Monsur Ahmed

Monsur Ahmed সর্বশক্তিমান আল্লাহর অফুরন্ত দয়ায় সফলতা লাভের সর্বোচ্চ প্রচেষ্টায়...
(2)

03/07/2024

পেইজটি প্রায় দেড়মাস হ্যাকারের কবলে ছিলো। আলহামদুলিল্লাহ এখন হ্যাকার মুক্ত। মাত্র কয়েক মিনিটের তদবিরে প্রিয় Muhammad Jakaria ভাই পেইজটি রিকভারি করতে সক্ষম হোন আর আমি ফিরে পাই আমার কষ্টার্জিত এই পেইজটি। আল্লাহর দরবারে জাকারিয়া ভাইর উত্তম বিনিময় কামনা করছি।

লাইক কমেন্ট ও পোস্ট শেয়ার করে সবাইকে পাশে থাকার অনুরোধ করছি।

জকিগঞ্জ উপজেলাবাসীর সৌভাগ্য যে, একজন মুহাক্কিক আলেমেদ্বীন, প্রবীণ মুহাদ্দিস উস্তাদে মুহতারাম মাওলানা বিলাল আহমদ ইমরান হা...
22/05/2024

জকিগঞ্জ উপজেলাবাসীর সৌভাগ্য যে, একজন মুহাক্কিক আলেমেদ্বীন, প্রবীণ মুহাদ্দিস উস্তাদে মুহতারাম মাওলানা বিলাল আহমদ ইমরান হাফিজাহুল্লাহকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে পেয়েছেন। এখন উনাকে ভোট দিয়ে বিজয়ী করার দায়িত্ব আপনাদের। মহান আল্লাহ কবূল করুন। আমীন

মহান আল্লাহ সর্বাত্মক সফলতা দান করুন। আমীন
21/05/2024

মহান আল্লাহ সর্বাত্মক সফলতা দান করুন। আমীন



19/05/2024

কাউকে তার স্ত্রী দেখিয়ে জিজ্ঞেস করলেন- ‘তার সাথে আপনার বিয়ে কবে হয়েছে; তিনি তাকদিরের কথা মাথায় রেখে বললেন- ‘আসমান-জমিন সৃষ্টির ৫০ হাজার বছর আগে থেকেই তিনি আমার স্ত্রী’।
এটা শুনে আপনি কী বুঝলেন?
- ফাহিম বদরুল হাসান হাফি.

17/05/2024

১১ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য

আশ্রয়ের আবেদন খারিজ হয়ে যাওয়া প্রায় ১১ হাজার অভিবাসীকে দেশে ফেরত পাঠাতে বাংলাদেশের সঙ্গে একটি নতুন চুক্তি করেছে যুক্তরাজ্য।

দ্যা টেলিগ্রাফ জানিয়েছে, সম্প্রতি বাংলাদেশ-যুক্তরাজ্যের করা ‘ফাস্ট-ট্র্যাক’ চুক্তি অনুযায়ী, যাদের আশ্রয়ের আবেদন খারিজ করা হয়েছে, যারা বিদেশি অপরাধী ও যাদের ভিসার মেয়াদ অতিবাহিত হয়ে গেছে তাদের দ্রুততম উপায়ে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

গত বছর প্রায় ১১ হাজার বাংলাদেশি ছাত্র, ভ্রমণ বা কাজের ভিসায় যুক্তরাজ্য এসে স্থায়ীভাবে বসবাসের জন্য আশ্রয়ের আবেদন করেন। এর মধ্যে মাত্র ৫ শতাংশের আবেদন মঞ্জুর করে দেশটির কর্তৃপক্ষ। অর্থ্যাৎ ১০ হাজারেরও বেশি অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হবে।

