Md Masudur Rahman

Md Masudur Rahman People are for people

13/03/2024

এটাই বাস্তব চিত্র।

13/06/2023
09/03/2023

বাস্তবতা মানুষকে পরিবর্তন ও সচেতন করে দেয়।

15/02/2022

যারা সজ হলুদ কাল লাল মিশ্রিত করে উল্লাস করতেছি মনে রেখো আগামীকাল সাদা হয়ে এই দুনিয়া ত্যাগ করতে পারি।

করোনার অভিঘাতকুড়িগ্রামে ৫০ হাজার শিক্ষার্থী ঝরে পড়েছেবাল্যবিয়ের শিকার অনেকে কুড়িগ্রামে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠা...
13/09/2021

করোনার অভিঘাত
কুড়িগ্রামে ৫০ হাজার শিক্ষার্থী ঝরে পড়েছে
বাল্যবিয়ের শিকার অনেকে


কুড়িগ্রামে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রায় ৫০ হাজার শিক্ষার্থী ঝরে পরেছে। এ শিক্ষার্থীদের একটি বড় অংশ (ছাত্রী) বাল্যবিয়ের শিকার হয়েছে। রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম দিন কন্যাশিশুর অনুপস্থিতি কম লক্ষ্য করা গেছে।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল আলম জানান, শতকরা ১৩ ভাগ শিক্ষার্থী ঝরে পড়েছে। এ হিসাবে জেলায় গত দেড় বছরে ঝরে পড়া শিশু শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫০ হাজার। ঝরে পড়া কন্যাশিশুদের অধিকাংশই বাল্যবিয়ের শিকার হয়েছে। করোনার দীর্ঘ বন্ধের মধ্যে সদরের ৫টি স্কুলের ৬৩ ছাত্রী বাল্যবিয়ের শিকার হয়েছে। অন্য স্কুলগুলোতে ঝরে পড়া ও বাল্যবিয়ের শিকার মেয়েদের প্রকৃত তথ্য নিতে উপজেলাগুলোতে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি দু-এক দিনের মধ্যে সার্বিক চিত্রটা বোঝা যাবে।

জানা যায়, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০ জন, ঘোগাদহ মালেকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৬ জন, কাঁঠালবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৪ জন এবং বারউল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ জনসহ ৫টি বিদ্যালয়ে ৯১ ছাত্রী বাল্যবিয়ের শিকার হয়েছে। কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে শুধু দশম শ্রেণিতে ১২ জনসহ প্রায় ৩০ জনের বিয়ে হয়েছে।

সদর উপজেলার যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, করোনার আগে এই বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে উপস্থিতি ছিল ৫০ জন। রোববার উপস্থিত হয় ৪৩ জন। নবম শ্রেণিতে আগে ছিল ৩১ জন, এদিন উপস্থিত হয় ২২ জন। ১০ শ্রেণিতে আগে ছিল ২৫ জন, উপস্থিত হয় ১৭ জন। এসএসসিতে আগে ছিল ২৪ জন; উপস্থিত হয় ১৯ জন।

এসএসসি পরীক্ষার্থী জান্নাতুন জানান, তার ক্লাসের ৫ জনের বিয়ে হয়েছে। দশম শ্রেণির সোহানা জানান, তার দুজন বান্ধবীর বিয়ে হয়েছে।

এসএসসি পরীক্ষার্থী আইরিন বলেন, লকডাউনে আমরা পরিবারের কাছে যেন বোঝা হয়ে ছিলাম। কোথাও বাইরে যেতে দেওয়া হতো না। প্রাইভেট পড়াও বন্ধ ছিল। অনেক বান্ধবীর বিয়ে হয়ে গেছে। তারা পড়াশোনা করতে চেয়েছিল কিন্তু পরিস্থিতির শিকার হয়েছে।

যাত্রাপুর চাকেন্দা খানপাড়া উচ্চ বিদ্যালয়ে দেখা যায় একই চিত্র। এ স্কুলের শিক্ষার্থী আমিনা, সালমা ও নাজনিন জানায়, ৭ম থেকে এসএসসি পর্যন্ত ৮ জনের বিয়ে হয়েছে।

এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম জানান, বাল্যবিয়ের তথ্য এখনো আমরা পাইনি। শিক্ষার্থী ও অভিভাবকরা আসুক তাদের সঙ্গে আলোচনা করলে প্রকৃত তথ্য জানা যাবে।

তথ্যসূত্রঃ যুগান্তr

#কুড়িগ্রামেই যদি ৫০ হাজার ঝরে পরে তাহলে ৬৪ জেলায় ৩২ লাখ শিক্ষার্থী ঝরে গেছে। এটাই যথেষ্ট একটা দেশের শিক্ষা ব্যাবস্থাকে ধ্বংস করার জন্য।।।

