Eid day #eidmubarak2023 #kite
#eidmubarak2023 #EidUlFitr
ওয়েস্ট আফ্রিকার বুকে এক টুকরো বাংলাদেশ, তিন মাস পর সবাই একসাথে।
West Africa এই দেশটিতে আজ থেকে ৩/৪ বছর আগেও হাতে গনা দুই /তিন জন বাংলাদেশী ছিল। তারপর কেউ কাউকে চিনতো না । দেখা হত না। কোন ইন্ডিয়ান / পাকিস্তানী দেখলেই মনে হত এই বুঝি ভাংঙ্গালী ভাই। পড়ে কথা বলা বুঝা যা সেই লোক অন্য দেশী । মনটা খারাপ হয়ে যেত, আর মনে মনে ভাবতে থাকি কেউ মনে হয় নাই। আমি একজই। ২০২১ এর শেষে দেখা মিলে কয়েকজন দেশি ভাইয়ের সাথে, আনন্দে সবার মন ভরে যায়, একে অপরে জরিয়ে ধরে অনেক আবেগ প্রকাশ আর অনেক বছর পরে বিদেশের মাটিতে বাংলা ভাষায় প্রান খুলে কথা বলি। পরে হঠাৎ একদিন আমার নাম্বারে মামা কল দিয়ে বলে দেশি ভাই কয়েকজনের দেখা পাইছি। আমি তখন ডিউটি শেষ করে বাসায় গিয়েছি। রন্না বান্না করার প্রস্তুতি নিচ্ছি, সব ফেলে বাইক নিয়ে বের হয়ে গেলাম । কত স্প্রিডে চালাইছি নিজেও জানি না। কিন্ত ৩০ মিনিটের রাস্তা মনেহয় ১০/১২ মিনিটে পৌছে গেলাম এবং তাদের জড়িয়ে ধরলাম।Alhamdulillha সবাই এখন একে অপরের
বিমানে উঠার সময়।
Emirates Air. Bangladesh to Conakry Flight
Africa Forest Visio
অনেক সুন্দর একটি দেশ। এইখানে আসলে নিজের দেশের স্বাদ পাই।