30/12/2025
অফিস শেষ করেই আম্মুকে ভিডিও কল করেছিলাম। ফোন রিসিভ করতেই দেখি তিনি কান্না করছেন। অঝোর ধারায় তার চোখের পানি বয়ে যাচ্ছে আর তিনি স্মৃতিচারণ করছেন কিভাবে কখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে তার দেখা হয়েছিল।
তখন আমি খুব ছোট ছিলাম। আমি তেমন কিছু যদিও মনে করতে পারছিনা, তবুও মনে আছে আমি আমার জীবনে আল্লাহর তৈরি খুব সুন্দর একজন মানুষকে দেখেছিলাম খুবই কাছে থেকে। আর তাকে দেখার পর থেকেই আমি আম্মুকে বলতাম, আমার আম্মু বেগম খালেদা জিয়ার মতন দেখতে। এই কথাটা শুনলেই আম্মু হেসে দিতেন। কিন্তু আজ আম্মুকে আর হাসাতে পারলাম না। তখন আম্মুকে দেখতাম বেগম খালেদা জিয়ার মতন করে শাড়ি পরতে। রাজনীতি তো বুঝতাম না, কিন্তু তার ব্যক্তিত্ব, ফ্যাশন সেন্স আর মানবিকতা সব সময় আমাকে মুগ্ধ করত।
আমার আম্মুর কান্না দেখে মনে হল, একটি মানুষ যাকে হয়ত গত ১৬-১৭ বছরে তেমন কাছ থেকে দেখিনি বা খুব এক্টিভভাবে তাকে রাজনীতিতে আসতে দেয়া হয়নি, সেই মানুষটার দেশের জন্য কি পরিমান অবদান থাকলে তার স্মৃতি ধরে আজ ঘরে ঘরে মানুষ কান্না করছে!
আজ আমাদের বাসায় শোকের ছায়া, রান্নাবান্না তেমন হয়নি। বাসার সবাই টেলিভিশনের সামনেই বসে আছে সকাল থেকে সব খবর দেখার জন্য। আমার মনে হয়, বাংলাদেশীদের বেশির ভাগ ঘরেই আজ একই অবস্থা!
মৃত্যু সত্য, আর কোটি মানুষের মনে স্হান করে নেয়া এমন মৃত্যু যেন সকলের স্বপ্ন। শহীদ ওসমান হাদি এবং বেগম খালেদা জিয়ার মৃত্যু যেন আমাদের মনে করিয়ে দেয়, ভালো কাজ, সুন্দর ব্যবহার, মানবিকতা আর দেশপ্রেম মানুষকে বাঁচিয়ে রাখে অনন্তকালের জন্য। আপোষহীন দেশপ্রেমিকরা মরে না, এরা বেঁচে থাকে আমাদের মনে আর উজ্জীবিত করে রাখেন আমাদের ইতিহাস।