21/07/2022
'এইসব দিনরাত্রি'র একান্নবর্তী মধ্যবিত্ত পরিবারের বড় বউ 'নীলু ভাবী',সবাইকে নিয়ে যার দু:খ সুখের সংসার কিংবা শঙ্খনীল কারাগারের 'বড় আপা',অসুস্থ মায়ের সংসারে ছোট ভাই বোন দের কাছে যিনি মাতৃসম বড় বোন। 'জননী' নাটকে শুধুই সন্তানদের মা নয়,বিপদের দিনে পরিবারের হাল ধরে। আগুণের পরশমণিতে মুক্তিযুদ্ধ সময়কার এক পরিবারের কর্ত্রী,যে মুক্তিযোদ্ধাকে আশ্রয় দেয়। টেলিভিশন নাটকই হোক বা চলচ্চিত্র সব মাধ্যমেই তিনি অভিনয়ের দ্যূতি ছড়িয়ে জনপ্রিয়তা পেয়েছেন,বিশেষ করে মমতাময়ী মায়ের চরিত্রে বিশেষ ভাবে সমাদৃত। তিনি মঞ্চ,নাটক ও চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেত্রী 'ডলি জহুর'।
সত্তর দশকের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ার সময়েই নাট্যদলে যুক্ত হন। প্রগৌতাহাসিক,ইবলিশ,ময়ুর সিংহাসনের মত সফল মঞ্চ নাটকে অভিনয় করার পাশাপাশি টিভি নাটকেও অভিনয় করা শুরু করেন। প্রথম আলোচনায় আসেন ১৯৮৫ সালে হুমায়ূন আহমেদের লেখা প্রথম ধারাবাহিক নাটক 'এইসব দিনরাত্রি'তে নীলু ভাবীর চরিত্রে অভিনয়ের সুবাদে। নীলু ভাবী চরিত্রটি এইদেশের মধ্যবিত্ত সমাজের সাথে এতটাই মেলবন্ধন ঘটেছিল যে,বিয়ের জন্য পত্রিকার বিজ্ঞাপনে বলা হত 'নীলুর মত মেয়ে চাই'!। হুমায়ূন আহমেদের জননী নাটকে প্রধান ভূমিকায় অসাধারণ অভিনয় করেছিলেন,এছাড়া একদিন হঠাৎ,মাটির পিঞ্জিরার মাঝে তো রয়েছেই। আবুল হায়াতের সঙ্গে জুটিটা দর্শকদের বেশ পছন্দের। এরা অনেক নাটক- সিনেমায় একে অন্যের বিপরীতে যেমন অভিনয় করেছিলেন তেমনি বাবা- মেয়ের চরিত্রেও।
হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস অবলম্বনে বিটিভির প্রযোজনায় নির্মিত 'শঙ্খনীল কারাগার' এ রাবেয়ার চরিত্রে অসামান্য অভিনয় দর্শকদের চোখে চির অম্লান হয়ে থাকবে। তখনকার দাপুটে সব সিনেমার নায়িকাদের হারিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন। হুমায়ূন আহমেদের নিজের পরিচালিত প্রথম ছবি 'আগুণের পরশমণি'তেও মায়ের চরিত্রে উনাকে নির্বাচিত করেছিলেন।
১৯৫৩ সালে জন্মগ্রহণ করা এই গুণী অভিনেত্রী আজ পেরোচ্ছেন ৬৯ বছর,রইলো শুভকামনা।
শুভ জন্মদিন..... ডলি জহুর ❤
ছবি- ১৯৮৫ সালে বিটিভিতে প্রচার হওয়া 'এইসব দিনরাত্রি'র দৃশ্যে বুলবুল আহমেদের সঙ্গে ডলি জহুর।
লেখা- হৃদয় সাহা (ঈষৎ সংক্ষেপিত)