Talk with Mr. Talukdar

  • Home
  • Talk with Mr. Talukdar

Talk with Mr. Talukdar Serial start up entrepreneur. One can make a difference and be the change you want to see in others!

ছুটি কাটায়ে দেশ থেকে আসার তিন মাস পরে জানলাম, আমি নাকি বাপ হবো! ফোনে খবরটা দিতে গিয়ে বউডা আমার লজ্জায় মইরা যাইতেছিলো। ছে...
12/03/2025

ছুটি কাটায়ে দেশ থেকে আসার তিন মাস পরে জানলাম, আমি নাকি বাপ হবো! ফোনে খবরটা দিতে গিয়ে বউডা আমার লজ্জায় মইরা যাইতেছিলো। ছেলে হইবো নাকি মেয়ে- এই নিয়ে রোজ খুনসুটি করতাম দুইজনে। ইচ্ছা করতো, চাকরি বাকরি সব ফালায়ে এক্ষণই দেশের বিমানে উইঠা বসি, চইলা যাই বউয়ের কাছে।

কিন্ত সেটা করলে তো নতুন মেহমানরে না খেয়ে থাকা লাগবে। কোম্পানীতে বলে রাখলাম ছুটির কথা। তাদের আবার নিয়ম, একবার ছুটি কাটানোর এক বছর পার হওয়ার আগে আবার ছুটি নেয়া যায় না। হিসাব করে দেখলাম, বাচ্চার বয়স দুইমাস হইলে পরে আমি দেশে যাইতে পারব।

জুন মাসে আমার মেয়েটা দুনিয়ার আলো দেখলো, ভিডিও কলে আমিও দেখলাম আমার মায়েরে। আকিকা দিয়া নাম রাখা হইলো লামিয়া। আগস্টের শেষ সপ্তায় দেশে আসবো, ছুটি পাইলাম পনেরো দিনের, বিমানের টিকেটও করা শেষ। মেয়ের জন্যে কি কিনবো, মেয়ের মায়েরে কি উপহার দিব সেই চিন্তায় পেরেশান হয়ে আছি, কারো বুদ্ধিই মনে ধরে না।

ঢাকায় তখন ডেঙ্গু ছড়াইতেছে, হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি। আমি তখনও কিছু জানি না, নিজের চিন্তায় ব্যস্ত। একদিন ফোনে বউ বললো, মেয়েটার নাকি জ্বর দুইদিন ধরে। ডেঙ্গুর কথা মাথায়ও আনি নাই, এই সর্বনাশা ঘা'ত'ক যে ঢাকা থেকে এতদূরে গিয়া হাজির হবে, কে জানতো? বউরে বললাম, ডাক্তার দেখাইতে। আরও একদিন গেল, শুনলাম জ্বর নামছে, কিন্ত বাচ্চার খাওয়াদাওয়া বন্ধ, শরীর খুব দুর্বল, কান্নাকাটিও করে না।

একদিন পরে শুনি, আমার মেয়েটার নাকি ডেঙ্গু হইছে, তারে ভর্তি করা হইছে হাসপাতালে! আমার মাথার উপরে যেন গোটা আসমান ভাইঙ্গা পড়লো, দুনিয়াটা ছোট হইয়া আসলো এক মূহুর্তে! দেড়মাসের বাচ্চাটা যখন হাসপাতালে যু*দ্ধ করতেসে ডেঙ্গুর সাথে, আমি তখন কাতারে যু*দ্ধ করতেসি প্লেনের টিকেট আগায়ে আনার জন্যে। অফিসে জানাইলাম, ছুটি না আগাইলে আমি চাকরি ছাইড়া দিব। মেয়ের চাইতে দামী কিছু আমার কাছে নাই। তারা রাজী হইলো। তিনদিন পরের টিকেটও ম্যানেজ করে ফেললাম। আর তিন-চারটা দিন পরেই আমি আমার মেয়েটারে কোলে নিতে পারবো! ফোনে খবর পাই, মেয়ের অবস্থা নাকি ভালো না, তারে আইসিইউতে রাখা হইছে। আমার কাছে প্রতিটা মিনিটরে তখন একেকটা দিনের সমান লম্বা মনে হয়!

