Rayyan's

Rayyan's Bangla children and parenting vlog. Hello, this is Rayyan. I have a Bangladeshi origin and was born in UK. I do share my daily fun and cute activities too.

আমার কুটুসপাখি!
02/01/2025

আমার কুটুসপাখি!

সারারাত জেগে থেকে এখন দিনের বেলায় তিনি ঘুমাচ্ছেন। এদিকে আমরা তো চাইলেও দিনে ঘুমাতে পারিনা। কাজ করেই শেষ করতে পারিনা, ঘু...
01/01/2025

সারারাত জেগে থেকে এখন দিনের বেলায় তিনি ঘুমাচ্ছেন। এদিকে আমরা তো চাইলেও দিনে ঘুমাতে পারিনা। কাজ করেই শেষ করতে পারিনা, ঘুমাবো কখন?

রাইয়ানকে ব্যস্ত রাখার নতুন উপকরণ।     Temu
01/01/2025

রাইয়ানকে ব্যস্ত রাখার নতুন উপকরণ।
Temu

হেই, বছরের প্রথম দিন কেমন কাটাচ্ছো তোমরা??
01/01/2025

হেই, বছরের প্রথম দিন কেমন কাটাচ্ছো তোমরা??

01/01/2025

রাত ২.৩০, রাইয়ান এখনও খেলা করছে।
ঘুমের কোন খোঁজ নেই

Happy new year 2025.
31/12/2024

Happy new year 2025.

প্রচণ্ড শীতের মধ্যেও ছেলে বাবাকে টেনে ধরে ফুটবল খেলাতে নিয়ে যাচ্ছে।
30/12/2024

প্রচণ্ড শীতের মধ্যেও ছেলে বাবাকে টেনে ধরে ফুটবল খেলাতে নিয়ে যাচ্ছে।

ইসস, কি লজ্জা ছেলের !  #রাইয়ানবাবু  #দুষ্টুপাখি  #লাজুক
30/12/2024

ইসস, কি লজ্জা ছেলের !

#রাইয়ানবাবু #দুষ্টুপাখি #লাজুক

ছেলে ডালিম খেতে চাইলো, ডালিম দিলাম। এ্যারপর দেখি হাগু করার পটিতে ডালিমগুলো রেখে খেলা করছে। খেলা শেষে ডালিমগুলো সারা মেঝে...
28/12/2024

ছেলে ডালিম খেতে চাইলো, ডালিম দিলাম। এ্যারপর দেখি হাগু করার পটিতে ডালিমগুলো রেখে খেলা করছে।

খেলা শেষে ডালিমগুলো সারা মেঝেতে ছড়িয়ে রেখে দিলো। একটাও খায়নি।

ওর বাবা এসে বললো- রাইয়ান আসো আমরা দুজন একসাথে ডালিমগুলো গুছিয়ে তুলি। দুজন মিলে মেঝে থেকে একটা একটা করে সবগুলো খুঁটে তুলেও ফেলেছিলো প্রায়, ঠিক তখনই রাইয়ান আবার বাটিটা ছুঁড়ে সব ফেলে দিলো আর হা হা করে হাসতে লাগলো।

ক্যামনডা লাগে কন???

Rayyan’s
গুল্টুমিয়ার ডালিম খাওয়া
২৭শে ডিসেম্বর,২০২৪

#রাইয়ানবাবু #দুষ্টুপাখি

আমার পুটুনসোনা।
26/12/2024

আমার পুটুনসোনা।

December 2023 VS December 2024          fans
25/12/2024

December 2023 VS December 2024
fans

20/12/2024

একজন নতুন মাকে আমরা সবাই উপদেশ দেয়া কিংবা জাজ করায় ব্যস্ত থাকি অথচ সেই মাকে কখনও বলি না-তুমি কিছুক্ষণ আরাম কর, আমরা বাচ্চার খেয়াল রাখবো।

আমার Little adult এই প্রথমবার বড়দের মতো করে ব্লাড প্রেসার চেক করছে।তাই অবাক হয়ে ভাবছে- নার্স আমার হাতে এটা কি লাগিয়ে ...
20/12/2024

আমার Little adult এই প্রথমবার বড়দের মতো করে ব্লাড প্রেসার চেক করছে।তাই অবাক হয়ে ভাবছে- নার্স আমার হাতে এটা কি লাগিয়ে দিলো🤔

অ্যাকসিডেন্টের পর থেকে রাইয়ানের বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে, এজন্য ডক্টর হসপিটালে রেফার করেছে। হসপিটালের এমার্জেন্সিতে...
17/12/2024

অ্যাকসিডেন্টের পর থেকে রাইয়ানের বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে, এজন্য ডক্টর হসপিটালে রেফার করেছে। হসপিটালের এমার্জেন্সিতে বসে তিনি আঁকিবুঁকি নিয়ে ব্যস্ত। আর সেই সুযোগে আমি টুক করে কয়েকটা ছবি ক্লিক করে রাখলাম।

“একজন শিশু আপনার উপদেশ শুনে নয়, বরং আপনাকে দেখে শেখে।”👉 যদি চান আপনার বাচ্চা শান্ত এবং ধীর-স্থির হোক, তাহলে নিজে আগে শা...
14/12/2024

“একজন শিশু আপনার উপদেশ শুনে নয়, বরং আপনাকে দেখে শেখে।”

👉 যদি চান আপনার বাচ্চা শান্ত এবং ধীর-স্থির হোক, তাহলে নিজে আগে শান্ত ও স্থির আচরণ অনুশীলন করুন।

(ভাবুন তো- আপনি নিজে সবসময় চিৎকার করে, বাচ্চাকে শান্ত থাকতে বললে তা কি কখনো কাজে আসবে?)

👉 আপনি যদি চান বাচ্চা আপনাকে সম্মান করতে শিখুক তবে শুরুতে আপনি আপনার বাচ্চাকে সম্মান দিতে শিখুন।

( আপনি যদি অন্যের সামনে বাচ্চাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, শাসন করেন এবং বাচ্চার কথা শুনতে না চান তবে, আপনার বাচ্চাও আপনার কথা শুনবে না বরং এটাই ওর কাছে স্বাভাবিক বলে মনে হবে)।

👉 বাচ্চাকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে, আগে নিজের ভেতরে আত্মবিশ্বাস তৈরী করুন।

👉 সন্তানকে ধর্যশীল করতে চাইলে, নিজে আগে ধর্যশীল হোন।

👉 শিশুকে দয়ালু এবং সহানুভূতিশীল মানুষ হিসেবে গড়ে তুলতে, নিজে তাদের প্রতি সহানুভূতিশীল হোন।

বাচ্চার আচরণ নিয়ে অভিযোগ না করে বরং অভিভাবক হিসেবে নিজের আচরণের উপর নজর দিন। আপনার বাচ্চা আপনাকে প্রতিটি মুহূর্ত অনুসরণ করে, আপনাকে দেখে শেখে।

তাই বাচ্চার কোনো আচরণ আপনার পছন্দ না হলে, একটু সময় নিয়ে ভেবে দেখুন আপনি নিজে কখনও বাচ্চার সামনে ওই আচরণটি করেছেন কি না?


14th December, 2024
Rayyan’s

13/12/2024

রাইয়ান বাবুর ২০ মাস পূর্ণ হলো, Alhamdulillah!
12/12/2024

রাইয়ান বাবুর ২০ মাস পূর্ণ হলো, Alhamdulillah!

টাকলুসোনা😘
12/12/2024

টাকলুসোনা😘

Address

Manchester

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rayyan's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rayyan's:

Videos

Share