Zahdid times

Zahdid times Hi
This is Aayeid Zahdid, loves playing
enjoying travel and cooking, tips for healthy life & diet

একবার মাওলানা রুমিকে জিজ্ঞেস করা হয়েছিল 'বিষ কী?'তিনি বললেন-আমাদের মৌলিক প্রয়োজনের অতিরিক্ত সবকিছুই বিষ।এটি হতে পারে ক্ষ...
14/08/2024

একবার মাওলানা রুমিকে জিজ্ঞেস করা হয়েছিল 'বিষ কী?'

তিনি বললেন-
আমাদের মৌলিক প্রয়োজনের অতিরিক্ত সবকিছুই বিষ।এটি হতে পারে ক্ষমতা, সম্পদ, ক্ষুধা, ইগো, লোভ লালসা, অবসাদ, ভালোবাসা, উচ্চাকাঙ্ক্ষা, ঘৃণা ইত্যাদি।

13/08/2024
মিলে গেলে হাত তোলেন
13/08/2024

মিলে গেলে হাত তোলেন

ছোট বেলায় হিন্দি "শোলে" মুভি দেখে আমিও তাই ভাবতাম। 😅
08/08/2024

ছোট বেলায় হিন্দি "শোলে" মুভি দেখে আমিও তাই ভাবতাম। 😅

🤜সবাই মনে রাখবেন অন্যায়কে প্রতিহত করার জন্য এই আন্দোলন। কেউ অন্যায়কে পশ্রয় দিবেন না এবং অন্যায় হতেও দিবেন না।দেশ যেন...
05/08/2024

🤜সবাই মনে রাখবেন অন্যায়কে প্রতিহত করার জন্য এই আন্দোলন। কেউ অন্যায়কে পশ্রয় দিবেন না এবং অন্যায় হতেও দিবেন না।
দেশ যেন আর কখনো কারো বাপ-স্বামী, ভাইয়ের দেশ না হয়।
🗣🗣কেউ অতি উৎসাহী হয়ে অনুগ্রহপূর্বক রাষ্ট্রীয় সম্পদের ধ্বংসাত্মক কিছু করবেন না বা ভিন্নমতের কারো উপর কোনো ধরনের অন্যায় করে জান মালের ক্ষতি করবেন না। তা হলে এই অর্জন ম্লান হয়ে যাবে ৷

প্রতিটা প্রাণ অমূল্য, কোন কিছুর সাথে যার তুলনা হয় না। আর প্রতিটা দেশীয় স্থাপনাও মূল্যবান।

অন্যায়ভাবে কোন প্রাণ যেন আর না ঝরে যাই আমাদের বাংলায়।
🛑 দেশের প্রতিটা জনগণের জান-মাল রক্ষা করা সবার দায়িত্ব।

👉 যা কিছু উন্নতি- উন্নয়ন দেশে হয়েছে আমাদের সাধারণ জনগণের টাকাই হয়েছে। যা ক্ষয়-ক্ষতি হচ্ছে বা হবে আমাদেরকেই কিন্ত পূরণ করতে হবে।

🎈🎈এই দেশটা আমাদের , দায়িত্বও আমাদের তাকে রক্ষা করার। 🇧🇩

আহারে নতুন শাড়িটাও পরতে পারলাম না।দেখো এখনো ট্যাগও খোলে নাই।
05/08/2024

আহারে নতুন শাড়িটাও পরতে পারলাম না।
দেখো এখনো ট্যাগও খোলে নাই।



05/08/2024

আলহামদুল্লিলাহ।
আল্লাহ তুমিই আমাদের একমাত্র হেফাজতকারী।

ডেট এক্সপায়ার্ড আন্টি আংকলদের দিয়ে ছাত্র ছাত্রীদের আলোচনায় ডাকলে এখন আর হবে? উপদেষ্টাগুলো মটরমস্তিষ্ক জানতাম - এখনতো দেখ...
03/08/2024

ডেট এক্সপায়ার্ড আন্টি আংকলদের দিয়ে ছাত্র ছাত্রীদের আলোচনায় ডাকলে এখন আর হবে?

উপদেষ্টাগুলো মটরমস্তিষ্ক জানতাম - এখনতো দেখি এদের মগজ এর সাইজ মূগের ডাল এর মতো।
Abdun noor Tushar

অনেক বর্তমান সুশীল!! দেশের জন্য নিবেদিত প্রাণের সাথে মিলে যাই।
02/08/2024

অনেক বর্তমান সুশীল!! দেশের জন্য নিবেদিত প্রাণের সাথে মিলে যাই।

কিছু ছবির ক্যাপশন লাগেনা... ছবিই ক্যাপশন হয়ে যায় !!!শুধু কোটা নয় ........গোটা দেশটাই সংস্কারের প্রয়োজন !!!!
30/07/2024

কিছু ছবির ক্যাপশন লাগেনা...
ছবিই ক্যাপশন হয়ে যায় !!!
শুধু কোটা নয় ........
গোটা দেশটাই সংস্কারের প্রয়োজন !!!!