যেদিন প্লেনে উঠবো, তার আগেরদিন ফোনটা আসলো। মেয়েটা আমার মা*রা গেছে, ডেঙ্গুর সাথে যু*দ্ধ করে কুলায়ে উঠতে পারে নাই মা আমার। ফোনে আমি শুধু বললাম, আমার বউটারে একটু দেখে রাইখেন, আমি আসতেছি। দুইদিন পরে আমি বাড়ির উঠানে পা রাখলাম, ঘর থেকে শুধু আগরবাতির গন্ধ নাকে আসে।

এই বাড়িতে একটা ফুটফুটে ফেরেশতা জন্ম নিছিলো, আমার বাচ্চা, আমার সন্তান। সেই সন্তানরে আমি একটাবারের জন্যে কোলে নিতে পারি নাই, একটু আদর করতে পারি নাই। আমার মেয়েটা দেড়মাস পৃথিবীতে থাকলো, হাসলো, কান্না করলো, রোগে ভুগে দুনিয়া ছেড়ে চইলাও গেল, অথচ একটাবার সে তার বাবার স্পর্শ পাইলো না! বাপ হইয়া আমি নিজেরে কেমনে ক্ষমা করি বলেন?

কাতারে থাকি শুনলে অনেকেই ভাবেন টাকার বিছানায় ঘুমাই বুঝি। আমরা প্রবাসীরা আসলে ক'ষ্টের সাগরে ভাসতে থাকি। কাজের ক'ষ্ট, খাওয়ার ক'ষ্ট, এগুলা তো গায়ে লাগে না। ক'ষ্ট লাগে আপনজনের কাছ থেকে দূরে থাকতে, প্রিয় মানুষগুলার কাছ থেকে হাজার মাইল দূরে থাকার যে কি য'ন্ত্রণা, সেইটা সবাই বুঝবে না। নিজের সন্তানরে একটাবারও না দেখে তার কবর জেয়ারত করার যে কি কষ্ট, সেইটা কাউরে বলে বুঝানো যাবে না! কাউরে নাহ।

বিটিভিকে সাত হাজার গালি দিতে পারেন; দশ লাখ দিলেও ক্ষতি নাই। সরকারী বস্তুর গায়ে গালি লাগে না। ইনফ্যাক্ট সরকারী জিনিসকে গা...
28/12/2024

বিটিভিকে সাত হাজার গালি দিতে পারেন; দশ লাখ দিলেও ক্ষতি নাই।
সরকারী বস্তুর গায়ে গালি লাগে না। ইনফ্যাক্ট সরকারী জিনিসকে গালি দেওয়াটা জাতীয় কর্তব্য।
কিন্তু বিটিভি আমাদের কী দিয়েছে?
বিটিভি সংশপ্তকের মতো নাটক বানাতে দিয়েছে। বিটিভি বহুব্রিহি, এইসব দিনরাত্রি থেকে শুরু করে ক্ল্যাসিক সব সিরিয়াল দেখতে দিয়েছে। বিটিভির কল্যানে আমরা সপ্তাহে একটা করে মঞ্চ নাটক দেখতাম। সপ্তাহে একটা করে এক পর্বের নাটক দেখতাম।
বিটিভির কারণে আমরা কৈশোরে বেখেট, সেক্সপীয়ারের নাম শিখেছি। বিটিভির কল্যানে আমরা ‘মুভি অব দ্য উইক’-এ অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, প্যাসেজ টু ইন্ডিয়া, গড ফাদার দেখেছি। বিটিভির কল্যানে আমরা ওরা এগারো জন, সূর্যদীঘল বাড়ি থেকে শুরু করে পথের পাচালি দেখেছি।
বিটিভি আমাদের দেখতে শিখিয়েছে। বিটিভি আমাদের বাচতে শিখিয়েছে।
বিটিভি আমাদের ম্যাকগাইভার, বিটিভি আমাদের ডার্ক জাস্টিস, বিটিভি আমাদের সিক্স মিলিয়ন ডলার ম্যান। বিটিভি আমাদের বাই সাইকেল থিফ। বিটিভি আমাদের নিনজা টারটেলস, টম অ্যান্ড জেরি।
কে আজ আমাদের হাতে এসব ক্ল্যাসিক তুলে দেয়? কোন শালা দেয়!
নওয়াজিশ আলী খানরা দিয়েছিলেন।
তো? বিটিভি তেলবাজ?
তেল কে না দেয় বলেন তো! সরকারের ভ্যানগার্ড আজ এই দেশে কোন টেলিভিশন না? কোনোটা রেখেঢেকে, কোনোটা উদোম। সব ওই বোকা বাক্স। কিন্তু বিটিভি বোকা বাক্স নয়। বিটিভি সম্পদ। সরকারের হুকুমের চোখ ফাকি দিয়ে এই একটা চ্যানেল সেই আদিকাল থেকে এই ভিখিরিদের কিছু বিশ্ব মানের জিনিস খাইয়েছে।
বিটিভিকে আধুনিকতা শেখাতে যাবেন না। বিটিভি সংষ্কারের কথা ভাববেন না। বিটিভিকে স্রেফ আশি নব্বইয়ের দশকে ফিরিয়ে দিন।
বিটিভি আজ ৬০ বছর পূর্ণ করলো । বিটিভির এমনভাবে আরও ৬০০ বছর কেটে যাক। ঘন্টায় ঘন্টায় খবর বাদ দিয়ে নওয়াজীশ আলী খানদের কোনো উত্তরসুরী আমাদের চোখ খুলে দিন।
শুভ হোক বিটিভির আসছে দিনগুলো।

