Sonali TV UK

Sonali TV UK This is the official page of Sonali TV UK. Follow our YouTube channel for more videos.Stay tuned by liking our page
(6)

25/07/2024

সরকারি চাকরিতে কোটা সংস্কার ঘিরে শুরু হওয়া সহিংসতার পর গত শুক্রবার রাতে জারি করা হয় কারফিউ। এরপর থেকে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীসহ দেশের পরিস্থিতি। আজ ৭ ঘণ্টা কারফিউ শিথিল থাকার পর বিকেল ৫টা থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুরে ফের শুরু হয়েছে কারফিউ।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকাল ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ পূর্বের নিয়মেই চলবে।

25/07/2024

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সমন্বয় সভায় তিনি একথা জানান

দেশবাসীর কাছে বিচার চাইলেন প্রধানমন্ত্রী 👉👉কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সংঘাতময় পরিস্থিতিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থ...
25/07/2024

দেশবাসীর কাছে বিচার চাইলেন প্রধানমন্ত্রী

👉👉কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সংঘাতময় পরিস্থিতিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর মধ্যে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে মিরপুর-১০ ও কাজীপাড়ার মেট্রোস্টেশনও।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে কারফিউ জারির ষষ্ঠ দিনে মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় গণমাধ্যমে দেয়া বক্তৃতায়, মেট্রোস্টেশনে তাণ্ডব চালিয়েছে যারা দেশবাসীর কাছে তাদের বিচার চান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বাস হতে চায় না এদেশের মানুষ এটা করেছে। কীভাবে এমন দানবিক কাজ করলো?”

মেট্রো নিয়ে কাজ করা ব্যক্তিদের ‘চোখের পানি পড়ছে’ বলেও মন্তব্য করেন তিনি।এসময়, আন্দোলনকারীদের দাবি ফুরাচ্ছে না উল্লেখ করে সরকারপ্রধান বলেন, “প্রথমে ছিল এক দফা। তারপর চার দফা। তারপর আট-নয় দফা। এখন আবার চার দফা চাচ্ছে

25/07/2024

লাইভ,
কারফিউর ষষ্ঠ দিন: স্থল ও জলপথে চলাচল, গ্রেফতার, আত্মসমর্পণসহ অন্যান্য যা জানা যাচ্ছে
কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী ছড়িয়ে পড়া সংঘাতময় পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা কারফিউর ষষ্ঠ দিন আজ। এ দিন শহরে যান চলাচল আরও বেড়েছে। রাজধানীর প্রায় সব এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ফিরে এসেছে। তবে এর গতি অনেক ধীর বলে জানা যাচ্ছে। এদিকে সহিংসতা, ভাঙচুর ওঅগ্নিসংযোগের ঘটনায় পুলিশের গ্রেফতার অভিযান চলছে। রাজধানীতে গত ২৪ ঘণ্টায় আরও ২৬৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ

25/07/2024

১৯৭১ সালে মানুষ কিসের জন্য রেডিও নিয়ে বসে থাকতো, তা আমরা বুঝতে পারছি এখন!

স্বাধীনতা যুদ্ধের সময় প্রতিদিন মানুষ অধীর আগ্রহে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের খবর শোনার জন্য অপেক্ষা করতেন। স্বাধীনতার...
24/07/2024

স্বাধীনতা যুদ্ধের সময় প্রতিদিন মানুষ অধীর আগ্রহে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের খবর শোনার জন্য অপেক্ষা করতেন। স্বাধীনতার ৫৩ বছর পরে স্বাধীন বাংলাদেশের খবরের জন্যে সারাটা দিন ধরে মোবাইলের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতি ২/৩ মিনিট পর পর নিউজ ফিড রিফ্রেশ দিচ্ছি হয়তো একই উৎকণ্ঠার সাথে। জানিনা কি হচ্ছে আমাদের দেশে ? কখনও ভাবিনি এরকম দিনও দেখতে হবে। বিদেশ থেকে দোয়া করা ছাড়া যখন আর কিছু করার থাকে না তখন কি যে অসহায় লাগে নিজেকে, একমাত্র প্রবাসী বাংলাদেশীরাই বলতে পারবেন💔💔💔😭

24/07/2024

আসসালামু আলাইকুম!
কেমন আছেন আপনারা?

