Shahinur’s Small World

Shahinur’s Small World Do good , and good will come to you. Life is like an ice cream, enjoy it before it melts!

মেয়ের হাতে রান্না করা রাতের খাবার😊শুয়ে ছিলাম ছেলে এসে বেডে দিয়ে গেছে তার বোনের হুকুম বলে কথা 😁!Buldak spicy ramen টা অনে...
24/01/2025

মেয়ের হাতে রান্না করা রাতের খাবার😊
শুয়ে ছিলাম ছেলে এসে বেডে দিয়ে গেছে তার বোনের হুকুম বলে কথা 😁!
Buldak spicy ramen টা অনেক ঝাল ছিল সাথে আরো কতগুলো কাঁচা মরিচ দিয়েছে যদি আরো এক্সট্রা ঝাল খেতে চাই😁!
তাই সে ঠান্ডা দুধ ও দিয়েছে বেশি ঝাল লাগলে যেন সেটা পান করতে পারি😁! এতো বুদ্ধি তারা কোথায় পায় আল্লাহ জানে😊॥
আমার জান বাচ্চা দুটো এখন মোটামুটি ভালোই কাজ জানে মাসা আল্লাহ অন্তত নিজের পেটটা চালানোর মতো কাজ শিখেছে আলহামদুলিল্লাহ আমাকে ছাড়াই তারা টুকটাক খাবার বানিয়ে খেতে পারে এতেই আমি খুশি 😊॥

দেশিও ফলে ঘর ভরপুর😊এতোটুকু কাঁঠালের এতো দাম বাপরে😳!
22/01/2025

দেশিও ফলে ঘর ভরপুর😊
এতোটুকু কাঁঠালের এতো দাম বাপরে😳!

শিক্ষনীয় গল্প ঃ-৩টি গল্পঃ০১. নকিয়া অ্যান্ড্রয়েডকে গ্রহণ করেনি।০২. ইয়াহু গুগলকে প্রত্যাখ্যান করেছিলো।০৩. কোডাক এড়িয়ে গিয়ে...
14/01/2025

শিক্ষনীয় গল্প ঃ-

৩টি গল্পঃ
০১. নকিয়া অ্যান্ড্রয়েডকে গ্রহণ করেনি।
০২. ইয়াহু গুগলকে প্রত্যাখ্যান করেছিলো।
০৩. কোডাক এড়িয়ে গিয়েছিলো ডিজিটাল ক্যামেরাকে।

শিক্ষাঃ
০১. ঝুঁকি নিতে হয়।
০২. পরিবর্তনকে গ্রহণ করতে হয়।
০৩. সময়ের সাথে পরিবর্তিত হতে না-চাইলে, বাতিল হয়ে যেতে হয়।

আর ২টি গল্পঃ
০১. ফেসবুক নিয়ে নিয়েছে হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রামকে।
০২. দক্ষিণপূর্ব এশিয়ায় গ্র‍্যাব নিয়ে নিয়েছে উবারকে।

শিক্ষাঃ
০১. নতুন আইডিয়ায় মনোযোগ দিতে হবে।

আরও ২টি গল্পঃ
০১. কর্নেল স্যান্ডার্স কেএফসি প্রতিষ্ঠা করেছেন ৬৫ বছর বয়সে।
০২. জ্যাক মা, যিনি 'কেএফসি'-তে চাকরি পাননি, প্রতিষ্ঠা করেছেন 'আলিবাবা' এবং ৫৫ বছর বয়সে অবসরে চলে গেছেন।

শিক্ষাঃ
০১. বয়স একটি সংখ্যা মাত্র।
০২. যারা চেষ্টায় থাকে, শুধুমাত্র তারাই সফল।

শেষ, কিন্তু শেষ নয়ঃ
০২. ল্যামবোর্ঘিনি প্রতিষ্ঠা করেছেন একজন ট্রাক্টর-নির্মাতা, ফেরারি'র প্রতিষ্ঠাতা তাকে অপমান করেছিলো বলে এবং এর প্রতিশোধ হিসেবে।

শিক্ষাঃ
কাউকে তুচ্ছ ভাবতে নেই, কক্ষনো না।
স্রেফ পরিশ্রম করে যেতে হবে,
সময়কে বুদ্ধিমত্তার সাথে ইনভেস্ট করতে হবে,
ব্যর্থতাকে ভয় পাওয়া যাবে না।

সংগৃহীত এবং সংশোধিত

খাঁটি সত্য কথা🙂!!
12/01/2025

খাঁটি সত্য কথা🙂!!