Bristol Muslim Strategic Leadership Group Conference 2024📢 More details now available on the Bristol Muslim Conference w...
31/10/2024

Bristol Muslim Strategic Leadership Group Conference 2024

📢 More details now available on the Bristol Muslim Conference with a list of Workshops and Panelists!

Due to the demand we have secured more tickets, book your space now to avoid missing out via this link bit.ly/bmslg2024

This is an opportunity to discuss how the riots over the summer were fuelled by social media. We will explore how we manage and respond to social media.

🗓️ Join us on Saturday 9th November!

bit.ly/bmslg2024

Bristol Green Party
Bristol City Council
Bristol24/7
Bristol Somali Voice
Bristol Energy Net Work
Bristol Muslim Cultural Society (BMCS)
Adeela Shafi
Moslek Uddin
Tara Miran
Bristol.Live
UWE Bristol Bangladeshi Society
The Bristol News

Forget the plastic straws.There's something bigger going on...People think that all the trash on the planet is from food...
30/10/2024

Forget the plastic straws.

There's something bigger going on...

People think that all the trash on the planet is from food and plastic bottles.

But our problem with waste goes much deeper than that.

Pretty much anything you see will become waste, sooner or later.

Cars. Tires. Tanks. Bikes. Ships.

Even wind turbines have their own gigantic graveyards.

Humanity uses 100 billion tons of resources / year!

Only 7% is cycled back into our economy.

We've never been mining for more in the history of humanity.

This is not just about renewable energy.

We have to stop our take-make-waste economy and go circular.

Follow these 4 core principles:

1. Use less
2. Design out waste
3. Cycle everything back
4. Regenerate

That's how we solve climate change.

Clocks go back tonight! Technically they will go back Sun 27th Oct 2024 at 2am to be precise! The extra hour in bed mean...
26/10/2024

Clocks go back tonight! Technically they will go back Sun 27th Oct 2024 at 2am to be precise!

The extra hour in bed means it should make it easier to wake up for morning (Fajr) prayer in the morning for those that follow Islam and pray!

All prayer times will be one hour earlier to!

Many congratulations Rupa Huq for becoming the chair for   for Ethnic Minority Business Owners alongside co-chair Daniel...
24/10/2024

Many congratulations Rupa Huq for becoming the chair for for Ethnic Minority Business Owners alongside co-chair Daniel Aldridge, , Sarah Olney and many others.

Well done to Moslek Uddin and Shah F. Athar for creating a platform to voice minority business owners.

