Mahir & Mawa

Mahir & Mawa Our Stories, Struggles and Beyond..

যেদিনই খাবার আগে আমাদের হাতে একটু সময় থাকে , তিহাম সাহেবের আবদার থাকে "এরে একটু রসুন ভর্তা করো না"। 🤭খুব সামান্য ইনগ্রিড...
11/01/2024

যেদিনই খাবার আগে আমাদের হাতে একটু সময় থাকে , তিহাম সাহেবের আবদার থাকে "এরে একটু রসুন ভর্তা করো না"। 🤭
খুব সামান্য ইনগ্রিডিয়েন্স দিয়ে বানানো এই রেসিপিটা যে কেঊ পছন্দ করবে। যারা রসুনের ফ্লেভার পছন্দ করেন না,তারাও চেটেপুটে খাবে। 😋
রেসিপি জানতে চাইলে কমেন্টস করুন ,আমি ভিডিও বানিয়ে দিবো। ☺️

10/01/2024

12th fail মুভিটা দেখে নিজের জব প্রিপারেশনের দিনগুলো চোখের সামনে ভাসছিলো। ২০১৯ সালে গ্রাজুয়েশনের রেজাল্টের আগেই বিসিএস প্রিপারেশনের জন্য ওরাকলে ভর্তি হয়ে যাই বন্ধুদের সাথে। বেশ কয়েকমাস ক্লাস+প্রিপারেশনের পর COVID-19 এর কারনে সবকিছু বন্ধ হয়ে গেলো। যে কয়েকটি জবের জন্য এপ্লাই + প্রিপেয়ার্ড ছিলাম , সব গোল্লায় গেলো।
তার মধ্যেই শুধু ইংলিশ ঠিক করার জন্য IELTS কোর্স করেছিলাম , বেসিক ভালো থাকায় ২মাসের কোর্সেই ভালো স্কোর উঠে গেলো , 6,6.5,7 পেতাম মক টেস্ট গুলোতে সেই সময়।
তারপর সিলেটে ইউরোপ -আমেরিকার সুর উঠে গেলে ,আমার আর জব প্রিপারেশনে ফিরা হয় নি। চলে এলাম ইউকে তে , আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে COVID -19 যে আমাদের জন্য কতো বড় অভিশাপ ছিলো তখন ,সেটা আমাদের ব্যাচের প্রত্যেকেই টের পেয়েছে।

Jannatul Mawa 😊

কারণ বিসিএস ক্যাডার হয়ে দূর্ণীতি আর ঘুষের মাধ্যমে শত কোটি টাকা বানানো, ঘাস রূপন আর পুকুর কাটার প্রশিক্ষণ নিতে দেশের টাকা...
28/12/2023

কারণ বিসিএস ক্যাডার হয়ে দূর্ণীতি আর ঘুষের মাধ্যমে শত কোটি টাকা বানানো, ঘাস রূপন আর পুকুর কাটার প্রশিক্ষণ নিতে দেশের টাকা খরচ করে বিদেশ যাওয়া আর নেতার পেছনে ঘুরার স্বপ্ন সিলেটিরা দেখেনা ।

বরং সিলেটিরা উন্নত বিশ্বে গিয়ে কষ্ট করে হালাল টাকা উপার্জন করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে । একই সাথে বাংলাদেশ ও বাঙ্গালীয়ানা বিশ্বের প্রতিটি কোণায় সম্মানের সাথে পৌছে দিতে ভূমিকা রাখে ।

সিলেট এবং সিলেটি মানেই ভিন্ন কিছু ❤️✌🏼

Photo credit : earki

25/12/2023

শেষ বারের মত লন্ডন গেলাম!!

২০২৩ সালে শেষ বারের মত লন্ডন কেন গেলাম, তার বিস্তারিত এবং বিখ্যাত Winter Wonderland ভ্রমণের অভিজ্ঞতা..