মেট্রোরেলে আমি চড়েছি। দারুণ, ওয়ার্ল্ড ক্লাস। নো ডাউট। আর মেট্রোরেল ইত্যাদিতে হামলাকে কোনভাবেই , ইনিয়ে বিনিয়ে ও সাপোর্ট ক...
28/07/2024

মেট্রোরেলে আমি চড়েছি। দারুণ, ওয়ার্ল্ড ক্লাস। নো ডাউট।

আর মেট্রোরেল ইত্যাদিতে হামলাকে কোনভাবেই , ইনিয়ে বিনিয়ে ও সাপোর্ট করার প্রশ্নও আসেনা।

ক্ষতিগ্রস্ত মেট্রোরেল দেখে আমার খারাপ লাগে। তবে কান্না আসেনা। আসবেও না।

এসব মেরামতযোগ্য। এসব নিশ্চয়ই আবার ঠিকটাক করা যাবে। এক একজন বেনজির/ মতিউরের চুরির টাকা দিয়ে ও খুব সহজে এসব মেরামত করা যাবে। ঠিক এই কারণেই আমার কান্না আসেনা।

তবে কোন দিন স্বচক্ষে না দেখা, অজানা, অচেনা একজন আবু সাঈদ, একজন মীর মুগ্ধ, স্বপ্ন দ্রষ্টা তানভীন, দশ বছর বয়সী কিশোরের নিথর ছবি, দেখলে আমার ভীষণ রকম মন খারাপ হয়, বিষন্নতা পেয়ে বসে, হু হু করে কান্না আসে। আর পৃথিবীর সমস্ত শক্তি, সমস্ত সম্পদ একত্র করলেও ওদেরকে ফিরিয়ে আনার সাধ্য কারোই নেই।

তাই যারা প্রাণহীন জড় বস্তুর সাথে প্রাণের তুলনা করতে আসেন, কোনটা বেশি মূল্যবান সেই হিসেব করতে বসেন --- তাদের সাথে তর্ক করার কোন মানে হয়না।

চাইলে সবকিছুর উত্তর দেয়া যায়, প্রতিটি পয়েন্টে যুক্তি খন্ডন করা যায়। কিন্তু করিনা। করতে ইচ্ছে ও হয়না।

মূল্যবান আর অমূল্য --- এই দুটো শব্দের পার্থক্য যারা বুঝেনা, তাদের বুদ্ধিবৃত্তিক লেভেল নিয়েই আমি সন্দিহান। এখন শুধু আকশের মালিকের দিকে তাকিয়ে আছি 🙏

এতটুকুই। এর বেশি কিছু নয়।

ফুলস্টপ.

(Collected)

With Farzana Ali – I just got recognized as one of their top fans! 🎉
25/07/2024

With Farzana Ali – I just got recognized as one of their top fans! 🎉

নিঃস্ব করেছো আমায় কি নিঠুর ছলনায়তুমি-হীনা এ হৃদয় আমার একাকী অসহায়নিঃস্ব করেছো আমায় কি নিঠুর ছলনায়তুমি-হীনা এ হৃদয় আমার এ...
25/07/2024

নিঃস্ব করেছো আমায় কি নিঠুর ছলনায়
তুমি-হীনা এ হৃদয় আমার একাকী অসহায়
নিঃস্ব করেছো আমায় কি নিঠুর ছলনায়
তুমি-হীনা এ হৃদয় আমার একাকী অসহায়
পেয়ে হারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন?
ফিরিয়ে দাও
আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এভাবে চলে যেয়ো না
আমার হৃদয় জুড়ে শুধু তুমি ছিলে
যত সুর ছিল মনে; কেন মুছে দিলে?
পেয়ে হারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন?
ফিরিয়ে দাও
আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এভাবে চলে যেয়ো না
অকারণ অভিমানে তুমি চলে যেয়ো না
মায়াবী এ বাঁধন ছিড়ে দূরে সরে যেয়ো না
পেয়ে হারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন?
ফিরিয়ে দাও
আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এভাবে চলে যেয়ো না
নিঃস্ব করেছো আমায় কি নিঠুর ছলনায়
তুমি-হীনা এ হৃদয় আমার একাকী অসহায়
পেয়ে হারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন?
ফিরিয়ে দাও
আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এভাবে চলে যেয়ো না
ফিরিয়ে দাও
আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এভাবে চলে যেয়ো না
ফিরিয়ে দাও
আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এভাবে চলে যেয়ো না

আলহামদুল্লিলাহ অবশেষে বাংলাদেশে ইন্টারনেট সংযোগ পাইলাম। জীবনের একেক ধাপে একেক জিনিস ভাল লাগে। জীবনের এই সময়ে সমস্ত কিছু...
23/07/2024

