Motiur Mollik's Vlog

Motiur Mollik's Vlog This page is Motiur Rahman Mollik's personal vlog regardless of categories

05/01/2025
কয়দিন আগে জিনিসপত্রের দাম নিয়ে কিছু লোক ফেসবুকে তুফান শুরু করেছিলো আগেই ভালো ছিলাম,আজ তারা কই কোন পোস্ট করছে না তো..?তাদ...
29/12/2024

কয়দিন আগে জিনিসপত্রের দাম নিয়ে কিছু লোক ফেসবুকে তুফান শুরু করেছিলো আগেই ভালো ছিলাম,
আজ তারা কই কোন পোস্ট করছে না তো..?
তাদের মা/খালা/আপা পরামর্শ দিয়েছিল কাঁচা মরিচ শুকনা করে রেখে,,, আবার সেটাকে পানিতে ভিজিয়ে তাজা বানিয়ে খেতে.!
বর্তমানে পেয়াজের কেজি ২৫০/৩০০ নয়..!
((মাএ-৪০-৪৫৳)) টাকায় পাওয়া যাচ্ছে প্রতি কেজি পেয়াজ.
আর সবজির দাম তো "আলহামদুলিল্লাহ" হাতের নাগালেই আছে, বেশিরভাগ সবজিই -৩০-৩৫৳ মধ্যে প্রতি কেজি..!
৮/১০ বছরের কখনো পিয়াজের দাম এত কম ছিল না,,
মাত্র ৪০ টাকা এর আগে কোনদিনও ছিল না,,
সব সময় এই ভাবে চলতে থাকলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জীবন অনেক সহজ হয়ে যাবে,, ☺☺
ধন্যবাদ ড.ইউনুস স্যারকে,
"আলহামদুলিল্লাহ"

18/12/2024
🤣🤣
15/12/2024

🤣🤣

26/11/2024

সম্ভবত দেশকে অস্থিতিশীল করার সর্বশেষ ট্রাম্পকার্ড খেলা হচ্ছে। দয়া করে সবাই শান্ত থাকুন। কোন উস্কানিতে পা দেয়া যাবে না। বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ।
mizanur Rahman azhari

26/11/2024

প্রশ্নঃ নামাজের সিজদায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়,,, যেকোন মনের আশা পূরণের জন্য নামাজের সিজদায় গিয়ে কোন দোয়াগুলো পড়তে হয়?? সিজদায় দোয়া কিভাবে করতে হয়???

#উত্তরঃ

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

প্রিয় নবী করিম (সা.) বলেন, ‘বান্দা যখন সিজদারত থাকে, তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। কাজেই তোমরা এ সময়ে বেশি বেশি দোয়া করবে।’ দলিলঃ(সহিহ মুসলিম শরীফ: ১/৩৫০)।

⬜নামাজের সিজদায় গিয়ে দোয়া করার জন্য প্রথমে অবশ্যই সিজদার তাসবিহ ''সুবহানা রব্বিয়াল আ'লা, তিনবার বলার পরে তারপর আরবি ভাষায় কুরআন হাদিসের যেকোন দোয়া করা যাবে।
নিচে কয়েকটি অতি জরুরি প্রয়োজনীয় দোয়া দেওয়া হল:

⬛কু'রআনের সর্বশ্রেষ্ট দোয়াঃএ দোয়ার মাধ্যমে সব কিছু চাওয়া হয়। এ দোয়া পড়লে মনের সকল আশা পূরন হয়।ইনশা-আল্লাহ।দোয়াটি হলোঃ

ُ رَبَّنَآ ءَاتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَفِى الْءَاخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

রব্বানা আতিনা ফিদ্দুনইয়া হাসানাতাও ওয়াফিল আখিরতি হাসানাতাও ওয়াকিনা আজাবান্নার।(দোয়াটি আরবি দেখে শুদ্ধভাবে পড়তে হবে)

অর্থ :হে পরওয়ারদেগার! আমাদিগকে দুনয়াতেও কল্যাণ দান কর এবং আখেরাতেও কল্যাণ দান কর এবং আমাদিগকে দোযখের আযাব থেকে রক্ষা কর।

দলিলঃসূরা বাকারাহ:আয়াতঃ২০১

⬛আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া ইউনূছ:এ দোয়াটি পড়লেও সব ধরনের মনের আশা পূরন হয় ও বিপদ মুসিবত দূর হয়।ইনশা-আল্লাহ।দোয়াটি হল:

لَا إِلَـٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي
كُنتُ مِنَ الظَّالِمِينَ

বাংলা উচ্চারনঃ'লা ইলাহা ইল্লা আংতা, সুবহানাকা ইন্নি কুংতু মিনাজ জ্বলিমিন।'।(দোয়াটি আরবি দেখে শুদ্ধভাবে পড়তে হবে)

অর্থাৎ 'তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই; তুমি পুতঃপবিত্র, নিশ্চয় আমি গোনাহগারদের দলভুক্ত।
দলিলঃসূরা আম্বিয়া :আয়াত:৮৭

⬛উত্তম জীবনসঙ্গী,নেককার স্বামী ও স্ত্রী এবং ভাল হালাল চাকরি পাওয়ার জন্য কুরআনের নিচের অতি গুরুত্বপূর্ণ দোয়াটি পড়তে পারেন:

رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِير

উচ্চারণ : ‘রব্বি ইন্নি লিমা আনযালতা ইলাইয়্যা মিন খইরিন ফাকির।’ ।(দোয়াটি আরবি দেখে শুদ্ধভাবে পড়তে হবে)
অর্থ : ‘হে আমার প্রভু! তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে, নিশ্চয় আমি তার মুখাপেক্ষী।’ (সুরা কাসাস : আয়াত ২৪)

⬛যাদের চোখ শীতল করা ও চোখ জুড়ানো নেককার বউ ও স্বামী দরকার তারা নিচের দোয়াটি পড়তে পারেন।মেয়েরা পড়লেও ভাল নেককার স্বামী পাবেন।ইনশা-আল্লাহ।আল্লাহ মানুষের অন্তরের খবর রাখেন
।দোয়াটি হলঃ
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوٰجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

বাংলা উচ্চারণ:রব্বানা হাবলানা মিন আঝওয়াজিনা ওয়াজুর্রিই ইয়াতিনা কু'ররতা আ'ইউনিও ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমা-মা।(দোয়াটি আরবি দেখে শুদ্ধভাবে পড়তে হবে)
অর্থঃ হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর।
দলিলঃসূরা ফুরকান:আয়াত :৭৪

⬛জ্ঞান বৃদ্ধির দোয়া:
رَّبِّ زِدْنِى عِلْمًا
বাংলা উচ্চারনঃরব্বি যিদনী ইলমা।
।(দোয়াটি আরবি দেখে শুদ্ধভাবে পড়তে হবে)
অর্থঃ হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করুন।
দলিলঃসূরা ত্বোয়াহ:আয়াতঃ১১৪

⬛ঝণ পরিশোধ ও অভাব মোচনের জন্য সহীহ হাদিসের নিচের দোয়াটি পড়তে পারেনঃ
اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكِ عَمَّنْ سِوَاكَ
বাংলা উচ্চারণ:
আল্লা-হুম্মাকফিনী বিহালা-লিকা ‘আন হারা-মিকা ওয়া আগনিনী বিফাদ্বলিকা ‘আম্মান সিওয়া-ক ।
(দোয়াটি আরবি দেখে শুদ্ধভাবে পড়তে হবে)

অর্থ:‘হে আল্লাহ! হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট কর। আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না এবং স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে স্বচ্ছলতা দান কর।’
দলিলঃসহীহ তিরমিজি শরীফ ,আহমাদ

⬛ঈমানের সাথে মৃত্যু বরন করার দোয়াঃ
رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ

উচ্চারণঃ রব্বানা লা’তুযিগ কুলুবানা বা’দা ইয হাদাইতানা ওয়া হাবলানা মিল্লাদুনকা রহমাতান, ইন্নাকা আংতাল ওয়াহাব। ।(দোয়াটি আরবি দেখে শুদ্ধভাবে পড়তে হবে)

অর্থঃ হে আমাদের পালনকর্তা! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্যলংঘনে প্রবৃত্ত করোনা এবং তোমার নিকট থেকে আমাদিগকে অনুগ্রহ দান কর। তুমিই সব কিছুর দাতা।
দলিলঃসূরা আল ইমরান:আয়াত:৮

দোয়া আরবি দেখে শুদ্ধভাবে শিখে পড়তে হবে।

মনে রাখতে হবে,নামাজের সিজদায় গিয়ে দোয়া করার জন্য প্রথমে অবশ্যই সিজদার তাসবিহ 'সুবহানা রব্বিয়াল আ'লা 'তিনবার বলার পর তারপর যেকোন দোয়া পড়া যাবে।একই দোয়া যতবার পড়া মন চায় ততবার দোয়া করতে পারবেন।যত দোয়া পড়তে মন চায় তত দোয়া করতে পারবেন।এতে কোন সমস্যা নাই।বরং অনেক ভাল হবে।সিজদায় আরবি ভাষায় দোয়া করতে হবে।কারন অনেক ইসলামিক স্কলার বলেন নামাজে নিজের ভাষায় বা বাংলা ভাষায় দোয়া করলে নামাজ নষ্ট হয়ে যাবে।তাই নামাজের সিজদায় গিয়ে আরবি ভাষায় দোয়া করাই উত্তম।
সুন্নত, নফল, তাহাজ্জুদ, সালাতুল হাজত নামাজের সিজদায় গিয়ে দোয়া পড়া যাবে।ফরজ নামাজ যেহেতু একটি নির্দিষ্ট নিয়মের আয়তায় তাই ফরজ নামাজের সিজদায় গিয়ে দোয়া না করাই উত্তম।

আল্লাহ তাআলা যেন সবাইকে সঠিকভাবে নিয়ম জেনে আমল করার তওফীক দান করেন। আমিন।

বিঃ দ্রঃ

প্রতিটি দোয়া আরবী থেকে শুদ্ধ করে মুখস্থ করুন। বাংলা উচ্চারণ সঠিক হয় না। কেননা, কোনো ভাষার শব্দই অন্য ভাষায় সঠিক উচ্চারণে লেখা যায় না।

When u find urself in museums
16/11/2024

When u find urself in museums

Address

NP198PB
Newport
NP198PB

Telephone

+447425573542

Website

Alerts

Be the first to know and let us send you an email when Motiur Mollik's Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Motiur Mollik's Vlog:

Share