যুক্তরাজ্যের অবৈধ অভিবাসনবিষয়ক মন্ত্রী মাইকেল টমলিনসন বলেছেন, অবৈধভাবে এখানে আসা বা থাকা বন্ধ করার জন্য এই চুক্তি আমাদের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশ আমাদের মূল্যবান অংশীদার এবং আমরা তাদের সাথে বিভিন্ন বিষয়ে আমাদের সম্পর্ক জোরদার করছি।

চলতি সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিত স্বরাষ্ট্রবিষয়ক যুক্তরাজ্য-বাংলাদেশ প্রথম যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে চুক্তির ব্যাপারে দুই দেশ সম্মত হয়। ওয়ার্কিং গ্রুপে উভয় দেশ অংশীদারত্ব জোরদারে অঙ্গীকার করে। পাশাপাশি অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ে সহযোগিতা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার কথা জানায়।

তথ্যসুত্র: চ্যানেল আই, নিউজ লিংক কমেন্টে

17/05/2024

নবি তিনি কখন থেকে
(সব প্রশ্নের জবাব এই পোস্টে)

আল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে আত্মার তৃতীয় সম্মিলন। এর আগে মানব সম্প্রদায় ইস্যুতে আল্লাহপাক আরও দুটি সভা করেছিলেন। প্রথমটি ছিল মানুষ সৃষ্টির আগে, ফেরেশতাদের নিয়ে। আল্লাহ তাঁর ফেরেশতাদের ডেকে বলেছিলেন, 'ইন্নি জায়িলুন ফিল আরদ্বি খালিফাহ', আমি জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। দ্বিতীয়টি ছিল সকল মানুষের আত্মার সম্মিলন। আল্লাহ বলেছিলেন, 'আলাসতু বিরাব্বিকুম', আমি কি তোমাদের প্রভু নই? সবাই বলেছিলাম, অবশ্যই আপনি আমাদের প্রতিপালক। তৃতীয়টি ছিল শুধুই নবি-রাসুলদের নিয়ে।

তৃতীয় সভাটি ছিল একটু স্পেশাল। সাধারণ জনগণের প্রবেশাধিকার ছিল না। ডেলিগেটরা সবাই ছিলেন ভিভিআইপি ক্যাটাগরির। আদম থেকে ঈসা, সোয়ালক্ষ আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম ছিলেন অডিয়েন্স। আলোচ্য বিষয় ছিল শানে মুহাম্মাদ। আর সভাটি পরিচালিত হয়েছিল স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার সভাপতিত্ব ও পরিচালনায়। আসছি সেখানটায়, একটু পরে।

🔍দুই🔎
একজন নবি নবি হন ওহি নাজিলের মাধ্যমে। মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিলকৃত প্রথম ওহি ছিল; ‘ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক’। তখন তাঁর বয়স ছিল ৪০ বছর। কুরআনে কারিম ও আহাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথেন্টিক সোর্স থেকে ব্যাপারটি আমরা নিশ্চিত হয়েছি। এ জন্যই সিরাত-লেখকগণ নবিজির জীবনকে তিনভাগে বিভক্ত করেন।

✍️ প্রথম ভাগ : কাবলান নবুওয়াত বা নবুওয়াতের পূর্বকাল তথা জন্ম থেকে ৪০ বছর বয়স পর্যন্ত।
✍️ দ্বিতীয় ভাগ : বা’দান নবুওয়াত কাবলাল হিজরত বা হিজরতের পূর্বে মক্কি জীবনের ১৩ বছর, তথা ৪০ থেকে ৫৩ বছর বয়সকাল।
✍️ তৃতীয় ভাগ : বা’দান নবুওয়াত বা’দাল হিজরত বা নবিজির মাদানি জীবন তথা দুনিয়ার জীবনের শেষ ১০ বছর। সুতরাং, এ কথা আমরা নিশ্চিতকরেই বলতে পারি, মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবি হয়েছিলেন চল্লিশ বছর বয়সে।