07/12/2023

একা একা কি কি করলাম সারাদিন?

05/12/2023

দুঃখজনক হলেও সত্য,

এবার কেয়ার ভিসায় ডিপেন্ডেন্ট আনার সুযোগ
সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে ।

দেশে ব্যবসা করুন, ফ্রিল্যান্সিং করুন, ভিজিট ভিসায় কানাডা যাওয়ার চেষ্টা করুন.. তবু দয়া করে  #এখন আর কেয়ার ভিসায় ইউকে আসবে...
03/12/2023

দেশে ব্যবসা করুন, ফ্রিল্যান্সিং করুন, ভিজিট ভিসায় কানাডা যাওয়ার চেষ্টা করুন.. তবু দয়া করে #এখন আর কেয়ার ভিসায় ইউকে আসবেন না । 🙏

29/11/2023

কারো সাথে চরম শত্রুতা থাকলে,
তাকে কেয়ার ভিসায় ইংল্যান্ড পাঠিয়ে দিন ।

আপনি অবাক হবেন এবং একই সাথে গর্ববোধ করবেন এটা জেনে যে, মুসলিম বিশ্বে এতগুলো শক্তিশালী মোড়ল দেশ থাকা স্বত্তেও মাত্র ৫টি দ...
18/11/2023

আপনি অবাক হবেন এবং একই সাথে গর্ববোধ করবেন এটা জেনে যে, মুসলিম বিশ্বে এতগুলো শক্তিশালী মোড়ল দেশ থাকা স্বত্তেও মাত্র ৫টি দেশ আন্তর্জাতিক অপরাধ আদালত (International Criminal Court) এ গাজায় ইজরায়েলের বর্বরোচিত হামলা ইনভেস্টিগেট করার জন্য আবেদন করেছে ।

আবেদনকারী দেশগুলোর মধ্যে আমাদের বাংলাদেশ ও রয়েছে । ❤️🇧🇩

বাকি ৪টি দেশ হলোঃ সাউথ আফ্রিকা, বলিভিয়া, কমোরোজ এবং জিবুটি ।

এখানে কয়টি মুসলিম দেশের নাম দেখতে পেলেন? :)
অবাক হওয়ার কিছু নেই, কারণ.. সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় কেউ কারাে নয় ।

13/11/2023

ডকুমেন্টস চেক করেছে কানাডা, সব ঠিক আছে কি নেই দেখেছে কানাডা, ভিসা দিয়েছে কানাডা ।

কিন্তু ডকুমেন্টস ভুল বলে আটকে দিলো ঢাকা এয়ারপোর্টে ইইমিগ্রেশন!!
কত বড় নিমকহারামীর বাচ্চা এরা । মায়ের চাইতে যেন মাসীর দরদ বেশি ।

এখানে ভুল ডকুমেন্টস কোন ইস্যু নয় বরং হিংসা আর বিদ্বেষ ই আসল কারণ । অধিকাংশ বাংলাদেশি যেখানে সিলেট নিয়ে গর্ববোধ করে, সেখানে কিছু মানুষ আছে যাদের সিলেট নাম নিয়ে অনেক বেশি এলার্জি ।

সিলেটিরা বিশ্বের এত ভালো ভালো দেশে চলে যাচ্ছে, সিলেটিরা এত ভালো জায়গায় থাকছে-পরছে এগুলো অনেকে সহ্য করতে পারে না । আমার মনে হয় এমনই কোন ইমিগ্রেশন অফিসার এর কুনজরে পড়েছিলেন কানাডাগামী ৪২ টি পরিবারের সদস্যবৃন্দ ।

যেই দেশে যাবে, সেই দেশ সব যাচাই বাছাই করে ভিসা দিলো, তাদের কোন সমস্যা নেই কিন্তু সমস্যা বাংলাদেশি এই রেসিস্ট অফিসারদের ।

