Insaniyat Tv

Insaniyat Tv "সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই Athens, greece

06/02/2023
16/01/2023

গ্রিসে বসবাসরত১৫ হাজার অনিয়মিত বাংলাদেশিদের সিজনাল ভিসায় বৈধকরণ কার্যক্রম শুরু হয়েছে।
রিপোর্টঃ নিরব আহমেদ রুমন
যমুনা টেলিভিশন,গ্রীস প্রতিনিধি।

আলহামদুলিল্লাহ ওয়া রাসুলিহিল কারিম।।। এথেন্সের পুরাতন এলাকা ফিলিস রোডের ৪৭ নাম্বারে( প্যালাতিয়া ভিকটরিয়ার নিচের রোডে) আম...
13/06/2022

আলহামদুলিল্লাহ ওয়া রাসুলিহিল কারিম।।।
এথেন্সের পুরাতন এলাকা ফিলিস রোডের ৪৭ নাম্বারে( প্যালাতিয়া ভিকটরিয়ার নিচের রোডে) আমার এই মিনি মার্কেটটিতে আপনারা সবাই আমিন্ত্রত। এখানে সল্প মুল্যে গুনাগত মানসমপন্ন বাংলাদেশী পন্য সামগ্রি পাবেন।
বাসায় সব ধরনের খাবার জাতীয় পন্য ডেলিভারি দেওয়া হয়।
এখানে সোর্বচ্ছ রেইডে, বাংলাদেশে টাক পাঠানো হয়।বিকাশ, রকেট করা হয়।
বাংলাদেশর যে কোন নাম্বারে ফ্লেক্সিলড, ও এমবি দেওয়া হয়।
সবাই আমন্ত্রিত।

30/04/2022

ঈদ হোক রুগ মুক্ত,সংকট মুক্ত,দুশ্চিন্তা মুক্ত,নিরাপদ একটি সুখী ও সুন্দর জীবন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসের সকলকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক।
নিরব আহমেদ রুমন।

গ্রীস,প্রতিনিধি।

16/04/2022
আগামী ২৬ অক্টোবর ৬২ বাংলাদেশিকে একসঙ্গে জার্মানি থেকে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন বার্লিনে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদ...
21/10/2021

আগামী ২৬ অক্টোবর ৬২ বাংলাদেশিকে একসঙ্গে জার্মানি থেকে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন বার্লিনে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া৷

তিনি বলেন, ‘‘তাদের ঢাকা পৌঁছে দিতে ১৩০ জনের মতো জার্মান নিরাপত্তারক্ষীও বাংলাদেশের ভিসা নিয়েছেন৷’’