New year new me❤️ শেষ পর্যন্ত চাশমিশ হয়ে গেলাম😌যে জিনিস টা আমার কখনই পছন্দের ছিল না …😩!
09/01/2025

New year new me❤️ শেষ পর্যন্ত চাশমিশ হয়ে গেলাম😌
যে জিনিস টা আমার কখনই পছন্দের ছিল না …😩!

08/01/2025

মেয়ে তার জন্মদিনে এতো এতো গিফ্ট পেয়েছে বান্ধবীদের কাছ থেকে সে তো মহা খুশি… বেষ্ট ফ্রেন্ডরা তো জানেই কার কি পছন্দ তাই সব তার পছন্দের জিনিস ছিল… বাবা মা ভাই এরচেয়েও দামী দামী জিনিস দিয়েছে কিন্তু বয়স বলে তো একটা কথা আছে এই বয়সে বান্ধবীরাই বুঝি বেশি আপন হয় তাই তাদের সব কিছুই বেষ্ট লাগে ❤️😊॥ ゚viralシ

08/01/2025

বাহিরে বরফ ঠান্ডায় হাটতে গিয়ে বেহাল অবস্থা 😩!! এই পুরো শীতকালে এতোটা ঠান্ডা লাগেনি আমার😊॥ ঠান্ডার কারনে ঠোট খুলে ঠিক মতো কথাও বলতে পাচ্ছিলাম না 🥲॥ ゚viralシ

I've received 20,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
08/01/2025

I've received 20,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

🎉 Facebook recognised me as a consistent reels creator this week!
07/01/2025

🎉 Facebook recognised me as a consistent reels creator this week!

06/01/2025

বাচ্চারা স্নো দিয়ে সেই মজা করে খেলা করছে ,স্নো ম্যান ও বানিয়েছে, পরে তারা নিজেই বলতেছিল স্নো ম্যান না হয়ে সাদা কবুতর হয়েছে সেটা 😆😂 তবে ঠান্ডার কারনে তারা বেশিক্ষন খেলতে পারেনি 😓॥ ゚viralシ

06/01/2025

ছোট ভাই তার বোনের জন্মদিনে কি উপহার দিলো!! তার মাকে বাসার কাজে হেল্প করে টাকা উপার্জন করে সে একটু একটু করে সেই জমানো টাকা থেকে বোনকে গিফ্ট দিয়েছে মাসা আল্লাহ তাদের এই ভালবাসা অটুট থাকুক আমীন❤️❤️॥ ゚viralシ

05/01/2025

ছোট ভাই বোনকে উইস করার জন্য সেই রাত ১২ টার আগ থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছিল সময় যেন তার কাটে না😁!! ゚viralシ

এ বছরের প্রথম স্নো…❤️❤️॥ শাশুরী মার খুব ইচ্ছে ছিল দেখার সেটা আর হয়ে উঠে নাই🥲॥
05/01/2025

এ বছরের প্রথম স্নো…❤️❤️॥ শাশুরী মার খুব ইচ্ছে ছিল দেখার সেটা আর হয়ে উঠে নাই🥲॥

আমার জান বাচ্চাটার জন্মদিনের টুকিটাকি আয়োজন ❤️❤️॥04/01/2025 সারাদিন ফ্রেন্ডদের সাথে ভালোই কাটলো তার দিন মাসা আল্লাহ❤️😘!!...
04/01/2025

আমার জান বাচ্চাটার জন্মদিনের টুকিটাকি আয়োজন ❤️❤️॥
04/01/2025 সারাদিন ফ্রেন্ডদের সাথে ভালোই কাটলো তার দিন মাসা আল্লাহ❤️😘!! ফ্রেন্ডরা এতো এতো গিফ্ট দিয়েছে সব তার পছন্দের সেজন্য আরো খুশি😁! বেস্ট ফ্রেন্ডরা তো জানেই তাদের কার কি পছন্দ …বন্ধুত্ব তাদের অটুট থাকুক মাসা আল্লাহ 😊😊!!

03/01/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

03/01/2025

Address

Dublin

Alerts

Be the first to know and let us send you an email when Shahinur’s Small World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share