দয়া করে শেয়ার করেন 👇👇👇♥️🙏🏽 😭💔🇧🇩

আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী, ছোট ছাহেব এর পেছনে যারা লাগছেন আপনাদের জন্য লেখাটা:-


* তালামীয কোন স্বার্থান্বেষী দল নয় *

আপনার ব্যাক্তিগত চুলকানি থাকতে পারে হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি হয়েছেন এজন্য।তাই সবকিছু নিয়ে রাজনীতি করতে আসবেন না।শিক্ষার্থীদের পক্ষে উনাদের ছাত্র-সংগঠন তালামীযে ইসলামিয়ার কেন্দ্র থেকে সমর্থন দিয়েছেন এবং শুরু থেকে উনাদের পরিবার কথা বলে আসছে।

বিশেষ করে ফুলতলী ছাহেব কিবলাহ (র.) নাতিগন শিক্ষার্থীদের পক্ষে কথা বলছেন। উনাদের সকল অনুসারী উচ্চ স্বরে শিক্ষার্থীদের পক্ষেই কথা বলছে। একজনও তালামীয কর্মীর হুংকার শিক্ষার্থীদের বিপক্ষে দেখাতে পারবেন না। হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর এমপি হবার পর থেকে যতবার সংসদে বক্তব্য দিয়েছেন ততবারই শিক্ষাঅঙ্গনের পক্ষেই জোর দাবী জানিয়ে কথা বলেছেন ; যা আর কোন সংসদ সদস্য বলেন নাই।

তাছাড়া, তালামীয কোন স্বার্থপরতার দল নয়।♥️♥️♥️
দয়া করে শেয়ার করেন ♥️♥️

এক আহত বিদ্যার্থীকে তার বন্ধু এভাবে টেনে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে হেলমেট পরা এক দস্যু (তারা নাকি বঙ্গদেশটি...
24/07/2024

এক আহত বিদ্যার্থীকে তার বন্ধু এভাবে টেনে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে হেলমেট পরা এক দস্যু (তারা নাকি বঙ্গদেশটিতে পুলিশ নামে পরিচিত) এসে যখন দেখল তার দেহতে প্রাণ অবশিষ্ট রয়েছে, তখন সে আরো কিছু গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে গেল। পুলিশ গুলি করছিল, কিন্তু বন্ধু তাকে ছেড়ে যায় নি, তার মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে নিরাপদ আশ্রয়ে নেবার জন্য টেনে নিয়ে যাচ্ছিল। দস্যুটা যখন তাকে হত্যা করে চলে গেল, তখন একজন প্রেসের লোক হঠাৎ কাছে এল, সম্ভবতঃ মৃতের সাথেও ইন্টারভিউ নেওয়াটা তাঁর কাছে জরুরি ছিল, অথবা তিনি সহায়তা করতে এসেছিলেন। পুরো দৃশ্যটি হৃদয় বিদারক। একই চিত্রে বর্বরতা ও নির্দয়তার সাক্ষী হলাম , আবার সাক্ষী হলাম অমর বন্ধুত্বের....

23/07/2024

এই পোস্টটি কেউ দেখে থাকলে কোন কোন জেলা থেকে দেখছেন জানাবেন।

কেমন আছেন আপনারা 😢

23/07/2024

অবশেষে দীর্ঘ অপেক্ষার পর কুলাউড়াসহ সারাদেশে WiFi (ব্রডব্যান্ড) চালু হয়েছে।👍

23/07/2024

আলহামদুলিল্লাহ
সারা বাংলাদেশে ওয়াফাই চালু হইছে.যাদের বাসায় ওয়াফাই আছে তারা শুধু ইমুতে কথা বলতে পারবেন.Only imo

একটা যুবক তার বুকটা বু লে টে র সামনে দিয়ে , সারা বিশ্বকে একটা ঝাকুনী দিয়ে গেল |  বিশ্বকে একটা চিৎকার দিয়ে বলে গেল , জনগণ...
22/07/2024

একটা যুবক তার বুকটা বু লে টে র সামনে দিয়ে , সারা বিশ্বকে একটা ঝাকুনী দিয়ে গেল | বিশ্বকে একটা চিৎকার দিয়ে বলে গেল , জনগণ বলে একটা জিনিস আছে | এটা থেকে শিক্ষা নিন | দেশ চালাবেন ? 😭🤲

22/07/2024

সরকার প্রধান এবং সেনা প্রধান বলেছেন অবস্থা নিয়ন্ত্রণে আছে।

আন্দোলনকারীরা বলছে তারা আন্দোলনে আছে।
আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে ?

22/07/2024

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা যখন বারবার আলোচনার আহ্বান জানিয়ে আসছিলেন, প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতি কি এড়ানো যেত না? শান্তিপূর্ণ আন্দোলনটি কেন এই পরিণতির দিকে গেল 😭😭

22/07/2024

এত মৃত্যুর দায় কার। 😭😭

22/07/2024

Breaking : চার জন সমন্বয়কারী নিখোজ ও অনেকে গু/মের দাবি আন্দো/লনকারীদের

22/07/2024

বাংলাদেশে সাধারণ ছুটি আরো একদিন বাড়লো
কোটা আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি ও কারফিউ জারির কারণে গত দুইদিন ধরে বাংলাদেশে যে বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছিল, সেটি আরো একদিন বাড়ানো হয়েছে। ফলে নির্বাহী আদেশে মঙ্গলবারও সাধারণ ছুটি থাকবে।