এশিয়ার প্রথম নারী সাহিত্যিক হিসেবে এই বছর নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার সাহিত্যিক হান কাং।৫৩ বছর বয়সী এই লেখিকাকে যখন নোবেল...
19/10/2024

এশিয়ার প্রথম নারী সাহিত্যিক হিসেবে এই বছর নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার সাহিত্যিক হান কাং।৫৩ বছর বয়সী এই লেখিকাকে যখন নোবেল কমিটি থেকে ফোন দিয়ে খবরটা জানানো হয়,তিনি তখন তার ছোট ছেলেকে নিয়ে সবে ডিনার সারছিলেন।খানিকটা হেসে তিনি কমিটিকে ধন্যবাদ জানান।ভীষণ সাদামাটা এবং প্রত্যাশাহীন লেখিকা হান কাং।যে কিনা শুধু ভালো লাগে বলেই লিখেন।পুরস্কারের প্রতিযোগিতার দৌঁড়ে নিজেকে শামিল করেন না।

২০১৬ সালে ৪৫ বছর বয়সে তার লেখিকা হিসেবে বলা যায় শুরু।যেখানে হয়তো অনেক নারী জীবনের শেষবেলা বলে এটাকে মনে করেন।দা ভেজিটেরিয়ান নামক সেই উপন্যাসেই মিলে বুকার পুরস্কার।৫৩ বছর বয়সে পেলেন নোবেল।

আসলে আমরা অনেকে জীবনের শুরু বা শেষ বেলা নির্ধারণ করি বয়স দিয়ে।আদৌ কি সেটা হয়?

আমি বারবার বলি জীবন যে কোন সময় যে মুহুর্তে শুরু করা যায়।আর জীবন আমাদের চমকে দিতে পারে বারবার।

অভিনন্দন হান কাং।

আমি বর্তমানে আমেরিকার কলোরাডো স্টেট ইউনিভার্সিটিতে MBA করছি, এবং প্রথম ম্যানেজমেন্ট ক্লাসে আমাদের প্রফেসর  সবাইকে অধ্যাপ...
10/10/2024

আমি বর্তমানে আমেরিকার কলোরাডো স্টেট ইউনিভার্সিটিতে MBA করছি, এবং প্রথম ম্যানেজমেন্ট ক্লাসে আমাদের প্রফেসর সবাইকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস রচিত "A World of Three Zeros" বইটি পড়ার পরামর্শ দেন। এটি আমার জন্য একটি গর্বের মুহূর্ত ছিল। আমি বইটি পড়ে তার একটি সংক্ষিপ্ত বিবরণ এখানে তুলে ধরার চেষ্টা করছি।

“A World of Three Zeros” বইটিতে নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুস আমাদের বর্তমান profit-maximizing অর্থনৈতিক ব্যবস্থার সমালোচনা করে একটি নতুন মডেল প্রস্তাব করেন। তিনি এমন একটি বিশ্বের স্বপ্ন দেখেন যেখানে তিনটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জিত হবে:
1. Zero Poverty
2. Zero Unemployment
3. Zero Net Carbon Emissions

এই বইয়ে তিনি social business এর ধারণা তুলে ধরেন, যা মূলত লাভের চেয়ে সামাজিক সমস্যাগুলো সমাধান করার লক্ষ্যে কাজ করে। ডক্টর ইউনুস বিভিন্ন উদাহরণের মাধ্যমে দেখান কীভাবে এই মডেলটি দারিদ্র্য, বেকারত্ব এবং পরিবেশগত ধ্বংসের মতো বৈশ্বিক সমস্যাগুলোর সমাধান করতে পারে।

১. Zero Poverty:
আমাদের প্রধান উপদেষ্টা, প্রফেসর মুহাম্মদ ইউনুস বিশ্বাস করেন যে দারিদ্র্য মানুষের স্বাভাবিক অবস্থা নয়, বরং এটি এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যা দরিদ্র মানুষদের সুযোগ থেকে বঞ্চিত করে রাখে। এই বিশ্বাস থেকেই ১৯৭৬ সালে তিনি Grameen Bank প্রতিষ্ঠা করেন, যা ক্ষুদ্রঋণের মাধ্যমে দরিদ্র, বিশেষ করে নারীদের স্বাবলম্বী করে তুলতে সহায়তা করে। লক্ষ লক্ষ মানুষ এই ব্যাংকের মাধ্যমে দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে, যার মধ্যে ৯৭% ঋণগ্রহীতা নারী এবং ঋণ পরিশোধের হার ৯৮% এর বেশি। এটি প্রমাণ করে যে দরিদ্র মানুষও সঠিক সুযোগ পেলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। পাশাপাশি, Grameen Danone Foods এর মতো সামাজিক ব্যবসার উদাহরণ দেখায় যে, কীভাবে স্থানীয় চাহিদা পূরণের মাধ্যমে দারিদ্র্যের টেকসই সমাধান প্রদান করা যায়। এই উদ্যোগটি পুষ্টিহীনতা দূর করতে, সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর দই সরবরাহ করে, যা দরিদ্র পরিবারের জন্য সহজলভ্য। ডক্টর ইউনুসের এই social business মডেলটি দেখায় যে সামাজিক উদ্দেশ্যকে সামনে রেখে ব্যবসা কেবল দারিদ্র্য নয়, অন্যান্য সামাজিক সমস্যারও সমাধান করতে পারে।