10/09/2021

জিবনের মর্মতা বুঝতে চান?
১০মিনিটের জন্য চোখ বন্ধ করে নিজেকে
মৃত কল্পনা করে দেখতে পারেন।

06/09/2021

আপনি যে মানুষটার যত বেশি উপকার করবেন দেখবেন সেই মানুষটাই একদিন আপনাকে বেশি বিপদে ফেলার চেষ্টা করবে।

100% ঠিক।
06/09/2021

100% ঠিক।

07/08/2021

"আশ্চর্য হয়ে গেলাম তদন্ত করতে গিয়েও পরিমনির শরীরের লোভ সামলাতে পারলো না একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছি ছি এর থেকে লজ্জার আর কি হতে পারে একটা ডিপার্টমেন্ট এর জন্য ।

আর যদি আসলেই সুষ্ঠ তদন্ত হয় দেখবেন দেশের বড় বড় ম্যাগনেট, বড় বড় কিছু রাজনৈতিক ক্ষমতাবান লোকের নাম তদন্ত কমিটি দেখতে পাবে আর অবাক হবে হয়তো কিন্তু আমি আপনি আমরা এই ওই নামগুলো দেখতে পাবো না , এটা শিওর থাকেন কারন বুঝেনইতো নাম বললে ................😁😁

আর তোমাদের নারীদের মধ্যে যারা নির্লজ্জ কাজ করে, তোমরা তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য হতে চার জন সাক্ষী উপস্থিত কর; অনন্তর য...
07/08/2021

আর তোমাদের নারীদের মধ্যে যারা নির্লজ্জ কাজ করে, তোমরা তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য হতে চার জন সাক্ষী উপস্থিত কর; অনন্তর যদি তারা সাক্ষ্য প্রদান করে তাহলে তাদেরকে তোমরা গৃহসমূহের মধ্যে আবদ্ধ করে রাখ যে পর্যন্ত মৃত্যু তাদেরকে উঠিয়ে না নেয় কিংবা আল্লাহ তাদের জন্য কোন পথ নির্দেশ না করেন। সূরা- নিসা। (১৫)

And those of your women who commit illegal sexual in*******se, take the evidence of four witnesses from amongst you against them; and if they testify, confine them (i.e. women) to houses until death comes to them or Allah ordains for them some (other) way. (15)

05/08/2021

“যে ব্যক্তি আল্লাহর ওপর নির্ভর করে, আল্লাহ তার জন্য যথেষ্ট”।
[সূরা আত-তালাক: ৩]

21/07/2021

কুরবানী- ভোগ নয়, ত্যাগের দীক্ষা...

ঈদ মুবারক ৷

‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’ মাতা লাকা ওয়ালমুলক লা শারিকা লাক...
19/07/2021

‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’ মাতা লাকা ওয়ালমুলক লা শারিকা লাকা.!

17/07/2021

কবর থেকে বেশী ভয়ঙ্কর
জায়গা আমি কখনো
দেখিনি!
হযরত মুহাম্মদ (সাঃ)
(তিরমিজি ;২৩০৮)

13/07/2021

পৃথিবীর সবচেয়ে মানসিক চাপ হচ্ছে, কোনো সৃতি বা কোনো ব্যক্তির কথা মনে পরা।

ছোটবেলার সেই বিখ্যাত ৩৫টি ছড়া ও কবিতা একসাথে। যে কবিতাগুলো পাঠ করলে মনে হয় কিছু সময়ের জন্য শৈশবে ফিরে গেছি!আহা! কত সুন্দ...
12/07/2021

ছোটবেলার সেই বিখ্যাত ৩৫টি ছড়া ও কবিতা একসাথে। যে কবিতাগুলো পাঠ করলে মনে হয় কিছু সময়ের জন্য শৈশবে ফিরে গেছি!
আহা! কত সুন্দর ছিল সেই ছড়া ও কবিতাগুলো।

12/07/2021

যাকে ভালো রাখার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন!
দিনশেষে দেখবেন সেই আপনার মন খারাপের কারণ.!

