Nesath Khusbu

Civil Servant in the UK
Beauty, Fashion & Lifestyle Content Creator
Founder of Mabroor by Nesath & NEK Mart Ltd
Email Address- [email protected]

©️All Rights Reserved by Nesath Sultana Khusbu

02/01/2026

মান সম্মান বাঁচাল Khudha Lagche

31/12/2025

Happy New Year 2026

31/12/2025

New year, new hope

31/12/2025

সোশ্যাল মিডিয়ার কল্যাণে বেশ কয়েকটি ভিডিও দেখলাম যেখানে মানুষজন রেল স্টেশনে, বাসার ছাদে এবং রাস্তায় দাঁড়িয়ে রেডিও শুনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন। মাশআল্লাহ! কি চমৎকার মৃত‍্যু।

এটা দেখে বার বার মনে একটি প্রশ্ন আসছিল, যদি ৫ আগস্ট দেশ নতুন করে স্বাধীন না হতো, তবে কি সাধারণ জনগণ তাদের এই স্বতঃস্ফূর্ত ভালোবাসা এবং শ্রদ্ধা নির্ভয়ে প্রদর্শন করতে পারতেন?

দেখেন, আল্লাহ চাইলে সবই সম্ভব। নিশ্চয়ই আল্লাহ সব কিছু দেখেন, জানেন এবং সকল কিছুর উপযুক্ত বিচার করেন।

30/12/2025

অফিস শেষ করেই আম্মুকে ভিডিও কল করেছিলাম। ফোন রিসিভ করতেই দেখি তিনি কান্না করছেন। অঝোর ধারায় তার চোখের পানি বয়ে যাচ্ছে আর তিনি স্মৃতিচারণ করছেন কিভাবে কখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে তার দেখা হয়েছিল।

তখন আমি খুব ছোট ছিলাম। আমি তেমন কিছু যদিও মনে করতে পারছিনা, তবুও মনে আছে আমি আমার জীবনে আল্লাহর তৈরি খুব সুন্দর একজন মানুষকে দেখেছিলাম খুবই কাছে থেকে। আর তাকে দেখার পর থেকেই আমি আম্মুকে বলতাম, আমার আম্মু বেগম খালেদা জিয়ার মতন দেখতে। এই কথাটা শুনলেই আম্মু হেসে দিতেন। কিন্তু আজ আম্মুকে আর হাসাতে পারলাম না। তখন আম্মুকে দেখতাম বেগম খালেদা জিয়ার মতন করে শাড়ি পরতে। রাজনীতি তো বুঝতাম না, কিন্তু তার ব‍্যক্তিত্ব, ফ‍্যাশন সেন্স আর মানবিকতা সব সময় আমাকে মুগ্ধ করত।

আমার আম্মুর কান্না দেখে মনে হল, একটি মানুষ যাকে হয়ত গত ১৬-১৭ বছরে তেমন কাছ থেকে দেখিনি বা খুব এক্টিভভাবে তাকে রাজনীতিতে আসতে দেয়া হয়নি, সেই মানুষটার দেশের জন‍্য কি পরিমান অবদান থাকলে তার স্মৃতি ধরে আজ ঘরে ঘরে মানুষ কান্না করছে!

আজ আমাদের বাসায় শোকের ছায়া, রান্নাবান্না তেমন হয়নি। বাসার সবাই টেলিভিশনের সামনেই বসে আছে সকাল থেকে সব খবর দেখার জন‍্য। আমার মনে হয়, বাংলাদেশীদের বেশির ভাগ ঘরেই আজ একই অবস্থা!

মৃত্যু সত‍্য, আর কোটি মানুষের মনে স্হান করে নেয়া এমন মৃত্যু যেন সকলের স্বপ্ন। শহীদ ওসমান হাদি এবং বেগম খালেদা জিয়ার মৃত্যু যেন আমাদের মনে করিয়ে দেয়, ভালো কাজ, সুন্দর ব‍্যবহার, মানবিকতা আর দেশপ্রেম মানুষকে বাঁচিয়ে রাখে অনন্তকালের জন‍্য। আপোষহীন দেশপ্রেমিকরা মরে না, এরা বেঁচে থাকে আমাদের মনে আর উজ্জীবিত করে রাখেন আমাদের ইতিহাস।

30/12/2025

The Best Mascara of 2025
Maybelline New York Body Mascara

30/12/2025

Chitchat + GRWM

কত অত্যাচার, অবিচার এবং নির্যাতন সহ্য করেছেন আমাদের আপোষহীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু যিনি সন্মান দে...
30/12/2025

কত অত্যাচার, অবিচার এবং নির্যাতন সহ্য করেছেন আমাদের আপোষহীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু যিনি সন্মান দেয়ার মালিক, মহান আল্লাহ তায়ালা, তাকে মাশআল্লাহ কতটা সম্মানের সাথে নিয়ে গেলেন।

তার জীবনী, নীতি এবং মানবিক মূল্যবোধ হয়ে থাকবে আমাদের অনুপ্রেরণা এবং তার মৃত্যু রচনা করল ইতিহাসের পাতায় এক মহাকালের কাব্য।

মহান আল্লাহ তায়ালা বেগম খালেদা জিয়াকে বেহেশত নসীব করুন। আমিন!

30/12/2025

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর ২০২৫, সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। আমি তাঁর রূহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা তাকে বেহেশত নসীব করুন। আমিন

29/12/2025

YSL Beauty Lash Clash Mascara

29/12/2025

কি একটা ভুল করে ফেললাম! Daily Vlog

নিশ্চিত জীবনে ভালো কোন কাজ করেছিলাম যার উপহার স্বরূপ মহান আল্লাহ তায়ালা এই ভদ্রলোককে আমার স্বামী হিসেবে দান করেছেন। এই ...
29/12/2025

নিশ্চিত জীবনে ভালো কোন কাজ করেছিলাম যার উপহার স্বরূপ মহান আল্লাহ তায়ালা এই ভদ্রলোককে আমার স্বামী হিসেবে দান করেছেন। এই ভদ্রলোকের উপর আমার কোন রাগ, ক্ষোভ, অভিমান বা আফসোস নেই আলহামদুলিল্লাহ!

এই ভাবেই এই ভদ্রলোকের বয়স বাড়ুক,চুল দাড়ি সাদা হোক, বুড়া হোক, আর আমাকে সাথে নিয়েই সাড়া জীবন কাটিয়ে দিক।

এই প্রত্যাশায়-

জন্মদিনের অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন চৌধুরী সাহেব ♥️

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when Nesath Khusbu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nesath Khusbu:

Share