Programme date change
14/10/2021

Programme date change

13/10/2021

গ্রীক সরকারের পক্ষ থেকে বাৎসরিক ইপিদমা ইপখিকো( মিকরো বইথিয়া) গত ১৪ সেপ্টেম্বর হতে চালু হয়েছে। আগামী ৩০শে নবেম্বর পযন্ত আাবেদন এর শেষ সময়। অনলাইনে আাবেদন করা যাবে এবং KEP অথবা নিদিষ্ট OAED হতে আাবেদন করতে পারবেন।
যারা পূর্বে এই মিক্র বইথিয়ার জন্য আবেদন করেছেন তারা ইচ্ছে করলে কোন লগিস্টিস এর কাছে গিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন অথবা অনলাইনে আবেদন করতে পারবেন। আর যারা এর আগে কোন আবেদন করেন নাই, এইবারই প্রথম তাদেরকে নির্দিষ্ট KEP অথবা OAED এগিয়ে আবেদন সম্পন্ন করতে হবে ।সাথে অবশ্যই সকল প্রকার ডকুমেন্ট এবং ব্যাংক একাউন্ট নিয়ে যেতে হবে। আগামী 30 শে নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
**কারা করতে পারবে এই আবেদনঃ👇👇👇👇
★★★২০২০ সালে যারা রেস্টুরেন্টে কাজ করেছেন, কিন্তু মালিকপক্ষ তুলনামূলক কম ইকা প্রদান করেছেন,অর্থাৎ ২০২০সালের পুরো বছরে ১০০ নিচে এবং লাস্ট ৩ মাস, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এ ৫০এর কম ইকা প্রদান করেছেন,তারা এ আবেদন করতে পারবেন।
★★★2020 সালে সিজনাল কোন কাজ করেছেন যেমন, আইল্যান্ডে রেস্টুরেন্টে কাজ করেছেন কিংবা অন্য কোনো কাজ করেছেন তার ওই আবেদন করতে পারবে।
★★★২০২০ সালে সিজনাল কোন ট্যুরিজম সেক্টরে কাজ করেছেন সেই সকল ব্যক্তিরাও আবেদন করতে পারবেন।
★★★২০২০ সালে যারা পার্টটাইম কাজ করেছেন অর্থাৎ পুরো বছরের নিচে ইকা আছে তারা এই আবেদন করতে পারবেন।
★★★2020 সালে যারা বিভিন্ন সেক্টরে ফুলটাইম কাজ করেছেন। কিন্তু মালিকপক্ষ আপনাকে নামমাত্র ইকা প্রদান করেছেন।অর্থাৎ সরকারি খাতায় আপনাকে নিম্ন আয় তথা পুরো বছরের ১০০ নিচে ইকা দেখায় তাহলে আপনি আবেদন করতে পারবেন।
সুতরাং যারা এই আওতায় পড়ে অর্থাৎ 2020 সালে নিম্ন পরিমান ইকা প্রদান করেছে মালিকপক্ষ তারা আবেদন করতে পারেন। যার যার ভিত্তিক OAED সেন্টার,KEP গিয়ে আবেদন সম্পন্ন করতে পারেন। অথবা কোন লোগসথিস এর মাধ্যমে কিংবা অনলাইন প্লাটফর্মে নিজে নিজে আবেদন করতে পারেন।
নিচে অনলাইন আবেদনের লিংকটি দেওয়া হল
https://eservices.oaed.gr/pls/apex/f?p=110:LOGIN_DESKTOP:106717766225322
বিশেষ দ্রষ্টব্যঃ যারা খুব ভালো পরতে পারেন ও বোঝেন তারাই অনলাইনে আবেদনটি নিজে নিজে করার চেষ্টা করুন। বাকিরা কোন লগিসথিস এর কাছে অথবা নির্দিষ্ট সেন্টারে গিয়ে আবেদন করুন।

***বাংলাদেশি নাগরিকদের ইইউতে আশ্রয় আবেদন বেড়েই চলছে২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের দ...
13/10/2021

***বাংলাদেশি নাগরিকদের ইইউতে আশ্রয় আবেদন বেড়েই চলছে

২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের দেশে বাংলাদেশি নাগরিকদের এসাইলাম আবেদনের হার প্রায় ৭০ শতাংশ বেড়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের তথ্য মতে, প্রথম প্রান্তিকে সর্বমোট এসাইলাম আবেদনের সংখ্যা ছিল ২ হাজার ৪২৫ জন যা পরবর্তী দ্বিতীয় প্রান্তিকে পরবর্তী তিন মাসে প্রথমবারের মতো এসাইলাম আবেদন করেছেন ৩ হাজার ৫২০ জন। সেই হিসেবে ২০২১ সালের প্রথম ছয় মাসে এসাইলাম আবেদন করেছেন ৫ হাজার ৯৪৫ জন বাংলাদেশি নাগরিক।

ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি সদস্য রাষ্ট্রের মধ্যে চলতি বছরের সবচেয়ে বেশি আবেদন পড়ছে ইতালিতে, এসাইলাম আবেদন করেছেন ২ হাজার ৩৫০ জন বাংলাদেশি, ফ্রান্সে ১ হাজার ৭২৫ জন এবং গ্রিসে ৮২৫ জন রয়েছেন। বলকান এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এসাইলাম আবেদনকারী বেশিরভাগ বাংলাদেশি উক্ত দেশগুলোতে আশ্রয়গ্রহণ করেন।
মধ্যপ্রাচ্য থেকে বলকান অঞ্চলের পথ পাড়ি দিয়ে পর্তুগালে আগমনকারী এক বাংলাদেশি ব্যক্তিগত পরিচয় না প্রকাশ করার শর্তে জানান, এই বিপদসংকুল পথে যাত্রা শুরু করার দ্বিতীয় দিনের মধ্যে জীবনের মায়া ত্যাগ করতে হয়েছে কেননা পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। কারণ সামনে আলোর দেখা থাকলেও পিছনে ছিল একমাত্র মৃত্যু। ভাগ্য আমাকে সায় দিয়েছে কিন্তু একই সাথে যাদেরকে নিয়ে যাত্রা শুরু করেছিলাম এদের দুই-তৃতীয়াংশ শুধুমাত্র গন্তব্যে পৌঁছাতে পেরেছি। এক-তৃতীয়াংশ সহযাত্রীর লাশ ফেলে আসতে হয়েছে এমনকি তাদের যথাযথ নিয়মে সমাহিত করা হয়নি। তাছাড়া তাদের মৃত্যুর খবর স্বজনদের কাছে পৌঁছায়নি। তিউনিশিয়া ও লিবিয়া হয়ে মধ্য ভূমধ্যসাগরে অথৈ সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে গমনের এ রুটটি আমাদের বাংলাদেশিদের আরেকটি উল্লেখযোগ্য রুট। প্রতি ২/১ মাস পর পরই নৌকাডুবির খবরে আমরা বাংলাদেশি নাগরিকদের অবস্থান খুঁজে পাই। তবে যাদেরকে উদ্ধার করা সম্ভব হয় বা যেকোন সহযোগিতার মাধ্যমে জীবন ফিরে পেয়েছেন তাদের খবরটাই শুধু আমরা জানতে পারি তবে যারা সমুদ্রে নৌকাডুবিতে বা দুর্ঘটনাকবলিত হয়ে প্রাণ দিয়েছেন তারা অজানাই থেকে যায়।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইউরোপিয়ান ইউনিয়নে চলতি ২০২১ সালে শুধুমাত্র দ্বিতীয় প্রান্তিকে প্রথমবারের মতো আবেদন করেছেন ১ লক্ষ ৩ হাজার ৮৯৫ জন যা চলতি বছরের প্রথম প্রান্তিক এবং গত বছরের একই সময়ের তুলনায় ১১৫ শতাংশ বেশি। উক্ত এসাইলাম আবেদনের শীর্ষে রয়েছে সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান, ইরাক এবং পঞ্চম স্থানে বাংলাদেশ।

◼️Santorini tragedy: one Bangladeshi  dead and one Albanian injured in a building collapse◼️গ্রীসের সান্তরীনিতে ছাদ ধ্বস...
10/10/2021

◼️Santorini tragedy: one Bangladeshi dead and one Albanian injured in a building collapse
◼️গ্রীসের সান্তরীনিতে ছাদ ধ্বসে বাংলাদেশীর মৃত্যুঃ

গ্রীসের কিকলাদেস দ্বীপপুঞ্জের সান্তরীনিতে ০৭-১০-২০২১ইং গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭.১০ ঘটিকায় কর্মক্ষেত্রে ছাদ ধ্বসে এক বাংলাদেশীর মৃত্যু হয় ও এক আলবেনিয়ার নাগরিক গুরুতর আহত হয়।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন। ঘটনাটি ঘটেছে দ্বীপের ভুরভুলোস এলাকায়।

থিরা পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এত পুরোনো না হওয়া সত্ত্বেও কেন ছাদটি ধ্বসে পড়লো। বাংলাদেশীর বয়স ৪০ বছর ও আলবেনিয়ান নাগরিকের বয়স ৪৫ বছর। বাংলাদেশীর নাম পরিচয় জানা যায়- মৃতের নাম মিঠু ,রাজশাহী জেলার।

শাহনূর রিপন

◼️ Ελλάδα: Τρίτη δόση εμβολίου για τους άνω των 50◼️ গ্রীসে ৩য় ডোজের প্লাটফর্ম চালু হবে আগামীকাল গ্রীসে ৩য় ডোজ ভ্যাকসিন...
10/10/2021

◼️ Ελλάδα: Τρίτη δόση εμβολίου για τους άνω των 50
◼️ গ্রীসে ৩য় ডোজের প্লাটফর্ম চালু হবে আগামীকাল