২. Zero Unemployment:
ডক্টর মুহাম্মদ ইউনুস প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থার সমালোচনা করে বলেন যে, এটি শুধুমাত্র বৃহৎ প্রতিষ্ঠানের মাধ্যমে চাকরি সৃষ্টি করার দিকে মনোযোগ দেয়, যা সম্পদের অসম বণ্টন তৈরি করে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে প্রতিটি মানুষের মধ্যেই উদ্যোক্তা হওয়ার ক্ষমতা রয়েছে এবং তাই চাকরি সৃষ্টির পরিবর্তে entrepreneur creation বা উদ্যোক্তা তৈরির দিকে মনোযোগ দেয়া উচিত। তার Self-Employment Through Microfinance ধারণা অনুযায়ী, বড় কোম্পানির উপর নির্ভর না করে মানুষকে নিজস্ব কর্মসংস্থান সৃষ্টির সুযোগ দিতে হবে। উদাহরণস্বরূপ, Grameen Bank এর ঋণগ্রহীতারা ক্ষুদ্রঋণের মাধ্যমে ছোট দোকান, সেলাই কাজ বা কৃষি ব্যবসা শুরু করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। আরেকটি উদাহরণ হল Grameen Telecom, যা "টেলিফোন লেডিস" উদ্যোগের মাধ্যমে গ্রামীণ নারীদের মোবাইল ফোন কিনতে ঋণ দিয়ে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে, একই সঙ্গে যোগাযোগ প্রযুক্তি দূরবর্তী এলাকায় পৌঁছে দিয়েছে। ইউনুসের মতে, মানুষকে উদ্যোক্তা হওয়ার উপকরণ দিলে বেকারত্ব দূর করা সম্ভব।

৩. Zero Net Carbon Emissions:
প্রধান উপদেষ্টা, মুহাম্মদ ইউনুস পরিবেশগত সমস্যা সমাধানের জন্য sustainable ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন, যা carbon footprint হ্রাস করতে পারে। তিনি বিশ্বাস করেন যে social business শুধুমাত্র পরিবেশগত সমস্যার সমাধানই করতে পারে না, পাশাপাশি মানুষের জীবনমানও উন্নত করতে পারে। উদাহরণ হিসেবে, ১৯৯০ এর দশকে ইউনুস Grameen Shakti প্রতিষ্ঠা করেন, যা গ্রামীণ বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে সৌর শক্তি সরবরাহ করে। এই উদ্যোগটির মাধ্যমে এখন পর্যন্ত ১৫ লাখেরও বেশি সৌর হোম সিস্টেম ইনস্টল করা হয়েছে, যা গ্রামীণ এলাকায় পরিষ্কার এবং টেকসই শক্তির উৎস প্রদান করছে। ডক্টর ইউনুস দেখান যে এই মডেলটি বিশ্বব্যাপী প্রসারিত করা যেতে পারে, যাতে renewable energy ব্যবহার করে কার্বন নিঃসরণ হ্রাস করা যায় এবং স্থানীয় চাহিদা পূরণ করা যায়। আরেকটি সফল উদাহরণ হল Grameen Veolia Water, যা গ্রামীণ এলাকায় নিরাপদ পানীয় জল সরবরাহ করছে, যেখানে আর্সেনিক দূষণ একটি বড় সমস্যা। এই সামাজিক ব্যবসাটি শুধু public health crisis সমাধান করছে না, একই সঙ্গে টেকসই পানির ব্যবস্থাপনা প্রচার করছে। ইউনুসের এসব উদ্যোগ দেখায় যে পরিবেশ রক্ষা এবং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে social business কিভাবে কার্যকর ভূমিকা পালন করতে পারে।