28/06/2021

পরিচিত মুখ, বদলে গিয়ে শিখিয়ে দিয়েছে কিভাবে বদলাতে হয়।

ধৈর্য ধারণ করেন আর বেশিদিন লাগবে না বাংলাদেশকে ফিলিস্তিন বানাতে।
21/06/2021

ধৈর্য ধারণ করেন আর বেশিদিন লাগবে না বাংলাদেশকে ফিলিস্তিন বানাতে।

যদি এই উত্তম চরিত্রের মানুষটার সঠিক বিচার না হয় তাহলে বুঝা যাবে এই দেশে সাম্প্রদায়িকতা,জাতিয়তাবাদ,ধর্মনিরপেক্ষতা বলতে কি...
21/06/2021

যদি এই উত্তম চরিত্রের মানুষটার সঠিক বিচার না হয় তাহলে বুঝা যাবে এই দেশে সাম্প্রদায়িকতা,জাতিয়তাবাদ,ধর্মনিরপেক্ষতা বলতে কিছুই নেই।

এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

20/06/2021

মুনিয়া হত্যার পর যারা সাংবাদিকদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাদেরকে এবার মোক্ষম জবাব দিলেন সাংবাদিক ভাইবোনেরা, শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনির অভিযোগের বিষয়ে দায়িত্ব পালন করতে গিয়ে।

তারা আবারো প্রমান করলেন জীবনের চেয়ে ইজ্জত মূল্যবান, হত্যার চেয়ে ধর্ষণচেষ্টার অভিযোগের গুরুত্ব বেশি।

যদিও আইনের দৃষ্টিতে দুটিই অপরাধ।

মুনিয়ার মৃত্যুর পরে সাংবাদিকেরা অতিরিক্ত দায়িত্ব হিসাবে শুধু তার চরিত্রহনন করেছিল যেটা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনির বেলায় তারা করেননি।

কারেন্ট নাই জেনেও ফোন চার্জে দেওয়াকে বলে "সরলতা"😌😌কারেন্ট আসার পর ফোনে চার্জ হচ্ছে মনে করা হলো "বিশ্বাস"🥰🥰তিন ঘণ্টা পর ...
26/05/2021

কারেন্ট নাই জেনেও ফোন চার্জে দেওয়াকে বলে "সরলতা"😌😌

কারেন্ট আসার পর ফোনে চার্জ হচ্ছে মনে করা হলো "বিশ্বাস"🥰🥰

তিন ঘণ্টা পর এসে দেখলাম ভুলে সুইচ দেই নি এইটা হলো "বোকামি"🤥🤥

যা হয়েছে বাদ দিয়ে আবার সুইচ দেওয়াকে বলে "ক্ষমা"😇😇

সুইচ দেওয়ার সাথে আবার কারেন্ট যাওয়া কে বলে "মন ভাঙ্গা"💔💔

কারেন্ট আবার আসতে দেরি হবে ভেবে ফোন সাথে নিয়ে বাহিরে যাওয়া হলো "কনফিডেন্ট"😼😼

তিন ঘণ্টা পর বাসায় এসে শুনলেন বেরিয়ে যাওয়ার পরপরই কারেন্ট আসছে, এইটা হলো "কাটা ঘায়ে নুনের ছিটা"😹😹😹

আবার তড়িঘড়ি করে চার্জে লাগানোর সাথে কারেন্ট যাওয়াকে বলে "ছ্যাকা"😵😵

কারেন্ট আসতে পারে ভেবে তিনঘন্টা বাসায় বসে থাকা হলো "অপেক্ষা"🙄🙄

তিনঘন্টা অপেক্ষা করে নিজের উপর বিরক্ত হয়ে মন খারাপ করাকে বলে "ডিপ্রেশন"😤😤

মোড়ে কারেন্ট আছে, ওখানে চার্জ দেওয়া যাবে ভেবে বাসা থেকে বেরিয়ে যাওয়া হলো "বিকল্প ব্যবস্থা"😎😎

মোড়ে যাওয়ার অর্ধেক রাস্তায় গিয়ে বুঝলেন কারেন্ট আসছে, একে বলে "প্রাক্তন ফিরে আসা"🙃🙃

বাসায় যাবেন কিনা মোড়ে যাবেন এইটা চিন্তা করা হলো "কনফিউসন"🤔🤔

বাসার কাছাকাছি আসতেই আবার কারেন্ট যাওয়াকে বলে "প্রাক্তনকে বিশ্বাস করে বাঁশ খাওয়া"🥸🥸

এরপর মোড়ে যাওয়ার পর কারেন্ট আসা দেখেও বাসায় না আসা হলো "প্রাক্তনকে বিশ্বাস না করা"🤐🤐

রাত বারোটা পর্যন্ত মোড়ে বসে থেকে বাসায় এসে যখন শুনলেন আর কারেন্ট যায় নি, এটাই "এক্সকে বিশ্বাস না করে ভুল করা"🤯🤯

এত কিছুর পর কারেন্টকে মনে মনে গালি দেওয়া হলো "এক্সের পরিণতি"
😂😂😂
Collected

আমি নিজেও কখনাে এভাবে ভাবিনি...ফজর- ২ x ৩৬৫ দিন    = ৭৩০ রাকাআতযােহর- ৪ x ৩৬৫ দিন    = ১৪৬০ রাকাআতআসর- ৪x ৩৬৫ দিন     = ...
23/05/2021

আমি নিজেও কখনাে এভাবে ভাবিনি...

