TRUN to ALLAH

TRUN to ALLAH Astagfirulla

30/11/2024

"ওহে বস্ত্র আবৃত( ব্যক্তি)! ওঠ,সতর্ক কর!
কোনো কাজ শুরু করার জন্য মোটিভেশান এর দরকার নেই জাস্ট শুরু করে দিন। আল্লাহ তায়ালা সব সামলিয়ে নিবেন ইনশাআল্লাহ।

27/11/2024

FOCUS
You want to be the best?
You want to worship Allah?
You want Success in Duniya?
You want success in Akhirah?
Don't waist your energy about everything else!
FOCUS ON Him......!!!
And him ONlY.......❤️(সফলতা শুধু তারই নিকট)

27/11/2024

আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমাদের ঈমানের স্তর নীচে নেমে যায়। সালাতে খুশু কমে যায়, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক দুর্বল মনে হয়। আমরা অনুভব করি যে আমাদের দোয়া কবুল হচ্ছে না, সালাত আমাদের হৃদয়ে ইতিবাচক প্রভাব ফেলছে না। এর থেকেও খারাপ, মনে হতে পারে যে আমরা খুবই খারাপ মানুষ, আল্লাহ আমাদের আর ভালোবাসেন না, আমাদের দিকে তাকান না বা আমাদের পরোয়া করেন না।

সুরাহ দুহা আমাদের এইসব অনুভূতির মধ্য দিয়ে চলার জন্য আশার বার্তা দেয়।

➡ আল্লাহর ভালোবাসা কখনো কমে না
সুরাহ দুহা শুরু হয় এই বলে যে, “তোমার প্রতিপালক তোমাকে ছেড়ে দেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট নন।” (৯৩:৩)
এটা স্পষ্টভাবে বলে দেয় যে, আল্লাহর ভালোবাসা আমাদের প্রতি সবসময় বিদ্যমান। শয়তান আমাদের মনকে দুর্বল করতে এই ধারণা দেয় যে, আল্লাহ আমাদের ভালোবাসেন না, কিন্তু আল্লাহ তা’আলা এই আয়াতের মাধ্যমে আমাদের ভ্রান্ত ধারণা দূর করেন।

➡ অন্ধকারের পর আসে আলো
“অবশ্যই, প্রতিটি কষ্টের পরে আসে সহজি।” (৯৩:৫-৬)
জীবনের কঠিন সময়গুলো হয়তো আমাদের পরীক্ষা করার জন্য। কিন্তু এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে, কোনো কষ্ট স্থায়ী নয়। আল্লাহ প্রতিটি বিপদের পরে সহজি পাঠান।

➡ কৃতজ্ঞতা এবং সাহায্য করার তাগিদ
সুরাহ দুহার শেষে আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দেন, “যখন তুমি এতিম ছিলে, তিনি কি তোমাকে আশ্রয় দেননি?” (৯৩:৬)।
আমাদের জীবনের আশীর্বাদগুলো স্মরণ করার মাধ্যমে আমরা কৃতজ্ঞ হতে পারি এবং অন্যদের সাহায্য করতে উৎসাহিত হতে পারি।

27/11/2024

সকল ভালো কিছুই আল্লাহর তরফ থেকে আসে। ঠিক তেমনি মন খারাপও আল্লাহর পক্ষ থেকেই আসে। আল্লাহ মন খারাপের মাধ্যমে আমাদের আরো বেশি পরিপক্ক করতে চান।ভিত্তি মজবুতের জন্য যেমন সিমেন্টের দরকার ঠিক তেমনি ছোট ছোট মন খারাপের মাধ্যমে আমরা অনেক শক্তিশালী হয়ে উঠি। তাই আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। কারণ তিনি আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন ❤️

25/11/2024

পেছনে ফিরে দেখি কত পথ তো হেঁটে এলাম অনেকের সাথে। কই? আজ তো কেউ নেই 'রব ছাড়া'!

— আরিফ আজাদ

19/11/2024

প্রেম করে বিয়ে করা এক প্রকার প্রতারণার শামিল! বিয়ে জিনিসটা আখলাক দেখে করাই উওম। কারণ চেহারার সৌন্দর্য সারাজীবন থাকে না তবে সুন্দর চরিত্র আমৃত!🥰

18/11/2024
17/11/2024

আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে,
আমি তার সাথে তেমনই আচরণ করি।'

(সহিহুল বুখারি:৭৫০৫,সহিহ মুসলিম:২৬৭৫)

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when TRUN to ALLAH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TRUN to ALLAH:

Videos

Share