পুঁজিবাদ পুনর্বিবেচনা:
মুহাম্মদ ইউনুস প্রচলিত পুঁজিবাদী ব্যবস্থার তীব্র সমালোচনা করেন, যেখানে মূলত লাভ বৃদ্ধির দিকে নজর দেওয়া হয় এবং সামাজিক ও পরিবেশগত কল্যাণ উপেক্ষা করা হয়। তিনি এমন একটি নতুন মডেলের প্রস্তাব দেন যেখানে ব্যবসাগুলো শুধুমাত্র লাভ অর্জন করবে না, বরং সমাজের বৃহত্তর কল্যাণে কাজ করবে। তার প্রস্তাবিত মডেল Social Business এবং Circular Economy ধারণার উপর ভিত্তি করে। ডক্টর ইউনুস মনে করেন, ব্যবসাগুলোকে এমনভাবে নকশা করা উচিত যাতে তা আয় সৃষ্টি করার পাশাপাশি সামাজিক সমস্যার সমাধান করে। তিনি Circular Economy এর ওপর গুরুত্ব দেন, যেখানে বর্জ্য কমিয়ে পুনঃব্যবহার নিশ্চিত করা হয়, যাতে সম্পদের সর্বোচ্চ ব্যবহার করা যায়। তার মতে, social business এই দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নের পথে সমাজকে এগিয়ে নিতে পারে। এই মডেলটি পরিবেশ এবং সমাজ উভয়ের জন্যই উপকারী, যেখানে ব্যবসা কেবল লাভের জন্য নয়, সমাজের সার্বিক উন্নতির জন্য কাজ করে।

“A World of Three Zeros” বইটিতে মুহাম্মদ ইউনুস এমন একটি বিশ্বের স্বপ্ন দেখান যেখানে অর্থনৈতিক ব্যবস্থা কেবল ধনীদের জন্য নয়, বরং সবার জন্য কাজ করবে।

সবচেয়ে বড় কথা তিনি কেবল একটি ধারণা জন্ম দেননি, বরং সেই ধারণাকে প্র্যাকটিক্যালি কাজে রূপান্তর করে এ বিশ্বকে দেখিয়েছেন।

সেদিক থেকে দেখতে গেলে কাল মার্কস Marxism ধারণার প্রবর্তন করেছিলেন, আর সেই ধারণা বাস্তবে রূপান্তর করেছিলেন লেনিন। আর ডক্টর ইউনুস দুটি কাজই একা করেছেন!

Collected from Abir Mymuny, Colorado, USA

#000

Exciting Opportunities at Airbus – Graduate Scheme, Placement Year & Apprenticeships!I’m sharing this post to encourage ...
23/09/2024

Exciting Opportunities at Airbus – Graduate Scheme, Placement Year & Apprenticeships!

I’m sharing this post to encourage our Asian and Muslim community to explore career opportunities at Airbus. We are a global company that values diversity and is always on the lookout for talented individuals from all backgrounds.

About Airbus: Airbus is a world-leading aerospace company that designs, manufactures, and delivers cutting-edge commercial aircraft, helicopters, military transport, satellites, and space systems. Known for its innovation, Airbus produces some of the most advanced aircraft, including the A350, A330, A320 family, and the iconic A380, the largest passenger aircraft in the world. Our customers include major airlines like Emirates, Qatar Airways, Turkish Airlines, British Airways, Delta Airlines, JetBlue etc.

Benefits of Working at Airbus: One of the greatest advantages of working at Airbus is the opportunity to earn while gaining nationally recognized qualifications. For example, if you pursue an Engineering Degree Apprenticeship, by the end of three years, not only will you have gained valuable experience working with one of the world’s top aircraft manufacturers, but you will also have a fully funded BEng degree – all while being paid for your work!

Current Opportunities:

The Graduate Scheme and Placement Year applications are now open.

Apprenticeships will open in October.

Who Can Apply?

If you've just finished your GCSEs, you can apply for a Level 3 Apprenticeship.

If you've completed A-Levels, you can apply for either a Level 3 or Degree Apprenticeship.