ঘৃণা রইলো ঢাকা এয়ারপোর্টের সেই সব দূর্ণীতিবাজ ঘুষখোর অফিসারদের প্রতি ।

08/11/2023

বলেন তো

6÷2(2+1) = 9 নাকি 1
🤔🤔

06/11/2023

Bonfire night in England ❤️

24/10/2023

লন্ডনের দিন শেষ,
কানাডার বাংলাদেশ! 😅

আপনারা যারা নানান সংশয়ে লন্ডনের ট্রেন মিস করেছেন, তারা চাইলে এবার কানাডার ট্রেন ধরতে পারেন । এপ্লাই করলেই ভিসা প্রায় নিশ্চিত, এমন সুযোগ কিন্তু সব সময় থাকবে না । (ভিজিট ভিসা!)

অনেকেই বলবে কানাডায় এখন জব নেই, থাকার জায়গা নেই, অবস্থা আগের মত নেই, হেলথ সেক্টরের অবস্থা খারাপ, অর্থনৈতিক মন্দা, দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী!! হ্যাঁ, এর সবই ঠিক এবং এই বাস্তবতা মনে রেখে, যথাযথ ব্যাকআপ সাথে নিয়ে সাহস করে এপ্লাই করুন ।

এক-দুই বছর না হয় নিদারুণ কষ্ট করলেন, তারপর তো অন্তত ভালো থাকবেন ।

তবে, আপনি বয়স যদি চল্লিশোর্ধ্ব হয়, দেশে যদি আপনার প্রতিষ্ঠিত ব্যবসা থাকে কিংবা আপনার যদি মনে আল্লাহ যা দিয়েছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি.. তাহলে এই কষ্টের পথে পা না বাড়ানোর পরামর্শ থাকবে ।

কেননা ভিজিট ভিসায় গিয়ে সেটেল্ড হতে যে পথ অবলম্বন করতে হবে, তা মোটেও সহজ নয় । এই বিষয়গুলো মেনে নিয়ে, সাহস, অর্থ আর ধৈর্য্য কে পুজি করে চেষ্টা করে দেখতে পারেন । ডানে-বামে খোঁজ নিয়ে দেখেন, প্রতিদিন কারো না কারো ভিসা হচ্ছেই । তাই ৫ বছর পর আফসোস করে কি লাভ!!

সবার জন্য শুভকামনা রইলো ।

18/10/2023

ইংল্যান্ডে কিভাবে-কোথায় বাংলাদেশ ফিল পাওয়া যায় দেখুন এবং রাতের টাওয়ার ব্রিজে কেমন লাগে।

London : where east and west lives in harmony.
15/10/2023

London : where east and west lives in harmony.

একজন প্রবাসীকে এক অদ্ভুত অনুভূতির সাক্ষী হতে হয় ।একদিক স্বপ্ন পূরণের হাতছানি অপরদিকে পরিবার আর কাছের মানুষদের ছেড়ে দূরে ...
11/10/2023

একজন প্রবাসীকে এক অদ্ভুত অনুভূতির সাক্ষী হতে হয় ।
একদিক স্বপ্ন পূরণের হাতছানি অপরদিকে পরিবার আর কাছের মানুষদের ছেড়ে দূরে চলে যাওয়ার কষ্ট । এমন মিশ্র অনূভুতির নাম কি কেউ এখনো দিতে পেরেছে? আমার মনে হয়না । কেননা এই অনূভুতি ভাষায় প্রকাশ করার মত নয়, আনন্দ ও বেদনার এই সমীকরণ শুধু একজন প্রবাসীর পক্ষেই উপলব্ধি করা সম্ভব ।

