'পালনবাদ' স্রেফ অন্তঃসারশূন্য 'মাকাল ফল'
আসলে এদের লক্ষ্য কী?
গেল ১০০ দিনেই নিশ্চয় ধরতে পেরেছেন বর্তমানে রাষ্ট্র ক্ষমতায় থাকা ব্যক্তি এবং গোষ্টি কতটা আন্তরিক এবং সৎ। কী তাদের লক্ষ্য? কী করতে চায় তারা?
এদের লক্ষ্য যেনতেন-ভাবে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখা। এর জন্য যতভাবে সম্ভব জাতিতে বিভ্রান্ত করা। কখন বৈষম্যবিরোধী বলে, কখনো মেধার নামে, কখনো ধর্মের নামে, কখনো বা মতবাদের নামে। এদের 'ইনক্লুসিভ সোসাইটি' বলেন কিংবা 'পালনবাদ' আমজনতার জন্য স্রেফ বয়ানে আর পোস্টারে গোঁজামিল দিয়ে অন্তঃসারশূন্য 'মাকাল ফল'।
এখন দেখেন আপনারা যা ভালো বুঝেন।
ছাত্রলীগ নিষিদ্ধ করে কী বোঝাতে চাইছেন প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালিন সরকার?
ছাত্রলীগ নিষিদ্ধ করে কী বোঝাতে চাইছেন প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালিন সরকার? এ সম্পর্কে আজ কথা বলবো কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীর সঙ্গে এবং
সঙ্গে থাকছেন জনাব দেওয়ান গৌস সুলতান। .
#Dewan Gous Sultan
Freedom Fighter &
Former member, DUCSU
https://www.facebook.com/BiletBangla
বাংলাদেশ সময় রাত ১০টা
লন্ডন সময় বিকেল ৪টা I
ড. ইউনূসের রিসেট বাটন একটি গণহত্যার স্বীকারোক্তি
This is the story of Shakib Al Hasan ___
Is Shakib With the Ball
Is Shakib With the Bat
And Shakib with the headline's
THIS IS THE STORY OF
SHAKIB AL HASAN___
Is Shakib With the Ball
Is Shakib With the Bat
And Shakib With the Headline's
THERE IS NO EVIDENCE OF IT IN ANY OFFICIAL DOCUMENT___‼️
প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে একটি ধুম্রজাল সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত তাঁর পদত্যাগপত্রের কোনো অনুলিপি কোনো মিডিয়ায় প্রদর্শন করা হয় নি। এখন আমরা দেখি বাংলাদেশের সংবিধানমতে প্রধানমন্ত্রী কিভাবে পদত্যাগ করতে পারেন। সংবিধানের ৫৭ অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রীর পদ শূন্য হবে, যদি তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পেশ করেন, অথবা সংসদ সদস্য না থাকেন। সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হারালেও তিনি পদত্যাগ করে সংসদ ভেঙ্গে দেবার জন্য রাষ্ট্রপতির কাছে "লিখিতভাবে" আবেদন জানাবেন। একই ধারায় আরো আছে, "প্রধানমন্ত্রীর উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্রধানমন্ত্রীকে স্বীয় পদে বহাল থাকিতে এই অনুচ্ছেদের কোন কিছুই অযোগ্য করিবে না।" অর্থাৎ নতুন প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকতে পারবেন। সংবিধানের এই ধা
বাংদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি--
লন্ডন থেকে লাইভে এসে বললেন সিলেটের সাবেক মেয়র, জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী__
এই বাবর কিন্ত বিএনপির বাবর'স😉 নন
এই বাবর মোঘল সম্রাট সেই বাবর যার ইতিহাসে আছে দিল্লি দখল।🎃 নব্য বাবরা চাইছে সেভেনসিস্টারস দখল করতে! নিরেট উগ্রবাদ।
-_-_-_-_-_-_-_-_-_-_-_//_-_-_-_-_-_-_-_
-_-_-_-_-_-_-_-_-_-_-_//_-_-_-_-_-_-_-_
বাবরের বাবা ছিলেন ফারগানা অঞ্চলের রাজা। পরে তিনি আন্দিজানে এসে বসবাস করেছেন। আন্দিজানেই বাবরের জন্ম। ইতিহাস বলছে, বাবর তৈমুর লংয়ের বংশধর। বাবার মৃত্যুর পর ১৪৯৪ সালে মাত্র ১১ বছর বয়সে তিনি সিংহাসনে বসেন। বাবরের পুরো জীবনটাই যুদ্ধে ভরা এক মহাকাব্য। একসময় পূর্বপুরুষ তৈমুর লংয়ের রাজধানী সমরখন্দ দখল করে তৈমুরী সম্রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বাবর। পারেননি। বরং সব রাজ্যই তাঁর হাতছাড়া হয়ে যায়। তারপর ভাগ্য তাঁকে আফগানিস্তানে নিয়ে যায়। ১৫২৫ সালে কাবুল দখল করে হন সেখানকার শাসক। তারপর ভারতবর্ষের দিকে তাঁর নজর পড়ে।
মোগল সাম্রাজ্যের কথা বললেই শক্তি-ক্ষমতা আর জৌলুশের কথা মনে প