আলহামদুল্লিলাহ অবশেষে বাংলাদেশে ইন্টারনেট সংযোগ পাইলাম।

জীবনের একেক ধাপে একেক জিনিস ভাল লাগে। জীবনের এই সময়ে সমস্ত কিছুর উর্ধে সন্তানের হাসিমুখটাই ভাল লাগে।

23/07/2024

মন ভাল নেই। সবাইভাবে দূরে আছে, সব ঝামেলার উর্ধে। কিন্ত না। একটু শোনা-দেখার জন্য অস্থির মন।

22/07/2024

মনের ভিতরের খবর একমাত্র আল্লাহই জানেন । কেমন অস্থির লাগছে শুধুই আমার অন্তরযামী জানেন।

20/07/2024

বিসমিল্লাহির রাহমানির রাহীম

"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু, লা-ইলাহা ইল্লা আংতাল মান্নান, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ্, ইয়া জালজালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া ক্বাইয়্যুম"

১বার দোয়া ইউনুস পড়ি

"লা ইলাহা ইল্লা আনতা সুবাহানাকা ইন্নি কুংতু মিনায যোয়ালিমিন" -পড়া শেষ "আমিন" লেখার অনুরোধ সবাইকে।

19/07/2024

আর কত কিছু করবে??? এবার কারফিউও জারি করতে হল!

With Akram Khan – I just got recognised as one of their top fans! 🎉
19/07/2024

With Akram Khan – I just got recognised as one of their top fans! 🎉

দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন,  আমার মা আড়াই বছরেরও বেশি সময় ধরে অসুস্থ হয়ে সম্পূর্ণ বিছানায়।  মাকে সবসময় সিসি ক্যামে...
19/07/2024

দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, আমার মা আড়াই বছরেরও বেশি সময় ধরে অসুস্থ হয়ে সম্পূর্ণ বিছানায়। মাকে সবসময় সিসি ক্যামেরায় দেখা হয়, যেনো তার সেবা প্রদানকারী যারা আছেন ঠিকমত আমার মাকে যত্ন করেন। ১৮ ঘন্টার মতো হয়ে গেল মায়ের খোঁজ নিতে পারছি না।

আমার মায়ের মতো অনেক মায়ের সন্তানরাই তাদের জীবন- জীবিকার তাগিদে অনেক অনেক দূরে অবস্থান করছে। প্রযুক্তির কল্যাণে সবাই দিনে কয়েকবার দূরে থাকা সন্তানদের অথবা অন্য প্রিয়জনের খোঁজ নিতে পারতো। সেটাও বন্ধ ।

আমার মুক্তিযোদ্ধা সন্তানের কোটা ছিল, কিন্ত আমার বিবেক তো কোটা ব্যবহার থেকে আমাকে বিরত রাখলো, রাখছে, ইনশাআল্লাহ রাখবে। ইনশাআল্লাহ আমার সন্তানের জন্যও আমি চাই না কোন কোটা, তার কোটা হবে তার মেধা। দাদা নানার কর্ম তার যোগ্যতা হতে পারে না।

আমার একটা প্রশ্ন
কেনো ভাই মতের বিরোধ হলেই আমরা ১৯৭১ নিয়ে টানা- হেচড়া শুরু করি???




18/07/2024


একটা ছবি অনেক কিছু বলে।
18/07/2024

একটা ছবি অনেক কিছু বলে।




With Hasan's click – I just got recognized as one of their top fans! 🎉
18/07/2024

With Hasan's click – I just got recognized as one of their top fans! 🎉

লজ্জা থাকিলে নির্লজ্জ হওয়ার প্রশ্ন আসে।এদের তো লজ্জাই নাই, আছে শুধু অহংকার আর মিথ্যাচার।
16/07/2024

লজ্জা থাকিলে নির্লজ্জ হওয়ার প্রশ্ন আসে।
এদের তো লজ্জাই নাই, আছে শুধু অহংকার আর মিথ্যাচার।

কোন না কোনভাবে  ন্যায়ের পথে চল সবাই
16/07/2024

কোন না কোনভাবে ন্যায়ের পথে চল সবাই

চাঁদ মামাকে দেখে মনে হচ্ছে আগুনের গোলা।
15/07/2024

চাঁদ মামাকে দেখে মনে হচ্ছে আগুনের গোলা।

12/07/2024

UK এর গরম আর আমার ছেলের লেখা পড়ার অবস্থা একই।
কেউ ই পড়তে চাই না। একদিন যদি পড়ে এক সপ্তাহ গুম।

12/07/2024

আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন, হেদায়েত দান করুন।

With Jakia Shatu – I just got recognized as one of their top fans! 🎉
12/07/2024

With Jakia Shatu – I just got recognized as one of their top fans! 🎉

কে কোথায় আছে দেখার বিষয় না। পুরো খাট ই লাগে ঘুমাতে।
11/08/2023

কে কোথায় আছে দেখার বিষয় না। পুরো খাট ই লাগে ঘুমাতে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Zahdid times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share