If you're in university and have finished your first year, you can apply for a Placement Year.

If you've completed your BEng or Master’s, you can apply for the Graduate Scheme.

Airbus also offers opportunities for Skilled Visa candidates (though I’m not entirely sure on the specifics).

If you or someone you know is interested in these amazing opportunities, feel free to reach out to me with any questions about the application process or the company. I’m here to help as many Bengali and Muslim candidates as possible.

https://www.airbus.com/en/careers

Many congratulations to Shah F. Athar for Prestigious International Award Nomination for extraordinary achievements in t...
21/09/2024

Many congratulations to Shah F. Athar for Prestigious International Award Nomination for extraordinary achievements in the culinary world. His contribution to the UK Curry Championship, Curry Award shows, Mentoring UKCC Team at the culinary world cup 2018 and also support for the environment and reduction of plastic usage.

Win it for UK, Win it for ! All the best. Full article on first comment.

Bangladesh's chess legend, 82-year-old Rani Hamid, made a triumphant return to the Chess Olympiad, leading the women's t...
20/09/2024

Bangladesh's chess legend, 82-year-old Rani Hamid, made a triumphant return to the Chess Olympiad, leading the women's team to victory in the third round against Barbados.

In a remarkable feat, Hamid defeated Barbados' Springer Leshika, showcasing her enduring skill on the global stage.

After sitting out the first two rounds, Hamid replaced Walija Ahmed and delivered a crucial win for Bangladesh. Her victory played a key role in the team's 3.5-0.5 triumph.

In addition to Hamid’s outstanding performance, WFM Wadifa and Noshin Anjum also secured wins, while Nusrat Jahan Alo drew her game. Bangladesh’s open team also enjoyed success, defeating Cyprus in the same round.

Absolutely shocked and disgusted by the high level ministers from the religious government of Bangladesh. How many more ...
19/09/2024

Absolutely shocked and disgusted by the high level ministers from the religious government of Bangladesh. How many more are there

If you’re supporting this kind of corruption and political ideologies- you have no space in my network - please remove yourself!

Al Jazeera's Investigative Unit goes on the trail of The Minister’s Millions to find out how he built a half-billion-dollar property empire - on a thirteen-t...

এবার শিক্ষার্থীদের জন্য বিশ্বের অন্যতম বড় আর্কিটেকচার বা স্থাপত্যকলা প্রতিযোগিতায় বাজিমাত করলো বাংলাদেশ!শিক্ষার্থীদের জন...
16/09/2024

এবার শিক্ষার্থীদের জন্য বিশ্বের অন্যতম বড় আর্কিটেকচার বা স্থাপত্যকলা প্রতিযোগিতায় বাজিমাত করলো বাংলাদেশ!

শিক্ষার্থীদের জন্য আয়োজিত বিশ্বের অন্যতম বৃহ আর্কিটেকচার প্রতিযোগিতা 'Inspireli Awards' এর নবম আসরে বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (MIST) এর স্থাপত্য বিভাগের শিক্ষার্থী সারাফ নাওয়ার বিজয়ী হয়েছে। এই বছর পৃথিবীর ৮৭টি দেশ হতে ১১৭৪টি প্রজেক্ট জমা পড়েছিল। সারাফ তার "টেইল অব অ্যান ওশেন: ওশেনারিয়াম কমপ্লেক্স অ্যাট সোনাদিয়া" শীর্ষক আন্ডারগ্র্যাড থিসিস প্রজেক্টের জন্য পুরষ্কারটি অর্জন করেন আর্কিটেকচার ক্যাটেগরিতে।