আবার

একদিন এক সাহাবি স্বয়ং নবিকে প্রশ্নটি করে বসলেন। ওগো নবিজি! আপনি কখন থেকে নবি হলেন? নবিজি বললেন, আদম যখন তাঁর শরীর ও আত্মার মাঝামাঝি ছিলেন অর্থাৎ যখন আদমের জন্মই হয়নি, আমি তখন থেকেই নবি। তাহলে বোঝাগেল, মানবসৃষ্টির আগেই আল্লাহপাক তাঁর প্রিয় বন্ধুর মাথায় তাজে নবুওয়াত পরিয়ে রেখেছিলেন।

উপরের দুটি বক্তব্য কমপ্লিকেটেড হয়ে গেছে না? চলুন, নবিজি ৪০ বছর বয়সে নবি হয়েছিলেন- এ কথা বলায় যারা পেরেশান, কিছু সময়ের জন্য তাদের পেরেশানিটা আরেকটু বাড়িয়ে দিই।

আদম আলাইহিস সালাম হলেন আল্লাহর সৃষ্টি প্রথম মানব। নবিজিও মানুষ ছিলেন। এখন আমরা যদি বলি, আদমের আগেই নবিজি নবি ছিলেন, তাহলে কথা দাঁড়াল, প্রথম মানুষ সৃষ্টির আগেও মানুষ ছিলেন। তাহলে ‘প্রথম মানব’, এ কথার মানে কী হবে?

🔍 তিন🔎
এখন আরেকটু অ্যাডভান্স লেভেলের একটা কথা বলি। কথাটি আমরা শিখেছি হুজ্জাতুল্লাহি ফিল আরদ্ব মাওলানা মুহাম্মাদ কাসিম নানুতবি রাহিমাহুল্লাহর কাছ থেকে। সোয়ালক্ষ নবি-রাসুলের মধ্যে প্রথম নবির নাম ছিল মুহাম্মাদুর রাসুলুল্লাহ, শেষনবিও তিনিই ছিলেন। সিলসিলায়ে নবুওয়াত যার মাধ্যমে শুরু, তাঁর মাধ্যমেই শেষ। যেখানে শুরু, সেখানেই খতম। মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষনবিও, আবার তিনি প্রথম নবিও।

কীভাবে সম্ভব? মানবজাতির মধ্যে আল্লাহপাক তো হযরত আদম আলাইহিস সালামকেই সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন। কুরআনে কারিমের মাধ্যমে তো আমরা সেটাই জানি। তবে কি আমরা ভুল জানি? এতদিন কি তবে ভুল জেনে এসেছি?

উত্তর হচ্ছে- না। এতদিন আমরা ঠিকই জেনে এসেছি। আদম আলাইহিস সালামই আল্লাহর সৃষ্টি প্রথম মানব। পৃথিবীতে সর্বপ্রথম এ’লানে নবুওয়াত তিনিই করেছিলেন। তাঁর কালিমা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ।

বুঝতে পারছি কথাগুলো আরও জটিল হয়েগেছে। যাকে বলে সমাধানের ভেতরে নতুন করে সমস্যা তৈরি করা। চলুন সহজ করে বুঝি। বুঝে ফেলতে পারলে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বক্তা নামের বিশেষ কিছু লোক যেভাবে ‘নবিজি চল্লিশ বছর বয়সে নবি হয়েছিলেন’- বলে ফেলার কারণে অন্য আলেমদের নামে কুফরির ফতওয়া ফেরি করে বেড়াচ্ছেন, তারা আর বিভ্রান্তি ছড়াতে পারবেন না। আর, ‘নবিজি কখন থেকে নবি ছিলেন’- এটা নিয়ে সাধারণ মুসলমানকেও আর কনফিউশনে ভুগতে হবে না।