ফজর- ২ x ৩৬৫ দিন = ৭৩০ রাকাআত
যােহর- ৪ x ৩৬৫ দিন = ১৪৬০ রাকাআত
আসর- ৪x ৩৬৫ দিন = ১৪৬০ রাকাআত
মাগরিব- ৩ x ৩৬৫ দিন = ১০৯৫ রাকাআত
এশা- ৪x ৩৬৫ দিন = ১৪৬০ রাকাআত
মােট = ৬২০৫ রাকাআত

সুন্নাত এবং নফল সালাত তাে বাদই দিলাম...!!

১ বছরে (৩৬৫ x ৫) = ১৮২৫ ওয়াক্ত সালাত।
অর্থাৎ বছরে ১৮২৫ বার আপনাকে আযানের মাধ্যমে ডাক দেয়া হয়।

আপনি কয়বার সাড়া দিয়েছিলেন....?

আপনার মনে কি একটুও অনুশােচনা হওয়ার কথা না ?

কি ভেবেছেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে না?

এখানে শুধু ১ বছরের একটু ধারণা তুলে ধরা হল,
আল্লাহ্'র কাছে পুরাে জীবনের হিসাব কিভাবে দিবেন..???

কি অবস্থা হবে সেদিন...?

আসুন!!!

আজ থেকেই ৫ ওয়াক্ত সালাত আদায় করা শুরু করি।
আল্লাহর ডাকে সাড়া দেই।আল্লাহ্ কে ডাকি।
আল্লাহ নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দেবেন।

মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত
নামাজ আদায় করার তৌফিক দান করুন..

ইমাম ইবনু তাইমিয়্যাহ (রহ.) বলেন,

'বান্দার দৈনন্দিন জীবনে এমন কিছু সময় থাকা উচিত, যখন সে একা হবে। এই একাকী মুহূর্তগুলো সে দুআ, যিকির করে কাটাবে, সালাত আদায় করবে এবং পরকাল নিয়ে চিন্তাভাবনা, আত্মজিজ্ঞাসা এবং অন্তরের শুদ্ধির জন্য কাজ করবে। এছাড়া আরও যত বিষয় রয়েছে যেগুলো একা না হলে হয় না, সেগুলোর জন্য নির্জনতা বেছে নেবে।'

(মাজমু আল-ফাতাওয়া, ১০/৪২৫)
Collected

জীবনের সুন্দর একটি হিসাব দেখুন, বুঝুন এবং চিন্তা করুন- জীবন হবে জীবনের মতোযদি A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, ...
22/05/2021

জীবনের সুন্দর একটি হিসাব দেখুন, বুঝুন এবং চিন্তা করুন- জীবন হবে জীবনের মতো

যদি A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z = 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26

অর্থাৎ A to Z এর মান যদি এমনভাবে ধরি যেখানে : A=1, B=2, C=3, D=4, E=5, F=6, G=7, H=8, I=9, J=10, K=11, L=12, M=13, N=14, O=15, P=16, Q=17, R=18, S=19, T=20, U=21, V=22, W=23, X=24, Y=25, Z=26

তাহলে,,,
Hard Work:
H+A+R+D+W+O+R+K= 8+1+18+4+23+15+18+11=98%

Knowledge:
K+N+O+W+L+E+D++E=
11+14+15+23+12+5+4+7+5=96%

Luck:
L+U+C+K=
12+21+3+11=47%

অর্থাৎ এদের কোনোটাই 100% স্কোর করতে পারে না, তাহলে সেটা কী যা 100% স্কোর করতে পারে???

Money?? না, এটা 72%
Leadership?? না, এটা 97%

তাহলে??

সব সমস্যারই সমাধান করা সম্ভব, যদি আমাদের থাকে একটা পারফেক্ট Attitude বা দৃষ্টিভঙ্গি হ্যা, একমাত্র Attitude ই আমাদের জীবনকে করতে পারে 100% সফল......

A+T+T+I+T+U+D+E=
1+20+20+9+20+21+4+5=100%

সুতরাং দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে।

Copied.

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Masudur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Masudur Rahman:

Videos

Share

Category

  • 457Games

    457Games

    92 the larches, Palmers Green


You may also like