ভীনদেশের মাটিতে এসে আমরা দেশের মায়া-মমতা আরো বেশি অনুধাবন করি । পরিবারের সাথে কাটানো সুন্দর মূহুর্ত, বন্ধুদের সাথে আড্ডা, নিজের প্রিয় খাবার, প্রিয় জায়গা, প্রিয় মানুষ.. সব কিছুই আমাদের ভীষণ টানে । তবু ফেলে আসা জীবনের সুন্দর সময়গুলো মনে করে বয়ে চলে আমাদের জীবন । শত পরিশ্রম আর ত্যাগের বিনিময়ে পরিবারের জন্য সামান্য কিছু করতে পারাই যেন আমাদের সকল সার্থকতা ।

মনের মধ্যে থাকা অগোছালো অনেক কথাই লিখলাম । সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন শুধু নিজের জন্য নয়, মাটি ও মানুষের জন্যেও কিছু করতে পারি । ধন্যবাদ 💙

- Mahir & Mawa

24/09/2023

কেয়ার ভিসায় আসতে হলে যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে...

- ইমিগ্রেশনে কি কি জিজ্ঞেস করতে পারে?
- কাজ পেতে হলে কি করতে হবে?
- কাজ না পেলে কি করবেন?
- আসার আগে কি প্রস্তুতি নেবেন?

৫০ বছর আগের সিলেট!! সিলেটের এই ছবিগুলো ১৯৭৮ সালে ক্যামেরাবন্দী করেছিলেন ব্রিটিশ ফটোগ্রাফার রোজার গুইন । ছবিতে তৎকালীন কী...
17/09/2023

৫০ বছর আগের সিলেট!!

সিলেটের এই ছবিগুলো ১৯৭৮ সালে ক্যামেরাবন্দী করেছিলেন ব্রিটিশ ফটোগ্রাফার রোজার গুইন । ছবিতে তৎকালীন কীনব্রীজ, সার্কিট হাউজ, কালীঘাটে সারিবদ্ধ দাড়িয়ে থাকা নৌকা, লালদিঘীরপাড়, সিলেট শহরের কোন একটি দোকান, সিলেটের কোন এক গ্রামে পালকিতে চড়ে যাওয়া নববধূ, শেরপুরে কুশিয়ারা নদীর উপর ফেরি দেখা যাচ্ছে ।

ছবিগুলো সেই সময়কার সহজ সরল জীবনের প্রতিচ্ছবি হিসেবে দলিল হয়ে থাকবে । তাই এগুলো রঙের ছোয়া দিয়ে রেখে দিলাম আমাদের পেজে ।

এরকম আরো ইউনিক কন্টেন্ট, বিদেশে উচ্চশিক্ষা ও ইমিগ্রেশন সংক্রান্ত পোস্টের জন্য আমাদের পেজ ফলো করুন ।

পোস্ট টি শেয়ার করে, ৫ দশক আগে আমাদের প্রিয় সিলেট কেমন ছিলো, তা সবাই কে দেখার সুযোগ করে দিন ।

Photo credit: Roger Gwynn
Color restoration: Mahir & Mawa

Our heartiest congratulations to this beautiful and brilliant couple. May Allah bless their new journey as well.
15/09/2023

Our heartiest congratulations to this beautiful and brilliant couple. May Allah bless their new journey as well.

Alhamdulillah, found my star ❤️

15/09/2023

ইউকে'তে বর্তমান পরিস্থিতি এবং যাবতীয় ভিসা আপডেট || Current situation in the UK and visa update || Mahir & Mawa

14/09/2023

ছুটির দিনে লন্ডনে || A day off in London || Mahir & Mawa

13/09/2023

নারী-পুরুষের অংশগ্রহণে ভিন্নধর্মী ওয়াজ মাহফিল || Waz Mahfil in UK || Mahir & Mawa

আমরা অত্যন্ত ভাগ্যবান যে বিদেশের মাটিতে এসেও ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করে ইসলামিক লেকচার শোনার সুযোগ পেয়েছি ।
12/09/2023

আমরা অত্যন্ত ভাগ্যবান যে বিদেশের মাটিতে এসেও ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করে ইসলামিক লেকচার শোনার সুযোগ পেয়েছি ।

আমরা অত্যন্ত ভাগ্যবান যে বিদেশের মাটিতে এসেও ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করে ইসলামিক লেকচার শোনার সুযোগে পেয়েছি ।ইংল.....