🔍চার🔎
আত্মার তৃতীয় সম্মিলনের কথা বলছিলাম। আদম থেকে ঈসা, সোয়ালক্ষ নবি-রাসুলের রূহসমূহকে একত্রিত করে আল্লাহপাক বললেন, আমি তোমাদেরকে কিতাব ও হিকমাহ দান করব, তবে আমার একটা শর্ত আছে।
-আল্লাহ! কী সেই শর্ত?
-তোমাদের পরে আমার একজন রাসুল যাবেন। যিনি তোমাদের কিতাবগুলো সত্যায়িত করবেন। তোমাদেরকে কথা দিতে হবে তোমরা তাঁর প্রতি ঈমান নিয়ে আসবে। নবিগণ কথা দিলেন- তাঁরা ঈমান নিয়ে আসবেন। (তথ্যসূত্র: ওয়া-ইজ আখাজাল্লাহু মিসাকান-নাবিয়্যিন…, সুরা আলে ইমরান, আয়াত—৮১।)

নবিগণের কাছ থেকে ওয়াদা নিতে গিয়ে আল্লাহপাক বললেন, তোমাদের পরে আমি যাকে পৃথিবীতে পাঠাব, তাঁর উপর তোমাদেরকে ঈমান আনতে হবে। লাতু’মিনুন্না বিহ। মানে কী? এই একটিমাত্র বাক্য 'লাতু’মিনুন্না বিহ' দ্বারা মাওলানা নানুতবি প্রমাণ করে দিলেন, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই প্রথম নবি। যেহেতু তিনি প্রথম নবি, তাই তিনি যে আদম আলাইহিস সালামের আগেই নবি ছিলেন, একথা বলার আর অপেক্ষাই রাখে না।

কীভাবে প্রমাণ হলো?

কারও প্রতি ঈমান আনতে হলে যার উপর ঈমান আনা হবে, আগে তাঁর নিজের ঈমান থাকতে হবে। আল্লাহপাক সকল নবিগণকে মুহাম্মাদুর রাসুলুল্লাহর উপর ঈমান আনতে নির্দেশ দিচ্ছেন- মানে হলো, সোয়ালক্ষ নবিগণের আগেই মুহাম্মাদুর রাসুলুল্লাহ’র ঈমান ছিল। আর, নবির ঈমান মানে নূরে নবুওয়াত। কারণ, আল্লাহর উপর ঈমান আনতে হয় কোনো না কোনো নবির কালিমা পাঠ করে। সুতরাং, মুহাম্মাদুর রাসুলুল্লাহ প্রথম ঈমানদার, মানে প্রথম নবি। সংগতকারণেই 'লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ' কালিমাওয়ালা নবি, আমাদের নবি মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়াসাল্লামই প্রথম নবি। একই সাথে শেষনবিও।

