহ😘মা আমার এক যুগে পা র...
04/01/2023

আমার ছোট্ট মা টা… আমার সোনা পাখিটার আজ শুভ জন্মদিন 😘
দেখতে দেখতে পাখিটা আমার বড় হয়ে গেল মাসা আল্লাহ😘
মা আমার এক যুগে পা রাখলো….১২ টা বছর কিভাবে গেল জীবন থেকে ভাবতেই অবাক লাগে।
সবাই আমার ছোট্ট মা টার জন্য দোয়া করবেন আল্লাহ যেন নেক সন্তান হিসেবে কবুল ও মন্জুর করেন আমীন।

03/01/2023

আয়ারল্যান্ডে পিঠা উৎসবে .. উৎসব মুখর আয়োজন গানে গানে

03/01/2023

আয়ারল্যান্ডে পিঠা উৎসব 😊

Address

Dublin

Alerts

Be the first to know and let us send you an email when Shahinur’s Small World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like