গ্রীসে ৩য় ডোজ ভ্যাকসিন গ্রহণের এপোয়েন্টমেন্টের জন্য চালু হতে যাচ্ছে emvolio.gov.gr প্লাটফর্মটি। ১০ ই অক্টোবর রবিবার বিকেল থেকে প্লাটফর্মটি খুলে দেয়া হবে। তবে যাদের বয়স ৫০ এর উর্ধ্বে প্রথমতঃ তাদের জন্য। নানা কিডনী,, যকৃৎ, ফুসফুস,, শ্বাসকষ্ট, নানা সংক্রামক ও দীর্ঘ মেয়াদী দুরারোগ্য ব্যাধিতে যারা আক্রান্ত, তারা ৩য় ডোজের এপোয়েন্টমেন্ট নিতে পারবেন বয়স সীমার বাইরে৷

পাশাপাশি বৃদ্ধাশ্রম ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত সকলেও এপোয়েন্টমেন্ট নিতে পারবেন বয়সসীমার বাইরে। তবে ২য় ডোজ হতে কমপক্ষে ৬ মাস ব্যাবধান হতে হবে ৩য় ডোজ নিতে হলে।

আগামীকাল থেকে হোটেল, বার,,রেস্তোরাঁ, কফি, ক্লাবগুলোতে ব্যাপক ভ্যাকসিন চেক শুরু হবে ।

শাহনূর রিপন

গ্রীক সরকারের পক্ষ থেকে বাৎসরিক ইপিদমা ইপখিকো( মিকরো বইথিয়া) গত ১৪ সেপ্টেম্বর হতে চালু হয়েছে। আগামী ৩০শে নবেম্বর পযন্ত আ...
07/10/2021

গ্রীক সরকারের পক্ষ থেকে বাৎসরিক ইপিদমা ইপখিকো( মিকরো বইথিয়া) গত ১৪ সেপ্টেম্বর হতে চালু হয়েছে। আগামী ৩০শে নবেম্বর পযন্ত আাবেদন এর শেষ সময়। অনলাইনে আাবেদন করা যাবে এবং KEP অথবা নিদিষ্ট OAED হতে আাবেদন করতে পারবেন। কিভাবে অনলাইনে আবেদন করতে হবে তার একাটি ভিডিও আপলোড করা হবে সকালে এবং কারা এই আবেদন এর জন্য যোগ্য বিস্তারিত আলোচনা করা হবে পরবর্তী পোস্টে।।।।।পেইজে লাইন ও শেয়ার করে সাথে থাকুন।

গ্রীস সীমান্তে দুই বাংলাদেশীর মরদেহ উদ্ধারঃইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন । দুজন বাংলাদেশীর মরদেহ গ্রীসের আলেকজা...
14/09/2021

গ্রীস সীমান্তে দুই বাংলাদেশীর মরদেহ উদ্ধারঃ

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন । দুজন বাংলাদেশীর মরদেহ গ্রীসের আলেকজান্দ্রোপলি মর্গে রয়েছে। একজনের সংগে পাসপোর্ট থাকায় সনাক্ত করা গেছে সিলেটের গোলাপগন্জ নিবাসী ইমরান আহমেদ চৌধুরী। অপরজনের নাম ঠিকানা পরিচয় কিছুই সনাক্ত করা যায়নি৷ তবে চেহারায় বাংলাদেশী মনে হয়। তার পরিচয় কেউ সনাক্ত করতে পারলে সত্ত্বর বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করছি। আমিন
যোগাযোগঃ 6946407130

অনুরোধক্রমেঃ
শাহনূর রিপন
Bangladesh community in Greece

🔹Τα μέτρα προστασίας για τον κορωνοϊό που ισχύουν από τη Δευτέρα 13 Σεπ.🔹১৩ই সেপ্টেম্বর থেকে নতুন করে ভ্যাকসিনের বিধিনিষ...
09/09/2021

🔹Τα μέτρα προστασίας για τον κορωνοϊό που ισχύουν από τη Δευτέρα 13 Σεπ.
🔹১৩ই সেপ্টেম্বর থেকে নতুন করে ভ্যাকসিনের বিধিনিষেধ