সারাফের প্রজেক্টটি মূলত বঙ্গোপসাগরের তীরবর্তী সোনাদিয়া দ্বীপে ওশেনারিয়াম নির্মাণ সংক্রান্ত। এই ওশেনারিয়ামটি স্থানীয় বিপন্ন প্রজাতির উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র হিসেবে কাজ করবে। এছাড়া, গবেষণা কেন্দ্রটি সামুদ্রিক ও ম্যানগ্রোভ ইকোসিস্টেম রক্ষা করার জন্য কাজ করবে। তার প্রস্তাবকৃত ওশেনারিয়াম কমপ্লেক্সের মূল লক্ষ্য হল সামুদ্রিক প্রাণী উদ্ধার করার পাশাপাশি প্রচলিত অ্যাকোয়ারিয়ামের পরিবর্তে একটি আউটডোর প্রাকৃতিক প্রদর্শনী হিসেবে কাজ করা। সে তার প্রজেক্টে শক্তি সাশ্রয়ী, টেকসই এবং লাইট ওয়েট নির্মাণ পদ্ধতির কথা বলেন যা সোনাদিয়ার মাটির অবস্থা, লবণাক্ততা, নিয়মিত জলোচ্ছ্বাস, মৌসুমী ঘূর্ণিঝড় সহ সার্বিক জলবায়ুর জন্য উপযুক্ত হবে। তার প্রকল্প সম্পর্কে আর্কিটেকচার ক্যাটেগরির চেয়ারম্যান, জুরি সদস্য মার্টিন ডুডাসকোর বক্তব্য ছিল “বিজয়ী প্রস্তাবটি এত ভালভাবে চিন্তিত এবং পরিকল্পিত যে এই অনন্য স্থানের জন্য এর চেয়ে উপযুক্ত অন্য কিছু কল্পনা করা কঠিন। যেভাবে প্রস্তাবিত বিল্ডিং এবং আনুষঙ্গিক স্ট্রাকচারগুলো পরিবেশের সাথে মিশে যায় তা নিখুঁত। এই বছরের বিজয়ী অসামান্য প্রতিভার অধিকারী এবং সত্যিই স্বীকৃতি পাওয়ার যোগ্য।”

'Inspireli Awards' মূলত সারাবিশ্বের বিশবিদ্যালয় পর্যায়ের স্থাপত্যকলার শিক্ষার্থীদের জন্য অন্যতম বড় প্রতিযোগিতা, যেখানে প্রতিবছর আর্কিটেকচার, আরবান ডিজাইন অ্যান্ড ল্যান্ডস্কেপ এবং ইন্টেরিয়র ডিজাইন এই ৩ ক্যাটেগরিতে বিজয়ীদের বাছাই করা হয়। সারাফ নাওয়ার ছাড়াও, এবছর এ প্রতিযোগিতার ফাইনালিস্ট ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রাইমা রহমান এবং মোহাম্মদ কাফি উদ্দিন। স্থাপত্যকলার এই অর্জন আমাদের দেশে স্থাপত্যবিদ্যা এবং পরিবেশে স্থাপত্যের টেকসই ডিজাইনকে অনুপ্রাণিত করবে।

Sponsor licence specialists-SLS Is a fantastic ethical business supporting SME with skill shortage. As a client I have r...
14/09/2024

Sponsor licence specialists-SLS Is a fantastic ethical business supporting SME with skill shortage. As a client I have received 100% satisfaction services and highly recommend for anyone thinking of sponsoring workers form abroad to get in touch!

A firm set up to help businesses employ skilled workers from overseas and fill labour shortages has seen demand surge in recent years

🇯🇴 Jordan’s Queen Rania delivered one of the greatest speeches in modern history during her visit in Italy. She has bigg...
11/09/2024

🇯🇴 Jordan’s Queen Rania delivered one of the greatest speeches in modern history during her visit in Italy. She has bigger balls than most world leaders.

Queen Rania criticized what she described as Western "double standards" regarding the war in Gaza, which she said are contributing to a "loss of faith in the rules and moral standards meant to govern our world."



Video on the first comment.

Many congratulations   for winning the Test series against Pakistan. Well played everyone.
03/09/2024

Many congratulations for winning the Test series against Pakistan. Well played everyone.

”The world thinks that hashtag  is hashtag  by hashtag The hashtag  is that the whole world is hashtag  by hashtag  EXCE...
02/09/2024

”The world thinks that hashtag is hashtag by hashtag

The hashtag is that the whole world is hashtag by hashtag EXCEPT hashtag ”

Seems that the United Nations 🇺🇳 and the International Criminal Court are hashtag by hashtag as well

Lack of hashtag action having hashtag of hashtag and hashtag of all possible conventions hashtag you both

We want for 🇵🇸

 . Thanks Dr. Yunus.
30/08/2024

. Thanks Dr. Yunus.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Talk with Mr. Talukdar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Talk with Mr. Talukdar:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share