🔍পাঁচ🔎
এখন একই সাথে বেশ অনেকগুলো প্রশ্ন সামনে চলে আসলো।
✍️ ১. মুহাম্মাদুর রাসুলুল্লাহ যদি আদমের আগেই নবি হয়ে থাকেন, তাহলে আদম আলাইহিস সালামকে প্রথম নবি বলা হয় কেন?
✍️ ২. মুহাম্মাদুর রাসুলুল্লাহ যদি আদমের আগেই নবি হয়ে থাকেন, তাহলে তো আদমের আগে তাকে সৃষ্টি হবার কথা। তাহলে আদমকে প্রথম সৃষ্টি বলা হয় কেন?
✍️ ৩. মুহাম্মাদুর রাসুলুল্লাহ যদি আদমের আগেই নবি হয়ে থাকেন, তাহলে ৫৭০ খৃস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করে চল্লিশ বছর বয়সে যে নবি নবুওয়াত-প্রাপ্ত হয়েছিলেন, তাঁর নাম কী?
✍️ ৪ .অনেকের মজমায় একজন ব্যক্তি একই সাথে প্রথমও, আবার শেষও- এটা কীভাবে সম্ভব?
✍️ ৫. তিনি যদি প্রথম নবিই হয়ে থাকবেন, তাহলে ৫৭০ খৃস্টাব্দের আগের পৃথিবী তাঁর উম্মত হল না কেন?
প্রশ্ন অনেক কিন্তু জবাব এক। একটা হলো উজুদে নবুওয়াত, একটা হলো জুহুরে নবুওয়াত। উজুদ মানে অস্তিত্ব, জুহুর মানে প্রকাশ। আমাদের নবি মুহাম্মাদুর রাসুলুল্লাহ উজুদান ছিলেন প্রথম নবি, এবং জুহুরান শেষনবি। সহজ ভাষায়, সৃষ্টিগতভাবে মুহাম্মাদুর রাসুলুল্লাহ হলেন প্রথম নবি, কিন্তু পৃথিবীতে প্রকাশগতভাবে সর্বশেষ। সুতরাং, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছর বয়সে নবি হয়েছেন- একথাও যেমন ঠিক, আবার আদম আলাইহিস সালামকে সৃষ্টির আগেই তিনি নবি ছিলেন- সেকথাও ঠিক। এটা নিয়ে পাবলিক প্লেইসে পন্ডিতি করা মানে খামাখা বিভ্রান্তি ছড়ানো।

🔍ছয় 🔎
আউল বাউল লালনের দেশের বাবা মাইকেল জ্যাকসন, ডিজে জিকিরের প্রবক্তা প্রিয় বাউল সম্রাট, এবং আরও যারা হাওয়ার তালে দুললেন, আপনারাও- কেউ কিছু কি বুঝলেন?

লিখেছেন- মাওলানা রশীদ জামিল
বিশিষ্ট লেখক ও গবেষক

অতিরিক্ত গরমে সিলেটে একজন নিহত বাংলাদেশে অতিরিক্ত গরমের কারণে হার্ট অ্যাটাক করে সিলেটের সিটি সেন্টারে একজন ভাই ইন্তেকাল ...
16/05/2024

অতিরিক্ত গরমে সিলেটে একজন নিহত

বাংলাদেশে অতিরিক্ত গরমের কারণে হার্ট অ্যাটাক করে সিলেটের সিটি সেন্টারে একজন ভাই ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন

ছবি ও নিউজ: লোকমান আহমাদ




16/05/2024

আসসালামু আলাইকুম
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
"জান্নাতের ১০টি জিকির যথাঃ-

🔘জিকির -১
প্রতিদিন ১০০ বার সুবহান আল্লাহ্ পাঠ করলে ১০০০ সাওয়াব লিখা হয় এবং ১০০০ গুনাহ মাফ করা হয়।

🔘জিকির -২
‘আলহামদুলিল্লাহ’ মীযানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্বোত্তম দোআ’

🔘জিকির -৩
‘লা ইলাহা ইল্লাল্লাহ’ সর্বোত্তম যিকর।

🔘জিকির -৪
‘সুবহান আল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর’ এই কালিমাগুলি আল্লাহর নিকট অধিক প্রিয় এবং নবী (সঃ) বলেনঃ পৃথিবীর সমস্ত জিনিসের চইতে আমার নিকট অধিক প্রিয়।

🔘জিকির -৫
যে ব্যক্তি ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী’ প্রতিদিন ১০০ বার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমান (সগীরা) গুনাহ থাকলে ও তাকে মাফ করে দেওয়া হবে।

🔘জিকির -৬
নবী (সঃ) বলেনঃ ‘সুবহানাল্লাহি ওয়াবি হামদিহী সুবহানাল্লিল আযীম’ এই কালীমাগুলি জিহ্বায় উচ্চারনে সহজ , মীযানের পাল্লায় ভারী ,দয়াময় আল্লাহর নিকট প্রিয়।

🔘জিকির -৭
যে ব্যক্তি ‘সুবহানাল্লাহিল আযীমি ওয়াবি হামদিহী’ পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে (জান্নাতী) খেজুর গাছ রোপন করা হবে।