22/07/2024

🔥
প্রতিরোধের মিছিলে উত্তাল পুরো ঢাকা।🤲😭

বিদ্যুতের প্রিপেইড মিটারের কার্ড রিচার্জ করার জন্য লাইনে অপেক্ষারত মানুষ
22/07/2024

বিদ্যুতের প্রিপেইড মিটারের কার্ড রিচার্জ করার জন্য লাইনে অপেক্ষারত মানুষ

22/07/2024

সহিংসতা আর কারফিউর কারণে ভোগান্তিতে অনেক মানুষ

21/07/2024

রাত জুড়ে চলছে ব্যাপক ধরপাকড়।

21/07/2024

বাড্ডা থেকে নতুনবাজার ঘুরে দেখা যায়, পুরো সড়ক যেন যুদ্ধের পরের রূপ ধারণ করেছে।😭😭

'চোখ বেঁধে, হ্যান্ডকাফ পড়িয়ে তুলে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়'- নাহিদ ইসলাম
21/07/2024

'চোখ বেঁধে, হ্যান্ডকাফ পড়িয়ে তুলে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়'- নাহিদ ইসলাম

মূল দাবি [৬ দফা] পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ছাত্র নেতারা :
21/07/2024

মূল দাবি [৬ দফা] পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ছাত্র নেতারা :

21/07/2024

কমপ্লিট শাটডাউন চলবে: আন্দোলনকারীদের প্রতিক্রিয়া

৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে: আপিল বিভাগে রায়
21/07/2024

৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে: আপিল বিভাগে রায়

21/07/2024

এই মুহূর্তের আপডেট

আজ সকাল থেকেই রামপুরা ব্লক করে রেখেছে মুক্তিকামী জনতা। পুরো ঢাকায় সাধারণ মানুষ নেমে গেছে৷ থেমে থেমে পুলিশের সাথে সংঘর্ষ হচ্ছে। সেনাসদস্যদেরও সেখানে দেখা গেছে।

সকাল ১০টায় সুপ্রিমকোর্টের রায় ঘোষণা হবে। তবে আন্দোলনকারীরা লাশের হিসাব না নিয়ে ঘরে ফিরবে না বলে ঘোষণা দিয়েছে।

20/07/2024

ঢাকার অবস্থা বেশি ভালো নেই। সবাই দোয়া করবেন । সব মায়ের সন্তান যেন অধিকার নিয়ে মায়ের কোলে ফিরে যেতে পারে ♥️ 😭

২০ জুলাই ২০২৪ শনিবার ঢাকা-বরিশাল মহাসড়ক || চৌমাথা, বরিশাল || বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট আজ শিক্ষার্থীদের দখলেই ছিলো ||
20/07/2024

২০ জুলাই ২০২৪ শনিবার
ঢাকা-বরিশাল মহাসড়ক || চৌমাথা, বরিশাল || বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট আজ শিক্ষার্থীদের দখলেই ছিলো ||

20/07/2024

আজ : ২০ জুলাই ২০২৪

০১। কারফিউর মধ্যেও সারাদেশে তীব্র আন্দোলন অব্যাহত, নিহত ৫।
০২। নরসিংদী কারাগার থেকে শুক্রবার আট শতাধিক বন্দী পালিয়েছে।
০৩। সাভারে মুক্তিকামী জনতার ওপর পুলিশ গুলি চালিয়ে একজনকে শহীদ করেছে।
০৪। নরসিংদীতে ট্রেনে আগুন।
০৫। যাত্রাবাড়িতে গণপিটুনিতে দুই লীগ নেতার মৃত্যু।
০৬। ময়মনসিংহের গৌরিপুরে পুলিশের গুলিতে শহীদ ৩, পুলিশের ২ গাড়িতে আগুন।
০৭। আন্দোলন সমন্বয়ক নাহিদ ও ভিপি নূর আটক।০৮। বিএনপি নেতা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভীর রিমান্ড।
০৮। চলমান পরিস্থিতিতে রোববার ও সোমবার সাধারণ ছুটি ঘোষণা।
০৯। ইন্টারনেট বন্ধ থাকায় মায়ের মৃত্যুর পর কোনো ধরণের খবর নিতে পারেনি এক সৌদি প্রবাসী। তার কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে।
১০। নরসিংদীর কয়েকটি ইউনিয়ন পরিষদে আগুন দেয়ার খবর পাওয়া গেছে।
১১। রংপুর ডিবি কার্যালয়ে আগুন।
১২। শামীম ওসমানের বাড়িতে অগ্নিসংযোগের খবর ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায়।
১৩। আন্দোলনবিরোধী কয়েকজনের লাশ উল্টো করে মহাসড়কে ঝুলিয়ে রাখার সংবাদও মিলেছে বিভিন্ন মাধ্যম হতে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Sonali TV UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sonali TV UK:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share