02/09/2023

Our Day-Off Story || পড়ন্ত বিকেলে আমরা ❤️

🚫  বিশেষ সতর্কতা 🚫প্রায়শই বিভিন্ন গ্রুপে এরকম পোস্ট দেখা যায় । মানুষের সরলতা আর অজ্ঞতাকে কাজে লাগিয়ে এরা নানান ভাবে স্ক্...
27/08/2023

🚫 বিশেষ সতর্কতা 🚫
প্রায়শই বিভিন্ন গ্রুপে এরকম পোস্ট দেখা যায় । মানুষের সরলতা আর অজ্ঞতাকে কাজে লাগিয়ে এরা নানান ভাবে স্ক্যাম করে থাকে । কদিন আগে এরকম একটি জবে এপ্লাই করে আমার পরিচিত এক কাপল স্ক্যামের শিকার হয়েছেন, হারিয়েছেন পুরো এক মাসের বেতন, £1300 পাউন্ড!!

তাহলে আমরা কিভাবে স্ক্যামারদের এসব পোস্ট সহজেই বুঝতে পারবো? চলুন দেখা যাক..

স্ক্যামার বুঝার সব চাইতে সহজ একটা উপায় এই পোস্টের একদম প্রথমেই লিখা আছে! কি সেটা? সেটা হলো £23.24 per hour!!! £18.50 per hour!!

আমার ওয়াইফ NHS এ জব করে, কদিন আগে ওর হসপিটালে গিয়ে দেখলাম ডাক্তাররা পোস্টার টানিয়ে (শান্তিপূর্ণ ভাবে) আন্দোলন করছে । জিজ্ঞেস করে জানলাম ইন্টার্ন ডাক্তাররা ওদের স্যালারি £14.00 per hour থেকে বাড়ানোর জন্য এই আন্দোলন করছে!! জি £14 per hour এবং ওরা ডাক্তার । এদেশে একদম ম্যানেজারিয়াল অথবা ডিরেক্টর লেভেল এর স্যালারি সাধারণত £15/£16/£17 পাউন্ড per hour হয় এবং যে পজিশনে যেতে অন্তত ৪-৫ বছর ধরে জব করার অভিজ্ঞতা থাকতে হয় ।

উন্নত বিশ্বে সবার মধ্যে সমতা রাখার জন্য স্যালারির খুব বেশি তারতম্য থাকে না, মার্কেট এনালাইসিস করে Minimum Per Hour Rate ফিক্সড করে দেয়া হয় যা ইউকেতে £10.42 । অর্থাৎ হাইলি স্কিল্ড আর খুব ই রেয়ার কেস ছাড়া সবার'ই স্যালারি £10.42 থেকে £15 এর মধ্যে থাকে । যে জন্য £12/£13 per hour এখানে খুবই স্ট্যান্ডার্ড স্যালারি হিসাবে গণ্য করা হয় ।

তাই যেকোন এন্ট্রি লেভেল কাজের স্যালারি £12 পাউন্ডের উপরে দেখলেই এ বিষয়ে ব্যাপক ভাবে জেনে তারপর এগোতে হবে । আর এর চাইতে বেশি হলে সরাসরি স্ক্যাম হিসেবে ধরে নিতে হবে । কোন ভাবেই এদের দেয়া লিংকে নিজের ব্যক্তিগত তথ্য এবং ব্যাংকের ডিটেলস দেয়া যাবে না ।

সবাই সতর্ক থাকুন, ভালো থাকুন ।

- মাহির মাজেদ তিহাম, ইউকে

18/08/2023

First experience of Snowfall in the UK

প্রথমবারের মত তুষারপাতের অভিজ্ঞতা ❄️☃️

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahir & Mawa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share