🔘জিকির -৮
নবী (সঃ) বলেনঃ ‘লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ’ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমুহের মধ্যে একটি গুপ্তধন।

🔘জিকির -৯
নবী (সঃ) বলেনঃ ‘সুবহান আল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর ওয়ালা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ’ এই কালীমাগুলি হচ্ছে “অবশিষ্ট নেকআ’মল সমুহ”

🔘জিকির -১০
নবী (সঃ) বলেনঃ যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে আল্লাহ তাআ’লা তার প্রতি দশ বার রহমত বরষন করবেন- “আল্লাহুম্মা সাল্লি ’আলা মুহাম্মাদিঁওয়া ’আলা আলি মুহাম্মাদিন্ কামা সাল্লায়তা ’আলা ইব্রাহীমা ওয়া ’আলা ’আলি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজিদ আল্লাহুম্মা বারিক ’আলা মুহাম্মাদিঁওয়া ’আলা আলি মুহাম্মাদিন্ কামা বারাকতা ’আলা ইব্রাহীমা ওয়া ’আলা ’আলি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজিদ এবং তিনি (সঃ) আরো বলেনঃ যে ব্যক্তি আমার প্রতি সকালে দশবার এবং বিকেলে দশবার দুরুদ পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফায়াত পাবে ।”

ফুটনোট
১)সহীহ মুসলিম-৪/২০৭৩
২)তিরমিযী-৫/৪৬২,ইবনে মাজাহ-২/১২৪৯
৩)তিরমিযী-৫/৪৬২,ইবনে মাজাহ-২/১২৪৯,
৪)সহীহ মুসলিম -৩/১৬৮৫, ৪/২০৭২
৫)সহীহ বুখারী-৭/১৬৮,সহীহ মুসলিম-৪/২০৭১
৬)সহিহ বুখারী-৭/১৬৮, মুসলিম-৪/২০৭২
৭)তিরমিযী

দেখো, সাদা কালো রঙের ঝলমলে ঝরঝরা ছায়া-ছবি!উকাবে রাসূলের ﷺ প্রেমে কিনা সাদাকালো চিজগুলি!
12/05/2024

দেখো, সাদা কালো রঙের ঝলমলে ঝরঝরা ছায়া-ছবি!
উকাবে রাসূলের ﷺ প্রেমে কিনা সাদাকালো চিজগুলি!




10/05/2024

প্রচন্ড গরমে শীতল আবহাওয়া উপভোগ করতে লুটনের মানুষরা খোলা আকাশের নিচে বাচ্চাদের নিয়ে আনন্দঘন মুহুর্তে তোলা ভিডিও!



10/05/2024

কোন ছবি অথবা ভিডিও পাবলিক করা ভালো আর কোনটা খারাপ, সে জ্ঞান যদি না থাকে তাহলে ডিজিটাল যুগে স্মার্টফোন হাতে নির্লজ্জতাই প্রকাশ পাবে এটাই স্বাভাবিক।

- মনসুর বিন সালেহ

04/02/2024
ড্রোন দিয়ে তোলা বিশ্ব ইজতেমা মাঠ! আল্লাহু আকবার!! টঙ্গীর ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ ; লক্ষলক্ষ মুসল্লীদের উপস্থিতিতে...
04/02/2024

ড্রোন দিয়ে তোলা বিশ্ব ইজতেমা মাঠ! আল্লাহু আকবার!!

টঙ্গীর ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ ; লক্ষলক্ষ মুসল্লীদের উপস্থিতিতে সম্পন্ন হলো উলামায়ে কেরামের তত্বাবধানে পরিচালিত দাওয়াতে তাবলীগের বিশ্ব ইজতেমা-২০২৪

Address

Luton

Alerts

Be the first to know and let us send you an email when Monsur Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies



You may also like