আর মাত্র ৩ দিন বাকী। যারা ভ্যাকসিন নেননি ১৩ ই সেপ্টেম্বর থেকে তাদের জীবন হয়ে উঠবে দুর্বিসহ। নানা পাবন্দী ও নিয়মের বেড়াজালে দিন কাটাতে হবে তাদের। এ ঘোষনাটি ৩১-০৩-২০২২ইং পর্যন্ত বহাল থাকবে।

১/রেস্তোরাঁ, তাভেরনা, কফি, বার ,মিউজিয়ামে যারা ভ্যাকসিন দিয়েছেন ও যারা ৬ মাসের মধ্যে করোনার চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন, রিলিজ লেটার আছে তারা শুধু ভেতরে প্রবেশ বা বসতে পারবে৷ তাদের মাস্ক পরিধান বাধ্যতামূলক না ।অন্যদের প্রবেশাধিকার সংরক্ষিত ।

২/ থিয়েটার, সিনেমা, ব্যায়ামাগার, বদ্ধ খেলাধুলার স্থান, ক্লাব, বিনোদন কেন্দ্রে যারা ভ্যাকসিন নিয়েছেন বা হাসপাতালের রিলিজ লেটার আছে বা ৪৮ ঘন্টা পূর্বের রেপিড টেস্ট রিপোর্ট আছে তারা ভেতরে প্রবেশ করতে পারবেন।

৩/সরকারী বেসরকারী কর্মক্ষেত্রে কাজ করতে ভ্যাকসিন সার্টিফিকেট লাগবে। অথবা কোন প্রতিষ্ঠানে সপ্তাহে ১ বার বা কোন প্রতিষ্ঠানে সপ্তাহে দুবার রেপিড টেস্ট করতে হবে প্রাইভেট ক্লিনিক থেকে নিজ খরচে। একবার রেপিড টেস্টের খরচ ১০ ইউরো নির্ধারণ করে দেয়া হয়েছে। যেমন দোকানের কর্মচারীরা সপ্তাহে একবার, রেস্তোরাঁয় দুবার সপ্তাহে এ টেস্ট করতে হবে। মালিকরা সব পর্যবেক্ষণ করবেন ও কোভিড ফ্রি এপে ডিকলার দেয়া থাকতে হবে।

৪/স্কুল ছাত্র ছাত্রীদের সপ্তাহে দুবার রেপিড টেস্ট করতে হবে, তবে তাদেরটা ফ্রি।অন্যান্য শিক্ষানবিশরা নিজ খরচে সপ্তাহে দুবার রেপিড টেস্ট করতে হবে।

৫/ভ্রমণের ক্ষেত্রে ১২ বছরের উর্ধ্বে সকলকে ভ্যাকসিন সার্টিফিকেট, পিসিআর টেস্ট রিপোর্ট বা সর্বোচ্চ ৪৮ ঘন্টা পূর্বের রেপিড টেস্ট রিপোর্ট নিয়ে ভ্রমন করতে হবে। বিমান, শীপ, ফেরী, দূরপাল্লার ট্রেন বাসের ক্ষেত্রে প্রযোজ্য। ৫ থেকে ১২ বছর বয়সীদের সেলফ টেস্ট করতে হবে।

৬/ মসজিদ, গীর্জা উপাসনালয়ে প্রতি ১৫ বর্গমিটারে ১ জন, সর্বোচ্চ ১০০ জন উপস্থিত হতে পারবে।সকলকে মাস্ক পড়তে হবে। তাদের রেপিড টেস্ট করতে হবে না।

৭/ সাধারণ ভাবে সকলকে ভেতরে বাইরে, গণপরিবহনে মাস্ক পরিধান করতে হবে।

৮/রেড জোন খ্যাত শহরগুলোতে রাত ১২.৩০ এর পর কোন ব্যাবসা প্রতিষ্ঠান খোলা রাখতে পারবে না। রাত ১ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত কার্ফিউ জারী থাকবে। কোন বিনোদন কেন্দ্রে মিউজিক বাজাতে পারবে না।

Shahnoor Ripon

WORLD humanity revolution is only solution.....
23/02/2021

WORLD humanity revolution is only solution.....

Address

Athens
11361

Website

Alerts

Be the first to know and let us send you an email when Insaniyat Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Insaniyat Tv:

Videos

Share

Category


Other TV Channels in Athens

Show All

You may also like